নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

স্ত্রী স্বামীর কাছে কিভাবে প্রিয় হবে?

২৫ শে মে, ২০২৩ দুপুর ১:৩৩



কোটি কোটি মেয়ের মনের গোপন প্রশ্ন- কিভাবে স্বামীর প্রিয় হওয়া যাবে?
সহজ সরল একটা প্রশ্ন। কিন্তু এর গভীরতা অনেক। শুধু স্বামীর কাছে প্রিয় হলে হবে না। সকলের কাছেই প্রিয় হতে হবে। বাবা মা, ভাই বোন এবং আত্মীয়স্বজনের কাছে প্রিয় হতে হবে। এরপর ধরুন, শ্বশুড় শ্বাশুড়ি। দেবর-ননদ-জা। সবার কাছেই প্রিয় হতে হবে। একবার ভেবে দেখেছেন, কেন তাদের কাছে আপনার প্রিয় হতে হবে? আপনি কেন তাদের কাছে প্রিয় হবেন না? আসলে আমাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে ভালো থাকতে হবে। একলা ভালো থাকা, আসলে ভালো নয়। লক্ষ্মী স্ত্রীরা চায় স্বামীর কাছে প্রিয় হতে। হ্যাঁ প্রিয় হওয়া ভালো কিন্তু দাসী বান্দী হওয়া ভালো নয়। স্বামীরা কি কখনও ভাবে আমি আমার স্ত্রীর কাছে প্রিয় হবো।

সবার আগে মেয়েদের উচিত নিজের একটা ব্যাক্তিত্ব তৈরি করা।
শুধু মাত্র স্বামীর সেবা যত্ন করে জীবন পার করে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। স্বামীর মন জুগিয়ে চলার জন্য কি মেয়েদের জন্ম হয়েছে? মেয়েদের নিজের একটা নিজস্ব দুনিয়া আছে। মেয়েদের কি প্রতিষ্ঠত হতে ইচ্ছা করে না? নিজের একটা শক্ত অবস্থান তৈরি করতে ইচ্ছা করে না? ভালো একটা চাকরী অথবা বিজনেস করতে ইচ্ছা করে না? টাকা ইনকাম করতে ইচ্ছা করে না? নিজের ইচ্ছা মতো টাকা খরচ করতে ইচ্ছা করে না? নিজের বাবা মা ভাই বোনের জন্য কিছু করতে ইচ্ছা করে না? সমাজের জন্য ভালো কিছু করতে ইচ্ছা করে না? আর কতকাল মেয়েরা বিয়ের আগে নিজের বাবা এবং আর বিয়ের পর স্বামীর কাছে হাত পাতবে? এখন যুগ বদলে গেছে। সময় বদলে গেছে। মেয়েদের ঘর সংসারের বাইরেও কিছু করা প্রয়োজন।

আপনার স্বামী কি একজন ভালো মানুষ?
মানবিক ও হৃদয়বান? আপনাদের বিবাহিত জীবন কি জটিলতা কুটিলতা মুক্ত? আনন্দময়? বেশির ভাগ স্বামীরা চায়- তার স্ত্রী তার কথা মতো উঠুক বসুক। স্বামীরা স্ত্রীকে হুকুম করতে ভালোবাসে। আমাকে চা দাও, মোজা খুঁজে পাচ্ছি না, চিরুনী কই, কি রান্না করছো- ভালো লাগে না, লবন বেশি হয়েছে, লবন কম হয়েছে, চায়ে চিনি দাও নাই, স্বামীর রায়নাক্কা সামাল দিতে দিতে স্ত্রীর দিন শেষ হয়ে যায়। অথচ স্বামীর উচিৎ- মোজা টা নিজের খুঁজে বের করা। চায়ে চিনি কম হলে, এক চামুচ চিনি চায়ে মিশিয়ে নেওয়া। এসব না করে স্বামী শুধু হুকুম দিয়ে যাবে। স্বামীগিরি যারা ফলায় না তারাই ভালো স্বামী। তারাই একজন ভালো মানুষ। মেয়েদের উচিৎ একজন সফল নারী হিসেবে নিজেকে গড়ে তোলা। চাকরী বা বিজনেস করা সেই সাথে ঘর সংসারও করবে। অনেকেই করছে। পারছে। মেয়েরা শুধুমাত্র কেন স্বামীর পদসেবা করে জীবন পার করে দিবে?

নির্বোধ স্বামীরা যেটা পছন্দ করে-
স্বামী অফিস থেকে বাসায় ফিরলে তার জুতো খুলে দিবে, মুজো খুলে দেবে। চা নাস্তা বানিয়ে দিবে। একেকদিন একেক রকম খাবার। কোনো দিন নুডুলস, কোনোদিন পাকোরা, কোনদিন মোগলাই। রান্না করার আগে স্বামীর কাছে জানতে চাইবে, আজ তার কি খেতে ইচ্ছা করছে? স্বামীর পা টিপে দিবে। স্বামীর কাছে জামা কাপড়, গহনা, টাকা পয়সা কিচ্ছু চাইবে না। কিছু দিতে চাইলেও মানা করবে। স্বামীকে তোয়াজ করে চলবে। স্বামী যদি রাতে বিশেষ কিছু চায় দিবে, যেভাবে চাইবে সেভাবেই রাজী হবে। মানা করবে না। শ্বশুর শ্বাশুড়ির সেবা যত্ন করবে। এমন সেবা যত্ন করবে যেন দেখলে মনে হবে- ওদের জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছেন। এভাবে চলাচল করলে- স্বামীর প্রিয় হওয়া যায়। এগুলো আসলে মধ্যযুগীয় বর্বতা।

তবে স্বামীদের কিছু সমস্যা আছে।
স্ত্রীরা যতই স্বামীর প্রিয় হয়ে উঠুক না কেন- স্বামী বাইরে ম্যাও প্যাও করবেই। পুরুষ মূলত কুত্তার জাত। ঘরে যত ভালো খাবার থাকুক না কেন, সে বাইরের গু'তে মুখ দেবেই। কাজেই স্বামীকে ১০০% বিশ্বাস করা যাবে না। সুযোগ পেলেই সে গোপনে ম্যাও প্যাও করবেই। কাজেই এত স্বামী স্বামী করে লাভ নাই। নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলুন। নিজেকে প্রতিষ্ঠিত করুণ। যেন আপনাকে কারো মন জুগিয়ে চলতে না হয়। যেন কাউকে তেল দিতে না হয়। নিজের বাহু বল'ই আসল বল। অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া চলাই আসল জীবন। কারো সেবাদাসী হওয়ার দরকার নাই। নিজেকে উপযুক্ত কর গড়ে তুলুন। যেন এই সমাজের মানুষ আপনাকে বাহবা দেয়।

মন্তব্য ৪১ টি রেটিং +১/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৩ দুপুর ২:০০

নাহল তরকারি বলেছেন: আপনার ব্লগটি পড়ে ভালো লাগলো। আপনার এই ব্লগটি পড়ে ভালো লাগলো। কথায় কথায় নারী নির্যাতন এর মিথ্যে মামলা দেওয়ার ভয় দেখাতে না করেন। এতে স্বামী ভয়ে সংসার করলেও, সেখানে ভালোবাসা থাকে না।

একটা স্ত্রী যদি তার স্বামীর চরিত্র কন্ট্রোলই না করতে পারে, তাহলে সমাজ তার কাছ থেকে কি আশা করবে? কই আমি তো বাহিরে অন্য কারো সাথে ইটিশ পিটিশ করি না!!

২৫ শে মে, ২০২৩ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: নারীকে সমস্ত রকম নির্যাতন করা থেকে বিরত থাকতে হবে।
নারীকে শারীরিক ও মানসিক নির্যাতন করা অন্যায়।

স্ত্রী কেন স্বামীর চরিত্র কন্টোল করতে যাবে? স্বামীর চরিত্র কন্টোল করবে তার বাবা মা। আসলে যে স্বামীর চরিত্র খারাপ, তাকে কেউ কন্তোল করতে পারবে না।

ইটিস পিটিশ ছাড়াও অনেক রকমের অন্যায় আছে।

২| ২৫ শে মে, ২০২৩ দুপুর ২:০২

শূন্য সারমর্ম বলেছেন:


বিবাহ বিচ্ছেদর কারণসমুহ বিশ্বব্যাপী একই রকম নয়,তবে উপমহাদেশে কারণসমূহের সমাধান করতে পারবে বলে মনে হয় না

২৫ শে মে, ২০২৩ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: বিবাহ বিচ্ছেদের বহু রকমের কারন আছে।
সেগুলো অনেক আলোচনার বিষয়।

৩| ২৫ শে মে, ২০২৩ দুপুর ২:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি এখন একা থাকি। এখন আর আমাকে তাকে ঘুম পাড়িয়ে ঘুমাতে হয় না। তার এখন অনেক কষ্ট। তার সেবা করার লোক নেই। রাতে গা টিপানোর কাজের লোক পাওয়া যায় না। আর আমার সেবাতে তার যত সহজে ঘুম আসে, অন্যের সেবাতে অত সহজে তার ঘুম আসবে কি?

২৫ শে মে, ২০২৩ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: একা থাকা ভীষন কষ্টের।

ছেলেমেয়ে ও স্ত্রী বাসায় না থাকলে বাসাটাই খালি খালি লাগে। যন্ত্রনা হয়।

৪| ২৫ শে মে, ২০২৩ বিকাল ৩:০৪

শেরজা তপন বলেছেন: শেষের অংশটুকুতে সব পুরুষকে এক করে ফেলেছেন!
এজন্যই সব মেয়েরাই পুরূষদের সন্দেহ করে। মেয়েরাই শুধু মেয়েদের শত্রু নয়-পুরুষেরাও পুরুষদের মহা শত্রু।
পৃথিবীতে কোটি কোটি পুরুষ আছে যারা এক নারীতেই আজীবন সন্তুষ্ট থাকে।

২৫ শে মে, ২০২৩ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: আসলে ভালো মন্দ মিলিয়েই এই জীবন।

৫| ২৫ শে মে, ২০২৩ বিকাল ৩:১৩

ধুলো মেঘ বলেছেন: পুরুষ মূলত কুত্তার জাত।

কুত্তার জাত মানে কি? কুকুরের গর্ভজাত? কুকুরের গর্ভে কখনও মানুষের সন্তান পয়দা হয়?

ঘরে যতই ভালো খাবার থাকুক না কেন, বাইরের গুতে সে মুখ দেবেই।

আপনি কখনও কারো গু'তে মুখ দিয়েছেন, বা কখনও শুঁকে দেখেছেন?

২৫ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: বারো ভূইয়া মানে বারোটা ভূইয়া না।

৬| ২৫ শে মে, ২০২৩ বিকাল ৩:৩৪

রিদওয়ান খান বলেছেন: কেউ যদি এখন আপনাকে জাত হিসেবে 'হাই, কুকুর বন্ধু'
বলে সম্বোধন করে এতে কি আপনি রাগ করবেন?

২৫ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: রাগ করাই উচিত।

৭| ২৫ শে মে, ২০২৩ বিকাল ৩:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: মনে করি স্ত্রী ভাল না হলে সংসার ধর্ম ব্যথা;
পুরুষের দোষে স্ত্রী খারাপ হয় না বরং স্ত্রীর
কার্যকলাপ দেখে স্বামী খারাপ হয় সত্য কথা!
ভাল থাকবেন রাজীব দা---

২৫ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: ওকে।

৮| ২৫ শে মে, ২০২৩ বিকাল ৪:১১

রবিন.হুড বলেছেন: বর্তমানে নারীরা স্বাধীনতার নামে স্বেচ্ছাচারীতা করছে। তাদের সাধ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এখন ঘরে ঘরে নারী নির্যাতিত হয় না বরং পুরুষগণ অসহায়। সামাজিক বিশৃঙ্খলার মূলে আছে কিছু অত্যাধুনিক নারী। আপনার লেখায় ভদ্র নারীরা স্বেচ্ছাচারিতার দিকে অগ্রসর হবে বলে আমার মনে হয়।

২৫ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: আপনি যেরকম করে ভেবেছেন, আমি সেরকম করে ভাবি নাই।

৯| ২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: পুরুষের সাফাই যারা গাচ্ছেন , তাদের জানা উচিৎ , আগে একটি সম্পর্ক মানে জীবন পার , এখন প্রতিদিন ডিভোর্স । ডিভোর্সের প্রধান কারণ পুরুষ পর নারীতে আসক্ত। নারীরা সাধারণত ঘর ভাংতে চায়না।

২৬ শে মে, ২০২৩ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: পুরুষরা ভালো হয়ে গেলে ডির্ভোস হবে না।

১০| ২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

কামাল১৮ বলেছেন: প্রত্যেকে তার নিজের মতো করে চলবে।কারো মন যুগিয়ে চলা একটা বিড়ম্বনা।কারো প্রিয় হবার দরকার নাই কারো অপ্রিয় হবারও দরকার নাই।কারো ক্ষতি না করে সে তার নিজের মতো চলবে।
জাতি সংঘের মানবধিকার সংজ্ঞা মেনে চললে কারো কোন সমস্যা হবার কথা না।

২৬ শে মে, ২০২৩ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: একদম সঠিক কথা বলেছেন।

১১| ২৫ শে মে, ২০২৩ রাত ৮:৩৭

ইফতেখার ভূইয়া বলেছেন: দুই ভাই আর মা-বাবার একটি সংসারকে ভেঙ্গে তিন টুকরো করার উদাহরণ আমি দেখেছি কেবলমাত্র দুই ছেলের বিয়ের পরেই। বউ-শ্বাশুড়ীর দ্বন্দের ইতিহাস নতুন নয় আর বিয়ের মেয়ের মা'র অনধিকার চর্চা বিষয়গুলোকে সমাজ এড়িয়ে যাওয়ার কোন সুযোগ আছে বলে আমার মনে হয় না। বলছি না পুরুষ ধোয় তুলসি পাতা, তদেরও দায় রয়েছে। তবে গল্পের শুরু বিবি হাওয়া থেকে, চলছে আর চলবেও।

২৬ শে মে, ২০২৩ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: আমরা চার ভাই। চার ভাই বিয়ে করেছি। আমরা সবাই মিলেমিশে একই বাসায় আছি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই।

১২| ২৫ শে মে, ২০২৩ রাত ৮:৫৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শেরজা তপনের সাথে আমি একমত আপনার এমন সরলীকরণের কোন যৌক্তিকতা নেই !

আর এভাবে ধরলে আপনি নিজেও এই কাতারে পড়েন । এমনকি আপনার এখানে যারা পুরুষের সাফাই গাওয়াকে নিন্দা করছেন তারাও !

নারীরাও পরকিয়া করছে এবং আমরা বলতে পারি না যে এর পরিমাণ কম ! তাছাড়া পুরুষরা যে পরকিয়া করছে তারা কী পুরুষের সাথে পরকিয়া করছে ? নারীর সাথেও তো করছে তাই না !!

২৬ শে মে, ২০২৩ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: নারীরা পরকীয়া যদি করেও থাকে, তার জন্য পুরুষেরা দায়ী।

১৩| ২৬ শে মে, ২০২৩ সকাল ৮:০১

কাছের-মানুষ বলেছেন: লেখাটির কিছু লাইনে আমার আপত্তি থাকলেও ওভার ভাল লিখেছেন।
নারীরা পড়াশুনা করুক, কেউ যদি চায় চাকরি করবে করুক না চাইলে নাই! তবে সবাই শিক্ষিত হোক।

২৬ শে মে, ২০২৩ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আপত্তিকর অংশ টুকু মুছে দিতে পারি।

১৪| ২৬ শে মে, ২০২৩ সকাল ১১:২৮

কলাবাগান১ বলেছেন: @কাছের-মানুষ
আপনি বলেছেন "নারীরা পড়াশুনা করুক, কেউ যদি চায় চাকরি করবে করুক না চাইলে নাই! তবে সবাই শিক্ষিত হোক।"
এই একই কথা কি কোন পুরুষকে বলবেন কখনও ...জানি বলতে পারবেন না....এতেই বুঝা যায় আপনাদের আসল মানসিকতা!!!!!!!

২৬ শে মে, ২০২৩ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: কাছের মানুষ ভালো মানুষ। তার চিন্তা ভাবনা উন্নত।

১৫| ২৬ শে মে, ২০২৩ সকাল ১১:২৯

নতুন বলেছেন: তবে স্বামীদের কিছু সমস্যা আছে।
স্ত্রীরা যতই স্বামীর প্রিয় হয়ে উঠুক না কেন- স্বামী বাইরে ম্যাও প্যাও করবেই। পুরুষ মূলত কুত্তার জাত। ঘরে যত ভালো খাবার থাকুক না কেন, সে বাইরের গু'তে মুখ দেবেই। কাজেই স্বামীকে ১০০% বিশ্বাস করা যাবে না। সুযোগ পেলেই সে গোপনে ম্যাও প্যাও করবেই।


আপনি সবাইকে আপনার নিজের আয়নায় দেখলে চলবেনা রানু ভাই!!!

নারীকে অবশ্যই দাসী হতে হবেনা। স্বামীরও স্ত্রীর প্রতি দায়ীত্ব আছে।

স্বামীরও উচিত স্ত্রীকে হাতখরচ দেওয়া যেটা নিয়ে স্ত্রীকে প্রশ্ন করবেনা যে সেটা কোথায় কিভাবে খরচ করেছে।

একটা সম্পর্কে যদি দুই পক্ষ সমান ইফোড না দেয় তবে সেটা সুখের হয় না।

কারুর মন যুগিয়ে চলতে হবে এই মনভাব দিয়ে চলে কেউই সুখী হয় না। বরং সবার বোঝাপড়ায় যেই সংসার গড়েউঠে সেটাই সুখের সংসার হয়।

২৬ শে মে, ২০২৩ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: বুঝতে পেরেছি।
ধন্যবাদ।

১৬| ২৬ শে মে, ২০২৩ দুপুর ১:২২

কাছের-মানুষ বলেছেন: @কলাবাগান১ সাহেব আশ্চর্য হলাম আপনার মন মানসিকতা দেখে! কেন বলতে পারব না! আমি আমার ছোট ভাইকে বলি পড়াশুনা কর চাকরি করতে মন চাইলি করবি না চাইলে নাই! বাট পড়াশুনা করতেই হবে!

ব্লগার রাজীব নুর সাহেব বলছিল তার স্ত্রী পড়াশুনা জানে, কিন্তু ইচ্ছে করে চাকরি করছে না! তার ইচ্ছে চাকরি করছে না ব্লগার রাজীব নুর সাহেব মেনে নিছে।

যে মেয়ে চাকরি করছে না সংসারে কি তার অবধান নাই! আমি স্টুডেন্ট কমিউনিটিতে থাকার ফলে দেখেছি স্বামী পিএইচডি করছে কিন্তু বউ এমবিবিএস পাশ করে স্বামির সাথে এসে হাউসওয়াইফ হিসেবে থাকছে। আবার দেশের সরকারী মেডিকেলের ডক্টরকে দেখেছি ডাক্তারি ছেড়ে বউ এর সাথে আমেরিকা থাকছে, বউ পিএইচডি করছে!

আমি আমার কমেন্টে সিমলি বলেছি মেয়েরা চাকরি করুক বা না করুক এটা তার সিদ্ধান্ত বাট পড়াশুনা করতেই হবে।

এই কথাতে আপনি দোষ দেখলেন কিভাবে! আপনি জনে জনের মনমানসীকতা যাচাই এর আগে নিজের মনমানসীকতা যাচাই করুন। ডোন্ট বি জাজমেন্টাল অলওয়েস। লিটারে-লি বলছি গ্রো আপ!

২৬ শে মে, ২০২৩ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: সহমত।

১৭| ২৬ শে মে, ২০২৩ দুপুর ২:১৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: নারীরা পরকীয়া যদি করেও থাকে, তার জন্য পুরুষেরা দায়ী।

বেশ তবে পুরুষ পরকীয়া করলে তার দায় নারীদের হবে না কেন ? কোন গবেষণায় বলেছে বলুন তো যে নারীরাও কামুক হতে পারে না !!

২৬ শে মে, ২০২৩ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: পুরুষদের স্বভাব চরিত্র ভালো না। বললাম না এরা কুকুরের জাতা।

১৮| ২৭ শে মে, ২০২৩ রাত ১২:৩৫

কলাবাগান১ বলেছেন: @কাছের-মানুষ
আমাদের সমাজে একটা মেয়ে মাস্টার্স পাস করে ঘরে বসে থাকলেও সেটা জায়েজ, সবাই মেনে নেয়। আর একটা ছেলে, যেমন আপনার ভাই, মাস্টার্স পাশ করার পর ও যদি চাকরি/ব্যবসা না করে (ইনকাম না করে) কিন্তু বউ ইনকাম করে, তখন এই আপনিই মেনে নিতে চাইবেন না....
আমার কথা হল মেয়েরা লেখাপড়া করুক না বলে বলা উচিত সবার লেখাপড়া করা উচিত

এনিওয়ে আমাকে গ্রো আপ করতে বলেছেন...আর গ্রো আপ করতে চাই না বেশী গ্রো আপ করলে, অল্প বাতাসেই ঝড়ে পড়ার সম্ভাবনা বেশী। তের দেশ আর চৌদ্দ ডিফারেন্ট ল্যাবে পোস্ট ডক হিসাবে ছুটা কামলার কাজ করে বহু কস্টে পার্মানেন্ট জব পেয়েছি, তাই আর গ্রো আপ হতে চাই না আর বছর বছর এক স্টেট থেকে আরেক স্টেটে দৌড়াতেও চাই না ....এখন স্ট্যাবিলিটি চাই। আপনার হয়ত গ্রো আপ করার দরকার আছে তাই অন্যদের গ্রো আপ করতে উপদেশ দেন

১৯| ২৭ শে মে, ২০২৩ রাত ৩:৫৯

কাছের-মানুষ বলেছেন: কলাবাগান১ সাহেব ব্লগে একের পর এক চেইন মন্তব্য আমি করি না প্রয়োজন না হলে! যাইহোক ব্লগের মতো পাবলিক প্লেসে অহেতুক আপনি কার মন-মানসিকতা কেমন জাজ করে বেড়ান, আপনার কি মনে হয়না আপনি আমার নিরীহ প্রথম মন্তব্যটি ধরে আপনি ওভাররিয়েক্ট এবং অনধিকার চর্চা করেছে? আপনার শেষের উত্তরটা একেবারেই অপ্রাসঙ্গিক, কিছু একটা বলতে হবে তাই বললেন! অবশ্য আপনার বলার কিছু ছিলও না!

আমার ভাই মাত্র ইন্টার মিডিয়েট পড়ে। যাইহোক ভবিষ্যতে তার বউ চাকরি করুক বা বসে থাক অথবা আমার ভাই বউ এর
উপর ইনকামে চলুক বা না চলুক সেখানে আমি মেনে নেবার বা না নেবার কে!

আমার কথা হল মেয়েরা লেখাপড়া করুক না বলে বলা উচিত সবার লেখাপড়া করা উচিত
আপনি শুধু এই মন্তব্য করলে আমি আপনাকে আর উত্তর দিতাম না যদি না মন-মানসিকতা জাজমেন্ট না করতেন।

আপনি তের দেশ আর চৌদ্দ ডিফারেন্ট ল্যাবে পোস্ট ডক হিসাবে ছুটা কামলার কাজ করে বহু কষ্টে পার্মানেন্ট জব পেয়েছেন, মানে আপনি সিনিয়র, বয়জিষ্ট, আপনাকে আমি আমার মন-মানসিকতা জাজমেন্টের জন্য ক্ষমা চাইতে বলতে পারি না পাবলিক প্লেসে, তাই শুধু তাই গ্রো আপই বলতে পারি! তবে গ্রো আপ আর না হতে চাইলে আমি জোর করব না। আপনাকে জীবনের এই বয়সে এসে এক স্টেইট থেকে আরেক স্টেইটে যাওয়া মানাবে না বোধ হয়! সব কিছুর একটা সময় থাকে!

২০| ২৭ শে মে, ২০২৩ সকাল ১০:৩৩

নাহল তরকারি বলেছেন: স্ত্রী যদি পরকীয়া করে আমরা কি এর প্রতিবাদ করবো না? প্রতিবাদ করা যদি দরকার হয়, কিভাবে প্রতিবাদ করবো?

স্ত্রী যদি অন্যায় আবদার করে সেক্ষেত্রে আমরা তাকে কিভাবে বুঝাবো যে এটা অন্যায়?

২৭ শে মে, ২০২৩ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: স্ত্রী পরকীয়া করলে তার বাবা মাকে জানান। তাঁরা ব্যবস্থা নেবেন।

স্ত্রী যদি বুদ্ধিমতি হয় তাহলে অন্যায় আবদার সে কখনও করবে না।

২১| ২৭ শে মে, ২০২৩ সকাল ১০:৩৩

নাহল তরকারি বলেছেন: স্ত্রী যদি পরকীয়া করে আমরা কি এর প্রতিবাদ করবো না? প্রতিবাদ করা যদি দরকার হয়, কিভাবে প্রতিবাদ করবো?

স্ত্রী যদি অন্যায় আবদার করে সেক্ষেত্রে আমরা তাকে কিভাবে বুঝাবো যে এটা অন্যায়?

২২| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৪:১৮

শায়মা বলেছেন: হায় হায় যুদ্ধ বেঁধে গেলো তো!!!

এ সব কি লিখলে ভাইয়া???

তাড়াতাড়ি স্ত্রীর কাছে স্বামী কেমনে প্রিয় হবে সেই সব তরিকা লেখো......

তুমি যেমনে হয়েছো সেটাই লেখো......

২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই লিখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.