নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এক, দুই, তিন, চার

১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৪৪

ছবিঃ আমার তোলা।

১। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লেখা গুলো পড়ুন।
আর প্রকৃতি উপভোগ করুণ। উনি যা লিখেন তার তুলনা হয় না। 'তালনবমী' পড়ে আমার মতো নিষ্ঠুর মানুষের চোখেও পানি এসে পড়েছে। আরণ্যক উপন্যাসটা তো অবশ্যই পড়বেন। মাথা নষ্ট উপন্যাস। সেই সাথে শীর্ষেন্দুর 'পার্থিব' উপন্যাসটা পড়বেন। পার্থিবে একটা চরিত্র আছে, হেমাঙ্গ নাম। সে কলকাতা শহর ছেড়ে হঠাত গ্রামে চলে যায়। একটা বাড়ি কিনে। নদীর কাছে তার বাড়ি। শীর্ষেন্দুর আরেকটা উপন্যাসটা 'চক্র' নামে। সেটাও পড়বেন।

হুমায়ূন আহমেদের 'ফেরা' উপন্যাসটা পড়নবেন।
তারপর 'গৌরীপুর জংশন' পড়বেন। আর 'মীরার গ্রামের বাড়ি' এটাও পড়বেন। বুদ্ধদেব গুহ'র 'সবিনয় নিবেদন উপন্যাসটা অবশ্যই পড়বে। পুরো উপন্যাস চিঠি দিয়ে শুরু, চিঠি দিয়ে শেষ। গ্রাম, বন জঙ্গল সব পাবেন। সমরেশের 'গর্ভধারিনী' উপন্যাসতা পড়বেন। এছাড়া লাল সালু, হাজার বছর ধরে। আসলে গ্রাম বাংলা নিয়ে ভালো ভালো বইয়ের অভাব নেই। কবি জসিম উদ্দীনের সমস্ত লেখা গুলো পড়বেন। আর মুগ্ধ হবেন। রবীন্দ্রনাথের 'গল্পগুচ্ছ' পড়বেন।

২। বাসে এক তরুন ছেলে উঠে কান্না ভেজা গলায় বলে, আমার মা খুব অসুস্থ।
আমাকে সাহায্য করুণ। কেউ কেউ বলে ঘরে খাবার নেই। বাসায় আমার ছোট বাচ্চা না খেয়ে আছে। আমাকে সাহায্য করুণ। শেষে দেখা যায়, সেই ছেলে টাকা নিয়ে নেশা করছে। যারা নেশা করে তাঁরা টাকার জন্য সব কিছু করতে রাজি আছে। যার হাত নেই, সে মানুষকে বলে আমার হাত নেই, আমাকে সাহায্য করুণ। যার পা নেই, সে বলে আমার পা নেই আমাকে সাহায্য করুণ। যে অসুস্থ সে বলে আমি অসুস্থ, চিকিৎসা করাবো সাহায্য করুণ। চারিদিকে সবাই হাত পেতে থাকে।

৩। বাংলাদেশে নির্বোধ লোকদের অভাব নেই।
কাঁচা রাস্তা, মাত্রই ঢালাই করা হয়েছে। রাস্তা দড়ি বা কিছু দিয়ে ঘিরে রাখা হয়েছে। রাস্তাটা দেখলেই বুঝা যায়, মাত্র ঢালাই করা হয়েছে। সেই কাঁচা রাস্তায় কোনো না কোনো নির্বোধ পা দিয়ে দিবে। রাস্তা নষ্ট করে দিবে। কাঁচা রাস্তা দিয়ে যদি একটা কুকুর হেটে যায়, সেটা ক্ষমা করা যায়। কিন্তু মানুষ হেটে গেলে তাকে মানুষ না বলে 'ছাগল' বলা যেতে পারে। চিন্তার বিষয় হচ্ছে বাংলাদেশে দিন দিন ছাগলের পরিমান বেড়েই যাচ্ছে। এই ছাগল গুলো যেখানেই যায়, সেখানকার পরিবেশ নষ্ট করে দেয়।

৪। এখন আমার কোনো বন্ধু নেই। আড্ডা দিতে পারি না। দল বেঁধে বেড়াতে যাওয়া হয় না। চায়ের দোকানে রাজনীতি, সাহিত্য, নারী, ধর্ম, ইতিহাস ইত্যাদি কোনো বিষয় নিয়েই আড্ডা দেওয়া হয় না। আমি সব সময় বন্ধু অন্তপ্রান ছিলাম। দিনের পর দিন টিএসসি'তে আড্ডা দিয়েছি। নিউ মার্কেটে আড্ডা দিয়েছি। রেল লাইনের পাশে চুন্নু মামার একটা চায়ের দোকানা ছিলো, সেই চায়ের দোকানে সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত আড্ডা দিয়েছি। কি তুমুল আড্ডা, সেই দিন গুলো কই? প্রতিদিন আড্ডা না দিলে পেটের ভাত হজম হতো না।

দুঃখের বিষয় হচ্ছে- এখন আমার কোনো বন্ধু নেই। কেউ আমার কোনো কোনো খোজ নেয় না। এমনকি কেউ একটা ফোন পর্যন্ত করে না। আমি ফোন দিলেও কেউ ধরে না। অফিসে গেলেও কেউ দেখা করে না। সারাদিন একাএকা থাকি। দম বন্ধ হয়ে আসে। মনে হয় প্রান ভরে অন্তত ঘণ্টা খানিক আড্ডা দিতে পারলে খুব ভালো লাগতো। মানব জীবনে বন্ধু দরকার আছে। বন্ধুহীন জীবন বড় কষ্টের, বড় যন্ত্রনার। যা আমি ভোগ করছি। দিনের দিন আমি বন্ধু ছাড়া। ভালো লাগে এই জীবন?

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৫৬

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: বই তো পড়িই না। অনেক বছর আগে শেষ পড়েছি, যখন আমার মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট ছিল না ।

১২ ই জুলাই, ২০২৩ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: বই পড়তে হবে। বইয়ের বিকল্প নাই।

২| ১১ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

কামাল১৮ বলেছেন: গল্পগুচ্ছের সবগুলো গল্প পড়েছি।অনেক গল্প একাধিক বার পড়েছি।

১২ ই জুলাই, ২০২৩ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: 'গল্পগুচ্ছ' থেকে আপনার সবচেয়ে পছন্দের তিনটা গল্পের নাম বলুন?

৩| ১১ ই জুলাই, ২০২৩ রাত ১০:১০

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




১) ওপার বাংলার পুরোনো লেখকদের প্রায় লেখাতেই গ্রামবাংলার দৃশ্যগুলি অদ্ভুত মাদকতার সাথে লেখা হয়েছে দেখা যায়।
২) এমন দৃশ্য নতুন কিছু নয়। বিনা পরিশ্রমে যদি দিন চলার মতো বেশ কিছু পয়সা পাওয়া যায় তবে পরিশ্রম করবে কেন মানুষ ? রাজনীতির মতো
ভিক্ষাবৃত্তিও একটা পুঁজি বিহীন ব্যবসা। রাজনীতিবিদদের মতো কেবল ভং-ঢং করতে পারলেই ব্যবসা জমাট...... :D
৩) নির্বোধ লোকেই দেশটা ভরা। নইলে প্রায় বিনা পয়সায় ঘরের ভিতর দিয়ে প্রতিবেশীর যাতাযাতের জন্যে কেউ গাঁটের পয়সা দিয়ে রাস্তা বানিয়ে দেয়
? ? :|
৪) সামুর মতো ভালো বন্ধু আর কেউ নেই.........

আপনার এভাবে লেখা মনের খন্ড খন্ড ভাবনাগুলো বেশ সুন্দর হয়।

১২ ই জুলাই, ২০২৩ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: আমি যখন মন দিয়ে ভালো কিছু লিখি, তখন আপনাকে পাই না। আর আজ একটা ফালতু লেখা লিখে পোস্ট দিয়েছি, আএ আপনি এসে হাজির হয়েছেন!!!!

৪| ১২ ই জুলাই, ২০২৩ রাত ১:৩৩

কামাল১৮ বলেছেন: সব গল্প গুলিই আমার পছন্দের।কোনটা রেখে কোনটা বলি।এটা বলা খুব কঠিন।

১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
দেশে কবে আসবেন? দেখা করা জরুরী।

৫| ১২ ই জুলাই, ২০২৩ সকাল ১১:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: একদিন হাতিরঝিল চলে আসুন।

১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: দেখা হয়ে যাবে।
আমি পুরো ঢাকা শহরের আনাচে কানাচে সব খানেই যাই।

৬| ১২ ই জুলাই, ২০২৩ সকাল ১১:১৪

শায়মা বলেছেন: প্রায় সব বইগুলো পড়েছি কিন্তু


তোমার কোনো বন্ধু নেই কেনো? ভেবে দেখেছো ভাইয়ু?


যাইহোক আজকালকার দিনে আসলেই বন্ধুর মত বন্ধু কেউ নেই তবে যখন যে সামনে সেই তোমার বন্ধু। যেমন এই মুহূর্তে তোমার ফোন বা ল্যাপটপ যেটাতে তাকিয়ে আছো সেটাই তোমার বন্ধু। আর এটা মোটেও জড় পদার্থ নহে। এর মাঝে কত বন্ধু শত্রু মিত্র বসে আছে নিজেই ভেবে দেখো।

১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: মন্দ মানুষ আমার ভালো লাগে না।
তাই আমি বন্ধুহীন।

৭| ১২ ই জুলাই, ২০২৩ রাত ১০:৩৭

এইযেদুনিয়া বলেছেন: এগুলা খুব প্যানপ্যানানি কথা, আমার কোন বন্ধু নাই, আমার কোন বন্ধু নাই, ভেউ ভেউ। ভালো বন্ধু আশা করলে আগে নিজেকে ভালো বন্ধু হতে হয়।

১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: জ্বী। আচ্ছা।

৮| ১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:২০

শায়মা বলেছেন: ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:০০০

লেখক বলেছেন: মন্দ মানুষ আমার ভালো লাগে না।
তাই আমি বন্ধুহীন।


মন্দ মানুষ কারোরই ভালো লাগে না তবে তুমি নিজে কি ভেবে দেখেছো তুমি নিজেই কতটুকু মন্দ আর কতটুকু ভালো?

সবার আগে আসলে নিজেকে নিয়েই ভাবতে হবে। তারপর বুঝতে হবে কোথায় আমি কেমন হবো।

১৩ ই জুলাই, ২০২৩ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: তা কি আর ভাবি না?
খুব ভাবি। ভেবে ভেবেই সিদ্ধান্ত নিয়েছিম দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।

৯| ১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

করুণাধারা বলেছেন: বইগুলো পড়েছি।

মানুষের জীবনযাত্রা জটিল হয়ে পড়েছে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত তাই হয়তো আপনি কোন বন্ধু পাচ্ছেন না। দুই কন্যার সাথে বন্ধুত্ব করুন, এর চাইতে ভাল বন্ধু আর পাবেন না।

১৩ ই জুলাই, ২০২৩ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: হ্যাঁ কন্যাকে নিয়েই তো ব্যস্ত।
সব সময় ওদের জন্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.