নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা। ছবিতে আমার বন্ধু শাহেদ জামাল।
আমি বই পড়ি। বই পড়তে আমার ভালো লাগে।
বাসায় কেউ না থাকার কারণে লম্বা সময় ধরে একটানা বই পড়তে পারি। মন চাইলে মুভি দেখি। দেখা মুভি গুলোই বারবার দেখি। যেমন ধরুন, 'লাইফ ইজ বিউটিফুল'। এই মুভি কতবার যে দেখেছি হিসাব নাই। তারপর 'দ্য শশাঙ্ক রিডেম্পশন'। অসাধারন একটা মুভি। যত বার দেখি বিরক্ত লাগে না। 'ফরেস্ট গাম্প' চমৎকার মুভি। ঘুরেফিরে দেখা মুভি গুলোই বারবার দেখি। ভালোই লাগে। আমার লিখতে বড় ভালো লাগে। অথচ আমি গুছিয়ে সুন্দর করে লিখতে পারি না। আমার লেখা মানেই বড্ড অগোছালো। তারপরও লিখি। লেখালেখির মধ্যে এক ধরনের অকৃত্রিম সুখ আছে। আনন্দ আছে।
গত কয়েকদিন ধরে আমি বাসায় একা।
বউ বাপের বাড়ি গেছে। বাচ্চাদের সাথে করে নিয়ে গেছে। এবার লম্বা সময়ের জন্য বেড়াতে গেছে। আমি প্রতিদিনই আমার কন্যাকে ফোন দেই। ভিডিও কলে কথা বলি। কন্যা ঠিক করে কথা বলে না, খেলায় ব্যস্ত। মাঝে মাঝে গিয়ে ওদের দেখে আসি। আমি একজন সাংসারিক মানুষ। বউ, বাচ্চা নিয়েই আমার দুনিয়া। মূলত আমার একা থাকতে ভালো লাগে না। বিশেষ করে রাতে খুব কষ্ট হয়। দম বন্ধ হয়ে আসে। এমনকি বিছানায় যাওয়া মাত্র ভয় ভয় করে। অথচ আমি জানি ভূত বলে দুনিয়াতে কিছু নেই। কিন্তু আমার মনে হয় ঘরে কেউ আছে। আমাকে লক্ষ্য করছে। হয়তো আমি ঘুমিয়ে গেলে আমাকে বালিশ চাপা দিয়ে অথবা গলা টিপে মেরে ফেলবে। এই টেনশনে আরাম করে ঘুমাতে পারি না।
আমি ঘরকুনো স্বভাবের মানুষ।
তাছাড়া বাইরে আমার কোথাও যেতে ইচ্ছা করে না। আমার কোনো বন্ধুবান্ধব নেই। আত্মীয়স্বজন আছে ম্যালা আছে, কিন্তু তাদের সাথে আন্তরিকতা নেই। যোগাযোগ নেই। ভাইদের সাথেও কেমন একটা দূরত্ব হয়ে গেছে। মা আছে। কিন্তু মা ব্যস্ত তার নিজের ভুবন নিয়ে। সারাদিন মা নাটক, সিনেমা, টকশো দেখে। আর ডাক্তার আর ওষুষ এই হচ্ছে মার দুনিয়া। একা থাকা আমার জন্য ভীষন কষ্টের। মাঝে মাঝে রাস্তায় বের হয়ে হাঁটাহাঁটি করি। চায়ের দোকানে বসে থাকি। লোকজন গল্প করে, তাদের গল্প শুনি। আমি ভালো থাকি বা মন্দ থাকি তাতে জগতের কিছুই যায় আসে না। আসল কথা হচ্ছে 'সময়'। সময় থেমে থাকে না। সময় থেমে যাওয়া মানে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে। যতদিন সূর্য আছে, তত দিন পৃথিবী ধ্বংস হবে না।
বাসায় একা থাকলে নিজের চা নিজেকেই বানিয়ে খেতে হয়।
আমি চা বানাতে পারি কিন্তু চা ভালো হয় না। হয় চিনি বেশি হবে অথবা দুধ বেশি হবে। নিজের বানানো চায়ে চায়ের আসল স্বাদ পাই না। ঘন্টার পর ঘন্টা আমি ব্যলকনিতে বসে থাকি। ভাবি। শুধু ভাবি। কত কি যে ভাবি। দেশ নিয়ে ভাবি। বিশ্ব নিয়ে ভাবি। বেকারত্ব নিয়ে ভাবি। আমাদের এই বিপুল জনসংখ্যা কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে ভাবি। মানুষ শুধু নিজের যত্ন নেয়। পৃথিবীর যত্ন নেয় না। বরং মানুষ পৃথিবীর বারোটা বাজিয়ে দিচ্ছে। এত এত কলকারখানা করেছে, সমানে গাছ কেটে ফেলছে, মাটি নষ্ট করে ফেলছে, নদী নষ্ট করে ফেলছে। তবু মানুষ ভালো নেই। পৃথিবী দূষিত করতে গিয়ে মানুষ নিজের মন আর আত্মাকে দুষিত করে ফেলেছে। এসব নিয়ে ভাবতে ভাবতে ৩/৪ ঘন্টা পার হয়ে যায়। এভাবেই হাসি আনন্দে সুখ দুঃখে সময় পার হয়ে যায়।
কথায় বলে যে একা সে-ই সামান্য। আমি মানুষটা মূলত একা।
এই সমাজের মানুষদের সঙ্গ আমার ভালো লাগে না। একজন স্বচ্ছ পবিত্র মানুষ খুঁজে পাই না। সব মানুষের মধ্যে জটিলতা কুটিলতা দিয়ে ভরা। অথচ আমি মানুষকে দেখতে চাই সহজ সরল মানবিক ও হৃদয়বান হিসেবে। একদম একটা খোলা বইয়ের মতোন। যেন ইচ্ছে করলেই পড়ে ফেলা যায়। সমস্ত মহাকাশে ও সমুদ্রের গভীরে যত রহস্য আছে, তার চেয়ে বেশি রহস্যময় ও কুৎসিত হচ্ছে 'মানুষ'। তবু আমি মানুষকে ভালোবাসি। এই মানুষকে আমি আড়ালে কতবার কাঁদতে দেখেছি। দেখেছি তাদের বুকের ভিতরের হাহাকার। তাই আমি সমস্ত মানুষ ও বইকে বুন্ধু বানিয়ে নিয়েছি। আপন করে নিয়েছি। স্বপ্নবাজ সৌরভ ভাই জানতে চেয়েছেন ''আপনি যখন বাসায় একা থাকেন তখন কী কী করেন''? আপনার জন্যই আজকের এই লেখাটা। সৌরভ ভাই একদিন আমার বাসায় আসেন। নিজের চোখেই দেখে যান। ভালোবাসা নিরন্তর।
০৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: একুরিয়াম বিরাট দিকদারি।
শখ করে এনেছিলাম। ফেলে দিয়েছি।
২| ০৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:২৪
নাহল তরকারি বলেছেন: বিভিন্ন কারনে একা থেকেছি। এখন একা থাকতে ভালই লাগে। তবে আমি এখন পুরানো বন্ধুদের খুব মিস করি।
০৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: কেউ কি আপনাকে মিস করে?
৩| ০৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৩১
নাহল তরকারি বলেছেন: আমি মনে মনে চাই, আমার পুরাতন স্ত্রী আমাকে মিস করুক। হায়। সে আমাকে খুব ঘৃনা করে।
কাজের প্রেসার, সংসারের ঝামেলায় বন্ধুদের মধ্যে কেউ মিস করে না। মিস করলেও, কেউ ফোন দেয় না।
০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: ঘৃণা করে কেন? আপনি কি অন্যায় করেছেন?
৪| ০৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৪০
কামাল১৮ বলেছেন: ঝামেলাহীন জীবন।টেব নিয়েই বসেথাকি বেশি সময়।
০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: শুধু ট্যাব নিয়ে বসে থাকলে হবে না। হাঁটতে বের হবেন। বন্ধুদের সাথে গল্প করবেন। দেশের সমস্যা নিয়ে ভাববেন। পড়বেন। লিখবেন।
৫| ০৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪
জগতারন বলেছেন:
এখানে আসিয়াছিলাম।
ব্লগ পড়িয়াছি, ভাল লাগিলো।
০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: অশেষ শুকরিয়া।
৬| ০৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪
নতুন বলেছেন: লেখক বলেছেন: একুরিয়াম বিরাট দিকদারি।
শখ করে এনেছিলাম। ফেলে দিয়েছি।
ঠিক মতন করতে পারলে কোন ঝামেলা নাই।
আমি সপ্তাহে ১ বার ফিল্টার পরিস্কার করি। মাসে একবার গাছ কেটে ঠিক রাখি।
আমার একুরিয়ামে সব তাজা গাছ ব্যবহার করেছি তাই। মাটিতে শামুক আছে, ক্লিনার ফিস আছে,.... সব মিলিয়ে পানি নস্ট হয় না।
প্রতিদিন ২ বেলা খাবার দিলেই হয়।
https://www.instagram.com/reel/CrGJkLqOrnt/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: একুরিয়ামের পেছনে অনেক সময় দিতে হয়। সবচেয়ে বড় সমস্যা পানি বদলানোর সময়।
৭| ০৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫
০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: আপনার কি কি মাছ আছে?
৮| ০৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯
এইযেদুনিয়া বলেছেন: বই পড়ি, ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন দেখি, ঘুমাই, রান্না করি। লেখার চেষ্টা করি। ফেসবুকিং আর চ্যাটিং করে সময় নষ্ট করি।
০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: কি ধরনের বই আপনি পড়েন?
আপনার হাতের রান্না কেমন?
৯| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:২০
এইযেদুনিয়া বলেছেন: বহু ধরনের বই পড়ি। রিসেন্ট পড়লাম, বায়োএথিক্স- বিধান চন্দ্র রায়। সেপিয়েন্স এখন পড়ছি। ফরহাদ খানের প্রাচীন হরফের কাহিনী হাতে রেখেছি, এটা পড়বো। আরো কত বই জমে আছে!
রান্না চলনসই। খাওয়ার দাওয়াত না চাইলে বাঁচি।
০৭ ই জুলাই, ২০২৩ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: ''বায়োএথিক্স-'' বইটা আমি কিনেছি। মোটা বই। ৫শ' টাকা দাম নিয়েছে। এখনও পড়ি নাই। মনটা অস্থির। এই বই ঠান্ডা মাথায় পড়তে হবে। বাংলা ভাষায় এরকম বই আর নেই সম্ভবত।
প্রচুর পড়তে হবে। পড়ার চেয়ে শান্তির আর কিছু নাই।
১০| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
বয়স যখন কম ছিলো তখন অনেক সময় বাসায় একা থেকেছি, চাকরি কালীন সময়েও বাসায় একা থেকেছি। এখন তো বাসায় অনেক মানুষ। তারপরও আমার বাসায় আমার আলাদা অফিস রুম আছে এখানে যত্রত্ত্র কেউ আসেন না।
আমি মানুষজন নিয়ে থাকতে পছন্দ করি। আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন, আমাদের লেবু বাগান (পাহাড়ি লেবু) হতে প্রায় দিন লেবু বিক্রি হচ্ছে। ১০০ লেবু ২০০ টাকা।
অবসর সময়ে বই পড়ি, সবাই মিলে নাটক সিনেমা দেখি।
০৭ ই জুলাই, ২০২৩ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: কোন পাহাড় আপনাদের? কোথায়?
পাহাড়ি লেবু আমি বান্দবান গিয়ে খেয়েছি। লেবু গুলো অনেক বড় বড় হয়। চকলা ভীষন মোটা হয়।
আপনার পড়া তিনটা প্রিয় বইয়ের নাম বলুন।
১১| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- দিনে বা রাতে বাসায় একা থাকলে টিভি দেখি, সিনেমা দেখি।
০৭ ই জুলাই, ২০২৩ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: যা-ই করেন, শুধু মনে রাখবেন যেন সময়ের অপচয় করা না হয়। মানুষের জীবনে সময় অনেক মূল্যবান।
১২| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ১০:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
মধ্যাহ্ন ১
মধ্যাহ্ন ২
দেয়াল
অনিল বাগচীর একদিন
আগুনের পরশমনি
১৯৭১
বাদশাহ নামদার
নি
কুটু মিয়া
ভয়
সহ হুমায়ূন আহমেদের সকল বই।
০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: ''জনম জনম'' বইটা পড়েন নাই!!!!
১৩| ০৮ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪৫
রোকসানা লেইস বলেছেন: একবার চা খারাপ হলে পরের বার ঠিক করে নেয়া যায়। চেষ্টা করে দেখ কারেকশন করার।
একা থাকলে ভুতের ভয় হয় নাকি তোমার।
আমার একা থাকতে খুব ভালোলাগে। নিজের মতন অনেক কাজ করতে পারি। সময় কোনদিক দিয়ে যায় বুঝতে পারি না।
০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: চা যদি নিজেকে বানিয়ে খেতে হয়, তাহলে বিয়ে করেছ কেন?
১৪| ০৮ ই জুলাই, ২০২৩ রাত ১:৫৭
ইফতেখার ভূইয়া বলেছেন: সময়মতো নামাজ, খাওয়া-দাওয়া, নিজের টুকটাক কাজ, গান শোনা আর প্রচুর মুভি দেখা হয়। ধন্যবাদ।
০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: আমার সবই হয়, নামাজটা হয় না।
১৫| ০৮ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৩৪
নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনার কি কি মাছ আছে?
গাপ্পি, সোর্ডটেল, এন্জেল, টেট্রা, ২ টাইপের ক্লিনার ফিস, ২ টাইপের শামুক, ৭-৮ টাইপের গাছ
০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: সাকার নাই? গোল্ড ফিশ নাই? কচ্ছপ নাই? জীবন্ত শামুক নাই?
১৬| ০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:২৩
রানার ব্লগ বলেছেন: ঘুমাই বই পড়ি মুভি দেখি ! খাই !! ফ্রীজ রান্নাঘরের হাড়ি পাতিল হাতাতে থাকি কিছু মুখরোচোক পাবার আশায় !
০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: গুড।
১৭| ০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৯
শাওন আহমাদ বলেছেন: ব্লগে এসেই আগে আপরা লেখা পড়লাম, আপনি বেশ ভালো লিখেন।
০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
ভালোবাসা নিরন্তর।
১৮| ০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫০
শাওন আহমাদ বলেছেন: ব্লগে এসেই আগে আপনার লেখা পড়লাম, আপনি বেশ ভালো লিখেন। প্রথম কমেন্ট ডিলিট করে দিয়েন,টাইপিং মিসটেইক আছে।
০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: না না থাক।
১৯| ০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি খুব মজার মানুষ। রহস্যময়ও বটে।
আপনি আমার খুব পছন্দের মানুষ। আমি সময় নিয়ে আপনার দীর্ঘ পোস্টগুলো পড়ি।
আপনার লেখা আমার প্রিয় পোস্টগুলো আমার বিবিজানকে পড়াই।
তবে, মন্তব্য করতে আমার ভালো লাগে না। এই অবস্থা কাটিয়ে উঠার চেষ্টা করছি।
এক সময়ে আমি প্রচণ্ড রকম বইয়ের পোকা ছিলাম। প্রয়াত হুমায়ূন আহমেদ আর প্রফেসর জাফর ইকবাল আমার খুব প্রিয় দুইজন লেখক।
এখন আর বই পড়তে পারি না। চোখে যেন কি হয়েছে!!! তবু, সময় পেলেই বই কিনি। এরকম না পড়া প্রায় ৭০-৮০টি বই পড়ে রয়েছে, পড়ার অপেক্ষায়!
০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: আপনি আমার পোষ্টে এসে মন্তব্য করলেই আমার খুশ খুশি লাগে।
যত যা-ই করেন, প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা হলেও বই পড়বেন।
২০| ০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:২০
জুন বলেছেন: আমি যখন কিছুক্ষণের জন্য একা থাকি তখন দিনের বেলাও প্রচন্ড ভুতের ভয় পাই তাই ভুত তাড়াতে বই পড়ি, পেপার পড়ি, রান্না করি, টিভিতে খেলা থাকলে দেখি।
০৮ ই জুলাই, ২০২৩ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: হায় হায় দিনের বেলা কেউ ভয় পায় নাকি??!!!
২১| ০৮ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি কখনও একা থাকতে চাইলেও পারি না। আমার সাথে একটা শয়তান জীন সব সময় থাকে।
০৮ ই জুলাই, ২০২৩ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: এক ঘরে দুই পীর!!!
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:১১
নতুন বলেছেন: বাসায় একা থাকলে টিভি তে সিরিয়াল. মুভি দেখি আর চিপস/সানফ্লা্য়ার সিড খাই।
একুরিয়ামের মাছদের খেতে দেই।
রান্না করি...
ঘুমাই..