নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আপনি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকেন কেন? এখন তো আর শীতকাল নেই!
শীতকাল নেই? তবে এটা কী কাল?
বৈশাখের শেষ। এখন আর শীত কোথায়?
তাই বলো। আমারও কেমন হাঁসফাঁস লাগে আজকাল! চোখে ভাল দেখি না, বাইরে কি রোদের খুব তেজ?
হ্যা অনেক।
এই কম্বলটা আর গায়ে দেব না বলছো?
না। শীত করলে পাতলা সুতির চাদর গায়ে দেবেন।
চাদর তো নেই আমার।
আপনার যে কিছুই নেই, তা আমি জানি।
কম্বল দিন, রোদে দিয়ে তুলে রাখব। শীত এলে ফেরত পাবেন।
আর শীত কি আসবে আমার জীবনে? এটাই শেষ শীত বোধহয়।
তাছাড়া একবার নিলে লোকে আজকাল আর কিছু ফিরিয়ে দেয় না।
১২ ই মে, ২০২৩ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: গরমের দেশে কম্বলের কোনো মূল্য নেই।
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: স্বম্বল শুধুই কম্বল?