নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমাদের শাহেদ জামাল- (চুয়ান্ন)

২৫ শে মার্চ, ২০২৩ দুপুর ২:২৬



উষ্টা খেয়ে পড়ে গেলাম।
আমি শাহেদ জামাল সমান রাস্তায় উষ্টা খেয়ে পড়ে গেলাম। অথচ আজকের দিনটা কত সুন্দর। সুন্দর ঝলমলে রোদ। রোদে তেজ নেই। বাতাস আছে। রাস্তায় জ্যাম নেই। অবশ্য কলাবাগানের এই রাস্তাটা সচারচর খুব একটা জ্যাম হয় না। সময় এখন ১১ টা ৪৫ মিনিট। উষ্টা খেয়ে পায়ের বুড়ো আঙ্গুল টা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নখে রক্ত জমে গেছে। আমি ফুটপাতে বসে আছি। আমার পেছনে কলাবাগান মাঠ। এই দুপুর রোদেও কিছু ছেলে ক্রিকেট খেলছে। পায়ের আঙ্গুলে ব্যথা পেয়ে মনটা কিছুটা খারাপ হয়েছে। যেহেতু একটা গাছের পাতাও আল্লাহর আদেশ ছাড়া নড়ে না। আমি ব্যথাও কি তাহলে আল্লাহর ইচ্ছায় পেলাম? আমাকে ব্যথা দিয়ে আল্লাহর লাভ কি? মনে মনে বললাম, হে প্রভু আমার দিকে সুনজর দাও গো।

আমার মাথার উপর একটা জারুল গাছ।
আমার গায়ে রোদ লাগছে না। ফুটপাতে বসে থাকতে ভালো লাগছে। চারপাশ মন দিয়ে দেখছি। কেউ আমার দিকে লক্ষ্য করছে না। রাস্তার ঐ পাড়ে একলোক আইসক্রীম বিক্রি করছে। এক মেয়ে আইসক্রীম কিনছে। মেয়েটা দেখতে সহজ সরল সুন্দর। আসলে সব মেয়েরাই সুন্দর। সমস্যা হলো মেয়ে গুলো সাজতে গিয়ে নিজেকে উগ্র করে ফেলে। মেয়েটা আইসক্রীম বিক্রেতাকে একশ' টাকা নোট দিলো। একটা মাচো আইসক্রীম নিলো। বিক্রেতা বলল, আফা ভাংতি নাই। আরেকটা আইসক্রীম দিয়ে দেই? মেয়েটা বলল দিন। আমি মনে মনে ভাবছি মেয়েটার সাথে কেউ নেই। মেয়েটা একা। এই মেয়ে কি এখন একা একাই দুটা আইসক্রীম খাবে? নাকি সে বাসায় চলে যাবে? তার বাসা কি আসে পাশেই?

মেয়েটা আমার দিকে এগিয়ে আসছে।
বলল, নিন আইসক্রীম খান। মেয়েটার মধ্যে কোনো জড়তা নেই। আমি আইসক্রীম নিলাম। মেয়েটা বলল, অনেকক্ষন ধরে আপনি আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। আপনার তাকানোর মধ্যে কুৎসিত ভাব ছিলো না। ছিলো সহজ সরলতা। আমি আর মেয়েটা আইসক্রীম খাচ্ছি। মেয়েটা অনেক সুন্দর। অথচ সাজেনি। সাজ বলতে শুধু চোখে মোটা করে কাজল দিয়েছে। আর কপালে একটা ছোট্র টিপ। আমার ইচ্ছা করলো মেয়েটাকে বলি, তুমি আমার পাশে কিছুক্ষন বসে থাকো। আমি গল্প করবো, তুমি শুনবে। দেখো আমি ব্যথা পেয়েছি। নখে রক্ত জমে গেছে। তুমিই বলো ফাস্ট এইড দরকার কিনা? মেয়েটা বলল, বিড় বিড় করে কি বলছেন? যাইহোক, আমার আইসক্রীম খাওয়া শেষ। আমি যাচ্ছি। ভালো থাকবেন।

মেয়েটা হেটে হেঁটে চলে যাচ্ছে।
কি সুন্দর করে হাঁটছে। এত সুন্দর করে এর আগে আমি কাউকে হাঁটতে দেখিনি। আমি মেয়েটার পেছন পেছন হাঁটতে থাকলাম। আশেপাশে কি হচ্ছে, না হচ্ছে সেদিকে আমার কোনো খেয়াল নেই। মেয়েটা যেন হেমিলনের বাঁশিওলা। তীব্র নেশার মতো তার পেছনে পেছনে যাচ্ছি। টানা পনের মিনিটের মতো হাঁটলাম হয়তো। মেয়েটা একটা তিন তলা বাড়ির সামনে থামলো। আমাকে বলল, এটা আমাদের বাসা। আমরা তিন তলায় থাকি। আপনি আমাকে এগিয়ে দিলেন, এজন্য ধন্যবাদ। আমি বললাম, আমার নাম শাহেদ। শাহেদ জামাল। আপনার নাম কি? মেয়েটা সুন্দর একটা হাসি দিয়ে বলল, আমার নাম নীলা। আমি চলে যাচ্ছিলাম। মেয়েটা বলল, দুপুর হয়ে গেছে। আপনি বাসায় আসুন। লাঞ্চ করে যাবেন। আল্লাহ হয়তো আজ আমার রিজিক এই বাসাতে রেখেছেন।

নীলাদের বসার ঘরে বসলাম।
মোটামোটি সাজানো গোছানো। নীলার বাবা এলেন। ভদ্রলোকের বয়স প্রায় ষাট হবে। মাথায় অল্প কিছু চুল আছে। সেগুলো সবই সাদা। আমি সালাম দিলাম। তিনি বললেন, এযুগের ছেলেমেয়েরা তো আদবলেহাজ ভুলেই গেছে। তুমি ভুলনি দেখে ভালো লাগছে। নীলা রান্না ঘরে রান্না করছে। ভদ্রলোক তার মেয়েকে ডাক দিলেন। বললেন, তাড়াতাড়ি রান্না শেষ করো। শাহেদের নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। আমি বললাম, না চাচাজ্বী আমার ক্ষুধা লাগেনি। ভদ্রলোক বললেন, আজ যদি নীলার মা বেঁচে থাকতো তাহলে দেখতে, অনেক কিছু রান্না করতো। আমি বললাম, তার হাতের রান্না কেমন ছিলো? ভদ্রলোক বললেন, দারুন। আমি বললাম, উনি গরুর মাংসটা কেমন রান্না করতেন? নীলার বাবা বললেন, দিলে তো মনটা খারাপ করে। তার মতো করে গরুর মাংস এই শহরে আর কেউ রান্না করতে পারতো না। তিনি আবার নীলাকে ডাক দিলেন। বললেন, মাছ নয় তুমি মাংস রান্না করো। সাথে পোলাউ। ফ্রিজে ইলিশ মাছ থাকলে সেটা ভাজো।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এই চাচাজ্বী কি ফরিদ সাহেব? উনাকেই কল্পনা করলাম।

লেখা ভালো হয়েছে। বিনা পয়সায় একটা বুদ্ধি দিচ্ছি। অচেনা কারও দেওয়া কিছু খাবেন না। ওই মেয়েটা আপনাকে বিপদে ফেলতে পারত। ঢাকা শহরে এখন দুষ্টলোক বেশি।

২৫ শে মার্চ, ২০২৩ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: হা হা হা--
চাচাজ্বী ধর্মের বাইরে যেতে পারলেই নীলার বাবা হতে পারবেন।

সমাজের সব লোক খারাপ না।

২| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪১

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: খাবারের বিশাল আয়োজন, লোভ লাগছে।

২৫ শে মার্চ, ২০২৩ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: সৃষ্টিশীল মানুষেরা অতি সামান্য খায়।

৩| ২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

কামাল১৮ বলেছেন: আল্লাহ আমাকে তিন বেলা কি সুন্দর সুন্দর মজাদার খাবার খাওয়ায় কোন কাম কাজ না করে।একটু পরে ক্লাবে যাবো,তাসটাস খেলবো।দুপুরে মজার খাবার খাবো।আমি ছাড়া বাকি সবাই ভারতিয় ননবাংঙ্গালী হিন্দু।আল্লাহর কি সুন্দর ব্যবস্থা।আল্লাহ আমার রিজিকের কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে।এই জন্য তিন বেলা আল্লাহর পা ছুয়ে সালাম করি।

২৫ শে মার্চ, ২০২৩ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: আল্লাহ্‌ আপনাকে বেশী ভালোবাসেন। আমি নিশ্চিত আপনি বেহেশত পাবেন।

৪| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:০১

Subdeb ghosh বলেছেন: এরকম বাস্তবে কি সম্ভব বর্তমানে?
লেখাটি ভালো লেগেছে ।

২৫ শে মার্চ, ২০২৩ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই সম্ভব।

৫| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:৩২

জুল ভার্ন বলেছেন: বরাবরের মতোই সাবলীল ঘটনা প্রবাহ।

২৫ শে মার্চ, ২০২৩ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৬| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:৪১

শেরজা তপন বলেছেন: শাহেদের চারপাশে শুধু নীলারা ঘুরে বেড়ায়- এই নীল মেয়েগুলো কত মানবিক!! :)

২৫ শে মার্চ, ২০২৩ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: মেয়েরা মানবিক হয়।

৭| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩৯

স্মৃতিভুক বলেছেন: ওহে @ প্যাথলজিক্যাল লায়ার রাজিব, আর যাই করি কমেন্ট কিংবা লেখা চুরি করে ব্লগে পোস্ট করিনা।

চৌর্য্যবৃত্তিকে আপনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, এই ব্যাপারে নমস্য লোক আপনি।

২৫ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: মানুষ হও।

৮| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪৬

স্মৃতিভুক বলেছেন: বেচারা - লেখার মূল বিষয় সবসময়েই হয় মেয়ে নয় খাবার নয়তো উভয়েই। যার যেখানে অভাববোধ আর কি।

একটা লুপে আটকে গেছেন আপনি, যখন এই দুই বিষয়ে আর কিছু লিখতে পারেন না, তখন চৌয্যবৃত্তিতে জড়িয়ে পড়েন।

আই মিন - কমেন্ট চুরি, লেখা চুরি।

২৫ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: রমজানে নাকি শয়তানকে বন্ধী করে রাখা হয়। তাহলে সামুতে শয়তান এর আগমন হলো কি করে!!!

৯| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ২:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই নীলা মেয়েটাই কি গাঁজা খেত। যাকে নিয়ে" নীলা গাঁজা খায়" লিখেছিলেন?

২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: হা হা হা---
না না সেটা অন্য নীলা।

আপনার অনেক কিছুই মনে থাকে।

১০| ২৬ শে মার্চ, ২০২৩ সকাল ৭:২৮

কামাল১৮ বলেছেন: আপনি বর্তমান সাহিত্য জগতের খোজ খবর রাখেন।সাদাত হোসেন নাম একজন খুব ভালো লেখেন।তার সম্পর্কে কিছু জানেন।মানে তার লেখা সম্পর্কে।

২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: হ্যাঁ জানি।
অনেকে বলেন উনি হুমায়ূন আহমেদের মতো করে লিখেন।
অল্প বয়স। মনে হয় বয়সে আমার চেয়ে ছোট হবে। বিইয়ে করেছে। বাচ্চা আছে। এই তো কিছু দিন আগে কলকাতা বইমেলাতে গিয়েছিলেন। অনেকে দেখলাম অটোগ্রাফ নিচ্ছেন, সেলফি তুলছেন।
একবার তার নামে নকল করার বদনাম উঠেছিলো।
যারা যোগ্য তাঁরা ঠিকই টিকে থাকবে।
আমি তার বই এখনও পড়ি নাই।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪৪

অনল চৌধুরী বলেছেন: শয়তান স্মৃতিভুক অপমাণ করে একজনতে ব্লগ ধেকে বিতাড়িত করে তার মৃত্যুর কারণ হওয়ার পর এবার আপনার বিরুদ্ধেও লেগেছে।
নরপিশাচ হইতে সাবধান !!!!

০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: এটা একটা হারামি।
আসা করি মডারেটর ব্যবস্থা নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.