নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
একদিন ভোরবেলা ঘুম থেকে উঠবো-
ঘুম থেকে উঠে অনুভব করবো,
আমি চোখে কিছু দেখতে পারছি না!
আমি অন্ধ হয়ে গেছি,
ডাক্তার দেখাবো। ডাক্তার বলবেন, স্যরি।
আপনার চোখ আর ভালো হবে না।
বাকিটা জীবন অন্ধ হয়ে কাটাতে হবে,
ভাবতেই ভীষন কষ্ট হয় বুকের গভীরে।
দাদাজান একদিন সকালে ঘুম থেকে উঠে অনুভব করেছিলেন,
তিনি অন্ধ হয়ে গেছেন,
কোলকাতা নিয়ে গিয়েও দাদার চোখ আর ভালো হলো না।
তখন তার মাত্র পয়ত্রিশ বছর,
বাকি পয়ত্রিশ বছর তিনি অন্ধ হয়ে কাটালেন।
আমারও এমনটাই হবে,
সকাল দুপুর সন্ধ্যার অনুভূতি পাবো না
আকাশ ভরে মেঘ জমলে দেখতে পাবো না
শীতের কুয়াশা দেখতে পাবো না
জোছনা রাত দেখতে পাবো না
প্রিয় মানুষের মূখ দেখতে পাবো না
আহ কি কষ্ট! কি কষ্ট! ভীষন কষ্ট
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: আল্লাহকে দেখে আমার কি হবে?
তাকে আমি দেখতে চাই না।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫৩
মৌন পাঠক বলেছেন: ভাবনার প্রকাশ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: অনুভূতির প্রকাশ।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩৫
সোনাগাজী বলেছেন:
আমাদের গল্লকার (? ) অপু ১টা পোষ্ট দিয়েছে, "কাকে সামুপতি" বানানো যায়; সেখানে আমার নামটা যোগ করেনি; আপনি ১টা কেন্ট করে আমার নাম, আপনার নাম ও জাদিদ সাহবের নাম যোগ করতে বলেন। আমাকে কমেন্ট ব্যান করে রেখেছে গল্পকার!!!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: কুকুরের লেজ বিশেজ্ঞ!!
দুদিন ধরে ঢাকায় এসে মাথা আউলায়ে গেছে তার।
গল্প লেখার যোগ্যতা তার নেই। আগে তাকে দশ হাজার গল্প পড়তে হবে। তাহলে সে বুঝবে গল্প কিভাবে লিখতে হয়।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: তেলবাজি টাইপ পোষ্ট। কিন্তু ফলাফল শূন্য।
চাঁদগাজী এবং রাজীব নূর কে ছাড়া সামুর ইতিহাস লেখা যাবে না।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:২০
কামাল১৮ বলেছেন: বিভিন্ন কারনে মানুষ অন্ধহয়ে যেতে পারে।এই জন্য মৃত্যর পরে চক্ষু দান করে গেলে সেই চোখদিয়ে অন্ধের দৃষ্টি ফিরিয়ে দেয়া যায়।তাছাড়া জিবিত মানুষ তার একটা চোখ দান করতে পারে।একটা চোখ থাকলেও চলা ফেরা করা যায়।নাই মামার চেয়ে কানা মামা ভালো।যার একটা চোখ আছে তাকে কানা বলে।আপনার দাদাজানের সময় চক্ষু প্রতিস্থাপনের ব্যবস্থা ছিল।কেউ হয়তো চক্ষু দান করে নাই।আপনি অন্ধ হয়ে গেলেও অন্ধ হয়ে থাকতে হবে না।এখানেইতো বিজ্ঞানের মহত্ত্ব।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: কেউ চোখ দান করলেও লাভ হতো না।
সব রকম চেষ্টাই করা হয়েছিলো।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৩৩
সোনাগাজী বলেছেন:
কমেন্ট করতে হবে না, আমি অপুকে নিয়ে ফান করার কথা ভাবছিলাম।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪০
রাজীব নুর বলেছেন: দুষ্ট লোকের সাথে কিসের ফান?
সে মানুষ ভালো মান। মানুষ হিসেবে উন্নত হওয়ার লক্ষন তার নেই। তার কপালে দুঃখ আছে।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কবিতা ভালো হয়েছে।
আপনার চোখ বিষয়ে ডাক্তার কি বলছে ?
শুধু চশমা না আরো অনেক কিছু।
আপনি যে ধারণা করছেন সেটা অমূলক নয়।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪২
রাজীব নুর বলেছেন: ৫০ টাকা ভিজিটের ডাক্তারের কাছে গিয়েছি। তাঁরা কথাই বলতে চায় না।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৪
কলাবাগান১ বলেছেন: গ্লকোমা (Glaucoma)
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪২
রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৮
জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো হয়েছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৯
অক্পটে বলেছেন: খুব সম্ভবত আপনার দাদার গ্লুকোমা হয়েছিল। গ্লুকোমা হলে চোখের সেনসিটিভ নার্ভ শুকিয়ে যায়, এই রোগে চক্ষু প্রতিস্থাপন করা যায়না। আপনার গ্লুকোমা পরীক্ষা করা দরকার। আগে থেকে প্রস্তুতি ও জানা থাকলে যত্নে ও চিকিৎসায় অন্ধত্ব বিলম্বিত করা যায়। সমস্যা হলো এই রোগটা এতটাই নিরবে আসে যে রোগী টের পায়না সে যে অন্ধ হতে চলেছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩
রাজীব নুর বলেছেন: আপনি সঠিক।
আমি একজন ভালো ডাক্তার অবশ্যই দেখাবো।
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৫
কাঁউটাল বলেছেন: "যদি হঠাৎ একদিন গুড়া কিরমির সাপ্লাই বন্ধ হয়ে যায়" - এই শিরোনামে একটা কবিতা লিখে ফেলেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৪
রাজীব নুর বলেছেন: মাল্টি তুমি মানুষ হও।
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৬
অনামিকাসুলতানা বলেছেন: ভাল লেগেছে ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫১
রানার ব্লগ বলেছেন: যদি অন্ধ হয়ে যাই তাহলে অনেক ক্ষতি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: তাহলে যারা অন্ধ তাদের দুঃখ কষ্ট কিছুটা কি অনুভব করতে পারছেন?
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ইস্পাহানীতে যান একবার।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: সেখানে আর যাবো না।
লম্বা লাইন ধরতে হয়।
১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২২
অক্পটে বলেছেন: চোখের ব্যপারে অবহেলা করবেন না। আপনি হারুন আই ফাউন্ডেশনে গিয়ে ডাঃ বাসারকে দেখান। উনি বৃদ্ধ হয়েছেন। মরে যাবার আগেই তার সাথে দেখা করুন। গ্লুকোমা ও অন্যান্য চক্ষু রোগের জন্য ভারতের চেন্নাইয়ে "নেত্রালায়া" পৃথিবীতে বিক্ষাত একটি চক্ষু হাসপাতাল। আমি তাকে সেখানে নিয়ে গিয়েছি। শেষ রক্ষা হয়নি। এক চোখ অন্ধ হয়ে অকেজো হয়ে গেছে। আরেক চোখের ১৫% ভাল থাকতে আমি তাকে নিয়ে ডাঃ বাসার শেখের কাছে যাই। এই রোগিটির সব কথা শুনে তিনি অনেক আক্ষেপ করে বলেছিলেন ইস যদি ভারতে যাবার আগে আমার কাছে আসতেন। তাহলে আমি ওখান থেকেই আটকে দিতে পারতাম। সত্যিই আমার সেই বন্ধু এখনো সেই একচোখের ১৫% আলো নিয়েই জীবন যাপন করছেন!
এই ইনফরমেশনটা আপনাকে সহ ব্লগের সবাইকে দিয়ে রাখলাম যাতে যারা এই রোগে ভুগছেন তারা যেন সচেতন হোন এবং এবং অন্ধত্বকে প্রলম্বিত করতে পারেন। যদি সম্ভব হতো তাহলে আমার প্রিয় কবি সামছুর রহমানকেও আমি এই ইনফরমেশনটা দিয়ে রাখতাম। কবি চলে গেছেন এই রোগ নিয়েই। উনি বিদেশ চিকিৎসা করিয়েছেন, তার ভক্তরা তাকে সব বেপারে সহযোগিতা করেছেন। খুবই ব্যয়বহুল রোগ এটা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৯
চারাগাছ বলেছেন:
ব্রেনে চাপ কম রাখুন। চোখে প্রেশার কম পরবে।
আপনি রীতিমত পৃথিবী উদ্ধারে নেমেছেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: আমার জায়গায় থাকলে বুঝতেন।
১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৬
চারাগাছ বলেছেন:
আমি আবারো বলছি প্রেশার নিবেন না।
সোনাগাজী সাহেবের কথাও ইদানিং শুনছেন না।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: উনি আমার ওস্তাদ।
না ধর্ম নিয়ে আর লিখব না।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৩
সোনাগাজী বলেছেন:
আপনার ধরণা সঠিক; অন্ধ হয়ে গেলে আপনি মোটামুটি কিছুই দেখতে পাবেন না। আপনার চোখে এখনো সমস্যা আছে, সেজন্য আল্লাহকে দেখতে পাচ্ছেন না।