নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
নবীজিকে নিয়ে লেখার ইচ্ছ আমার দীর্ঘদিন ধরে।
এজন্য আমাকে অনেক লেখা পড়তে হয়েছে। অবশ্য নবীজিকে নিয়ে লেখার মতো যোগ্য লোক আমি নই। নবীজিকে নিয়ে বহু মানুষ লিখেছেন। আছে শত শত বই। আমাদের হুমায়ূন আহমেদ নবীজিকে নিয়ে লেখা শুরু করেছিলেন। কিন্তু শেষ করতে পারলেন না। তার আগেই তার মৃত্যু হয়ে গেলো। বিশ্ব একটা অসাধারন বই পড়া থেকে বঞ্চিত হলো। যাইহোক, অনেকেই নবীজিকে নিয়ে লিখতে গিয়ে, তাকে মহান হিসেবে দেখানোর জন্য অনেক ভুল লিখেছেন। অতিরঞ্জিত করেছেন। বানোয়াট গালগল্প লিখেছেন। যেমন নবীজি জন্মের সময় চারপাশ আলোকিত হয়ে গিয়েছিলো। তার মা কোনো ব্যথাবোধ করেন নি। ইত্যাদি হাজার রকমের কথা। যাইহোক, নবীজিকে নিয়ে ৫শ' পর্ব লিখলেও লেখা শেষ হবে না। আমি ৫শ' পর্ব লিখব না। আমি লিখব মাত্র ৫ পর্ব। আজ লিখব প্রথম পর্ব।
মদীনা অঞ্চলের নাম আগে ছিলো- ইয়াসরিবই।
তখন চলছিলো ৫২২ সাল। সেই সময় আরবে গুটিকয়েক লোক লেখাপড়া জানতো। তাঁরা সক্রেটিসকে চিনতেন। তাঁরা খুব ভাল কবিতা লিখতেন। সেই সময় মদীনাতে অনেক ইহুদী ও খিস্টানদের বসবাস ছিলো। তৎকালীন রাজার পুত্রকে মদীনাবাসীরা হত্যা করে। রাগে রাজা কালেব মদীনার সমস্ত খেজুর গাছ পুড়িয়ে দেন। এই খেজুর গাছই ছিলো মদীনাবাসীর একমাত্র আয়ের পথ। কোরআনে এসব কথা আসেনি। মক্কাতে বেড়াতে অনেক লোকজন আসতো। কারন এখানে অনেক গুলো সুন্দর সুন্দর মূর্তি আছে। যদিও কিছু মুসলিম দাবী করতো এটা আল্লাহর ঘর। কেউ কেউ আল্লাহকে দেবতা বলে মনে করতো। যারা মূর্তি দেখতে আসতো, মক্কা তে থাকতো, খেতো- তাতে মক্কাবাসীর বেশ ভাল ইনকাম হতো। চতুর লোকেরা মনে করলো- এখানে যেন সারা বছর লোকজন আসে সেই ব্যবস্থা করতে হবে। তাতে মক্কা, মদীনাবাসী উপকার পাবে।
আব্রাহাম নামে এক রাজা ছিলেন।
সে তার ক্ষমতা দেখাতে চায়। সে মক্কাতে যেখানে মূর্তি রাখা হয়েছে। সে গুলো ধ্বংস করে ফেলতে চায়। কারন খিস্টান, মুসলিম এবং ইহুদীরা ঐ জায়গাটা নিয়ে সারা বছর ক্যাচাল করেই। রাজা অনেক সৈন্য পাঠায় মক্কাতে। সৈন্য গুলো মক্কাতে লোকজনের ঘরে গিয়ে যা পায় কেড়ে নিয়ে আসে। এমনকি তাদের উট গুলো পর্যন্ত। তখন লোকজন মক্কার ঘর নিয়ে চিন্তিত না। মূর্তি গুলো নিয়েও চিন্তিত না। তাঁরা চায় তাদের উট গুলো। এর মধ্যে আব্দুল মোতালিব নামে একজনের ৫০ টা উট ছিলো। অনেকেই এই ঘটনায় কিছু রুপকথা জুড়ে দিয়েছেন। যেমন যখন সৈন্যরা এলো- তখন আকাশ থেকে অসংখ্য পাখি পাথর নিক্ষেপ করে সৈন্যদের রক্তাত্ব করে দিয়েছে। এই পাখির নাম কোরআনে এসেছে 'আবাবিল' নামে। সেই সময় আরবের লোকজন উট ছাড়া অন্যান্য প্রানীদের ভাল চিনতো না।
৫৭০ সাল। রবিউল আওয়াল মাস, ১২ তারিখ, সোমবার।
২১ বছর বয়স আব্দুল্লাহ ও পনের বছর বয়স আমিনার ঘরে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মাদ (সা)। আব্দুল্লাহ তার সন্তানকে কোলে তুলে নিলেন। তখন আমিনা বললেন, সবাইকে খেজুর বিতরণ করো। আব্দুল্লাহ বললেন, শুধু খেজুর নয় আমি দুটা উট জবাই করবো। তিনি তার স্বামীকে বলেছিলেন, দেখে নিও আমার ছেলে সন্তান হবে। এদিকে এই নবজাতকের জন্ম নেওয়ার খুশিতে আত্মীয়স্বজনেরা দুইজন দাসীকে মুক্ত করে দিলেন। পাড়াপ্রতিবেশীরা নবীজিকে দেখতে এলেন। এবং মুগ্ধ হলেন। তাঁরা নবজাতককে কোলে নিয়ে সুন্দর কথাবার্তা বললেন। আব্দুল্লাহ সকলে খেজুর খেতে দিলেন।
এক বেদুইন মহিলা যার নাম হালিমা-
নবজাতকে দুধ খাওয়ার দায়িত্ব দেওয়া হলো। তখন আরবে এরকমই নিয়ম ছিলো। হালিমা ৫ জন ছেলেমেয়ে। তবু সে আগ্রহ নিয়ে নবীজিকে লালন পালন করেছেন। তখন জ্ঞান বিজ্ঞান উন্নত ছিলো না। অতি সামান্য রোগে মানুষ মরে যেতো। নবীজির বাবা মারা গেলেন। নবীজির যখন ছয় বছর তখন তার মা মারা গেলেন। মায়ের বয়স মাত্র বিশ বছর। সময়টা তখন ৫৭৬ সাল। নবীজির যখন ৮ বছর তখন তার দাদা মারা গেলেন। বিনা দ্বিধায় বলা যায়- নবীজির জীবনটা সুখ দুঃখ মিলিয়েই পার হয়েছে। আজীব নবীজিকে সংগ্রাম করতে হয়েছে। নবীজি ধনীর সন্তান ছিলেন না। একের পর এক মৃত্যু। বাবা, মা, দাদা, ধাত্রী মা হালিমাকে হারিয়ে নবীজি বড় অসহায় হয়ে পড়লেন। তিনি ধনীদের ছাগল মাঠে নিয়ে যেতেন ঘাস খাওয়াতে। তার পেশা হলে দাঁড়ালো রাখাল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: ধর্মের কোনো দোষ নাই। মানুষের ধর্মের প্রয়োজন আছে। ধর্ম জীবনকে সুন্দর করে। কিন্তু কতিপয় ধর্মগুরু ধর্মের সর্বনাশ করেছে। তাঁরা ধর্ম নিয়ে ব্যবসা করছে। আমি তাদের থামাতে চাই। তাঁরা সেযব বিষয় অতি রঞ্জিত করেছে, সেগুলো আমি বিনাশ করতে চাই।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২০
জ্যাক স্মিথ বলেছেন: ইতিহাসবিদেরা তন্ন তন্ন করে খুঁজেও নবীজির সঠিক কোন প্রামাণাদি পায়নি, বিষয়টা আমাকে খুব ভাবায় এত বড় একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার কোন অত্বিত্ব তারা খুঁজে পেল না!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: হ্যাঁ রহস্য আছে।
যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর, কাদম্বরী দেবী আত্মহত্যা করার পর তার সমস্ত জিনিস পুড়িয়ে ফেলেছেন। এমনকি ধনী ও জ্ঞানী দ্বারকানাথের সব চিহ্ন ধ্বংস করে ফেলেছেন। যা আজ আর ফিরে আসবে না।
ঠিক তেমনি বিশেষ কোনো উদ্দেশ্যে নবীজির নামে অনেক রুপকথা চালিয়ে দিয়েছেন। জানতে হবে। বুঝতে হবে।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: হুমায়ুন আহমেদ লেখাটা শেষ করে যেতে পারলে ভালো হতো। পাঠকনন্দিত একটা উপন্যাস পেতাম আমরা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: শুধু আমরা না। সারা বিশ্ব পেতো। কারন হুমায়ূন আহমেদের মতো সহজ করে লিখতে কেউ পারে না।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮
সোনাগাজী বলেছেন:
আপনি ঢাকা শহরের আড়াই কোটী মানুষকে নিয়ে লিখুন; মক্কা,মদীনা তো অনেক দুরের শহর।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: জ্বী ওস্তাদ।
আপনাকে ধন্যবাদ। এই রকম লেখা অফ করে দিলাম।
আপনি যা বলবেন সেটাই শিরোধার্য।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪২
চারাগাছ বলেছেন:
আপনি যাঁদের পন্ডিত পীর মানেন তাঁরা নিশ্চিত অর্থে পন্ডিত ?
ধর্ম ব্যবসার কনসেপ্ট একটু ক্লিয়ার করবেন ?
আপনি জাকাত দেন না নেন ?
যাকাত নিয়ে আপনার বক্তব্য কি ?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: আমি সারা বছরই মানুষদের সাহায্য সহযোগিতা করি আমার স্বাধ্য মতো। রমজান মাস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৮
চারাগাছ বলেছেন:
ধর্ম জীবনকে সুন্দর করে।
কোন ধর্ম জীবন কে সুন্দর করে ?
ধর্ম পালনের ক্ষেত্রে আপনি কি কি করে থাকেন ?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: মানব ধর্ম জিবনকে সুন্দর করে। আবার আপনি চাইলে হিন্দু ধর্ম, মুসলমান ধর্মে থেকেও জীবনকে সুন্দর করতে পারেন। কিন্তু মানবধর্ম ছাড়া অন্যসব ধর্মে ক্যাচাল আছে। এইজন্য মানবধর্মই ভাল।
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৯
সোনাগাজী বলেছেন:
আপনার নিজের শহর ঢাকা, ইহার সাথে জাতির ইতিহাস যুক্ত, ইহাকে আপনার ভাবনার কেন্দ্রে রাখুন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: ঢাকা অতি কুৎসিত এক শহর। এই শহরের মানুষ গুলো কি পরিমান কুৎসিত আপনি ধারনা করতে পারবেন না দূর থেকে।
মানুষের কুৎসিত দিক গুলো আমাকে আহত করে।
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৯
বাকপ্রবাস বলেছেন: তথ্যগুলো কোথা হতে সংগৃহিত রেফারেন্স দিলে আমাদের ও জানার সুবিধা হতো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৬
রাজীব নুর বলেছেন: তথ্য গুলো আমি নিজে বানিয়েছি।
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৫
চারাগাছ বলেছেন:
আপনার ধারণা যারা যাকাত দিচ্ছে তারা আর অন্য কোনভাবে সাহায্য করছে না ?
রমজান মাস এর সাথে যাকাতের কি সম্পর্ক কি ?
আপনি মানব ধর্মের কথা বলছেন। সেই ধর্মের মূলমন্ত্র কি ?
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: আপনি পোষ্ট মন দিয়ে পড়েন। এবং মন্তব্য ভাল করেন। এই বিষয়টা আমার ভাল লাগে।
যারা জাকাত দিচ্ছে তাঁরা লোক দেখানো জাকাত দিচ্ছে।
রমজানে মাসে আমাদের নবীজি জাকাত দিতে বলেছেন।
মানব ধর্ম হলো ঝামেবিহীন একটা ধর্ম। কোনো হাউকাউ নাই। তুমি মানুষ, তাই মানুষের পাশে থাকবে। সম্ভব হলে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করবে। ব্যস শেষ।
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৯
০০৮ বলেছেন: একটুও ভালো লাগেনি... আমাদের চারপাশের সমাজ ও মানষকে নিয়ে আরো অনেক অনেক বিষয় আছে, কত কত সমস্যা। কিন্তু তারপরও কিছু মানুষ এই ধর্ম এবং বিশেষ করে ইসলামকে নিয়ে লিখবেই। আমরা ব্লগে অন্তত এই বিষয়গুলি এড়াতে পারি না?
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: লিখলে সমস্যা কি?
আরে ভাই লিখলেই তো ভুল গুলো চোখে পড়বে এবং সমাধান হবে।
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫২
কামাল১৮ বলেছেন: কাবা আল্লাহরই ঘর।আল্লাহ নামটি এসেছে পেগানদের কাছ থেকে।আব্রাহামীক ধর্মে আল্লাহ শব্দটি নেই।এটা পেগানদের এক দেবতার নাম।হাজাজে বসবাসকারী পেগানদের প্রধান দেবতার নাম আল্লাহ।আবদ্দুলাহ নামটি থেকে বোঝা যায়।আবদুল্লাহ হলো আল্লার দাস।আব্দুলাহ মুসলমান ছিল না। Fundation of Islam by Benzamin Walker
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: সঠিক তথ্য।
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৩
বিটপি বলেছেন: আপনি নবীজির প্রতি ভালোবাসা দেখিয়ে এক পর্ব লিখেছেন, ভালো করেছেন। দোহাই আর লিখবেন না। গাঁজাখুরি কাহিনী পড়লে মেজাজ খারাপ হয়ে যায়।
এত কিছুর দাম বাড়ে, গাঁজার দাম বাড়েনা?
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: হা হা হা--
ধন্যবাদ। হ্যাঁ আমি বলেছি তো আর লিখব না।
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৮
নতুন নকিব বলেছেন:
এতদিন পরে এসে অবশেষে পাওয়া গেল নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সঠিক কিছু ইতিহাস।
নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্মের পূর্বেই তার পিতা আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছিল বলে এতকাল যে ভুল ইতিহাস বিশ্ববাসী জানতো, আজ তার সংশোধন করে দেয়ায় অনেক ধন্যবাদ।
পোস্টের সবগুলো তথ্যবিভ্রাট এবং বিকৃতি নিয়ে কথা বলতে ইচ্ছে হচ্ছে না বলে দুঃখিত।
কথা হচ্ছে, আপনি যদি সত্যিই তৎকালীন আরবের সঠিক ইতিহাস লিখতে চান, অন্যদের জানাতে চান, তাহলে আপনার নিশ্চয়ই কোন না কোন সূত্রের আশ্রয় নিয়েই তা করতে হবে। কারণ, এ কথা আপনিও স্বীকার করবেন যে, নিশ্চয়ই প্রায় দেড় হাজার বছর পূর্বেকার সেই সময়ের আরবে আপনি নিজে স্বশরীরে উপস্থিত ছিলেন না এবং তখনকার সমাজ বাস্তবতা সচক্ষে প্রত্যক্ষও করেননি। সে জন্যই কোন উৎস থেকে তথ্যগুলো সংগ্রহ করলেন তা জানার অধিকার পাঠকের থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তথ্যসূত্র উল্লেখ ছাড়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবকে নিয়ে মনগড়া ও উদ্দেশ্যপ্রনোদিত লেখা কোনভাবেই কাম্য হতে পারে না।
ধন্যবাদ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: গল্প উপন্যাস মনগড়া লেখা যায়। কিন্তু বিশেষ কাউকে নিয়ে মগড়া কথা লেখা যায় না।
১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৮
নতুন বলেছেন: রানু ভাই, এই রকমের লেখার জন্র আপনি প্রস্তুত না। তাই লিখতে যাইয়েন না।
উপরে নতুন নকিব ভাই যেটা বলেছেন আমিও তাই বলতে চাই। যেহেতু আপনি নিজে দেখে লিখছেন না তাই সেই সময়ের লেখক বা সঠিক তথ্য সুত্র সহ উল্লেখ করেই লিখতে হবে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমি আর লিখব না।
আমার ওস্তাদ মানা করেছেন।
রুপকথা নিয়ে লিখতে আমারও ইচ্ছা করে না।
১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৯
রানার ব্লগ বলেছেন: চারাগাছ বলেছেন:
আপনি একজন কে নবীজি বলছেন আবার কোরআনের আবাবিল পাখিকে রূপকথা বলছেন।
আপনি কি ধর্মবিশ্বাসীদের ব্লগে থাকতে দিবেন না ?
ধর্ম বিশ্বাসীরা কি এতই দুর্বল যে সামান্য কয়েকটা কথায় তারা ব্লগ ছেড়ে পালিয়ে যাবে ?
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: রাইট।
১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৩
চারাগাছ বলেছেন:
ধর্ম বিশ্বাসীরা কি এতই দুর্বল যে সামান্য কয়েকটা কথায় তারা ব্লগ ছেড়ে পালিয়ে যাবে ?
কেউ কেউ তেড়ে আসবে আবার কেউ চলে যাবে অগোচরে। এখানে দুর্বলতার প্রশ্ন আসে না।
আশাকরি বুঝতে পারছেন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: হ্যাঁ কিছুটা বুঝতে পেরেছি।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৭
চারাগাছ বলেছেন:
আপনি একজন কে নবীজি বলছেন আবার কোরআনের আবাবিল পাখিকে রূপকথা বলছেন।
আপনি কি ধর্মবিশ্বাসীদের ব্লগে থাকতে দিবেন না ?