নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। একবার মতিঝিল সেন্টাল স্কুলের মাঠে ফুটবল খেলছিলাম।
তখন আমি অনেক ছোট। ৬/৭ বছর হবে হয়তো। হঠাত দেখি মাঠে কেউ নেই। আমি একা। অথচ একটু আগে অনেকেই মাঠে খেলছিলো। অনেক বড় মাঠ। চিন্তা করলাম বাড়ি ফিরে যাই। তখন শুরু হলো- হঠাত ঝড়। অথচ একটু আগেই কড়া রোদ ছিলো। মাঠের একপাশে একটা পুকুর। ছোট পুকুর। বাতাসের ধাক্কায় আমি পুকুরে পড়ে যাই। জানি না সাঁতার। ডুবে যাচ্ছিলাম, তখন সুন্দর মতো একটা মেয়ে আমাকে বাঁচায়। মেয়েটা পানির মধ্যেই ছিলো। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি পাইনি। অথচ আমি একজন কুসংস্কার মুক্ত আধুনিক মানুষ। আমার দুনিয়া লজিকময়।
২। আমার এক বন্ধু স্ট্রোক করে মারা যায় সৌদি আরব।
বন্ধুর মৃত্যু আমাকে অনেক কষ্ট দেয়। কাছের বন্ধু ছিলো। একদিন বাসায় কেউ নেই। রাতের বেলা। বাইরে বৃষ্টি হচ্ছে তুমুল। আমি ফ্রিজ থেকে খাবার বের করে বসার ঘরে এসে দেখি- আমার মৃত বন্ধু বসে আছে। ঘরে টিভি চলছে। বন্ধুকে দেখে খুব খুশি লাগলো। আমার মনেই ছিলো না, বন্ধুটি দু বছর আগে সৌদিতে স্ট্রোক করে মারা গেছে। আমি বন্ধুর পাশে বসে গল্প করছি। বন্ধু কিছু বলে না। যেন তার মন খারাপ। আমি একাই কথা বলে যাচ্ছি। রাত দুটায় আমি ঘুমাতে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বন্ধু কোথাও নেই। থাকার কথাও না। মৃত মানুষ ফিরে আসে না। এই বন্ধুকে আমি আরো দুবার দেখেছি। সেই ঘটনা অন্য কোনো সময় বলব।
৩। এটা কিছুদিন আগের ঘটনা।
আমার আব্বা করোনা'তে মারা গেছে। আব্বা মারা গেছে এটা আমি সম্পূর্ন ভুলেই গেছি। মনে হয়, বেঁচে আছে, ঢাকার বাইরে আছে। একদিন এক কাজে কুমিল্লা যাবো। বাসে যেতে ইচ্ছা করছিলো না। আব্বাকে ফোন দিয়ে গাড়ি পাঠাতে বললাম। আব্বা গাড়ি পাঠালো। উল্লেখ্য আমার বাবা গাড়ির বিজনেস করতো। যাইহোক, আব্বা গাড়ি পাঠালো। আমি কুমিল্লা গিয়ে আমার কাজ সেরে ঢাকা ফিরলাম। তিন দিন পর আমার মনে পড়লো, আরেহ আমি কাকে ফোন দিলাম? আমার বাবাতো বেঁচে নেই। তাহলে কে আমাকে গাড়ি পাঠালো? এই ঘটনার পর আমি আমার মোবাইল থেকে আব্বার নম্বর ডিলিট করে দেই।
৪। ছোটবেলা আমি বারবার অসুস্থ হয়ে যেতাম।
বড় বড় ডাক্তার দেখিয়েও সুস্থ হচ্ছিলাম না। আব্বা শুধু বলতো- বেঁচে থাক বাবা। সব বাচ্চারা ছোটাছোটি করে। আমি বিছানায় শুয়ে থাকি সারাদিন। শুধু বেঁচে থাকতে চেষ্টা করতাম। আজমী শরীফ থেকে এক দরবেশ এলেন আমাদের এলাকায়। আমার বাবা তাকে অনুরোধ বাসায় নিয়ে এলেন। আমাকে দেখালেন। বললেন, আমার অসুস্থতার কথা। সেই দরবেশ বিড় বিড় করে কিছু বললেন। আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি সুস্থ হয়ে গেলাম। এতটাই সুস্থ হলাম- গত ত্রিশ বছর ধরে আমি আর অসুস্থ হইনি। একবারও আমাকে ডাক্তারের কাছে যেতে হয়নি। সাম্মান্য জ্বরও আমার হয়নি।
৫। ফরিদপুর গিয়েছিলাম এক কাজে।
কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত বারোটা বেজে গেলো। বাইকে করে ডাকবাংলোয় ফিরছিলাম। অন্ধকার রাস্তা। শীতের রাত। বেশ কুয়াশা। মাঝে মাঝে দু একটা শিয়াল দেখা যাচ্ছিলো। রাস্তায় হঠাত বাইক নষ্ট হয়ে যায়। বাইক চালক বলল, হেটে চলে যান। দশ মিনিট লাগবে। একদম সোজা রাস্তা। যেতে পারবেন না? আমি বললাম, এটা কোনো ব্যাপারই না। অথচ আমি ভয় পাচ্ছিলাম। রাতেরবেলা গ্রাম দেশে নানান রকম শব্দ হয়। আমি শহরের মানুষ। এরকম পরিবেশের সাথে অভ্যস্ত নই। গাছের পাতার শব্দ শুনলে অনে হয়- বুঝি সাপ ফোঁস ফোঁস করছে পায়ের কাছে।
বাইক চালক বলেছিলো, দশ মিনিট হাঁটলেই ডাকবাংলো পেয়ে যাবো।
আমি ত্রিশ মিনিট হাঁটলাম। ডাকবাংলো খুঁজে পেলাম না। উলটা ৫//৬ ছয়টা কুকুর আমার পিছু নিয়েছে। আমি ছোটবেলা থেকেই কুকুর ভয় পাই। কুকুর গুলো ঘেউ ঘেউ করছে না। চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার। বাতাস নেই। অদ্ভুত সব শব্দ চারদিকে। হয়তো শব্দ গুলো অদ্ভুত নয়। কিন্তু আমার কাছে অদ্ভুত বলে মনে হচ্ছে। অজানা ভয়ে আমি বিধ্বস্ত। মনে হচ্ছে দম আটকে মরে যাবো। এমন সময় কোথা থেকে একটা মেয়ে এলো। আমাকে ডাকবাংলোয় পৌঁছে দিলো। মেয়েটা চলে যাবার আগে বলে গেলো- তোমার বিপদেআপদে সব সময় আমাকে পাবে।
২১ শে মে, ২০২৩ বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: ফিরি নাই।
আসা যাওয়ার মাঝে আছি।
২| ২১ শে মে, ২০২৩ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বপ্নে দেখছেন মনে হয়
২১ শে মে, ২০২৩ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: না স্বপ্ন নয়।
স্বপ্ন দেখে সত্যি মনে করা লোক আমি না।
৩| ২১ শে মে, ২০২৩ বিকাল ৪:২৬
ডার্ক ম্যান বলেছেন: আমার তো মনে হয় আপনার পুরো জীবনটাই অস্বাভাবিক । অনেকটা আমার মতন ।
২১ শে মে, ২০২৩ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: না ঠিক তা না।
৪| ২১ শে মে, ২০২৩ বিকাল ৪:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন রাজীব কল্যানপুর কবে আসবেন
২১ শে মে, ২০২৩ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: কন্যানপুরে গেলে কি কল্যান হবে?
৫| ২১ শে মে, ২০২৩ বিকাল ৫:৫০
কামাল১৮ বলেছেন: কল্পনা প্রবন মনুষের প্রায় এই সমস্যগুলো হয়।
২১ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:০৪
রাজীব নুর বলেছেন: আপনার কখনও এরকম হয়নি?
৬| ২১ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ওয়েলকাম ব্যাক।
- আপনার লেখার হাত সর্বদাই ভালো।
২১ শে মে, ২০২৩ রাত ১১:০৪
রাজীব নুর বলেছেন: এটা আপনাদের ভালোবাসার ফল।
৭| ২১ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭
কামাল১৮ বলেছেন: হাজার বার হয়েছে এবং আমি অনুসন্ধান করে বের করেছি।এই জন্য অনুসন্ধািৎসু মন থাকতে হয়।
২১ শে মে, ২০২৩ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান মানুষ। আপনার অভিজ্ঞতা অনেক।
তাছাড়া আপনার আছে লজিক। এবং চিন্তা করার সঠিক মস্তিস্ক।
৮| ২১ শে মে, ২০২৩ রাত ৮:২৫
শায়মা বলেছেন: তোমার দেখছি সারা জীবন ধরেই এক ইমাজিনারী ফ্রেন্ডো বালিকা আছে।
২১ শে মে, ২০২৩ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: হ্যাঁ আছে।
সে আমাকে আনন্দ দেয়। পথ দেখায়। যদিও তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না।
৯| ২১ শে মে, ২০২৩ রাত ৮:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: হুমায়ূন আহমেদের বই কম পড়বেন।
২১ শে মে, ২০২৩ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: এটা কি হুকুম না অনুরোধ?
১০| ২১ শে মে, ২০২৩ রাত ৯:১৯
চারাগাছ বলেছেন: আপনার জীবন ঘটনা বহুল।
এইসব বানানো গল্পের চেয়েও ভালো।
২১ শে মে, ২০২৩ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: এগুলো বানোয়াট না।
মানুষ তার অভিজ্ঞতার বাইরে কি লিখতে পারে?
১১| ২১ শে মে, ২০২৩ রাত ১০:৪৩
শাওন আহমাদ বলেছেন: আপনার এই ঘটনা গুলো পড়ে মনে হল আপনি ইচ্ছে করেই অলৌকিক কিছু বিশ্বাস করতে চান না; কারণ আপনি এটা বিশ্বাস করে নিয়েছেন যে অলৌকিক বলে কিছুই নেই। তাই আপনি আপনার এই বিশ্বাস থেকে বের হয়ে অন্যকিছু বিশ্বাস করতে চাচ্ছেন না। আমি কখনো মৃত মানুষ দেখিনি তবে কন্ঠ শুনি মাঝেমধ্যে আর অনেক পুরানো চেনা গন্ধ পাই।
২১ শে মে, ২০২৩ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: সঠিক বলেছেন।
মৃত মানুষের কন্ঠ!!!! এটা নিয়ে একটা পোস্ট লিখে ফেলুন।
১২| ২১ শে মে, ২০২৩ রাত ১১:১৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা হোল পরামর্শ।
২১ শে মে, ২০২৩ রাত ১১:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
কিন্তু পরামর্শ পালন করা সম্ভব নহে।
কারন হুমায়ূন আহমেদ রক্তের সাথে মিশে গেছেন।
১৩| ২১ শে মে, ২০২৩ রাত ১১:২৩
জ্যাক স্মিথ বলেছেন: গত ত্রিশ বছরে আপনি একদিনও অসুস্থ হন নি, এমনকি সামান্য জ্বরও হয়নি!!! শাবাস বাঙালী, আপনাকেই খুঁজছে ক্লোজআপ ওয়ান।
আগেও আপনি এমন একটা পোস্ট করেছিলেন। আর আপনি হুমায়ূন আহমেদের বই একটু কম পড়বেন, বেশি আজগুবি বই পড়লে মানুষ অপ্রকৃতস্থ হয়ে যায়।
তাছাড়া আপনি যথেষ্ট আলোচিত একজন ব্লগার, এইসব পোস্ট করে নতুন করে আলোচনায় আসার দরকার কি?
সে যাই হোক, আপনি যদি সত্যিই এসব অপ্রকৃতস্থ ঘটনার হাত থেকে রক্ষা পেতে চান তাহলে এক কাজ করতে পারেন তা হলো- গুলিস্তান মাজারের পশ্চিম পাশে পার্কের ধারে যে ফুটপাত ওখানে খুব ভাল ভাল তাবিজ পাওয়া যায়, সেখান থেকে বড় বড় সাইজের ৪ টা তাবিজ ক্রয় করিবেন তারপর ১ টা গলায়, একটা বাম হাতে, ডান পায়ে একটা আর একটা কোমড়ে বাঁধবেন তাহলে দেখবেন আপনার সাথে আর এসব ঘটনা ঘটছে না। প্রতিদিন বহু মানুষ ওখান থেকে তাবিজ ক্রয় করে থাকে এসব সমস্যা সমাধানের জন্য, সুতরাং আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন। এতেও যদি কাজ না হয়, তাহলে মিরপুর ১ নাম্বারের মাজারের খাদেম খুব ভালো পানি পড়া দেয়া, তার কাছ থেকে বোতলে করে কিছু পানি পড়া নিয়ে এসে প্রতিদিন একটু একটু করে খাবেন আর কিছু সারা গায়ে ছিটাবেন তাহলে দেখবেন খুব দ্রুতই আপনি সুস্থ হয়ে উঠবেন, প্রতিদিন বহু মানুষ উক্ত খাদেমের কাছ থেকে পানি পড়া নিয়ে উপকৃত হয়েছে, সুতরাং আপনি কেন নয়?
এত কিছু করার পরেও যদি আপনার সমস্যা দূর না হয় তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করুন, এই সামুর ব্লগারদের সবাইকে স্বাক্ষী রেখে কথা দিচ্ছি তিন মাসের মধ্যে আমি আপনাকে সুস্থ করে তুলিব এবং বাকি জীবনে আপনার সাথে আর এক দিনের জন্যও এসব আজগুবী ঘটনা ঘটবে না।
আপনার সুস্থতা কামনা করছি, ভালো থাকুন।
২১ শে মে, ২০২৩ রাত ১১:৩৫
রাজীব নুর বলেছেন: আমি সহজ সরল মানুষ। আমার জীবনযাপন সহজ সরল। জটিলতা কুটিলতা মুক্ত।
তাবিজ কবচ ঝাড়ফুক পানিপড়া ইত্যাদিতে আমার বিশ্বাস নেই।
আমি অসুস্থ আপনাকে কে বলল?
আমি একজন সুস্থ সবল মানুষ। বিনদাস আছি।
১৪| ২১ শে মে, ২০২৩ রাত ১১:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
পড়লাম।
২২ শে মে, ২০২৩ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৫| ২২ শে মে, ২০২৩ রাত ১২:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: বিপদ থেকে রক্ষা করা মেয়ে একজনই না কি একাধিক?
২২ শে মে, ২০২৩ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: সেটা বলা যাবে না।
১৬| ২২ শে মে, ২০২৩ সকাল ১১:৫৪
কাছের-মানুষ বলেছেন: প্রথম ঘটনা পড়ে আমি চিন্তায় পড়ে গেলাম! মেয়েটি ভাল অশরীরী নাতো! আমার এমন কিছু অভিজ্ঞতা আছে, এর আগে আমি ব্লগে শেয়ার করেছিলাম।
২২ শে মে, ২০২৩ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: এরকম অভিজ্ঞতা গুলো হয়তো অবচেতন মনে ঘটে। বাস্তবে তো এরকম হওয়া সম্ভব না।
১৭| ২৪ শে মে, ২০২৩ ভোর ৪:২৬
চারাগাছ বলেছেন:
নিজের সাথে না ঘটলেও অভিজ্ঞতা আর্জন করা যায়।
'আপনার সাথে ঘটেনি' এই তর্কে যাবো না।
২৪ শে মে, ২০২৩ দুপুর ১২:৪২
রাজীব নুর বলেছেন: তর্ক করা ভালো কিছু নয়।
১৮| ২৪ শে মে, ২০২৩ দুপুর ১২:৫৮
আমি সাজিদ বলেছেন: বাবারটা বাদে বাকিগুলো অতিরঞ্জিত মনে হচ্ছে। আপনি যখন বানিয়ে অদ্ভুত ঘটনাগুলো নিয়ে লেখেন, সেটা পাঠকের চোখে ধরা পড়ে যায়।
২৪ শে মে, ২০২৩ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: আরেহ দাদা ভাই, একটা জিনিস বুঝেন না কেন? বানিয়ে লেখার মতো মেধা আমার নেই।
১৯| ২৪ শে মে, ২০২৩ দুপুর ১:০০
নতুন বলেছেন: ৫। ফরিদপুর গিয়েছিলাম এক কাজে।
কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত বারোটা বেজে গেলো। বাইকে করে ডাকবাংলোয় ফিরছিলাম। অন্ধকার রাস্তা। শীতের রাত। বেশ কুয়াশা। মাঝে মাঝে দু একটা শিয়াল দেখা যাচ্ছিলো। রাস্তায় হঠাত বাইক নষ্ট হয়ে যায়। বাইক চালক বলল, হেটে চলে যান। দশ মিনিট লাগবে। একদম সোজা রাস্তা। যেতে পারবেন না? আমি বললাম, এটা কোনো ব্যাপারই না। অথচ আমি ভয় পাচ্ছিলাম। রাতেরবেলা গ্রাম দেশে নানান রকম শব্দ হয়। আমি শহরের মানুষ। এরকম পরিবেশের সাথে অভ্যস্ত নই। গাছের পাতার শব্দ শুনলে অনে হয়- বুঝি সাপ ফোঁস ফোঁস করছে পায়ের কাছে।
ফরিদপুরে ঝামেলার কিছু নাই। ভয় পাবেন না।
২৪ শে মে, ২০২৩ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: ফরিদপুর ভয়াবহ একটা অঞ্চল।
বিশেষ করে রাজনীতি নিয়ে।
২০| ২৪ শে মে, ২০২৩ দুপুর ২:১২
আমি ব্লগার হইছি! বলেছেন: চলেন, একদিন বিপদে পড়ে দেখি কেউ বাঁচাতে আসে কিনা।
২৪ শে মে, ২০২৩ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: হে হে ---
২১| ২৪ শে মে, ২০২৩ বিকাল ৪:১৬
নতুন বলেছেন: লেখক বলেছেন: ফরিদপুর ভয়াবহ একটা অঞ্চল।
বিশেষ করে রাজনীতি নিয়ে।
আপনি সম্ভবত নগরকান্দা, ভাঙ্গা এই সব এলাকায় গিয়েছেন।
ফরিদপুর সদর থানা বা শহরের রাজনিতিক পরিবেশ খুবই ভালো।
ভিলেজ পলেট্রিক্স সব খানেই খারাপ।
২৪ শে মে, ২০২৩ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: আমি ফরিদপুরের এমন কোনো জায়গা নেই, যেখানে যাইনি।
আলফাডাঙ্গা, মধুখালি, বোয়ালমারি এর প্রতিটা গ্রামে গিয়েছি।
২২| ২৬ শে মে, ২০২৩ দুপুর ১:১৪
নতুন বলেছেন: লেখক বলেছেন: আমি ফরিদপুরের এমন কোনো জায়গা নেই, যেখানে যাইনি।
আলফাডাঙ্গা, মধুখালি, বোয়ালমারি এর প্রতিটা গ্রামে গিয়েছি।
এগুলিই বেশি ঝামেলার এলাকা।
২৬ শে মে, ২০২৩ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: রাইট।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০২৩ বিকাল ৩:৩৭
গেঁয়ো ভূত বলেছেন: অতিপ্রাকৃতিক গল্প মন্দ হয়নি। কবে ফিরলেন?