| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
  
সংসার করাটাই বড় কথা। সংসার টিকিয়ে রাখাটাই বড় কথা। 
সেটা প্রেমের বিয়ে না অ্যারেঞ্জ ম্যারেজ সেটা বড় কথা নয়। দেখেন না চারিদিকে কত ডির্ভোস হচ্ছে। প্রেমে ভালোবাসার বিয়েতে ডির্ভোস বেশি হয়। বিয়েরর পর এত এত প্রেম ভালোবাসা হারিয়ে যায়। তখন ঝগড়া হয়। পাড়াপ্রতিবেশীরা ঝগড়া শুনে। প্রেম ভালোবাসার জীবন আর বিয়ের পরের জীবন সম্পূর্ন আলাদা। প্রেম ভালোবাসায় কোনো দায়-দায়িত্ব থাকে না। সংসার মানেই অনেক দায়-দায়িত্ব। যা সবাই পালন করতে পারে না। স্বামী স্ত্রী দুজনের ভালোবাসায় সংসার হয় আনন্দময়।
আমার এক বন্ধু দীর্ঘদিন প্রেম করে বিয়ে করেছে। 
বিয়ের পর তাদের মিল মহব্বত দেখে সবাই আমরা সবাই অনেক খুশি। তিন মাস যেতে না যেতেই শুরু হলো ক্যাচাল। ঝগড়া। দুজন দুজনের নামে বিস্তর নালিশ। মুরুব্বীরা মীমাংসা করে দেয়, আবার ক'দিন পর ঝগড়া। দিন যত যেতে লাগলো। ঝগড়া আর ক্যাচাল বাড়তেই থাকলো। ফলাফল তালাক। অথচ তাঁরা বিয়ের পর দুজন দুজনকে কথা দিয়েছিলো কখনও ঝগড়া করবে না। একে অন্যকে ছেড়ে যাবে না। সারা জীবন ভালোবাসা নিয়ে থাকবে। মেয়েদের সাংসারিক বুদ্ধি থাকতে হয়।
আমার আরেক বন্ধুর কথা বলি- তাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিলো। 
বিয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে গভীর সম্পর্ক হলো। এই কক্সবাজার যাচ্ছে। এই নেপাল যাচ্ছে। এই সুন্দরবন যাচ্ছে। হঠাত তাদের মধ্যে বনিবনা হচ্ছে না। দুজন আলাদা বিছানায় ঘুমায়। ঝগড়া হয়। এভাবেই চলল তিন বছর। অশান্তি বেড়েই চলেছে। ফলাফল ছাড়াছাড়ি। অর্থ্যাত অ্যারেঞ্জ ম্যারেজ অথবা প্রেম ভালোবাসার বিয়ে- ঝগড়া তো হচ্ছেই। তালাক তো হচ্ছেই। স্বামী স্ত্রী দুজনের দুজনের প্রতি বিশ্বাস থাকতে হবে। শ্রদ্ধাবোধ থাকতে হবে। ভালোবাসা থাকতে হবে। কেউ কারো চেয়ে বড় নয়, দুজনেই সমান।
''সংসার করাটাই বড় কথা। সংসার টিকিয়ে রাখাটাই বড় কথা''। 
সেটা প্রেমের বিয়ে না অ্যারেঞ্জ ম্যারেজ সেটা বড় কথা নয়। সংসারের স্বামী স্ত্রী দুজনকেই ছাড় দেওয়ার মানসিতা থাকতে হয়। স্বামী স্ত্রী দুজনেই যত ছাড় দেবে- সংসার তত সুন্দর হবে। স্বামী স্ত্রী দুজনকে মিলেই সংসার টিকিয়ে রাখতে, সংসার গড়ে তুলতে হয়। থাকতে হয় ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধাবোধ। স্বামী স্ত্রী দুজনকেই মানবিক ও হৃদয়বান হতে হয়। ভালো হতে হয়। নইলে ঝগড়া হবে। অশান্তি হবে। হয়তো ডির্ভোস হয়ে যাবে। একটা সংসারে ঝগড়ার প্রধান কারন তৃতীয় পক্ষের প্রবেশ। এই তৃতীয় পক্ষ থেকে খুব সাবধান থাকতে হবে। তৃতীয় পক্ষই বন্ধু সেজে ফাটল ধরায়। 
আমার নিজের কথা বলি। 
আমি প্রেম করে বিয়ে করেছি। আমরা দুজন খুব সুন্দর আছি। ভালো আছি। আমরা ঝগড়া করি না। তৃতীয় পক্ষ এসে আমাদের মাঝে ফাটল ধরাতে পারে না। দুজনে মিলে ঝগড়াবিহীন একটা আজীবন পার করছি। আমাদের একটা কন্যা আছে। এখন আমাদের আনন্দ আরো বেড়ে গেছে। আমার স্ত্রীর রাগ হলে আমি চুপ করে থাকি। আবার আমার রাগ হলে আমার স্ত্রী চুপ করে থাকে। কখনও স্বামীগিরি ফলাই না। আমরা দুজন বন্ধুর মতো থাকি। ছুটির দিনে বেড়াতে চাই। মাঝে মাঝে রাতে ঘুম না এলে ব্যলকনিতে বসে গল্প করি। স্ত্রীর ইচ্ছার গুরুত্ব দেই। একজন স্বামী বা একজন স্ত্রীর এমন হওয়া উচিত মৃত্যুর পর যদি আবার দুনিয়ায় আসা হয়, তখন যেন স্বামী ও স্ত্রী দুজন দুজনকেই চায়।
 
১০ ই জুলাই, ২০২৩  দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: তাহলে কি মানুষ বিয়ে সাদী করবে না?
২| 
১০ ই জুলাই, ২০২৩  রাত ১:৪৯
কামাল১৮ বলেছেন: প্রেম করলে আর বিয়ের দরকার কি।দুই জন সুখে শান্তিতে বাস করবে যতদিন প্রয়োজন।যখন প্রয়োজন মনে করবে না দুই দিকে হাঁটা দিবে।
বিয়ে করলে একটা আইনে বাঁধা পড়ে যায়।এমন না যে বিয়ে করলে দুই জন দুই দিকে হাঁটা দেয় না।
 
১০ ই জুলাই, ২০২৩  দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: এটা তো অনাচার। 
আমরা তো একটা সভ্য সমাজে বাস করি।
৩| 
১০ ই জুলাই, ২০২৩  রাত ২:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
কোরা বাংলার প্রশ্ন গুলো আপনার লেখার ক্ষেত্রে ভালো অবদান রাখছে।
আপনার জন্য লেখা আরো সহজ হচ্ছে। বিভিন্ন টপিকস পাচ্ছেন। 
 
১০ ই জুলাই, ২০২৩  দুপুর ১২:৪০
রাজীব নুর বলেছেন: রাইট।
৪| 
১০ ই জুলাই, ২০২৩  সকাল ৯:৫৩
ডার্ক  ম্যান বলেছেন: সংসার করাটাই বড় কথা। সংসার টিকিয়ে রাখাটাই বড় কথা।
 মেয়েদের হাতে এখন অপশন আছে।  তাই তারা এই মোটোতে বিশ্বাসী না।
 
১০ ই জুলাই, ২০২৩  দুপুর ১২:৪০
রাজীব নুর বলেছেন: মেয়েরা ঠকতে ঠকতে অনেক শিখেছে।
৫| 
১০ ই জুলাই, ২০২৩  সকাল ১০:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: সবার মন মানশিকতা এক নয় এটা মেয়েদের হতে পারে পুরুষদের হতে পারে
তবে কর্মের গুণে সবকিছু----------------------
 
১০ ই জুলাই, ২০২৩  দুপুর ১২:৪২
রাজীব নুর বলেছেন: ওকে।
৬| 
১০ ই জুলাই, ২০২৩  সকাল ১০:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি নাকি অবিবাহিত জিএফ নিয়ে বেড়াতে যাবেন; কোথায় গেলে ভালো হয় জানতে চেয়েছেন, যেখানে জিএফ নিয়ে হোটেলে থাকলে কোন অসুবিধা হবেনা।
 
১০ ই জুলাই, ২০২৩  দুপুর ১২:৪৩
রাজীব নুর বলেছেন: আমি একজন সৎ মানুষ। কর্মে, ভালোবাসায়।
৭| 
১০ ই জুলাই, ২০২৩  সকাল ১০:৫৬
নতুন বলেছেন: দুরে থেকে প্রেম ভালোবাসা করা যায়। 
দুজন মানুষ কাছা কাছি থাকলেই তখন একে অপরের খুত গুলি চোখে পরে, তখন সেগুলি মেনে নিতে না পারলে মানুষটিকে অপছন্দ করা শুরু হয়। 
দুজন নিজের খেয়াল রাখার পাশা পাশি যদি অপরের কি ভালো লাগবে সেটা থামায় রাখে তবে অপছন্দের তালিকা বড় হয় না। 
আর দুজনের মাঝে দেহ এবং মনের দুরত্ব খুব কম থাকা উচিত। 
স্বামী স্ত্রীর মাঝে থাকবে উদ্দাম সেক্স, ভালো বন্ধুত্ব, দুজনে মিলে সামনের দিনে কি করবে তার স্বপ্ন বোনার ভাবনা....  তখন আর ঝামেলা দুজনের মাঝে আসবেনা।
 
১০ ই জুলাই, ২০২৩  দুপুর ১২:৪৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কথা বলেছেন। 
আপনি অভজ্ঞ মানুষ।
৮| 
১০ ই জুলাই, ২০২৩  দুপুর ১২:০৮
কাছের-মানুষ বলেছেন: আপনি একজন আদর্শ স্বামী। প্রেম বা এরেঞ্জ বলে কথা নেই, সুখি হবার জন্য মনের মিল এবং মানুষিক পরিপক্বতা থাকতে হয়! 
আমি এত দিন ভাবতাম আপনার দুই মেয়ে!
 
১০ ই জুলাই, ২০২৩  দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
৯| 
১০ ই জুলাই, ২০২৩  দুপুর ১২:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: মাঝেমধ্যে ঝগড়াঝাঁটি না হলে দাম্পত্যজীবন পানসে হয়ে যাওয়ার কথা।
 
১০ ই জুলাই, ২০২৩  দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: ঝগড়ার একটা লিমিট থাকা চাই।
১০| 
১০ ই জুলাই, ২০২৩  দুপুর ১:১৩
শূন্য সারমর্ম বলেছেন: 
বিয়ের ভেতরে হ্যাপিনেস অন্য কিছু রুপান্তর হয়ে যাচ্ছে।
 
১০ ই জুলাই, ২০২৩  দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: বুঝলাম না কথাটা।
১১| 
১০ ই জুলাই, ২০২৩  বিকাল ৩:৪৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি জ্যাক ভাইয়ের পক্ষে , কোনটাই ভালো না !!
 
১০ ই জুলাই, ২০২৩  বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: কারো পক্ষে যাবেন না। 
সব সময় নিরপেক্ষ থাকবেন।
১২| 
১০ ই জুলাই, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৯
মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব ভাই, কোনটাই বালা  
 না।
যা লাউ , তাই কদু।
প্রেম চলাকালীন মনে লয় মুই কি হনুরে,অপরদিকে সে ভাবে মুই কি চার্মিং রে। যখন এক ছাদের নীচে যায় তখন দেখা যায় একজন কাউয়া  
 আরেকজন চিল। চলে খালি কিল  
 কিল 
 আর কিল 
  
আর  অ্যারেঞ্জ ম্যারেজ  
 ততদিন বালা যতদিন দেখা-শুনা চলে এবং বিয়ের কয়েকমাস ওগো-হেগো (আপনে-তুমি বড় পেয়ারে) পর্যন্ত। কিছুদিন পর সেই খাড়া-বড়ি-থোর, থোর-বড়ি-খাড়া।
 
১০ ই জুলাই, ২০২৩  রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: আপনি তো বেশ অভিজ্ঞ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০২৩  রাত ১২:৪০
জ্যাক স্মিথ বলেছেন: কোনটাই ভালো না।