নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হ্যালো ব্লগারস! ঈদ মোবারক।

২৯ শে জুন, ২০২৩ দুপুর ১:১৫



আজ ঈদের দিন।
আকাশ মেঘলা। সারাদিনই কম বেশি বৃষ্টি হবে। আর বৃষ্টি হবে না কেন, আষাঢ় মাস যে! গতকাল তো সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে ঢাকায়। অনেক চিপা গলিতে পানিও জমে গিয়েছিলো। আমি ছাতা নিয়ে সেই পানিতে হেটেছি। ঢাকা শহরে রাস্তায় কোরবানী দেওয়া হয়। গবর, রক্ত, খড়, ঘাস, গরুর নাড়িভুড়ি, আর বৃষ্টির পানি মিলে গজব অবস্থা। এসবের সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন আর গায়ে লাগে না। যেমন গায়ে লাগে না রাস্তার ভয়ানক জ্যাম। আমরা মেনে নিয়েছি। ছোট একটা দেশ, মানুষ বেশি। কিছু সমস্যা তো থাকবেই। তবে এই বিপুল জনসংখ্যাকে কাজে লাগাতে পারলে আমরা চীনকে ছাড়িয়ে যেতে পারতাম।

বাসায় সবাই- আছে, তবু আমি একা।
কারন আমার কন্যা নেই। সে এবার নানা বাড়িতে ঈদ করছে। আমার একটুও ভালো লাগছে না। ইচ্ছা করছে ছুটে মেয়ের কাছে চলে যাই। অবশ্য ঈদের দুদিন আগে গিয়ে মেয়েকে দেখে এসেছি। মেয়েকে নিয়ে বেড়িবাঁধ এলাকা ঘুরছি। তূরাগ নদী। নদীর দুপাশে বাঁধ দেওয়া হয়েছে। পথচারী যাওয়া আসার জন্য সুন্দর রাস্তা করা হচ্ছে। এই সরকার গত ১৩ বছরে যে অবকাঠামো উন্নয়ন করেছে, তা আগের কোনো সরকার করে নাই। মিরপুর কালশী এলাকা কি জঘন্য ছিলো। সে এলাকায় এখন গেলে অবাক হয়ে যেতে হয়। কি সুন্দর রাস্তা হয়েছে। ব্রীজ হয়েছে। আওয়ামীলীগ সরকারই ভালো। আর যাইহোক উন্নয়ন তো হচ্ছে।

আমাদের গরু এখনও জবো হয়নি।
কসাই আসেনি। সে বলেছিলো ১১ টায় আসবে। এখন ১টা বাজে। আমার ধারনা কসাই ৩ টার আগে আসবে না। অবশ্য কসাই আসা না আসা নিয়ে আমি চিন্তিত নই। গরু আমি ধরি না, মাংস কাটি না বা বিলি করি না। এবছর গরুর দাম অনেক গেছে। এই দাম আর কমবে না। প্রতি বছর বাড়তেই থাকবে। এবার দেখলাম- এক লাখ টাকার কমে কোনো গরু নেই। যে গরু ২/৩ বছর আগেও ৬০/৬৫ হাজার টাকা দিয়ে সহজেই পাওয়া যেতো, সেই গরু এখন এক লাখ টাকা। লোকজন গড়ে দেড় লাখ টাকা দিয়ে গরু কিনেছে। আমাদের গরুর দাম কত বলেন তো? গরু আমি কিনতে যাই না। ছোট ভাই যায়। এসবে তার উৎসাহের ক্লান্তি নেই। তবে আমি হাঁট পরিদর্শনে যাই। এবার দেখলাম এক বেপারি ৩০ টা গরু এনেছে। তার একটা গরু মরে গেছে।

যাইহোক, আমি নিচে যাচ্ছি, মা ডাকছে।
বাসায় অনেক কিছু রান্না হয়েছে। সেমাই, নুডুলস, খিচুড়ি, চটপতি, পায়েস আর হাবিজাবি কি কি যেন। আমার কিছুই খেতে ইচ্ছা করছে না। সকাল থেকে শুধু দু কাপ চা খেয়েছি। গতকাল থেকে আমের দাম হঠাত বেড়ে গেছে। ১০০ থেকে ১২০ টাকা করে কেজি। অথচ ২/৩ দিন আগে এই আমের দাম ছিলো ৫০/৬০ টাকা কেজি। আম শেষের দিকে এজন্যই দাম বেড়েছে। বাজারে এখন হাড়িভাঙ্গা আর আম্রপলি আম প্রচুর দেখা যাচ্ছে। কাঁচা মরিচের দাম রেকর্ড পরিমান বেড়েছে। ৪৫০ টাকা কেজি। আমি সব সময় বিশ টাকার কাঁচা মরিচ কিনি। এক সপ্তাহ চলে যায়। এবার আড়াই শো গ্রাম কাঁচা মরিচ কিনেছি ১২০ টাকা দিয়ে। আজব! আবার কখনও দেখা যায়, ৩০ টাকা দিয়ে এক কেজি কাঁচা মরিচ পাওয়া যায়। কাঁচা মরিচের দাম নিয়ে আমি চিন্তিত নই।

ব্লগাদের জানাই ঈদের শুভেচ্ছা।
মডারেটর সাহেবকে জানাই ঈদের শুভেচ্ছা। চাঁদগাজী/সোনাগাজী আজও কমেন্ট ব্যান মুক্ত হলেন না এটা নিয়ে আমি কিছুটা বিক্ষিপ্ত। জানা আপার কাছে একটা মেইল পাঠিয়েছিলাম। সম্ভবত উক্ত মেইল এখন তিনি আর ব্যবহার করেন না। কামাল১৮ সাহেবের মন্তব্য আমার ভালো লাগে। ব্লগার ইফরতেখার ভূঁইয়া সামুতে ১৭ বছর পার করে দিয়েছেন, তাকে অভিনন্দন। ব্লগার সত্যপথিক শাইয়্যান ভাই একজন মানবিক ও হৃদয়বান মানুষ। তাকে ঈদের শুভেচ্ছা। ব্লগার শার্দূল ২২ দারুন মন্তব্য করেন। তার করা মন্তব্য গুলো আমি খুঁজে খুজে পড়ি। জুলভার্ন সাহেব সামুতে এখনও আসলেন না। ব্লগার নুরু সাহেব মারা যাওয়াতে আমি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি। উনার বয়স আমার বাবার সমান হলেও উনি আমার সাথে বন্ধুর মত চলতেন। ব্লগে কোনো ক্যাচাল হলেই উনি আমাকে সর্তক করে দিতেন। সামুতে যারা ক্যাচাল করে বেশ কিছু দিন ধরে তাদের দেখছি না। ভালো হয়েছে। আপদ বিদায় হয়েছে।

মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২৩ দুপুর ২:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ঈদ মোবারক, প্রিয় রাজীব ভাই।

আমার বাসাতে চলে আসুন। দুজনে একসাথে বের হয়ে অনেক ব্লগার বন্ধুদের বাসায় যাওয়া যাবে।

দাওয়াত থাকলো।

২৯ শে জুন, ২০২৩ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: একদিন অন্ধকারে আপনি মুগ্ধ হয়ে জোছনা দেখছিলেন।
আর আমি দেখছিলাম আপনাকে। এত মুগ্ধ হয়ে যে কেউ জোছনা দেখে আমার জানা ছিলো না।

২| ২৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাসা থেকে বের হলে নক দিয়েন। শাইয়্যান ভাই তো রেডি।

২৯ শে জুন, ২০২৩ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: এখন বাসা থেকে বের হওয়া যাবে না। চারপাশ নোংরা। বাজে গন্ধ।
পরিস্থতি স্বাভাবিক হোক। কবি বলেছেন, দেরী হোক, যায়নি সময়।

৩| ২৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৪৩

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
ভাল থাকুন সবাইকে নিয়ে।

২৯ শে জুন, ২০২৩ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

৪| ২৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:৪৪

হাবিব ইমরান বলেছেন:
ইদ মোবারক।

২৯ শে জুন, ২০২৩ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ঈদ মোবারক।

৫| ২৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৭

আমি সাজিদ বলেছেন: ঈদের শুভেচ্ছা

২৯ শে জুন, ২০২৩ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

৬| ২৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

সামরিন হক বলেছেন: ঈদ মোবারক।

২৯ শে জুন, ২০২৩ রাত ৮:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ২৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

কামাল১৮ বলেছেন: মানুষ পশুহত্যা করে আনন্দপায় এর থেকে বিচিত্র আর কিছু নাই।ঈদের শুভেচ্ছা।
মাংস আমিও খাই,বাজার থেকে কিনে খাই।

২৯ শে জুন, ২০২৩ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: মানুষ আনন্দের জন্য পশু হত্যা করে না। এটা ধর্মের নিয়ম।
তাছাড়া পশু হত্যা চলছে সেই যখন মানুষ গুহায় বাস করতো তখন থেকে।

৮| ২৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১২

চারাগাছ বলেছেন:
কেউ পশু হত্যা করছে বলে এখনো কেউ কেউ বাজার থেকে মাংস কিনে খেতে পারছে।

২৯ শে জুন, ২০২৩ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: আমি একজনকে চিনি, সে বলে মাংস বছরে একবার খাই। কোরবানীর ঈদের সময়।
অর্থ্যাত এত এত পশু কে জবাই না করলে অনেকেই মন ভরে মাংস খেতে পারতো না।

৯| ২৯ শে জুন, ২০২৩ রাত ৯:১০

ইফতেখার ভূইয়া বলেছেন: ঈদের শুভেচ্ছা।

৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ।

১০| ২৯ শে জুন, ২০২৩ রাত ৯:৪২

রানার ব্লগ বলেছেন: ব্লগার্সদের একটা ঈদ আড্ডার আয়োজন করা হোক !!!

৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

রাজীব নুর বলেছেন: আয়োজন করা যেতেই পারে। কিন্তু মডারেটর সাহেব বিষয়টা হয়তো পছন্দ করবেন না।

১১| ২৯ শে জুন, ২০২৩ রাত ১১:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:


ঈদের শুভেচ্ছা।

৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ২৯ শে জুন, ২০২৩ রাত ১১:৫৯

জ্যাক স্মিথ বলেছেন: ঈদের শুভেচ্ছা। তবে এবার গরুর দাম মোটেও বেশি ছিল না, আপনি কোন জগতে থাকেন ঠিক বুঝি না, ক্রেতা কমের কারণে বহু মানুষ গরু বিক্রি করতে পারে নাই, ১০ লাখ টাকার গরু ৩ লাখ টাকা দাম চেয়েও গরু বিক্রি করা যাচ্ছে না। যারা ১ লাখ টকায় গরু কিনেছে এই গরু অন্যন্য ঈদে কম করে হলেও দুই লাখ টাকায় সেল হতো। বহু গরু ব্যবসীয়র বড় অংকের টাকা লোকসান হয়েছে এই ঈদে। গত রাতে আমি নিজে গাবতলী ছিলাম সব সরেজমিনে পর্যবেক্ষণ করেছি।

৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: আমিও হাটে গিয়েছি। সরজমিনে পর্যবেক্ষন করেছি।

৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: আমিও হাটে গিয়েছি। সরজমিনে পর্যবেক্ষন করেছি।

১৩| ৩০ শে জুন, ২০২৩ সকাল ১০:৩৪

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




ঈদের শুভেচ্ছা আপনাকেও।

৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

রাজীব নুর বলেছেন: ভালোবাসা ও শ্রদ্ধা।

১৪| ৩০ শে জুন, ২০২৩ দুপুর ১:২৬

কাছের-মানুষ বলেছেন: ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা রইল।

৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

১৫| ৩০ শে জুন, ২০২৩ রাত ৮:৫১

কামাল১৮ বলেছেন: মানুষ তার প্রয়োজনে পশুহত্যা করবে।কিন্তু উৎসব করার জন্য না।যারা পশু হত্যা করে আনন্দ পায়।তারা পশুর থেকে নিকৃষ্ট।

০১ লা জুলাই, ২০২৩ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: দুনিয়ার নিয়মই এটা।
একজন কষ্ট পেলে আরেকজন আনন্দ পাবে।

১৬| ৩০ শে জুন, ২০২৩ রাত ১১:৩০

চারাগাছ বলেছেন: কামাল সাহেবদের বিয়েতে শাক ভাজি আর ডাল চচ্চড়ি ছিল। উনি পশু হত্যা পছন্দ করেন না বলে এই ব্যবস্থা।
বাজার থেকে যে মাংস কিনে আনেন ঐগুলা অসুখ মরা গরু ছাগল। কসাইয়ের সাথে বিশেষ যোগাযোগ করে ঐগুলো সরবারহ করেন

চীন কৃত্রিম মাংস তৈরি করছে। এটা একটা সুখবর।

০১ লা জুলাই, ২০২৩ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: কামাল সাহেব এর চিন্তা ভাবনা- আমাদের সকলের থেকে আলাদা। উনি যে সমাজ ব্যবস্থা চান সেটা সম্ভব না।

১৭| ০১ লা জুলাই, ২০২৩ রাত ১২:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ঈদ মুবারক রাজীব।

০১ লা জুলাই, ২০২৩ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ গোফরান ভাই।

১৮| ০১ লা জুলাই, ২০২৩ সকাল ১০:২১

শেরজা তপন বলেছেন: ঈদ মোবারক। ঈদের দিনগুলো কাটুক আনন্দ ও উৎসবে।

০১ লা জুলাই, ২০২৩ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: মেয়েটা নানা বাড়ি। তাই আনন্দ কিছুটা ভাটা পড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.