নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটা চড়ুই পাখির গল্প

০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১০:৪২



অতি সাধারন একটা ছবি।
একদিন রাতে পড়তে বসেছি। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আমি জানালার একটা পাট অল্প খুলে রেখেছি। হালকা বৃষ্টির ছাট আসছে, সেই সাথে ঠাণ্ডা বাতাস। খুব ভালো লাগছে। পড়ায় মন বসছে না। ইচ্ছা করছে বারান্দায় গিয়ে বৃষ্টি দেখি। পড়াটা জরুরী। কিছুদিন পর পরীক্ষা। সমস্যা হলো এরকম বৃষ্টির রাতে পড়তে ইচ্ছা করে না। ইচ্ছা করে প্রিয় কোনো মানুষের সাথে গল্প করি। তার কোলে মাথা রাখি। চা খাই।

আমার ঘরে আমি একা। আর কেউ নেই।
ঝড় বৃষ্টির মধ্যে কোথা থেকে এই চড়ুই পাখিটা আমার টেবিলের উপর এসে পড়লো। বেচারার ঝড়ে বিধ্বস্ত অবস্থা। দেখে ভীষন মায়া লাগলো। করুণ চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ভয় নেই বন্ধু। আমি দুষ্টলোক নই। তোমার কোনো ক্ষতি করবো না। তুমি আশ্রয় পাবে। খাবার খাবে। আরামে থাকো। যখন ইচ্ছা চলে যেও। হঠাত তোমাকে অপ্রত্যাশিত এক আকাশ আনন্দ পেয়েছি।

আমি এক মুঠ চাল এনে দিলাম।
ছোট একটা বাটিতে সামান্য পানি এনে দিলাম। চড়ুই চাল খেলো না। পানিও না। খেয়াল করে দেখলাম পাখিটা উড়ছে না। ডানা ঝাপটাচ্ছে না। স্থির হয়ে আছে। যেন অনেক ক্লান্ত। তার মানে পাখিটা ঝড়ে আহত হয়েছে। আমি কি করবো? বুঝতে পারছি না। আহত চড়ুই পাখির চিকিৎসা কিভাবে করতে হয় তা-ও তো জানি না। সুরভিকে ফোন দিলাম। সে বলল, আমি জানি না। আমার এক মামা গ্রামে থাকেন। তাকে ফোন দিলাম, সে-ও কিছু বলতে পারলো না।

পাখিটাকে আমি স্পর্শ করলাম না।
তাকে তার মতো থাকতে দিলাম। খাবার আর পানি পড়ে রইলো। রাতে আর ফ্যান ছাড়লাম না। যদি পাখি হঠাত উড়ে গিয়ে ফ্যানের পাখায় আঘাত পায়। সকালে দেখি পাখিটা যায়নি। পাখিটা চলে যাওয়ার জন্য একটা জানালা খোলা রেখেছিলাম। অথচ ঝড় থেমে গেছে। নড়ছে না। পাখিটা মরে গেছে। ভীষণ কষ্ট পেলাম। আমার চোখে পানি চলে এসেছে। অপ্রত্যাশিত আঘাত। যে অপ্রত্যাশিত আনন্দ দেয়, সে-ই আবার অপ্রত্যাশিত আঘাত দেয়।

মৃত পাখি! কাল রাতেও বেঁচে ছিলো। কি সুন্দর অথচ করুণ করে আমার দিকে তাকিয়েছিলো। পাখিটা কি আমার কাছে মরতেই এসেছিলো? মাঠে নিয়ে পাখিটাকে কবর দিলাম। মসজিদে গিয়ে হুজুরকে বললাম, পাখিটার জন্য দোয়া করতে। এরপর আমি চড়ুই পাখি নিয়ে কিছু পড়াশোনা করলাম। চড়ুই পাখি সম্পর্কে অনেক কিছু জানলাম। ঘুরে ঘুরে অনেক চড়ুই পাখির ছবি তুললাম। কৃষি বিশ্ববিদ্যালয় গিয়ে অসংখ্য চড়ুই পাখির দেখা পেলাম।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৫

বিষাদ সময় বলেছেন: অতিরিক্ত আবেগ প্রবন মানুষকে সুখ, দুঃখ দুটোই খুব বেশি আঁকড়ে ধরে। আমারও তাই হয়।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: মৃত্যুর পরে।
চিরকাল এই সব
রহস্য আছে নীরব
রুদ্ধ ওষ্ঠাধর,
জন্মান্তের নব প্রাতে
সে হয় ত আপনাতে
পেয়েছে উত্তর!

২| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সত্যিই বড় মন খারাপের ঘটনা।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: আনন্দের পরে বেদনা আসে।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১১:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


পাখিটাকে দেখে মনে হচ্ছে,আমি আমার সব সুখ-দুঃখের কথা অকপটে বলতে চাচ্ছি।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: হ্যাঁ এরকমই অনেকটা।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১১:৩১

জ্যাক স্মিথ বলেছেন: বছর খানেক আগে একটি চড়ুই পাখি আমার বাসায় ঢুঁকে ফ্যানের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পরে গিয়েছিল, পরে আমি ওটাকে জবাই করে ভেজে খেয়েছিলাম।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৪৯

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১১:৪২

কামাল১৮ বলেছেন: ঝড়ের সাথে সংগ্রাম করে পাখিটা ক্লান্ত ছিলো।সংগ্রাম করে সবাই বাঁচতে পারেনা,কেউ কেউ মরেও যায়।বেচে থাকার জন্য সংগ্রাম করাই জীবনের মুল উদ্দেশ্য।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৪৯

রাজীব নুর বলেছেন: সংগ্রাম ছাড়াই জীবন আমার পছন্দ।

৬| ০৫ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:১২

কামাল১৮ বলেছেন: এই যে বেচে আছেন এটাই একটা সংগ্রাম। মৃত্যুর সাথে সংগ্রাম করে আমরা বেচে আছি।পরাজিত হলে মরে যেতাম।জীবন এবং মৃত্যু আমাদের মধ্যেই আছে।প্রতি মুহুর্তে তারা সংগ্রাম করছে।পৃথিবীর প্রতিটা প্রানী প্রতীটা বস্তু এই অবস্থার ভিতরদিয়ে যায়।
আপনার হাতের যে ঘড়িটা,এটাও একদিন বিলিন হয়ে যাবে।পৃথিবীর কোথাও এটার অস্তিত্ব থাকবেনা।এটা সংগ্রাম করে একটা সময় পর্যন্ত অস্তিত্বে থাকতে পারবে তার পর অন্য বস্তুতে পরিনত হবে।এই খেলাই চলছে পৃথিবী সৃষ্টির পর থেকে।এক বস্তু থেকে অন্য বস্তুতে রূপান্তর হওয়া।
আপনার ভিডিও খুঁজে পাই নাই।খুঁজে পাওয়ার উপায় বলে দিয়েন।

০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কথা বলেছেন। আপনি একজন অভিজ্ঞ মানুষ। এজন্যই আপনাকে বারবার অনুরোধ করি- আপনি লিখুন।

ইউটিউবে Farazaa Tabassum Khan লিখে সার্চ দিইলেই পাবেন।

এই যে লিংক। লিংকে ক্লিক করলেই চলে আসবে।
farazaa tabassum khan

৭| ০৫ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:২১

কামাল১৮ বলেছেন: শুধু দুঃখজনক না মর্মান্তিক। আহত একটা প্রানীকে বাঁচানোর চেষ্টা না করে মেরে খেয়ে ফেললো।সামান্য একটু মাংসের লোভে।

০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: মানুষ ভয়াবহ রকমের খাদক। কুকুর পর্যন্ত খেয়ে ফেলে।

৮| ০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:২৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ‌এক রাশ শুভকামনা রইলো

০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৫

কিরকুট বলেছেন: চড়ুই পাখি খেলে শুনেছি বিশেষ অঙ্গে জোর আসে !

০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: ভুল কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.