নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জঞ্জাল

২৪ শে মে, ২০২৩ দুপুর ১২:৫৮

ছবিঃ আমার তোলা।

গোটা দেশে একটাও কি শান্ত, নিরিবিলি, সুন্দর জায়গা নেই?
সব পচে গেছে? সব নষ্ট হয়ে গেছে? বেঁচে থেকে তবে আর কী হবে?
অন্ধ অবাধ্য এক মমতা কেন যে মনের মধ্যে টলটল করে!

ঠাণ্ডা হাওয়া ছেড়েছে। কুকুররা ঝগড়া করছে মোড়ে।
গলির মুখে ট্রাক থেকে নামছে ইট, বালু, সিমেন্ট আর রড
আকাশ ভরা অন্ধকার ফুটে আছে,
মানুষ কখনও পাপ থেকে মুক্তি পায় না,
কিছুতেই শুদ্ধ হয় না। মুক্ত হয় না।

যার মনে যত প্যাঁচ-ঘোচ,
যত কুটিলতা জটিলতা তার তত অসুখ।
তাবিজ, পানিপড়া, ঝাড়ফুকে অসুখ সারলে-
এত লোক ডাক্তারের কাছে যেত না,
হুজুরেরা অবুঝ শিশুর মাথা চিবিয়ে খাচ্ছে।

আজকালকার স্ত্রীরা ভালো নয়। অথচ মায়ের তুলনা হয় না।
স্ত্রীর কাছ থেকে চোখ ফেরালেই,
ওপাশে শরতের নীল আকাশ জুড়ে অফুরন্ত স্বচ্ছ রোদ,
নিজের কন্যাকে ক্ষমা করা যায়, স্ত্রীকে নয়;
মন্দ স্ত্রীলোক জীবন দুর্বিষহ করে দেয়।

পৃথিবীতে তোমার কেউ নেই। তুমি একটা বাস্টার্ড।
জানি, বড় ক্লান্ত তুমি, বড় হতাশা, বড় ধৈর্যহীন।
বন্ধু যা খুশি করো। শুধু মরার কথা ভেবো না। বেঁচে থাকো।
আনন্দ করো। উপভোগ করো। ক্ষমা করে দাও।
আর ভালোবেসে যাও।


(আমি কবিতা লিখতে জানি না। কিন্তু আমার কবিতা লিখতে ইচ্ছা করে। তাই কবিতার মতোন করে দুই চার লাইন লিখতে চেষ্টা করি। হয় না। কিছুই হয় না। তবে আমি চেষ্টা অব্যহত রাখি। রবিনস ক্রুসো'র মতো আমার ধৈর্য্য। নিজেকে বলি, দেরী হোক- যায়নি সময়।)

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২৩ দুপুর ১:০৯

আমি সাজিদ বলেছেন: বাস্টার্ড শব্দটি বাদ দিলে লেখাটি পড়তে আরেকটু আরাম লাগতো।

২৪ শে মে, ২০২৩ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: ইশ!!!
আমিও এরকমটাই ভেবেছিলাম।

২| ২৪ শে মে, ২০২৩ দুপুর ২:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহা পারেননা বলে আক্ষেপ কেন! কতো সুন্দর কবিতা। পরে ভালো লাগল।

২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ২৪ শে মে, ২০২৩ দুপুর ২:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর আপনার কবিতা পড়ে মনে হচ্ছে আমি কিছু লেখতে পারি না
অনেক শুভ কামনা জানাই কবি রাজীব দা---------------

২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: হে হে হে---

৪| ২৪ শে মে, ২০২৩ দুপুর ২:৫০

গেঁয়ো ভূত বলেছেন: আজকালকার স্ত্রীরা ভালো নয়। অথচ মায়ের তুলনা হয় না।

নিজের কন্যাকে ক্ষমা করা যায়, স্ত্রীকে নয়;
মন্দ স্ত্রীলোক জীবন দুর্বিষহ করে দেয়।


কেন ভাইয়া?
স্ত্রীরাও কারো মা অথবা কারো কন্যা।
তাহলে স্ত্রীকে মানুষ হিসেবে দেখলে সমস্যা কি?

২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: সমাজে কিছু দুষ্ট স্ত্রী লোক আছে। তাদের কথা বলেছি।

৫| ২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আগের অন্য অনেক কবিতার চেয়ে এটা কিছুটা ভালো হয়েছে। (কিছু কিছু অংশ বাদে)
- অন্যের কথায় কান দিবেন না।

২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভরসা পেলাম।

৬| ২৪ শে মে, ২০২৩ রাত ৮:২০

কামাল১৮ বলেছেন: জনগনের স্বচেতন অংশ রাজনীতিবিদ। লেখকদের স্বচেতন অংশ হলো কবি।

২৪ শে মে, ২০২৩ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

৭| ২৪ শে মে, ২০২৩ রাত ৮:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: পৃথিবী জঞ্জাল মুক্ত হোক।

২৪ শে মে, ২০২৩ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর চাওয়া।

৮| ২৪ শে মে, ২০২৩ রাত ১১:৫৭

মৌন পাঠক বলেছেন: সুন্দর হচ্ছে।

২৫ শে মে, ২০২৩ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ২৫ শে মে, ২০২৩ দুপুর ১২:২৫

শাওন আহমাদ বলেছেন: আপনার অন্যরকম একটা পোষ্ট পড়লাম, অন্যরকম অনুভূতি হলো।

২৫ শে মে, ২০২৩ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.