নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মাই ফাদার

১৮ ই মার্চ, ২০২৩ রাত ২:৪৯



অনেকদিন পর বাবাকে স্বপ্নে দেখেছি।
দুপুরবেলা আমি আরামবাগ থেকে হেটে হেঁটে মতিঝিলের দিকে যাচ্ছি। প্রচন্ড রোদ। তবে বাতাস আছে। তাই ঘামছি না। নটরডেম কলেজের সামনে একলোক আখের রস বিক্রি করছে। এক মগ কুড়ি টাকা। সাথে বরফ দিয়ে দিচ্ছে। কেউ চাইলে কয়েক ফোটা লেবুর রসও দিচ্ছে। খাবো কিনা ভাবছি। এমন সময় দেখি আব্বা আমার পাশে এসে দাঁড়িয়েছে।
বলল, খেতে মন চাইলে খা।
আমি বললাম, তুমি খাবে?
না।
আমিও খাবো না।

আমি আর আব্বা পাশাপাশি হাঁটতে থাকলাম।
আব্বা বলল, অনেকদিন মনে হয় সেলুনে যাচ্ছিস না।
না যাই না। আমার মনে আছে। তুমি সব সময় জোর করে আমাকে সেলুনে নিয়ে যেতে। দাঁড়িয়ে থেকে চুল কাটাতে। সেলুনওলা অবাক হতো। এত বড় ছেলের চুল কাটাতে নিয়ে এসেছে তার বাবা। গত আড়াই মাস সেলুনে যাই না। অথচ কেউ চুল কাটার কথা বলেও না।
আব্বা বলল, তুই তো অনেক শুকিয়ে গেছিস রে। গায়ে রঙ কালো হয়ে গেছে।
হ্যাঁ ওজন কমে গেছে। এখন আর নিজের যত্ন নিই না। ইচ্ছা করে না। তাছাড়া আমার দিকে কেউ ভালো করে লক্ষ্য করে না। তুমি হুট করে মরে গেলে। আমার জীবনটা বদলে গেলো।

আব্বাকে বললাম, তোমার মনে আছে। একবার জাহাজে করে সুন্দরবন যাচ্ছিলাম। আমি জাহাজের ছাদে উঠেছিলাম প্রচুর বাতাস ছিলো। বাতাসে আমার চুল এলোমেলো হয়ে গিয়েছিলো। তুমি পকেট থেকে চিরুনি বের করে আমার মাথার চুল আচড়ে দিয়েছিলে। সেই দৃশ্য দেখে অনেকে অবাক হয়ে তাকিয়ে ছিলো। এত বড় ছেলের কেউ চুল আচড়ে দেয়! আমার দাঁত ব্যথা করলে কেউ বুঝতো না। কিন্তু তুমি ঠিকই বুঝতে। নিয়ে যেতে ডাক্তারের কাছে। আসলে বাবারা অনেক কিছু বুঝে। তুমি আমাকে খুব বেশি ভালোবাসতে। মনে আছে তোমার তুমি আর আমি প্রায়ই রিকশা করে নানান জায়গায় ঘুরে বেড়াতাম। আইসক্রীম খেতাম।
অনেক কিছুই ভুল মেরে বসে আছি রে।

আব্বা এখন আমার মনে হচ্ছে। তুমি আরো অনেকদিন বেঁচে থাকতে। আমরা কেউই তোমার যত্ন করিনি। তুমি অসুস্থ হলে। অথচ আমরা কেউ তোমার দিকে নজর দেইনি। আর তোমারও দোষ আছে, তুমি ডাক্তারের কছে যেতে চাইতে না। হাসপাতালে থাকতে চাইতে না। তবে তুমি সঠিক চিকিৎসা পেলে আরো অনেকদিন বেঁচে থাকতে। তোমার স্বাস্থ্য ভালো ছিলো। ছোটবেলা থেকেই তোমাকে কখনও অসুস্থ হতে দেখিনি। আচ্ছা, আব্বা মৃত্যুর পর তুমি কেমন আছো?
ভালো আছি। আমার সাথে আমার মা বাবা আছে।
আচ্ছা, ভালো কথা তোর মা কেমন আছে?
মা ভালো আছে। সারদিন নাটক সিনেমা দেখে। লুডু খেলে। প্রতিমাসে ২/৩ বার ডাক্তারের কাছে যায়। অনেক ওষুধ খায়।

আব্বা এখন আমি অনুভব করি বাবাদের অনেকদিন বেঁচে থাকা দরকার। বাবা বেঁচে থাকলে ভরসা পাওয়া যায়। মনে সাহস থাকে। বিপদে আপদে অন্তত একজন মানুষ এগিয়ে আসবে, তাকে না ডাকলেও।
আব্বা বলল, এখন আর এসব কথা ভেবে লাভ কি?
আচ্ছা আব্বা তুমি কি তোমার ছোট ভাইয়ের কাছ থেকে ২৬ লাখ টাকা নিয়েছো?
না নেই নি।
তাহালে ছোট চাচা যে বলে। তুমি টাকা নিয়েছো। সেই টাকার বিনিময়ে তুমি গ্রামের বাড়ি ছোট চাচাকে নিয়ে যেতে বলেছো।
ওরা মিথ্যা বলে।
ছোট চাচা ভয়াবহ মিথ্যাবাদী। আব্বা জমিজমা নিয়ে আমার কোনো আগ্রহ নেই।
জানি। তুই আমার ছেলে। আমার চেয়ে ভালো তোকে আর কে চিনবে? জানবে? বুঝবে?

আব্বা আমার খুব আফসোস হয়। তুমি আমার কন্যা ফারাজাকে দেখলে না। ফারাজা জন্মের পনের দিন আগে তুমি মরে গেলে।
কে বলে, দেখিনি? তুই ফারাজাকে নিয়ে সন্ধ্যার পর হাঁটতে যাস। আমি জানি তো। দেখি।
আব্বা তুমি মাঝে মাঝে আমার স্বপ্নে এসো। ভালো লাগে। সাহস পাই।
আচ্ছা, যা তুই চাইলেই আমি তোর স্বপ্নে আসবো। তুই আমার অনেক আদরের সন্তান। একবার স্কুলে এক শিক্ষিক তোকে বোকা বলেছিলো। আমি সেদিন স্কুলে গিয়ে তোর শিক্ষক কে বলেছিলাম। আমার ছেলে বোকা নয়। এবং তোকে বোকা বলার কারনে আমি তোকে অন্য স্কুলে ভরতি করিয়ে দিয়েছিলাম।
হ্যাঁ আব্বা আমার মনে আছে। সেদিন তুমি আমাকে কোলে করে বাসায় নিয়ে এসেছিলে।

আব্বা তোমার কোনো জিনিসপত্র আমার কাছে নেই। শুধু আছে সৃতি।
তোমার অনেক গুলো হাত ঘড়ি ছিলো। এগুলো কার কাছে?
আমার ভাইদের কাছে।
শুনেছি, গাজীপুরে তুমি একটা পুকুর করেছিলে। মাছ ছেড়ে ছিলে।
এসব কিছু আমার মনে নেই।
আব্বা তুমি মাঝে মাঝে ডায়েরী লিখতে। আমি দেখেছি। তোমার সেই ডায়েরী কার কাছে?
জানি না।
আব্বা তোমার হাতের লেখা অনেক সুন্দর ছিলো। অথচ আমার হাতের লেখা একদম বাজে। জানো আব্বা আমি কিন্তু সিগারেট খাওয়া শিখেছি তোমার কাছ থেকে। তোমার মতো সুন্দর করে সিগারেট খেতে আমি আর কাউকে দেখিনি। তোমার সিগারেট ধরার স্টাইল, ছাই ফেলার স্টাইল- দেখে আমি মুগ্ধ হতাম। শেখ মুজিবও এত সুন্দর করে সিগারেট খেতে পারতেন না।

আব্বা বলল, শোন ভালো থাকিস। আমি চলে যাচ্ছি।
যাওয়ার আগে একবার আমার মাথায় হাত রাখবে? প্লীজ।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২৩ রাত ৩:০১

সোনাগাজী বলেছেন:



আপানর বাবার বয়স কত হয়েছিলো?

১৮ ই মার্চ, ২০২৩ রাত ৩:০১

রাজীব নুর বলেছেন: ৬০ বছর।

২| ১৮ ই মার্চ, ২০২৩ সকাল ৯:০৭

বিটপি বলেছেন: রাস্তার পাশের আখের রস জীবনেও খাবেন না। ছেলা আখ সোয়ারীঘাটে যেভাবে বিক্রি হয়, তা দেখে আমার বমি চলে এসেছিল। তার সঙ্গে যোগ হয় রাস্তার ধুলাবালি, বরফের নোংরা পানি। ওয়াফ থু!

১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন।
তবে কিছু কিছু আখের রস বিক্রেতা পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়টা খেয়াল রাখেন।

৩| ১৮ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আব্বা নিয়ে লিখতে চেয়েছিলাম। থাক , আজ আর লিখবো না।

পোস্টে ভালো লাগা। ++

১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: আসলে সব বাবাদের কাহিনীই প্রায় একই রকম।

আপনি লিখুন। আপনি আমার চেয়ে ভালো লিখতে পারবেন।

৪| ১৮ ই মার্চ, ২০২৩ সকাল ১০:১১

কামাল১৮ বলেছেন: আব্বাকে নিয়ে ভালো স্মৃতিচারণ।আব্বানেই এখন আপনিই দুই মেয়ের আব্বাহয়ে সেই দায়িত্ব পালন করবেন।এটাই প্রকৃতির নিয়ম।

১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: আমি আমার দায়িত্ব পালন অবস্যই করবো।

৫| ১৮ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৩৫

গেঁয়ো ভূত বলেছেন: বাবা বেঁচে থাকলে ভরসা পাওয়া যায়। মনে সাহস থাকে। বিপদে আপদে অন্তত একজন মানুষ এগিয়ে আসবে, তাকে না ডাকলেও।

কথাগুলো বেশিরভাগ মানুষই উপলব্ধি করে বাবার মৃত্যুর পরে।

১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: আব্বা বেঁচে থাকতেও আমি জানতাম, মরে যাবার পর সেটা হাড়ে হাড়ে উপলব্ধি করছি।

৬| ১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১৫

চারাগাছ বলেছেন:
বিষণ্ণ হলাম।

১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: এরপর যে লেখাটা লিখব সেটা পড়ে আনন্দ পাবেন।

৭| ১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১৯

জুল ভার্ন বলেছেন: আমিও আব্বাকে নিয়ে স্বপ্ন দেখেছি....

রাব্বীর হাম হুমা কামা রাববা ইয়ানী সাগীরা(তুমি ধর্মে বিশ্বাসী না, তারপরও আমি আমার বিশ্বাস থেকে প্রার্থনা করলাম)।

১৯ শে মার্চ, ২০২৩ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ১৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০০

শায়মা বলেছেন: খুব সুন্দর স্বপ্ন!

স্বপ্ন হলেও কিছু সময় বাবার সাথে থাকা!

১৮ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: হ্যাঁ সেটাই।

৯| ১৮ ই মার্চ, ২০২৩ রাত ১১:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: স্বপ্নটা কি গল্প?

১৯ শে মার্চ, ২০২৩ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: জ্বি চাচাজ্বি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.