নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ আমার বড় কন্যার জন্মদিন

০৬ ই জুন, ২০২৩ বিকাল ৩:৫৪



আজ আমাদের বড় কন্যা পরীর জন্মদিন।
আমার দুই মেয়ে। ছোট কন্যার নাম ফারাজা তাবাসসুম। ফারাজা চালাক চতুর। কিন্তু বড় মেয়েটা সহজ সরল। দুটা মেয়েই আমার কলিজার টুকরা। বেশির ভাগ বাবা মা করে কি, নিজের ইচ্ছা- অনিচ্ছা ছেলেমেয়ের উপর চাপিয়ে দেয়। ছেলেমেয়েদের উপর কিছু চাপিয়ে দিতে হয় না। বিশেষ করে ধর্মীয় অনুশাসন। শিশুরা হেসে খেলে বড় হোক না, সমস্যা কি? কেন তাদের ধর্মের ভয় দেখাতে হবে? পরকালের ভয় দেখাতে হবে? কেন জন্মদিন উপলক্ষ্যে একটু আনন্দ করা যাবে? কেন কেক কাটা যাবে না? কোন বদমাইশ এই কথা বলেছে। ধর্মের কারনে আমি আমার মেয়েদের আনন্দ থেকে বঞ্চিত করতে পারি না।

যারাই অন্যের কাছ থেকে শুনে শুনে ধর্ম শিখে, এরা বড় অভাগা ও চরম নির্বোধ।
আপনার ধর্ম আপনি কোলে নিয়ে বসে থাকুন। যারাই ছোট ছোট ছেলেমেয়েদের ধর্ম দিয়ে বন্ধী করতে চায়, তাদের আমি খুব অপছন্দ করি। আমি আমার সন্তানের জন্য একশ' পাপ করতে রাজী আছি। আমি আমার সন্তানের জন্য দোজকে যেতে রাজী আছি। আজ কন্যার জন্মদিন। আমি কেক কাটবো। তাতে কার কি? ধর্ম যদি বলে, কেক টাকা পাপ। এটা খিস্টানদের নিয়ম। আমি শুনব না। মানব না। আমি কেক কাটবো। আনন্দ করবো। পাপ হলে আমার পাপ হোক। দুনিয়াতে সবার আগে আমার সন্তান। এর চেয়ে বড় কিছু নাই আমার কাছে।

ধর্মের শিখলে আমি আমার কন্যাদের বন্ধী করতে পারবো না।
সাত বছর হয়ে গেলেই আর কোনো ছাড় নেই। হিজাব পরো। নামাজ পড়ো। হাজারো নিয়ম। এইসব নিয়মের আমি ধারধারি না। কন্যারা কন্যাদের মতো বড় হোক। তাদের যদি হিজাব পরতে ভালো লাগে পরবে। নামাজ পড়তে ভালো লাগে পরবে। আমি তাদের উপর জোর করে কিছু চাপিয়ে দিতে পারো না। নো নেভার। আমি কন্যাকে নিয়ে আজ সন্ধ্যায় বাইরে যাবো। দুজনে মিলে ঘুরে বেড়াবো। কন্যা যা যা খেতে চায় খাওয়াবো। যা যা কিনতে চায় কিনে দিবো। কোনো বিধিনিষেধ নেই। ধর্মের বিধি নিষেধ মানা আমার পক্ষে সম্ভব নয়। আমার কন্যার মুখের হাসির জন্য সমস্ত ধর্ম আমি ধুয়ে ফেলে দিতে পারি।

বড় কন্যার ভালো নাম রোজা।
আমি তাকে আদর করে পরী বলে ডাকি। পরীর জন্ম স্কয়ার হাসপাতালে। তখন রাত দুটা। বাইরে তুমুল বৃষ্টি। নার্স আমাকে কোলে নিতে দিলো না। বলল, এখন না, পরে। কাঁচের ওপাশে নীল রঙ্গের একটা টাওয়াল দিয়ে কন্যাকে প্যাচিয়ে রেখেছে। শুধু মুখটা দেখা যাচ্ছে। একটা কাঁচের ঝারে শুয়ে আছে আমাদের কন্যা। অবাক হয়ে চারপাশ দেখছে কন্যা। আমি কন্যাকে দেখলাম। মুগ্ধ হলাম। খুশিতে আনন্দে আমি বিমোহিত। আমি আমার একটা হাত বাড়িয়ে দিলাম। কন্যা আমার আঙ্গুল শক্ত করে ধরলো। আর কি অদ্ভুত আমার চোখে পানি চলে এলো। আমার চিৎকার করে বলতে ইচ্ছা করলো- এটা আমার মেয়ে। আমার। সবাই দেখুন।

বড় কন্যা লেখাপড়াতে খুবই ভালো।
তাকে কখনও বলতে হয় না, পড়তে বসো। সে নিজের ইচ্ছাতেই সময় মতো পড়তে বসে। আমি ইংরেজিতে কথা বলতে পারি না। আমার কন্যা দারুন ইংরেজিতে কথা বলে। তখন আমার কন্যাকে বিদেশী বলে মনে হয়। অনগর্ল ইংরেজি বলে যায়। আজকাল সে ইংরেজিতে গল্প লিখে। কবিতা লিখে। এমন কি স্কুল থেকে ইংরেজি গল্পের বই নিয়ে সে পড়ে। আমি মেয়েকে বলেছি, বাংলায় লিখো না কেন? মেয়ে বলে বাংলা কঠিন। ইংরেজি সহজ। আমার কন্যা ভালো থাকুক। সুস্থ থাকুক। ভালো ও সুস্থ থাকুক পৃথিবীর সমস্ত কন্যা। ধর্মের অপছায়া যেন কোনো শিশুর উপর না পড়ে।

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২৩ বিকাল ৪:০৬

ভুয়া মফিজ বলেছেন: বড় কন্যার হিজাব পড়া ছবি দেখে বিভ্রান্ত হলাম। ''ধার্মিক মাত্রই বেকুব'' আপনার এই ধরনের বাণী কি বড় কন্যাকে শোনান নাই? কি আশ্চর্য!!!! :P

যাই হোক, দোয়া করি আপনার বড়কন্যা যেন একজন মানুষের মতো মানুষ হয়। দেশের মানুষ যেন তাকে নিয়ে গর্ব করতে পারে। আর সেইসাথে রোজা-নামায-হিজাবও মেইনটেইন করে।

রোজা মা'কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!!!

০৬ ই জুন, ২০২৩ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: বড় কন্যা প্রায়ই হিজাব পড়ে।
এমনকি তার স্কুলেও হিজাব পরা নিয়ম।
তাছাড়া সেদিন (ছবিতে) কন্যার হিজাব পড়ার কারন হলো- সে চুল কাটিয়ে ছিলো। এজন্য হিজাব পড়েছে।

২| ০৬ ই জুন, ২০২৩ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হিজাব দেখে খুবই ভালো লাগলো। আপনার কন্যাকে আল্লাহ নেক হায়াত দান করুন।

০৬ ই জুন, ২০২৩ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: আমাদের সমাজে যারা হিজাব পরে, তাদের আসল সমস্যা অন্য জাগায়। যেমন-
১। চুল সাদা হয়ে গেছে। তাই হিজাব দিয়ে চুল ঢেকে রেখেছে। ধর্মের নিয়ম মানা হলো, আবার সাদা চুল লুকিয়ে রাখা হলো।
২। রাস্তায় ধুলো ময়লা থেকে মুক্তি।
৩। হিজাব পরলে নিজেকে অন্য নারী থেকে আলাদা প্রমান করা যায়।
৪। মানুষের চোখে ধার্মিক সাজা যায়।
৫। কোথাও গেলে পার্লারের খামেলা নাই। চুল এলোমেলো থাকলেও হিজাব পরলে মুশকিল আসান।

৩| ০৬ ই জুন, ২০২৩ বিকাল ৪:৪৩

শাওন আহমাদ বলেছেন: বড় কন্যার হিজাব পড়া ছবি দেখে বিভ্রান্ত হলাম। ''ধার্মিক মাত্রই বেকুব'' আপনার এই ধরনের বাণী কি বড় কন্যাকে শোনান নাই? কি আশ্চর্য!!!! :P

যাই হোক, দোয়া করি আপনার বড়কন্যা যেন একজন মানুষের মতো মানুষ হয়। দেশের মানুষ যেন তাকে নিয়ে গর্ব করতে পারে। আর সেইসাথে রোজা-নামায-হিজাবও মেইনটেইন করে।

রোজা মা'কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!!!

০৬ ই জুন, ২০২৩ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ০৬ ই জুন, ২০২৩ বিকাল ৪:৫৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: শুভ জন্মদিন পরী (রোজা),

তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচছার সাথে সাথে দোয়া রইলো জীবনের সুখ-সাফল্যের জন্য। সাথে সাথে চাওয়া ভাল মানুষ হও ।

০৬ ই জুন, ২০২৩ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।

৫| ০৬ ই জুন, ২০২৩ বিকাল ৪:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কন্যার জন্য অনেক দোয়া আর নিরন্তর শুভকামনা, শুভজন্মদিন ।

০৬ ই জুন, ২০২৩ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: আজ যদি আমাদের ব্লগার নুরু সাহেব বেঁচে থাকতেন, তাহলে অবশ্যই তিনি আমার কন্যাকে নিয়ে একটা কবিতা লিখতেন।

৬| ০৬ ই জুন, ২০২৩ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগার নুরুর অনুপস্থিতি অনুভূত হয় ব্লগে। ওনার জন্য অনেক দোয়া । ওনি ব্লগে অনেক সময় দিতেন । প্রচুর লেখতেন । সেই লোকটি হারিয়ে গেলো । আর আসবে না ।

০৬ ই জুন, ২০২৩ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: আমিও একদিন হারিয়ে যাবো। আপনিও। আসলে আমরা সবাই।

৭| ০৬ ই জুন, ২০২৩ বিকাল ৫:১৩

জ্যাক স্মিথ বলেছেন: ভাতিজি পরী'র জন্মদিনে একটাই চাওয়া- ধর্মের অপছায়া যেন কোন শিশুর উপরে না পড়ে।
Many many happy returns of the day! Happy Birthday! to Pori.


০৬ ই জুন, ২০২৩ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ০৬ ই জুন, ২০২৩ বিকাল ৫:১৪

আমি সাজিদ বলেছেন: রোজাকে জন্মদিনের শুভেচ্ছা।

০৬ ই জুন, ২০২৩ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৯| ০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১০

মোঃমুশফিকুর রহমান বলেছেন: শুভ জন্মদিন

০৬ ই জুন, ২০২৩ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

১০| ০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

নতুন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।

দোয়া করি আমাদের পরী যেন থাকে দুধে ভাতে...

০৬ ই জুন, ২০২৩ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।

১১| ০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

শেরজা তপন বলেছেন: বাঃ বড় মেয়েতো দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে। দারুণ স্নিগ্ধ চেহারা। মেয়েরা এমনিতেই তাড়াতাড়ি বড় হয়।
আর শিক্ষিত সব বাপেরাই মেয়েদের ভালবাসে।
আপনি কি জানেন শিক্ষিত সমাজে মেয়েদের সংখ্যা হু হু করে বাড়ছে আর ছেলেদের সংখ্যা কমে যাচ্ছে!! আর মুর্খদের উল্টোটা।

ওঁকে জন্মদিনের শুভেচ্ছা।

০৬ ই জুন, ২০২৩ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: অশিক্ষিত বাবারা কি তাদের মেয়েকে ভালোবাসে না?

একসময় দেখা যাবে, জ্ঞানে বিজ্ঞানে মেয়েরা ছেলেদের চেয়ে অনেকে এগিয়ে।

১২| ০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

গেঁয়ো ভূত বলেছেন: সকল সন্তানেরা ভাল থাকুক। ভাল থাকুক তাদের বাবা-মাও।

০৬ ই জুন, ২০২৩ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।

১৩| ০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: শুভ জন্মদিন।

০৬ ই জুন, ২০২৩ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

১৪| ০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

কামাল১৮ বলেছেন: আমি জানি না আপনার মেয়ে কোন স্কুলে পড়ে।তবে যে স্কুলে হিজাব ড্রেস কোডের মধ্যে পরে সে স্কুল সম্পর্কে আমার ধারনা খুব একটা উঁচু না।
জামাতিরা কিছু ভালো ভালো ইংরেজি মাধ্যম স্কুল করেছে।মডারেট মুসলিমদের ছেলে মেয়েরা সেখানে পড়ে।

ছোট বাচ্চারা অন্যের দ্বারা খুব বেশি প্রভাবিত হয়।এই সময় সে যা শেখে সেটা তার মনে দীর্ঘ প্রভাব ফেলে।সেখান থেকে বেরিয়ে আসা এক প্রকার অসম্ভব।যার জন্য মুসলমানদের ছেলে মেয়ে মুসলমান হয়। হিন্দুর ছেলে মেয়ে হিন্দু হয়।এটা প্রায় ৯৯% সত্য।তাই বাচ্চাদের মানুষ করার জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হয়।
সবার আগে কাদের সাথে মিসে,কি শিখছে সেটা সেটা লক্ষ্য রাখতে হয়।সব বাসায় কিছু টক্সিক লোক জন থাকে,তাদের থেকে বাচ্চাদের দুরে রাখতে হয়।
আলাপ আলোচনার মাধ্যমে কি করে যুক্তি সহকারে চিন্তা করতে হয় সেটা শিখাতে হয়।এটা বাবা-মা কেই করতে হয়।
পরীর জন্ম দিনের শুভেচ্ছা।

০৬ ই জুন, ২০২৩ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: একটা ইংলিশ মিশিয়াম স্কুলে পড়ে।

সুন্দর ও দরকারী মন্তব্য করেছেন।
ধন্যবাদ।

১৫| ০৬ ই জুন, ২০২৩ রাত ৮:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


রোজার জন্যে শুভেচ্ছা।

সে বড় হয়ে ডাক্তার হোক, এই দোয়া করি।

০৬ ই জুন, ২০২৩ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: আমার মনের কথা বলে দিয়েছেন।

১৬| ০৬ ই জুন, ২০২৩ রাত ১০:১৬

শার্দূল ২২ বলেছেন: রোজা মামনির জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। মেয়েটা মানুষের মত মানুষ হোক। আমি প্রায় বলে থাকি বাবাদের থাকতে হবে টাকা আর মা' এর থাকবে শিক্ষা । কোলের শিশুটির সকল প্রশ্নের সঠিক জবাব মা' কেই দিতে হয়। সুতরাং মেয়েকে মেয়ে হিসেবে নয় একজন ভবিষ্যৎ মা,তথা জাতির শিক্ষক হিসেবে গড়ে তুলুন।

আর বিশ্বাস করেন আপনি একজন বাবা হয়ে আপনার সন্তনের জন্য যা যা ভাবছেন তা শত ভাগ সঠিক। হুজুর রা মনে করে মুখে পাঞ্জাবী টুপি মুখে দাড়ি আর নামাজ পরলেই তার কাজ শেষ। বেহেশ্তে হুর পরীরা পায়ে আলতা মেখে বসে আছে। আর মানুষের জীবন নাকি শুধু এই জন্যই।এটা কিভাবে সম্ভব যে আল্লাহ মহাবিশ্ব মানুষ এত কিছু শুধু নামাজ হালাল হারাম টুপি দাড়ির জন্যই সৃষ্টি?

একটা মানুষ দুনিয়াতে আসার পর সে অনেক গুলো চরিত্র পায়। নারী/পুরুষ কে চরিত্রের সাথে তার দায়িত্ব গুলো আল্লাহ কোরানে বুঝিয়ে দিয়েছেন। আপনাকে একজান ভালো সন্তান হতে হবে। ভালো ভাই হতে হবে। ভালো মামা হতে হবে, একজন ভালো ভাগ্নে হতে হবে, একজন ভালো স্বামী হতে হবে। ভালো বাবা হতে হবে, ভালো প্রতিবেশি হতে হবে, ভালো মালিক হতে হবে ইত্যাদি ইত্যাদি ।জীবন চলার পথে প্রতিটা চরিত্রকে দায়িত্বের সাথে পুর্ন করার নাম হলো এবাদত। আল্লাহ ওটাই চেয়েছেন।আপনার মুখে ৫০০ গজ লম্বা দাড়ি থাকলে যেমন পাশের ক্ষুদার্ত মানুষের পেটে খাবার যাবেনা তেমনি জুব্বা মাটির সাথে লেগে গেলেও কারো কোন উপকার হবেনা, আপনার নামাজে আপনার পাশে থাকা মানুষের কিছুই যায় আসবেনা।

বাংলাদেশের আমি যখন দেখি অনেক গুলো ভাঙা ঘরের মধ্যেখানে একটা মসজিদ চক চক করছে তখন দুঃখ লাগে। মসজিদের দেয়ালে রং না করে মানুষের জীবন রাঙিয়ে দেয়ার নাম এবাদত।

আপনার সন্তান এই দিনে দুনিয়াতে আসছে, এই দিনে আপনি বাবা হয়েছেন আপনি এই দিনে আপনার সন্তানকে নিয়ে কিছু সময় ভালো থাকবেন তাতে হারাম হালাল কোথা থেকে আসলো?

একজন বাবা তার সন্তানের মুখে হাসি দেখতে চায় সেটা পাপ, আর রমজানে খাতুনগঞ্জে ঐ নামাজি চিনি ছোলা পেয়াজ আটকে টাকা বানাচ্ছে সেটা বৈধ?

আমাদের মানুষগুলো কেমন যেন, পকেটে হারাম টাকা নিয়ে ঘুরে ঘুরে হালাল মাংসের দোকান খুজে।

মেয়ের জন্য দোয়া

০৬ ই জুন, ২০২৩ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: দারুন বলেছেন।
জাস্ট গ্রেট।
স্যলুট।

১৭| ০৬ ই জুন, ২০২৩ রাত ১০:২৪

অপলক বলেছেন: দোয়া রইল, যেন দু'কন্যাই মানুষ হয়ে বেড়ে ওঠে, মানুষের মাঝে বেঁচে থাকে, মানুষের জন্যে ভবিষ্যৎ গড়ে।

সন্তান হল খোদার দেয়া সবচেয়ে বড় উপহার। প্রিয়জন যখন কোন গিফট দেয়, আমরা অনেক ভাল করে আগলে রাখি, য্ত্ন নেই, সতর্ক থাকি, সুখ স্বপ্নে বিভোর থাকি। আমার দৃষ্টিতে সন্তান হল প্রকৃতির সবচেয়ে দামি উপহার, মূল্যবান সম্পদ, সবচেয়ে ভাল ইনভেস্টমেন্ট। তাদের বেড়ে ওঠা যাতে ঠিক ঠাক হয়, সঠিক পথে হয়, তারা যেন ভবিষ্যতে আপনার মানসিক যন্ত্রনার কারন না হয়, তার দায়িত্ব আপনার, অভিবাভক হিসেবে।

কাজেই আশা করব, ধর্ম তাদের উপর চাপিয়ে দেবেন না, বরং ধর্ম জ্ঞান ও যথার্ত নির্দেশনা দিবেন, যাতে পথভ্রস্ট না হয়। শুধু ধর্মই নয়, আপনার অনুকূলে সবকিছুতেই...

ধন্যবাদ।

০৬ ই জুন, ২০২৩ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: রাইট।
সঠিক কথা বলেছেন।
দোয়া করবেন।

১৮| ০৭ ই জুন, ২০২৩ সকাল ৯:৩৫

ধুলো মেঘ বলেছেন: ধর্ম চাপিয়ে না দেবার আপনার সিদ্ধান্ত আমার খুব ভালো লেগেছে। কিন্তু তাকে হালাল হারামের সীমানা বুঝিয়ে দেয়া আপনার কর্তব্যের মধ্যে পড়ে। মানা না মানা তার ব্যাপার। আমার অনুরোধ থাকবে, অন্তত হারাম কাজ কোনগুলো আর ফরজ কাজ কোনগুলো - এগুলোর ব্যাপারে তাকে সঠিক শিক্ষা দেবেন। সে যদি মানে, তাকে উৎসাহিত করবেন, মানতে না চাইলে জোর করবেন না। মামনি'র জন্মদিনে শুভেচ্ছা থাকলো।

০৭ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ তাদের সঠিক ও অন্যায় সম্পর্কে বুঝাবো।

১৯| ০৭ ই জুন, ২০২৩ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মামনির জন্য দোয়া ও শুভকামনা।

০৭ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২০| ০৭ ই জুন, ২০২৩ সকাল ১০:৩০

রবিন.হুড বলেছেন: আপনার বড় মেয়ে আসলেই বড় হয়ে গেছে। শুভ কামনা সব সময়।

০৭ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২১| ০৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:০১

আরোগ্য বলেছেন: মাশাআল্লাহ পরী মামনী কত বড় হয়ে গেছে দেখতে দেখতে। খুব ভালো লাগছে বাবা মেয়ের ছবি দুটি। দোয়া করি ও যেন মানুষের মত মানুষ হয়ে ওঠে।

০৭ ই জুন, ২০২৩ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: অশেষ শুকরিয়া।

২২| ০৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:৫৫

ঢাবিয়ান বলেছেন: শুভজন্মদিন পরি। অনেক অনেক শুভকামনা রইল। আপনার স্ববিরোধি ক্যাারেকটার এর প্রভাব যে আপনার ব্যক্তিগত জীবনেও আছে তা ভাবতেই পারিনি। একদিকে ধর্মের বিরুদ্ধে বয়ান দেন আবার মেয়েকে ভর্তি করেছেন এমন স্কুলে যেখানে হিজাব বাধ্যতামুলক!!! এটাতো ভয়াবহ বিষয়।আপনার মেয়েরাতো কনফিউশনে ভুগবে সব সময়।

০৭ ই জুন, ২০২৩ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে।

২৩| ১৩ ই জুন, ২০২৩ সকাল ৮:৩৫

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আমিও আমার ছোট মেয়েকে পরী বানু ডাকি, অনেক অনেক শুভ কামনা রোজা মামানি এর জন্য।

১৩ ই জুন, ২০২৩ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.