নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এক কাপ চা

১৯ শে জুন, ২০২৩ রাত ৮:০৮

ছবিঃ আমার তলা।

আমাকে এক কাপ চা দেবে? একটু কড়া করে?
খালি পেটে চা কিসের! আগে কিছু খেয়ে নাও।
বর্ষাকালটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ;
ইচ্ছা করছে কাউকে ডেকে আমার প্রেমের গল্পটা বলি!

পদ্মপাতার জলের মতোই মানুষের আয়ু।
অর্জুন, অর্জুন, ও অর্জুন! চা খাবে না?
স্যরি, ঘুমিয়ে পড়েছিলাম।
মাছিটা উড়ে উড়ে চায়ের কাপে বসতে চাইছে;
মাছিটা এরকম প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠলো কেন?
নাকি মাথা নষ্ট মাছি!

রুবার বান্ধবী ছিলো নীলা।
নীলা সহজ সরল মেয়ে কিন্তু চটক ছিলো,
খেয়াল করলে টের পাওয়া যেত;
খুব ফরসা নয়, খুব লম্বা নয়, দুচোখে মায়া ভীষণ
দোষ একটাই রাগলে শালা বলে গালি দিতো!

একুশ বছরের ছেলে, আঠারো বছরের মেয়ে!
ফোনে কথা বলে যাচ্ছে-
যখন খুশি এসো, আমি বাড়িতেই আছি
আসবো, আসবো। এক ঘন বৃষ্টির দিনে!
আমাকে এক কাপ চা দেবে? একটু কড়া করে?


(সেই পুরনো ঘ্যান ঘ্যান। আমি কবিতা লিখতে পারি না। কিন্তু আমার কবিতা লিখতে ইচ্ছা করে। তাই কবিতার মতোন করে কয়েক লাইন লিখি। যা মোটেও কবিতা নয়। হাবিজাবি বলা যেতে পারে। আমি হাবিজাবি লেখার জন্য নামি ক্ষমাপ্রার্থী। দীর্ঘদিন ধরেই তো এরকম হাবিজাবি লিখছি। হয়তো আরো লিখব। সবাই ভালো থাকুন। জয় বাংলা।)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২৩ রাত ৮:৪২

কামাল১৮ বলেছেন: মাছি বসলে মাছিটা কাঁপে ডুবিয়ে নিবেন।নবীর শিক্ষা।সহী হাদিস

১৯ শে জুন, ২০২৩ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: ওয়াক থু।
এটা আমি পারবো না।

২| ২০ শে জুন, ২০২৩ রাত ৩:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা লিখতে পারিনা পারিনা বলে অনেক লিখেছেন।

২০ শে জুন, ২০২৩ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: আরেহ ভাই এটা আমার বিনয়। এটাই আমার স্টাইল।

৩| ২০ শে জুন, ২০২৩ দুপুর ১:১১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: প্রেমের গল্প শুনার সময় কই ? সবাই ব্যস্ত নেটের দুনিয়ায়

২০ শে জুন, ২০২৩ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: নেট ই আমাদের খাইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.