| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
  
আপনি কি কখনও একাএকা দাবা খেলেছেন? 
আমি জানি, খেলেন নাই। খেলেন নাই। 
যাইহোক, সারাদিন প্রচুর গরম, রাতেও একই অবস্থা 
তারমাত্রা ৩৯ ডিগ্রী। গায়ে ঘামাচি উঠে গেছে!!
 
আমি আমার এক বন্ধুর অফিসে বসে থাকি, 
বন্ধুর অফিসে এসি আছে, এসি টা বেশ ভালো 
খুব ঠান্ডা হয়, একদম শীত ধরে যায়; 
বাইরের গরম আমাকে স্পর্শ করে না। 
 
বন্ধু কাজ করে, আমি চুপ করে বসে থাকি- পত্রিকা পড়ি 
মোবাইলে গেমস খেলি। শরীর যেন ঠাণ্ডায় জমে যায়।  
আমি চেয়ারে বসে, আরেক চেয়ারে পা দুটো তুলে দিয়ে- 
বন্ধুর পিয়ন রহমতকে বলি- কফি দিতে, 
আমি আরাম করে কফি খাই। 
মাঝে মাঝে জানালা দিয়ে বাইরে দেখি- 
কড়া রোদে মানুষের কত কষ্ট হচ্ছে! 
রিকশাচালকদের অনেক কষ্ট, পথচারীদের অনেক কষ্ট। 
বাসে উঠার জন্য লোকজন রোদের মধ্যে দাঁড়িয়ে আছে; 
তাদের শরীর ঘামে ভেজা, হয়তো কটু গন্ধও আছে!
আমার মধ্যে এক ধরনের অপরাধ বোধ কাজ করে 
আমি ঠান্ডায় বসে আরাম করে কফি খাচ্ছি 
আর রাস্তায় থাকা মানুষদের কত কষ্ট! 
এই কষ্টের জন্য দায়ী কে? রাষ্ট্র? সমাজ? সরকার?
নাকি ঈশ্বর!
(আমাকে ক্ষমা করবেন। আমি কবিতা লিখতে পারি না। তবু মাঝে মাঝে আমার কবিতার মতোণ করে কিছু লিখতে ইচ্ছা করে। লিখিও। এটা আমার দীর্ঘদিনের অভ্যাস। আমাদের বংশে কেউ কোনোদিন কবিতা লিখে নাই। কবিতা লিখা সহজ কর্ম নয়। আমাদের এলাকায় একটা ছেলে আছে। ছেলেটা প্রতিদিন একটা করে কবিতা লিখে। এবং আমাকে পড়তে দেয়। আজও সে কবিতা লিখেছে এবং আমাকে পড়তে দিয়েছে। তার আজকের কবিতার একটি লাইন এইরকম ছিলো- 'খাটের চিপায় আমার মোবাইল ফোনটি পড়ে গেছে। খাট সরিয়ে মোবাইলটি তুলতে ইচ্ছে যায় না'। এই ছেলের আরেকটা কবিতার লাইন এমন- 'আমার মোবাইল নম্বর আমার মুখস্ত নেই রঞ্জনা, হায় কি পোড়া কপাল আমার। প্রভু পথ দেখাও'।)   
  
 
০৭ ই জুন, ২০২৩  দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: এটা কিছুতেই কবিতা না। এবং আমি কবিতা লিখতে পারি না। সে কথা তো আমি উল্লেখ করেই দিয়েছি।
২| 
০৭ ই জুন, ২০২৩  রাত ২:৫৮
কামাল১৮ বলেছেন: আমার মনে হয় ঈশ্বর।ঈশ্বর অসীম ক্ষমতার মালিক।তার নিজেরই ঘোষণা।সে যা চায় তাই করতে পারে।সবাই শান্তিতে থাকলে তার কোন ক্ষতি নাই।তার পরও সে কিছুই করে না।আমার মনে হয় তার কোন ক্ষমতাই নাই।এ সবই মানুষের বানানো কাহিনী।
ঈশ্বর কি অন্যায় অবিচার দমনে ইচ্ছুক,কিন্তু সক্ষন নন?
তাহলে তিনি সর্বশক্তিমান নন।
তিনি অবশ্যই সক্ষম এবংইচ্ছুকও
—তাহলে অন্যায় অবিচার অরাজকতা ঘটে কি ভাবে?
তিনি সক্ষম নন,ইচ্ছুক নন
—তহলে অযথা তাকে ঈশ্বর নামে ডাকা কেন?
গ্রীক দার্শনিক, এপিকিউরাস (৩৪১-২৭০ খ্রীঃ পূঃ)
 
০৭ ই জুন, ২০২৩  দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: ঈশ্বর বলে আসলে কিছু নেই।
৩| 
০৭ ই জুন, ২০২৩  সকাল ১১:১৬
গেঁয়ো ভূত বলেছেন: লিখাটার স্ট্রাকচার দূর থেকে  দেখতে মনে হয়ে কবিতার মতো। 
এই কষ্টের জন্য দায়ী কে? রাষ্ট্র? সমাজ? সরকার?
নাকি ঈশ্বর! 
আপনি কি ঈশ্বর বিশ্বাস করেন?
 
০৭ ই জুন, ২০২৩  দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: আমি অতি তুচ্ছ মানুষ। 
আমার ঈশ্বর মানা আর না মানাতে কিছুই যায় আসে না।
৪| 
০৭ ই জুন, ২০২৩  দুপুর ১২:০৩
মোগল সম্রাট বলেছেন: 
 
  
  
  ![]()
 
০৭ ই জুন, ২০২৩  দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: হুম।
৫| 
০৭ ই জুন, ২০২৩  বিকাল ৩:৫০
Rehan বলেছেন: ভাই এভাবে এসিতে বসে কফি না খেয়ে রোদে হেঁটে যান খালি পায়ে। দেখবেন কবিতা আরো ভালো বের হবে। ব্যাপারটা পরীক্ষিত।  ![]()
 
০৭ ই জুন, ২০২৩  রাত ৮:০০
রাজীব নুর বলেছেন: কথাটা মন্দ বলেন নাই।
৬| 
০৭ ই জুন, ২০২৩  বিকাল ৪:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
কবিতা ভালো হয়েছে। 
আমারও এরকম কবিতা লেখার ইচ্ছা জাগে মাঝে মাঝে, কিন্তু পারি না।
 
০৭ ই জুন, ২০২৩  রাত ৮:০৩
রাজীব নুর বলেছেন: আমার বিশ্বাস আপনার হাতে যাদু আছে। আপনি যেখানে হাত দিবেন সোনা হয়ে যাবে। আপনি পরশ পাথর। 
লিখতে শুরু করুন কবিতা। আমি জানি আপনার কবিতা ভালো হবে। কারন জালালুদ্দিন রুমির ভক্ত আপনি।
৭| 
০৭ ই জুন, ২০২৩  বিকাল ৪:১২
জ্যাক স্মিথ বলেছেন: আরে আমি ওটা মজা করে বলেছি আমার নিজের উদ্দেশ্যেই, আপনাকে হেয় করার জন্য বলিনি।
 
০৭ ই জুন, ২০২৩  রাত ৮:০৪
রাজীব নুর বলেছেন: ওকে। 
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০২৩  রাত ১২:৪৯
জ্যাক স্মিথ বলেছেন: বাহ!! কোবতে লিখার ভালো একটি আইডিয়া পেয়ে গেলাম আপনার কাছ থেকে। কিছু একটা লিখে ওটাকে ছোট ছোট লাইন এবং প্যারা করে দিলেই কোবতে হয়ে গেলো।