| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
  
ছবিঃ আমার তোলা। 
কেউ কেউ পেরে ওঠে না, আবার কেউ কেউ পেরে ওঠে-
কত কি জানা হলো না দুনিয়াটার! সব আবছা রয়ে গেল;
অবশ্য এই দুনিয়া নিয়ে ভাববার আর কিছু অবশিষ্ট নেই, 
পৃথিবীর সময় ফুরিয়ে আসছে।
 
একখানা সাবান হাতে, সাবানের মজা হচ্ছে ফেনায়, 
যদিও ঘসায় ঘসায় সাবান ক্ষয় হয়ে যায়,
সে কথা কাউকে না বলাই উত্তম-
ক্ষয় ছাড়া কিচ্ছু নেই দুনিয়ায়। 
জানি, এসব কথা স্পষ্ট করে বলতে হয় না, 
আড়ালে চুপি চুপি বলাই ভলো। 
ফার্মগেট জায়গাটা ভালো নয়, দোষ আছে;
প্রাচীন কালে এখানে অবিবাহিতা নারী বলি দেওয়া হতো, 
ঠিক বটগাছের ছায়ায়; সূর্য ওঠার আগে আগে
জায়গাটা আজও খারাপ রয়ে গেছে 
খারাপ খারাপ লোক এসে জুটেছে, অধঃপতন।
 
কী সাংঘাতিক কান্ড!
আজও সন্ধ্যায় বৃষ্টি হয়ে গেল! এটা খুব ভালো, 
বৃষ্টিতে সব ধুয়ে যাক, যত ভাবনা চিন্তা, যত পাপ;
বৃষ্টির দিনে ধনীরা খিচুড়ি খায় ইলিশ মাছ দিয়ে,
আমার পছন্দ ভাই, কচুরমুখি সেদ্ধ, বেগুন ভাজা 
জানি, এটা কেউ বিশ্বাস করবে না;
মিথ্যে নয়, হাত দিচ্ছি, নাড়ী ধরে দেখ।
(আপনারা ভালো করেই জানেন আমি কবিতা লিখতে পারি না। 
কিন্তু মাঝে মাঝে কবিতার মতোন করে কিছু একটা লিখতে চেষ্টা করি। দীর্ঘদিনের অভ্যাস। এই কবিতাটা গতকাল রাত তিনটায় আমার উর্বর মস্তিস্কে এসেছে। হঠাত ঘুম ভেঙ্গে গেলো। আমি ঘর অন্ধকার করে ঘুমাই। বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে দেখি, রাত ৩টা বেজে পাঁচ মিনিট। বাসায় কেই নেই। আমি একা। কবিতার লাইন মাথায় এলো। আলসেমি না করে লিখে ফেললাম। আবেগ এসেছে, আবেগটা  লিখে ফেলেছি, নইলে কবিতার লাইন গুলো হারিয়ে যেতো। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন । আর হ্যাঁ বর্ষাকাল এসে গেছে। মশা থেকে সাবধান থাকবেন। জয় বাংলা।)
 
১৮ ই জুন, ২০২৩  বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: ছড়া তো হাতে একেবারেই আসে না।
২| 
১৮ ই জুন, ২০২৩  দুপুর ২:০৬
শূন্য সারমর্ম বলেছেন: 
ঢাকার প্রতিটি জায়গা নিয়ে ফিকশন গল্প লিখলে,বইমেলায় চলবে?
 
১৮ ই জুন, ২০২৩  বিকাল ৩:৫৪
রাজীব নুর বলেছেন: চলবে না।
৩| 
১৮ ই জুন, ২০২৩  দুপুর ২:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ কবিতা হয়েছে কবি রাজীব দা
ভাল থাকবেন
 
১৮ ই জুন, ২০২৩  বিকাল ৩:৫৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৪| 
১৮ ই জুন, ২০২৩  দুপুর ২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: কেউ পারে, পারে না কেউ, কেউ বা থাকে চেষ্টায়
অজানা সব জানতে, মন মরে যায় তেষ্টায়;
আবছা রয়ে গেল, হলো না আর জানা
এই দুনিয়া উড়ে যাবে
মেললো রে এই ডানা।
সাবান হাতে ফেনা তুলি, সাবানটা যায় ক্ষয়ে
কে বা কারে রাখলো মনে,
কার জন্য কে যায় রয়ে
ক্ষয়ে যাওয়া এই দুনিয়ায়, সব ক্ষয়ে যায় ধীরে
আড়াল করি চুপই থাকি 
হারাই একাকিত্বের ভিড়ে।
এই শহরের কত কিছু রইলো অজানা
ফার্মগেটের কাছে নাকি স্বপ্ন মেলতো ডানা
দোষে হলো দোষী ফার্মগেট, শুনেছি লোক মুখে
সেথায় নারী বলি হতো, নাকি দেবতারই সুখে 
অই খানেতে বটবৃক্ষ, তার ছায়ারই তলে
মন্দ কর্ম হত শত শেষ করা যায় না বলে।
কত ভালো মন্দে ভরা এই শহরটা আমার
কারো হৃদয় মোমের মত কারো টা যে তামার
এই যে হঠাৎ নামলো বৃষ্টি লাগছে আমার ভালো
মন্দ ভাবনা নিক ভাসিয়ে উড়ুক ভালোর আলো।
বৃষ্টির দিনে খাবো সুখে ভূনা খিচুরি মাছ ভাজা
বেগুনও থাক পাতে আমার মনটা হোক না তাজা;
বিশ্বাস করো আমায় সবাই কথা বলছি সত্য,
মন্দ ভাবনা ছেড়ে ভালো হোক জীবনের পথ্য।
 
১৮ ই জুন, ২০২৩  বিকাল ৩:৫৫
রাজীব নুর বলেছেন: বুঝলাম না।
৫| 
১৮ ই জুন, ২০২৩  বিকাল ৪:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার ভাষাটা আমার ভাষায় লিখছি 
না বুঝার কী হলো
ইংরেজী লিখছি নাকি
 
১৮ ই জুন, ২০২৩  রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: আপনি ভালো লিখেন।
৬| 
১৮ ই জুন, ২০২৩  বিকাল ৪:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: ারুণ কবিতা , দারুণ ছবি তোলার হাত ।
 
১৮ ই জুন, ২০২৩  রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। 
প্যারা নাই। চিল।
৭| 
১৮ ই জুন, ২০২৩  বিকাল ৫:৫৮
শাওন আহমাদ বলেছেন: না লিখলে পড়তাম কিভাবে? লিখলেন বলেই তো পড়তে পারলাম, জানতে পারলাম বলি দেওয়ার তথ্য।
 
১৮ ই জুন, ২০২৩  রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: আমারও মনে হয় পড়াএ চেয়ে জানার চেয়ে নয় কিছু আর দামী।
৮| 
১৮ ই জুন, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৭
রানার ব্লগ বলেছেন: হচ্ছে !
 
১৮ ই জুন, ২০২৩  রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: শুকুর আলহামদুলিল্লাহ।
৯| 
১৮ ই জুন, ২০২৩  সন্ধ্যা  ৭:২১
কামাল১৮ বলেছেন: পৃথিবীতে সবকিছু কেবল পরিবর্তন হয়।ক্ষয় বা বিলিন হয় না।এ এক মজার খেলা।এক বস্তু থেকে আরেক বস্তুতে পরিবর্তন।হারিয়ে যাবার কোন উপায় নাই।তবে কোন বস্তু যদি পৃথিবীর আকর্ষণের বাইবে চলে যায় তবে মহাশূন্যে হারিয়ে যায়।সূর্যের আকর্ষণের বাইরে চলে গেলে পৃথিবী মহাশূন্যে হারিয়ে যাবে।
 
১৮ ই জুন, ২০২৩  রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: কবিতা হলো আবেগের খেলা। 
আর আবেগে থাকে না বিজ্ঞান। 
কাজী নজরুল চাঁদ কে রুটি ভেবেছেন।
১০| 
১৮ ই জুন, ২০২৩  সন্ধ্যা  ৭:২৭
কামাল১৮ বলেছেন: ফার্মগেটের কোন দোষ নাই।দোষ মানুষের
 
১৮ ই জুন, ২০২৩  রাত ৮:৪৬
রাজীব নুর বলেছেন: একদম সঠিক।
১১| 
১৯ শে জুন, ২০২৩  ভোর ৫:২৭
কামাল১৮ বলেছেন: নজরুল লেখে নাই।লেখেছে অন্য জন।
 
১৯ শে জুন, ২০২৩  দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: স্যরি। 
সুকান্ত ভট্টাচার্যের কবিতা।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০২৩  দুপুর ১:৩৮
বিষাদ সময় বলেছেন: যদিও আমি কবিতার কিছু বুঝি না তরপও মনে হচ্ছে , আপনার কবিতা লেখার হাত আস্তে আস্তে ভাল হচ্ছে ।
প্রথম প্যারাটা বেশ ভাল হয়েছে।
তবে কবিতা লিখতে গেলে আমার মনে হয় ছড়া দিয়ে শুরু করা উচিত।
চালিয়ে যান.....