নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
মানুষের প্রতি আমার ঘৃণা জন্মে গেছে।
অথচ মানুষ সৃষ্টির সেরা জীব। আমি সব সময় মানুষকে ভালোবাসতেই চেয়েছিলাম। কিন্তু মানুষের কর্মকান্ড, আচার-আচরণ এবং মানসিকতা অতি নিম্মমানের। ধরুন, কেউ একজন বলল, রাজীব দুটা বিয়ে করেছে। সাথে সাথে পাঁচ বলবে, ছিঃ ছিঃ রাজিব এত খারাপ। আরেকজন বলবে, এটা আমি আগেই সন্দেহ করেছিলাম। এদের চেয়ে একধাপ এগিয়ে কেউ একজন বলে বসবেন- এই ছেলে আগে একটা ধর্ষণও করেছে। আরেকজন বলবে, এই ছেলের নামে মামলা আছে। ওয়ারেন্ট বের হয়েছে। সবাই এসব নিয়ে মেতে উঠবে। গালাগালি দিবে, কটু কথা বলবে, কেউ কেউ কুৎসিত হাসি দেবে। যারা এরকম করবে তাঁরা সবাই শিক্ষিত মানুষ।
এই শিক্ষিত মানুষ গুলো আসলে সমাজের আবর্জনা।
কারন এরা একবারও ভেবে দেখবে না- ঘটনা সত্য কিনা। বরং যে ছাগল মিথ্যা বানোয়াট গুজব ছড়িয়েছে তাকে আরো বেশি বেশি উৎসাহ দেবে। এবং সবাই মিলে এক কুৎসিত ও নোংরা আনন্দে মেতে উঠবে। আমরা একটা সমাজে বাস করি। আমরা মানুষ। আমরা জানি, চিলে কান গেছে শুনলেই চিলের পেছনে ছুটতে হয় না। আগে কানটা ধরে দেখতে হয়। কান কানের জায়গায় আছে কিনা। একজন মানুষকে ঠিক করে চিনি না, জানি না। জানি না তার নাম। অথচ হুট করে বলে দিলাম তার বাপের নাম। আর কিছু নির্বোধ সেই মিথ্যা নিয়ে লাফালাফি শুরু করে দিলো। অতি কুৎসিত এক খেলায় মেতে উঠলো। ওহে মানুষ কাউকে মিথ্যা অপবাদ দিও না। সত্যটা নিশ্চিত না হয়ে উল্লাসে মেতে ওঠো না।
একান্নবর্তী পরিবার গুলো আজ ভেঙ্গে গেছে।
গীবত খুব খারাপ। ধরুন, দুজন মানুষ কোথাও দেখা করলো। সেখানে কেন অবধারিত ভাবে তাঁরা অন্য একজনকে নিয়ে সমালোচনা করবে। কেউ একজন একধাপ এগিয়ে বানোয়াট কিছু বলে দিলো। একটা ভুল কথা বা মিথ্যা কথা এক মুখ থেকে অনেক মুখে ছড়িয়ে গেলো। অথচ যাকে নিয়ে এসব বানোয়াট কিৎসা কাহিনী সে এসবের কিছুই জানলো না। সে আছে তার আপন ভুবন নিয়ে। যারা মিথ্যা ছড়ায় এদের চেয়ে বিপদজনক তাঁরা যারা সেগুলো বিনা দ্বিধায় বিশ্বাস করে। তারপর সেসব নিয়ে নাচতে থাকে। এই সমাজের মানুষ সত্যের চেয়ে মিথ্যা বেশি বলে। দুঃখজনক কথা হলো- মানুষ সত্যের চেয়ে মিথ্যাটা দ্রুত গ্রহন করে। কেউ খারাপ আছে শুনলে, লোকে খুশি হয়। কেউ অভাবে আছে শুনলে লোকে খুশি হয়। হ্যাঁ ইহাই সত্যি।
আমি এই সমাজের উপর বড় হতাশ।
না চাইলেও সমাজের কুৎসিত রুপ গুলো আমি দেখে ফেলেছি। দেখে ফেলেছি সমাজের ভালো মানুষ বলে খ্যাত লোকদের আসল মুখোশ। তারপরও আমি বিশ্বাস করতে চাই- মানুষ ভালো। মানুষ মহৎ। মানুষ সৎ। জ্ঞানীরা বলেছেন, 'অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা করেন আগে নিজে সে আচরন করুন'। নিজের কথা বলি- আমি সহজেই কোনো মানুষের মধ্যে পাপ দেখিনা বলেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই। আকাশের দিকে তাকিয়ে নিজের মনটাকে বড় করতে চেষ্টা করি। সেই প্রেরনা থেকে আমি মানুষকে ক্ষমা করে দেই। শত্রুর কাঁধে হাত রেখে গল্প করি। একসাথে বসে চা খাই। জানি এই শত্রু সুযোগ পেলেই ছোবল বসিয়ে দেবে। তবু শত্রুর জন্য আমার মায়া হয়। সে তো আর তার মায়ের পেট থেকে বদমাশ হয়ে জন্ম নেয়নি।
প্রাচ্যের অন্যান্য জাতিসমূহ থেকে গ্রীকদের জীবন-যাপনের পদ্ধতি ও রীতিনীতি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরণের।
তাদের জীবন দর্শন ছিল এই ধরণের যে, জীবনকে আজই উপভোগ করতে হবে, আগামীকাল আমরা নাও থাকতে পারি। এই কারণে গ্রীকেরা ভোগ-বিলাসকে তাদের অন্যতম প্রধান বিষয় মনে করত। আমরা যারা এযুগে জন্মেছি তাঁরা ভাগ্যবান। আমাদের হাতে আছে ইন্টারনেট, ল্যাপটপ, মোবাইল ফোন। অথচ প্রেরিত পুরুষরা এসব পায়নি। তাঁরা কত কষ্ট করেছে রোদ বৃষ্টি ঝড়ে। বাঙ্গালীরা মূলত দুঃখী। তাঁরা ভাতে দুঃখী, কাপড়ে দুঃখী, প্রেম ভালোবাসায় দুঃখী। এজন্য বাঙ্গালীরা কেউ ভালো আছে জানলে সহ্য করতে পারে না। আমি মানুষকে ভালো হতে বলি। সৎভাবে সহজ সরল জীবনযাপন করতে বলি। মানুষ যখন বদমাইশি করে তখন সে তার প্রেরিত পুরুষের বানী (হাদীস) গুলো কি ভুলে যায়? এমনকি মানুষ মিথ্যাচারে এতই মজে যায় আল্লাহর শাস্তির কথা ভুলে যায়।
I said, Is it good friend?
It is bitter bitter,he answered.
But I like it
Because it is bitter
And because it is my heart.
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: এই মানসিকতা ক্ষতিকর।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪৩
কামাল১৮ বলেছেন: সত্যি কি আরো বিয়ে করছেন।দুই চার বা তারো অধিক।আমাদের দীনের নবী করেছেন ,আপনি করলে দোষ কি?
মানুষ দিন দিন উন্নত ও সভ্য হইতেছে। আগেকার বেশিরভাগ মানুষ ছিনলো অনুন্নত।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: ভালো মানুষরা কখনও দুটা বিয়ে করে না। যত মহৎ উদ্দেশ্য থাক না কেন।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৫০
চারাগাছ বলেছেন:
আর তোমরা অন্যের দোষ খুঁজে বেড়াবে না।’ (সুরা-৪৯ হুজুরাত, আয়াত: ১২)। ‘দুর্ভোগ তাদের জন্য, যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে।...অবশ্যই তারা হুতামাতে (জাহান্নামে) নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো হুতামা কী? তা আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয় বেষ্টন করে রাখবে, দীর্ঘায়িত স্তম্ভসমূহে।’(সুরা-১০৪ হুমাজা, আয়াত: ১-৯)।
রাসুলুল্লাহ (সা.)-কে সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন, ‘হে আল্লাহর রাসুল! গিবত কি জেনার চেয়েও মারাত্মক?’ জবাবে তিনি বললেন, ‘হ্যাঁ। কারণ, কোনো ব্যক্তি জেনার পর তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। কিন্তু গিবতকারীকে যার গিবত করা হয়েছে, তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না।’ (মুসলিম)। হাদিস শরিফে বর্ণিত আছে, গিবতের কাফফারা হলো তুমি যার গিবত করেছ, তার জন্য মাগফিরাতের দোয়া করবে। তুমি এভাবে বলবে, ‘হে আল্লাহ! তুমি আমার ও তার গুনাহ মাফ করে দাও।"
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলে করিম (সা.) বলেছেন, দুনিয়াতে যে ব্যক্তি তার ভাইয়ের গোশত ভক্ষণ করবে, অর্থাৎ গিবত করবে, কিয়ামতের দিন গিবতকারী পচা মাংস ভক্ষণ করতে বাধ্য করা হবে। অতঃপর সে অনিচ্ছা সত্ত্বেও চিৎকার করতে করতে তা ভক্ষণ করবে।
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো, তখন আমাকে তামার নখবিশিষ্ট একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। তারা তাদের নখগুলো দিয়ে স্বীয় মুখমণ্ডলে ও বক্ষদেশে আঘাত করে ক্ষতবিক্ষত করছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল! এরা কারা? জিবরাইল (আ.) বললেন, এরা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত এবং তাদের মানসম্মান নষ্ট করত। অর্থাৎ তারা মানুষের গিবত ও চোগলখোরি করত।’”
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৫৫
চারাগাছ বলেছেন:
কামাল১৮,
দ্বীনের নবী নবী কি কি কারণে বিয়ে করেছিলেন এবং আমি কেন একাধিক বিয়ে করতে পারছেন না।
এই বিষয়ে কোন পোষ্ট দিতে পারবেন? আমি সেই পোষ্টে মন্তব্য করতে চাই।
দোহাই লাগে একটা পোষ্ট দেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: উনার মন্তব্য অনেক শক্তিশালী। তাই উনি পোষ্ট না দিলেও সমস্যা নাই।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:১৮
সোনাগাজী বলেছেন:
মানুষ এনার্খির মাঝে বাস করছে, জাতির সঠিক কোন চরিত্র নেই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: এজন্য দায়ী সরকার। এজন্য দায়ি নিচু মানের লেখাপড়া। এজন্য দায়ী সমাজ।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৫২
জগতারন বলেছেন:
নূর আলম হিরণ বলেছেন:
বেশিরভাগ বাঙ্গালী অন্যের ভালো থাকা সহ্য করতে পারে না।
Like!
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: এটা খুবই দুঃখজনক।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫০
হাসান জামাল গোলাপ বলেছেন: শিক্ষিত হলেই তো আর ভদ্র, সভ্য হয় না। সভ্যতা, ভদ্রতা শেখানো ও প্রাক্টিসের কারখানাগুলো রসাতলে গেছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: আসলে তাঁরা পরিবার থেকে সঠিক শিক্ষা (আসল শিক্ষা) পায়নি।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৭
চারাগাছ বলেছেন: লেখক বলেছেন: উনার মন্তব্য অনেক শক্তিশালী। তাই উনি পোষ্ট না দিলেও সমস্যা নাই।
পোস্ট দিলে শক্তিশালী মন্তব্যদাতার সাথে আলোচনা করার সুযোগ হতো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: হ্যাঁ তা ঠিক।
উনি অনেক আইলসা। আমি তাকে অনেকবার অনুরোধ করেছি। উনি তারপরও লিখতে নারাজ।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৪
চারাগাছ বলেছেন:
“মহাপুরুষেরা প্রত্যেকে দুই শত পত্নী গ্রহণ করিতে পারেন। আপনাদের মতাে দৈত্যকে এক পত্নী গ্রহণ করিতেও আমি অনুমতি দিব না। মহাপুরুষদের চরিত্র রহস্যাবৃত। তাহাদের কার্যধারা দুর্জ্ঞেয়। তাঁহাদিগকে বিচার করিতে যাওয়া আমাদের অনুচিত। খ্রিস্ট বিচার করিতে পারেন মহম্মদকে। আপনি আমি কে?—শিশুমাত্র। এই সকল মহাপুরুষকে আমরা কি বুঝিব?” (তদেব, পৃষ্ঠা-১২৭)
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: মহাপুরুষ আসলে দুনিয়াতে নাই। এগুলো আপনার আমার সৃষ্টি।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৯
চারাগাছ বলেছেন:
লেখক বলেছেন: হ্যাঁ তা ঠিক।
উনি অনেক আইলসা। আমি তাকে অনেকবার অনুরোধ করেছি। উনি তারপরও লিখতে নারাজ।
উনি অলস না। তিনি জ্ঞানী পাবলিক !
পোস্ট দিয়ে ঝামেলায় পড়তে চাননা। হজম করতে পারবেন না। সবাই চাঁদগাজী নন। কিন্তু অন্যের পোস্টে মন্তব্য করে উসকে বেড়ান। আমাদের এলাকায় ইনাদের বলে 'চালু মাল'।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫২
রাজীব নুর বলেছেন: না না। বিষয়টা এরকম নয়।
উনি লিখলে চাঁদগাজী কে ছাড়িয়ে যেতে পারতেন। উনাকে অনেক বার ব্যান করা হয়েছে। ব্লক করা হয়েছে। তাই উনি লিখতে চান না।
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩১
চারাগাছ বলেছেন:
লেখক বলেছেন: মহাপুরুষ আসলে দুনিয়াতে নাই। এগুলো আপনার আমার সৃষ্টি।
উপরের টা কে লিখছেন জানেন ? মানে কার বক্তব্য?
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৫
রাজীব নুর বলেছেন: আমার বক্তব্য।
এই কথা অন্য কেউ বলেছেন নাকি? আমি তো কিছু জানি না।
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৭
মৌন পাঠক বলেছেন: আপনি ও একখানা বোকা চাঁদ!
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৬
রাজীব নুর বলেছেন: আপনি নিশ্চিত?
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৮
চারাগাছ বলেছেন:
“মহাপুরুষেরা প্রত্যেকে দুই শত পত্নী গ্রহণ করিতে পারেন। আপনাদের মতাে দৈত্যকে এক পত্নী গ্রহণ করিতেও আমি অনুমতি দিব না। মহাপুরুষদের চরিত্র রহস্যাবৃত। তাহাদের কার্যধারা দুর্জ্ঞেয়। তাঁহাদিগকে বিচার করিতে যাওয়া আমাদের অনুচিত। খ্রিস্ট বিচার করিতে পারেন মহম্মদকে। আপনি আমি কে?—শিশুমাত্র। এই সকল মহাপুরুষকে আমরা কি বুঝিব?” (তদেব, পৃষ্ঠা-১২৭)
এইটার কথা বলেছি।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২২
নূর আলম হিরণ বলেছেন: বেশিরভাগ বাঙ্গালী অন্যের ভালো থাকা সহ্য করতে পারে না।