নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মেজর জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া-
এরাই তো স্বাধীনতার পর দেশ চালিয়েছেন। কিন্তু এদের চেয়ে অনেক চিন্তাভাবনায় ও মেধায় উন্নত শেখ হসিনা। শেখ মুজিবকে দেশের জন্য ভালো কিছু করার সুযোগ দেওয়া হয় নাই। বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশে ফিরলেন ১৯৭২ এর ১০ জানুয়ারী। তিনি দেশকে দাঁড় করাতে নজর দিলেন। দেশ নিজ পায়ে দাঁড়াতে না দাড়াতে তাকে হত্যা করা হলো। আর শেখ মুজিবকে হত্যার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের কপাল পুড়লো। সেই পোড়া কপাল জেনারেল জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া সারাতে পারেন নাই। তবে তাদের কল্যানে অনেক কোটিপতি তৈরি হয়েছে। একজন মসীহ হয়ে শেখ হাসিনা এসে জাতিকে পথ দেখালেন। জাতির জন্য কাজ করা শুরু করলেন। যা অতীতে কেউ করেনি। তত্ত্বাবধায়ক সরকারও এই দেশ কিছু দিন চালিয়েছে। তখন দেশের গজব অবস্থা হয়েছিলো।
শেখ হাসিনা কোনোদিন স্বেচ্ছায় অবসর নিবেন না।
শেখ হাসিনা ক্ষমতা ভালোবাসেন। তাছাড়া উনি হয়তো মনে করেন, উনি ছাড়া বাংলাদেশে আর কেউ প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন হবে না। সরকারী চাকরি করলে অবসর নিতে হয়। কিন্তু রাজনীতিবিদদের অবসর নাই। তারা কাজ পাগল মানুষ। তারা দেশকে খুব ভালোবাসেন। তাই আজ পর্যন্ত কোনো রাজনীতিবিদ স্বেচ্ছায় অবসর নেননি বাংলাদেশের ইতিহাসে। যদি কোনো দূর্ঘটনা না ঘটে, তাহলে শেখ হাসিনা আমৃত্যু ক্ষমতায় থাকবেন। থাকাই উচিৎ। তাছাড়া ক্ষমতার মজা অন্যরকম। মাদকের চেয়েও ভয়াবহ নেশা ক্ষমতা। যদি দেশে গত বারো বছর অন্য কেউ ক্ষমতায় থাকতো- তাহলে পদ্মাসেতু হতো না। মেট্রোরেল হতো না। বঙ্গবন্ধুর খুনীদের বিচার হতো না। রাজাকারদের বিচার হতো না। তত্ত্বাবধায়ক সরকার তো হাসিনাকে জেলেও নিয়েছিলো। ফলাফল শূন্য। সূর্যকে দাবায়ে রাখা যায় না।
একসময় জোট করে, আন্দোলন করে-
সরকারকে ক্ষমতা থেকে সরানো যেতো। এখন হাসিনা সেই সিস্টেম অফ করে দিয়েছেন। বিএনপির কোমর ভেঙ্গে গেছে। তাঁরা আর কিছুতেই কোমর সোজা করে দাঁড়াতে পারছে না। ছাত্রদল ক্যাম্পাসে দাড়াতেই পারছে না। ছাত্রলীগ শক্ত অবস্থানে আছে। দেশের মানুষ রাগে দুঃখে যা-ই বলুক, তাঁরা জানে হাসিনা ছাড়া দেশের উন্নতি সম্ভব না। আওয়ামীলীগ ছাড়া গতি নেই। বিএনপি জামাত ক্ষমতায় এলে দেশের বারোটা বেজে যাবে। আর নতুন নতুন কালু ফালুদের জন্ম হবে। দেশে চলবে হরিলুট। দেশের জেলায় জেলায় বোমা হামলা হবে। গ্রেনেড হামলা হবে। মানুষ অতীত দেখে দেখে অনেক শিখেছে। জাতি আর বোকা নেই। গুপ্ত হত্যা ছাড়া হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। নো নেভার। বঙ্গবন্ধু সকলকে বিশ্বাস করতেন। তাই তাকে হত্যা করা সহজ ছিলো। কিন্তু শেখ হাসিনাকে হত্যা করা সহজ হবে না। শেখ হাসিনা ইন্দিরা গান্ধীর চেয়েও বেশি বুদ্ধিমতি।
কোনো কারনে যদি দেশে অন্য কেউ ক্ষমতায় এসেই যায়-
তবু শেখ হাসিনার কেউ অনিষ্ট করতে পারবে না। হয়তো সাময়িকভাবে তাকে জেলে নেওয়া হতে পারে। কিন্তু বিশ্ব থেকে হুমকি ধামকি আসবে। তখন সসম্মানে শেখ হাসিনাকে ছেড়ে দেওয়া হবে। আরে সূর্যকে কি কেউ বন্ধী করে রাখতে পারে? তারপরও দুনিয়াতে অসম্ভব কিছুই না। আমেরিকাসহ পুরো পশ্চিমা বিশ্ব যদি চাপ সৃষ্টি করে তাহলে হয়তো সম্ভব। তবে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সম্ভব হবে না। হেফাজতিদের দিয়েও সম্ভব নয়। ভারতবাসী শেখ হসিনাকে বিশেষ পছন্দ করে। মোদীজি শেখ হাসিনাকে সব সময় সাপোর্ট করবেন। কাজেই যারা শেখ হাসিনার পতন চান, তাঁরা এই স্বপ্ন দেখা বন্ধ করে দেন। এটা কোনো দিন হবে না। নো নেভার। যেহেতু হাসিনাই ক্ষমতায় থাকবে, তাকে সাপোর্ট করুণ। সহযোগিতা করুণ। তাতেই আমাদের মঙ্গল।
দেশে কিছু সমস্যা জটিল আকার ধারন করেছে।
১। সরকার বাজার নিয়ন্ত্রনে ব্যর্থ। ২। লেখাপড়ার মান কমে গেছে। ৩। দূর্নীতি বেড়েছে। ৪। নব্য ধনীদের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। ৫। ছাত্রলীগ অনেক বেশি কুকর্ম করেছে। ৬। দেশে দরিদ্র লোকের সংখ্যা বেড়েছে। ৭। বেকারদের সংখ্যা বেড়েছে। হাসিনার উচিৎ ছিলো তার শুদ্ধি অভিযান অব্যহত রাখা। কোনো এক অজানা কারনে সেটা বন্ধ হয়ে গেলো। হাসিনার এখন উচিৎ তাঁর দলে থাকা দুর্নীতিবাজদের দল থেকে বের করে দেওয়া। আর যারা দূর্নীতি করেছে তাদের গ্রেফতার করা। দেশের সাধারন মানুষদের কথা ভাবা। কৃষকদের কথা ভাবা। আওয়ামীলীগ বলে, দেশ উন্নয়নের মহাসড়কে। অথচ আজও মানুষ রাস্তায় ঘুমায়। আজও মানুষ চিকিৎসা পায় না। আজও কিশোর কিশোরীরা রাস্তায় জুতোর আঠা দিয়ে নেশা করে। ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় না। মাদ্রাসার ফালতু শিক্ষা জাতির ক্ষতি করছে। উক্ত বিষয় গুলোতে শেখ হাসিনার নজর দেওয়া উচিৎ।
০৮ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: তারেজ জিয়া অদক্ষ। তাকে দিয়ে ভালো কিছু সম্ভব নয়।
সমস্যা গুলো এখনও বিদ্যমান। আর হ্যাঁ উনি উন্নয়ন করেছেন।
২| ০৮ ই জুন, ২০২৩ দুপুর ২:১১
নতুন বলেছেন: দেশে সুস্ঠ ভোট হলেই আয়ামীলীগ ক্ষমতায় আসতে পারবেনা।
আয়ামীলীগের কর্মীরা জনগনকে তার পছন্দের মতন প্রার্থীকে ভোট দিতে বাধা না দিলেই আয়ামীলীগ ক্ষমতায় আসতে পারেবাানা।
এটা একটা লজ্জার বিষয় যে এখনো দেশে জনগন তার ভোট দিতে পারেনা।
আমাদের দেশ সভ্য হয়েছে এটা দাবী করা ভুল...
গনতন্ত্র মানতে হলে জনগনকে তাদের পছন্দের মানুষকে ভোট দেওয়ার স্বাধীনতা দিতে হবে। জামাত/শিবির/বিএনপির জুজু দেখিয়ে আয়ামীলীগে সিল দিতে বাধ্যকরার নাম গনতন্ত্র না।
যদি জনগন আয়ামীলিগকে না চায় তবে সেটা আয়ামীলীগের ব্যার্থতা মাত্র।
০৮ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪৫
রাজীব নুর বলেছেন: জনগন ভুল সিদ্ধান্ত নিলে সরকার সেটা মেনে নিতে পারে না।
জনগন দেশকে খাদের কিনারায় নিয়ে গেলে, সরকার তাদের সেই সুযোগ করে দিতে পারে না।
৩| ০৮ ই জুন, ২০২৩ দুপুর ২:১১
মোগল সম্রাট বলেছেন:
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের পর যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’ একটি তাৎপর্যপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে। গণমাধ্যমটি পূর্বাভাস দিয়েছে, ‘তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ানের মতো নিজ দেশে নির্বাচনের পর বাংলাদেশে আবারও শেখ হাসিনা এবং ভারতে নরেন্দ্র মোদি ক্ষমতাসীন হতে পারেন।’
০৮ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: আমেরিকা শক্তিশালী দেশ।
সরকার ওদের অবহেলা করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আমেরিকা চাইলে অনেক কিছু করে ফেলতে পারে।
৪| ০৮ ই জুন, ২০২৩ দুপুর ২:৩৯
কাছের-মানুষ বলেছেন: আপাতত সব কিছু দেখে মনে হচ্ছে শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসবে! শক্তিশালী বিরোধী দল চোখে পরছে না! দেখা যাক শেষ পর্যন্ত কি হয়!
০৮ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: নিশ্চয়ই।
মৃত্যুর আগ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন।
৫| ০৮ ই জুন, ২০২৩ দুপুর ২:৫৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি আঃলীগ করি না। রাজনীতি পছন্দ করি না। দেশকে প্রচন্ড ভালোবাসি।
শেখ হাসিনা হঠাৎ যদি ক্ষমতা থেকে সরে যান, অন্য কেউ এসে দেশ সামলাতে পারবে না! ৭৫ এর পর দেশে যে অবস্থা হয়েছিলো, তেমন কিছু হয়ে যেতে পারে।
তাই আমি চাই তার বর্তমানে তার যেমন দৃঢ়তা আছে, এমন দৃঢ়তা নিয়ে আগামী আরও ২৫-৩০ বছর উনি ক্ষমতায় থাকুন।
০৮ ই জুন, ২০২৩ বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: ভাইসাহেব আমিও আওয়ামীলীগ করি না। রাজনীতি করি না। কিন্তু আমি আমার দেশটাকে ভালোবাসি।
শুনুন কারো জন্য কিছু বসে থাকে না। শূণ্য স্থান অতি দ্রুত পূরন হয়ে যায়।
শেখ মুজিবকে হত্যা করা হলো, তাই বলে দেশ ভেসে যায়নি। কোনো কারণে শেখ হাসিনা সরকার প্রধান না থাকলে, অন্য কেউ এসে প্রধান হবে। হয়তো উন্নতি ততটা হবে না।
৬| ০৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:২১
রিফাত হোসেন বলেছেন: লেখক বলেছেন: আমেরিকা শক্তিশালী দেশ।
সরকার ওদের অবহেলা করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আমেরিকা চাইলে অনেক কিছু করে ফেলতে পারে।--
করতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে সফলতা তাদের নাও আসতে পারে। তুর্কি, কুবা, ভিয়েতনাম, আফগানিস্তানই তাদের প্রমাণ।
মন্দের ভাল হিসেবে গ্রহণযোগ্য।
০৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?
আমি বুঝতে পারছি না।
৭| ০৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:২৮
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাল বলেছেন রাজীব দা আমরা খাদ্যদ্রবের সমস্যায় পরেছি
০৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪০
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে খাদ্যদ্রব্যের কোনো অভাব নেই। বলতে পারেন মূল্য বেশি।
৮| ০৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:২৮
মোগল সম্রাট বলেছেন:
আাসল কথা হইলো বিএনপি ছাড়া একটি নির্বাচনের ঝুঁকি আবারো আমাগো আমলারা নেবেন কি না ?
০৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪১
রাজীব নুর বলেছেন: আমলারা শেখ হসিনার জন্য জীবন দিয়ে দিবেন।
প্রতিটা আমলার মুখে শেখ হসিনার বন্দনা।
৯| ০৮ ই জুন, ২০২৩ বিকাল ৫:১০
ফুয়াদের বাপ বলেছেন: আমাদের দেশে দেশপ্রেমিকের চাইতে পা-চাটা দলপ্রেমিক অথবা দলান্ধ লোক সবচেয়ে বেশি। যেই ক্ষমতার চেয়ারে বসে সেই হীরক রাজা হয়ে যান। সদলবলে দূর্নীতি-লোটপাট উলম্ব উল্লাস করেন। কেউ যদি করে পুকুর চুরি, অনুকরনে অপরজন করে সাগর চুরি। দূর্নীতি-লোটপাটের দিক থেকে প্রধান দুইদল হাগুর এপিঠ-অপিঠ এর মতো যার দুই প্রান্তেই দূগর্ন্ধ বিদ্ধমান।
অনেকের মতে ক্ষমতার পালাবদল দরকার। ক্ষমতা হাত ছাড়া হলে জেলে যেতে হতে পারে এই ভয়ে হলেও দূর্নীতি-লোটপাট কিছুটা কমতে পারে।
এই মুহুর্তে সুষ্ঠ ভোট হলে আওয়ামীলীগের নজীরবিহীন ভরাডুবি হতে পারে-অনুমান। সাম্প্রতিক গাজীপুর সিটি নির্বাচন একটা উদাহরন।
০৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের লোক গুলো আলাভোলা। দরিদ্র দেশে জন্ম নেওয়ার কারণে তাদের অনেক সমস্যা পোহাতে হয়।
দূর্নীতি সব সরকারের আমলেই হয়েছে। ভবিষ্যতে যারা সরকারে আসবেন তাদেরও লোকেরা দূর্নীতি করবে। এটা মেনেই নিয়েই আমাদের চলতে হবে।
দরিদ্র দেশ গুলোতে দূর্নীতি সব সময় বেশি হয়।
সুষ্ঠু ভোট আজ পর্যন্ত আমাদের দেশে হয়েছে? গাজীপুরে যা হয়েছে শেখ হাসিনার ইচ্ছাতেই হয়েছে।
১০| ০৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: শেখ হাসিনার কোন পতন নাই। উনি আজীবন ক্ষমতায় থাকবেন।
০৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫
রাজীব নুর বলেছেন: হ্যাঁ। ইয়েস।
১১| ০৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
তানভির জুমার বলেছেন: যখন আওয়ামীলিগের পতন হবে তখন তা হবে খুবই ভয়াবহ। আওয়ামীলিগ দেশের যে ক্ষতি করেছে ইহা কেউ পূরণ করা প্রায় অসম্ভব। দেশের প্রতিটা সেক্টর মাফিয়াতন্ত্রে পরিনীত করেছে। ভবিষ্যৎ প্রজন্ম কে ধ্বংস করেছে। আপনার মেয়ে বড় হয়ে রুটিন করে আওয়ামীলিগ কে গালি দিবে। পৃথীবিতে স্বৈরাচার পতনের সাথে সাথে তার দলেরও পতন হয়। ভবিষ্যতে আওয়ামীলিগ বলে কিছু থাকবে না। পাপের পাল্লা এতই ভারী হয়েছে যে, বাংলাদেশে সবচেয়ে বড় আন্দোলন হবে আওয়ামিলীগ নিষিদ্ধ করার জন্য।
০৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮
রাজীব নুর বলেছেন: এগুলো আসলে আপনার রাগের কথা।
আজ থেকে ১০/১৫ বছর পর মানুষ শেখ হাসিনার নামে মিষ্টি বিলাবে।
১২| ০৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
নতুন বলেছেন: লেখক বলেছেন: জনগন ভুল সিদ্ধান্ত নিলে সরকার সেটা মেনে নিতে পারে না।
জনগন দেশকে খাদের কিনারায় নিয়ে গেলে, সরকার তাদের সেই সুযোগ করে দিতে পারে না।
এটা সকল আয়ামীলিগ নেতার বিশ্বাস।
তাই তো তারা জনগনকে কস্ট করে ভোট কেন্দ্রে এসে ভোট দেবার কস্টটা নিজেরাই করে দেয়। তারাই ব্যালোটে সিল দিয়ে বাক্সে ভোরে দেয়।
০৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭
রাজীব নুর বলেছেন: ''জনগনকে কস্ট করে ভোট কেন্দ্রে এসে ভোট দেবার কস্টটা নিজেরাই করে দেয়। তারাই ব্যালোটে সিল দিয়ে বাক্সে ভোরে দেয়''।
আপনি নিজের চোখে দেখেছেন? কোনো প্রমান আছে? ছবি আছে? ভিডিও আছে?
না নাই। কিছুই নাই আপনার কাছে। হয়তো 'অমুকের' মুখে শুনেছেন।
১৩| ০৮ ই জুন, ২০২৩ রাত ৯:০০
কামাল১৮ বলেছেন: শেখ মুজিবের শুরুটা বেশি ভালো ছিলো না।বেচে থাকলে কি হতো বলা মুসকিল।শেখ হাসিনার কিছু সীমাবদ্ধতা আছে।যেটা সবার থাকে।তার পরও ব্যর্থতা থেকে সফলতার ভাগ বেশি।
০৯ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: হ্যাঁ সফলতার ভাগ বেশি। সেই কথাটাই আমি লোকজনকে বুঝাতে পারছি না।
১৪| ০৮ ই জুন, ২০২৩ রাত ১০:০৮
জ্যাক স্মিথ বলেছেন: যতদিন বেঁচে আছেন ততদিন উনি ক্ষমতায় থাকবেন।
০৯ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।
১৫| ০৮ ই জুন, ২০২৩ রাত ১১:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: পতন হবে বলে মনে করিনা।
০৯ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।
১৬| ০৯ ই জুন, ২০২৩ রাত ১২:০০
সুজন আহসান বলেছেন: হাসি এলো ভাইজান। শেখ হাসিনা প্রখর বুদ্ধিমত্তার মানুষ। এতে কোনো সন্দেহ নেই। আপনি যেসকল সমস্যার কথা উল্লেখ করেছেন তা এখনো দৃশ্যত বিদ্যমান। এর পরেও বলবেন দেশে উন্নয়ন হয়েছে। দুয়েকটা ফ্লাইওভার আর পদ্মাসেতু যদি আপনার চোখে উন্নয়নের সূচক হয়ে থাকে তবে সেক্ষেত্রে আমার বলার কিছু নেই।
০৯ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: অবকাঠামো উন্নয়ন ছাড়াও অনেক উন্নয়ন হয়েছে। উহা সত্য।
চোখ নেই বলে দেখতে পারছেন না।
১৭| ০৯ ই জুন, ২০২৩ রাত ২:৩১
শার্দূল ২২ বলেছেন: চমৎকার বিশ্লেষণ। অল্প কথায় পুরো বাংলাদেশের বর্তমান চিত্র তুলে এনেছেন, লেখার বিপক্ষে বলার কিছু পেলামনা। নুর ভাই মাল্টি চরিত্রের। অনেকটা আমার মত। আমার মধ্যে আমি ৩ টা অস্তিত্ব বহন করি, যখন আমি অফিসে তখন আমি এক রকম, আমি যখন বাসায় তখন আমি অন্যরকম ছেলেমানুষি ঘিরে রাখে আমাকে, আর আমি যখন বন্ধুদের আড্ডায় তখন আবার অন্য রকম।
নুর ভাই দেশ নিয়ে এক রকম, গদ্যে এক, আর কবিতায় বিশ্রি রকম খারাপ। হাহহা
কেউ কেউ বলেছেন শেখ হাসিনা সঠিক নির্বাচণে ক্ষমতায় আসতে পারবেনা, এটা একদম সত্য বলেছে, কারণ ৩৫ ভাগ মানুষ শেখ হাসিনা কে পছন্দ করে, আর ৬৫ ভাগ মানুষ তাকে করেনা। সুতরাং সঠিক নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারবেনা, তবে আশার বাণী হলো এই পছন্দ করার সংখ্যা দিন দিন বাড়ছে। আগামি ১৫ বছর পর শেখ হাসিনা যদি সঠিক নির্বাচনের আয়োজন করেন তাহলে নির্ভয়ে উনি ক্ষমতায় আসতে পারবেন। সেই পর্যন্ত উনি যেভাবে ক্ষমতায় টিকে আছেন সেভাবেই চালিয়ে যেতে হবে।
যতদিন দেশের মানুষ চেয়ারে বসে পায়ে পা তুলে টাকা আয় করতে চাইবে ততদিন দেশ উন্নতির দিকে যাবেন। যতদিন মানুষ অন্যের সম্পদ নিজের পকেটে চাইবে ততদিন দেশ উন্নতি করতে পারবেনা। বিলাষিতায় পাল্লা দেয়ার মানসিকতার মানুষ গুলো যতদিন বাস্তবে ফিরে না আসবে ততদিন দেশ উঠবেনা। আর এসব থেকে বের হতে হলে লাগবে প্রপার পারিবারিক শিক্ষা আর একাডেমিক জ্ঞান।
একটা গুরত্বপুর্ন কথা বলেছেন মাদ্রাসা নিয়ে। দেশের সকল সমস্যার ৫০ ভাগ সমস্যা এটাই। ভিনদেশি ফ্যাশন গায়ে তুলে দেশের কোমল মতি শিশুদের সমাজ থেকে আলাদা করে ওয়াজ মাহফিল মসজদি নির্ভর জীবিকায় ঠেলে দিচ্ছে কিছু ধর্মের বলদ মানুষ গুলো। প্রযুক্তি বিমুখ একদল মানুষ প্রযুক্তি দিয়ে প্রতিবাদ করছে বর্তমান বিশ্বের বিরুদ্ধে। এটা অনেক দুঃখ জনক এবং হাস্যকর। একটা মানুষ মেধাবী হয়ে তার সৃষ্টি কর্তাকে বুঝবে এটাই সৃষ্টিকর্তার ইচ্ছে। মা বাবা বা সমাজের চাপে পড়ে ধর্মের ধুলা গায়ে মেখে তারা দুই জীবনেই হারাচ্ছে।
ছোটকালে যখন আম্মু বলতো বাবা সৎ সত্যের মধ্যে থেকো। আল্লাহ তোমাকে এই পৃথিবীর মত ৭ টা পৃথিবী দেবে বেহেস্ত বানিয়ে, ওনার সামনে মাথা নাড়ালেও আড়ালে হেসে উড়িয়ে দিতাম, ভাবতাম, এত কোটি কোটি মানুষ একজনকে ৭ টা পৃথিবী দেবে এত জায়গা কোথায়। যখন ইউনিভার্স মাল্টিভার্স নিয়ে পড়লাম তখন বুঝলাম যে ৭ টা কেন, ৭ হাজার দিলেও জায়গার অভাব নেই।
কোরানএর সাইন্স , সাইন, ম্যাথ এবং হিস্ট্রি পড়ে আল্লাহ মনের এতটাই গভীর ঢুকে গেছে যে মন শরীরকে হাজার টুকরো করলেও প্রতিটা অংশ আল্লাহকেই ডাকবে। এটাকেই বলে ইমান এবং বিশ্বাস। একটা শিশুকে কাপড় দিয়ে পেছিয়ে দাড়ি গজিয়ে মাথায় টুপির মত ডাকনা চাপিয়ে যতই চাপ দিয়ে ধরুক একটু আঘাতে বিশ্বাব বিদেশ পালাবে।
মানুষকে আলেম( জ্ঞানী) হতে হবে, মাদ্রাসার এইছ এস সি সমমানের ক্লাস আলেম না আবার। মানুষকে জ্ঞানি হতে হবে, মেধাবী হতে হবে, তবেই সে সৎ অসৎ সন্মান অসন্মান বুঝবে। তবেই সে বুঝবে মানুষ হিসেবে এই পৃথিবীতে তার দায় দায়িত্ব। পৃথিবীটাকে যে নিজের এবং অন্যের জন্য বসবাস উপযোগী করতে পারবে তাকেই দেয়া হবে বেহেস্তের মত দামি জায়গা। অনেকটা সৈনিকের মত। জঙল কেটে তাবু লাগিয়ে আশপাশ সুন্দর করে তুলতে পারা সৈনিকের জন্যই দামি ক্যান্টনমেন্ট।
আমরা ধর্মকে বুঝি কম ভয় পাই বেশি।
শুভাকামনা নুর ভাই।
০৯ ই জুন, ২০২৩ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: একটা মানুষের আসলে অনেক গুলো চরিত্র।
আমার কথাই ধরুন, আমার পরিবারের কাছে আমি যে রকম, আত্মীয়স্বজনের কাছে সে রকম না। একেবারে অন্য রকম। আবার সামুতে আমি যে রকম বাস্তবে আমি সম্পূর্ন অন্য রকম।
শেখ হাসিনার বর্তমান বয়স ৭৫ বছর। উনি আগামী ৫ বছর পর শারীরিক ভাবে অসুস্থ হয়ে যাবেন। তারপর কি হবে আমি জানি না। আজকাল মানুষজন পারবারিক শিক্ষার বাইরে গিয়ে ঞ্জে অন্য শিক্ষা আয়ত্ত করে নেয়। ফলাফল চুরী, ডাকাতি, দুর্নীতি এবং ধর্ষন।
মাদ্রাসা এবং ধর্ম নিয়ে আমি যতটুকু বললেন, একদম সঠিক বলেছেন।
মাদ্রাসা শিক্ষা জাতিকে পেছনে নিয়ে যাচ্ছে।
আপনি তো সুন্দর লিখেন।
বুঝা যায় আপনার মধ্যে অনেক কথা জমা হয়ে আছে।
১৮| ০৯ ই জুন, ২০২৩ রাত ২:৩৩
জি এইস মেহেদী বলেছেন: ১০০% ক্ষমতা পরিবর্তন হবে কারণ হাসিনা অলরেডি জয় বাংলা হয়ে গেছে,, পয়সা না থাকলে নিজের বাড়ির লোকজন ও দেখতে পারে না। যদি হাসিনা ৫-৬ মাসে ৫০ বিলিয়ন ডলার রিজার্ভ ভরাতে পারে ঝুলিতে তাইলে আবার ক্ষমতায় আসবে, না পারলে আউট অফ রাজনীতি
০৯ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: হা হা হা--
হাস্যকর চিন্তা।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০২৩ দুপুর ১:৫৪
নূর আলম হিরণ বলেছেন: তারেক জিয়া কখনই শেখ হাসিনার বিকল্প হতে পারে না। যারা তাকে রাষ্ট্রনায়ক বলছে, আমাকে বলতে বলুন দু-চারটি গুণ যেটা তারেক জিয়াকে শেখ হাসিনার থেকে এগিয়ে রাখবে!
নিচে যে সমস্যাগুলি কথা বলেছেন এগুলি যদি এখনো থেকে থাকে তাহলে উনি কি উন্নয়ন করেছেন?