নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরের কিছু অজানা তথ্য জানুন, যা বেশিরভাগ মানুষই জানে না

০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ২:৩৩



১। খিলগাঁও তালতলা মার্কেটের কাছে 'আপন কফি হাউজ' আছে।
বেশ জনপ্রিয়। একসময় তাঁরা শুধু কোল্ড কফি আর হট কফি বিক্রি করতো। এখন তাঁরা বিরাট ব্যবসায়ী। ফাস্ট ফুডের সব রকম খাবারই তাদের কাছে পাওয়া যায়। খাবারের আইটেম বেড়েছে। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে দোকানের স্পেস। লোকজন পাগলের মতো 'আপন কফি হাউজে' আসে। মাঝে মাঝে 'আপন কফি হাউজে' এমন অবস্থা হয় যে- বসার জায়গা পাওয়া যায় না। আমি নিজেই বেশ কয়েকবার গিয়ে ফিরে এসেছি।

যাইহোক, খেয়াল করে দেখবেন-
'আপন কফি হাউজে'র সামনে ফুটপাতে এক মহিলা বসে থাকে তার ছোট বাচ্চাকে নিয়ে। সেই মহিলা সিগারেট আর বাচ্চাদের বেলুন বিক্রি করে। দেখে আপনার মায়া লাগবে। কিন্তু এই মহিলা সিগারেট আর বেলুন বিক্রি করাটা জাস্ট লোক দেখানো। তার আসল ব্যবসা হচ্ছে- গাঁজা বিক্রি করা। ইয়াবা বিক্রি করা। প্রতিদিন সে বিকেল থেকে রাত পর্যন্ত গাঁজা আর ইয়াবা বিক্রি করে। বহু বছর হয়ে গেলো। তার গ্রাহকের সংখ্যা অনেক। 'আপন কফি হাউজে'র লোকদের উচিৎ এই মহিলাকে এই কাজ থেকে বিরত রাখা। তাদের দোকানে তাকে একটা কাজ দেওয়া। তাহলে হয়তো এই মহিলাটা আর মাদক বিক্রি করবে না।

২। এই সমাজে বহু রকমের ভিক্ষুক আছে।
ভিক্ষুকদের সিন্ডিকেট আছে। অবশ্য আজকাল সব জাগাতেই সিন্ডিকেট আছে। ঢাকা শহরের অনেক জায়গায় দেখবেন একজন মা তার দুই বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে। ফুটপাতে দুই বাচ্চা ঘুমে। গভীর ঘুমে। মা বসে আছে। তার মুখখানি অনেক করুণ। দেখলে আপনার মায়া হবেই। যারা ফুটপাত দিয়ে হেটে যাচ্ছে। তাদের অনেকেই ভিক্ষা দিচ্ছে। দৃশ্যটা খুব করুণ। এক অসহায় মা তার দুই বাচ্চা নিয়ে ফুটপাতে। বাচ্চা দুটা ঘুমে। টানা তিন মাস পরপর এই ভিক্ষুক মা তাঁরা স্থান পরিবর্তন করে।

যে দুটা বাচ্চা ফুটপাতে ঘুমিয়ে আছে।
তাঁদের কি ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে? নাকি বাচ্চা দুটা ঘুমের অভিনয় করছে? এভাবে রাস্তায় দুটা বাচ্চা ঘুমিয়ে যেতে পারে না। ব্যস্ত রাস্তায় একটানা বিকট গাড়ি বাসের হর্নের শব্দ। এই বিকট শব্দে কারো ঘুমানো সম্ভব না। প্রতিদিন একই সময়ে বাচ্চা দুটা কিভাবে ঘুমাচ্ছে? বাচ্চা দুটাকে ওষুধ খেয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। একদিন আমি জিজ্ঞেস করেছি- বাচ্চা দুটা কি আপনার? নাকি ওদের ভাড়া এনেছেন? ওদের কেন ঘুমের ওষুধ খেয়ে ঘুম পাড়িয়ে রাখেন? মহিলা আমার উপর রেগে গেলো।

৩। ঢাকা শহরের অনেক ফুটপাতে বিশেষ করে-
মহাখালি, বনানী, আগারগাও, ফার্মগেট, কল্যাণ পুর, কমলাপুর ইত্যাদি এলাকায় দেখবেন কিছু ভিজিটিং কার্ড ছড়িয়ে ছিটিয়ে ফেলা রাখা হয়েছে। এই কার্ড গুলো কারা ফুটপাতে ফেলে রেখেছে? কেনে ফেলে রেখেছে? কার্ডে শুধু একটা নাম এবং একটা মোবাইল ফোন নাম্বার আরা কিছু নেই। যেমন ধরুন- হৃদয় মিয়াঁ। তারপর হৃদয় মিয়ার মোবাইল নম্বর। রাজ্জাক। তারপর রাজ্জাক সাহেবের ফোন নম্বর। কত রকম উপায়ে যে মানুষ টাকা ইনকাম করছে!

মূলত এই কার্ড গুলো যারা রাস্তায় ফেলে রেখেছে তাঁরা দালাল।
মেয়েদের দালাল। যাদের একজন নারীর দররকার তাঁরা সেই দালালের নম্বরে ফোন দেয়। ফোনে ফোনে সব ব্যবস্থা হয়ে যায়। আমি নিজেই এরকম একটা নাম্বারে ফোন দিলাম। দালাল বলল, কি রকম মেয়ে চাই? ইউনিভার্সিটির? ভার্জিন? অল্প বয়সি? ইত্যাদি কথাবার্তা। আমি বললাম, আপনারা কার্ড গুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রাখেন কেন? লোকটা বলল, এই জন্যই তো আপনি আমাকে ফোন দিতে পারলেন। এখন বলেন, আপনার কি রকম মেয়ে লাগবে? যদি দুদিনের জন্য মেয়ে নিয়ে কক্সবাজার যেতে চান সে ব্যবস্থা করা যাবে।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ২:৩৮

চারাগাছ বলেছেন:
লগিং করে দেখি আপনার পোস্ট।
বেশিরভাগ ভিজিটিং কার্ডে ভাই লেখা থাকে। মিঠু ভাই , জীবন ভাই।

০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: ইয়েস।
ইউ রাইট।

২| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ২:৪৫

চারাগাছ বলেছেন: দেশে খাবার আর কাপড়ের দোকান ভালো চলছে। এগুলো দেখে দেশের পরিস্থিতি বোঝার উপায় নেই।

০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: একদম ঠিক। সেই সাথে পার্লারের ইনকাম ভালো। পারসোনা সীমাহীন টাকার মালিক হয়ে গেছে।

৩| ০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৩:০০

শায়মা বলেছেন: বাপরে! এত খবর কে দিলো!

জীবনেও রাস্তায় পড়ে থাকা কার্ড তুলেও দেখে মানুষ আমি আসলেও জানতাম না। :(

০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: আপনার হিসাব আলাদা।
আপনি এলিট শ্রেনীর মানুষ।

৪| ০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৩:০৩

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।

০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।

৫| ০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৩:১৪

চারাগাছ বলেছেন:
খাবারের ব্যবসায় অনেক লাভ।
যার বেকার কিংবা চাকুরীর পাশে খাবার বিক্রি করতে পারে।
সন্ধ্যার পর একটা ভ্যানের উপর ৫০ জনের মোরগ পোলাও অনায়াসে বিক্রি হয়ে যাবে ২/৩ ঘন্টায়।

১৫০ টাকায় ৩৫-৪৫ টাকা লাভ থাকে।
তাহলে ৩৫*৫০ = ১৭৫০ টাকা থাকবে।
মানে মাসে ৫০ হাজার টাকা। ( হিসেব করতে ভালোই লাগে )

খাবারের মান ভালো থাকলে ৭০/৮০ প্যাকেট বিক্রি হবে। এর পর যদি ফুড ব্লগাররা টের পায়। তবে তো কথায় নেই।

০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: আপনি ক আমাকে খাবারের ব্যবসা আকরতে বলছেন?

৬| ০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৩:১৮

বিটপি বলেছেন: আপনি অবিলম্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কমপ্লেন করুন। আমরা ভিক্ষুকদেরকে দান করে সওয়াব কিনি। সেসব দানে যদি ভেজাল থাকে, তাহলে তো বেহেস্তে যেতে পারব না। দেখা যাবে, যে হুরের লোভে এত নামাজ কালাম করলাম, সে আসলে জ্যান্ত না - জাস্ট সেক্সবট, তাহলে?

০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: বেহেশত আর হুরের চিন্তা মাথা থেকে পুরো বাদ দিতে হবে।
একজন মানুষ হিসেবে যা যা দায়িত্ব শুধু তাই পালন করে যেতে হবে।

৭| ০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৩

চারাগাছ বলেছেন: লেখক বলেছেন: আপনি ক আমাকে খাবারের ব্যবসা আকরতে বলছেন?


আরে না। তা হবে কেন ?
খাবারের ব্যবসা নিয়ে বললাম।

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: হুম।

৮| ০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৪:২৯

সাহাদাত উদরাজী বলেছেন: হায় সমাজ।

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: আমরা এই সমাজেই বাস করি।

৯| ০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৫:৪৭

কামাল১৮ বলেছেন: অনেক কিছুই অনেক পুরনো ।খুব একটা উন্নত হয় নাই। আগে আবুলের হোটেলে চিতই পিঠার জন্য রিকশা ওয়ালারা ভির করতো এখন হয়তো কফির জন্য ভির করে।এটা একটা বিরাট উন্নতি।
আপনি অনেক কিছু পর্যবেক্ষন করেন।একেবারে সাধামাঠা ভাবে না দেখে,একটু তলিয়ে দেখেন।

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: আবুল হোটেল খুবই জনপ্রিয়। রিকশা চালককে বললেই হয় আবুল হোটেল যাবো। নামিয়ে দেয়।

মন দিল ভালো থাকলে নিখুঁত ভাবে দেখতে পারি। যা দেখি তা লিখেও ফেলতে পারি।

১০| ০৪ ঠা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


রুপকথা লেখা হবে,২১ শতকে ঢাকা কেমন ছিলো।

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যটি বুঝিতে পারিনি।

১১| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৮:৫৬

শিশির খান ১৪ বলেছেন: রাজীব ভাই ,আপন কফিতে কফি খোয়াবেন বলে আমু ????

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যটি বুঝতে পারি নি।

১২| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১০:০৩

দারাশিকো বলেছেন: এই যে বিভিন্ন ভাইয়েরা প্রকাশ্যে মার্কেটিং করে বেড়াচ্ছে - প্রশাসন কি সেটা জানে না? দালাল শুধু এইসব ভাইয়েরাই না

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: হুম।

১৩| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১০:৩৪

মৌন পাঠক বলেছেন: উই লিভ ইন দিস, এমং দিস, নট নোয়িং, নট ওয়ান্না নো

০৫ ই মার্চ, ২০২৩ রাত ১:১৫

রাজীব নুর বলেছেন: ওকে।

১৪| ০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ২:১৫

জাহিদ অনিক বলেছেন: এই উপমহাদেশে যে যেভাবে পারে ব্যবসা করে নিচ্ছে। আইনি বেআইনি সব লিগ্যাল করে নিয়েছে।

০৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: জ্বী। কবি।
অবশ্য কবিদের হিসাব আলাদা। তাদের দুনিয়া অন্যরকম।

১৫| ০৬ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৪৭

বিটপি বলেছেন: মানুষ হিসেবে দায়িত্ব পালন করতে তো আর নামাজ রোজা করা লাগেনা। দান খয়রাতও লাগেনা। বেহেশতে হুর পরী থাকে। সেসব পেতে গেলে তো বেহেশতে আগে যেতে হবে। দান খয়রাত যদি ভেজাল লোকের হাতে পড়ে, তবে তো নেকীতেও ভেজাল হবে। এজন্য ফেরেশতারা যদি হুর পরীর বদলে সেক্সবট ধরিয়ে দেয়, তখন মেজাজটা কি লেভেলের বিল্লা হয়ে যাবে - সেটা চিন্তা করেই আপনাকে পরামর্শ দিলাম ভোক্তা অধিকারে কমপ্লেন করতে।

০৬ ই মার্চ, ২০২৩ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: ক্লিয়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.