নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিভ্রম নয়

১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৪০



মাটির রাস্তা, রাস্তার দুপাশে সারি সারি গাছ
মাথার উপরে স্বচ্ছ আকাশ! আকাশে চিল দেখা যাচ্ছে
দু'ধারে ধানক্ষেত, সেখানে অনেক টিয়া! পাশে লম্বা খাল
খালের পাশে গ্রামের পথ শুরু।
অপার্থিব বিভ্রম নয় তো?

মানুষটা আজ সকালে মারা গেছেন,
তার শিয়রের কাছে দাঁড়িয়ে আমি, অপলক চোখে তাকিয়ে
মুখে তিন-চার দিনের দাড়ি, ঠোঁটের কোনায় যেন একটু হাসি
গভীর ঘুমে, শান্ত মুখ, একদম নিরীহ।
শেষ বারের মতো দেখে নিলাম।
সন্ধ্যার আগেই করব হয়ে গেলো। যা রয়ে গেলো তা স্মৃতি।

রাজনীতিকে চলতে হয়, দূর্নীতিবাজদের কাধে ভর রেখে
সরকার তো নিজেদের সুবিধের জন্য আইন বানায়
হাসপাতাল থেকে দালাল দূর করা কোনো ঘটনাই না
কেউ নিজেকে বদলাতে চায় না, তাই পরিবর্তন হয় না।


(যারা আমার লেখা পড়েন, তাঁরা জানেন আমি কবিতা লিখতে পারি না। আসলে শুধু কবিতা নয়, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ফিচার, উপন্যাস কিছু আসে না আমার হাতে। তবু আমি লিখি। লিখতেই থাকি। এভাবে আমি কবিতাও লিখি। যা শেষমেশ কবিতা হয় না। কি হয়? তা আমি জানি না। কবিতা মূলত আবেগের খেলা। বাস্তব এবং আবেগ এক বিষয় নয়। আবেগ দিয়ে কবিতা লেখা যায়, কিন্তু জীবন চলে না। যাইহোক, সবাই একটু সাবধান থাকবেন। ডেঙ্গু বেশ বেড়েছে। অনেকে মারাও যাচ্ছেন। আমাদের তিন জন আত্মীয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি। অবস্থা বেশ খারাপ। বমি করছে, পেট খারাপ করেছে, প্রচন্ড জ্বর। কয়েকদিন ধরে আমার নিজের শরীরটা ভালো নেই। খুব দুর্বল লাগে।)

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।

বেশি করে পানি পান করবেন।

জ্বরের সময়ে পানি খেতে ভালো লাগবে না। পানি খেতে গেলে বমি চলে আসবে।

পানি একটু গরম করে নিলে খেতে অসুবিধা হবে না।

১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা জানবেন।

২| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: ডেঙ্গু জ্বরের সাথে কি পেট ব্যথা বমি হয়
না কি জ্বর নেই শুধু পেট ব্যথা বমি হচ্ছে--

১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: পেট ব্যথা হয়। জ্বর থাকে। বমি হয়।

৩| ১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এই যে আপনি লিখেন-লেখাকে ভালোবেসেই লিখেন। আপনার লেখা মানুষ পড়ে। যাইহোক মহান আল্লাহ আপনাকে সুস্থ্য করে দিবেন ইনশাআল্লাহ।

১৩ ই জুলাই, ২০২৩ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০২

প্রামানিক বলেছেন: সবার সুস্বাস্থ্য কামনা করি

১৩ ই জুলাই, ২০২৩ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থকুন।

৫| ১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


নিজের ও পরিবারের খেয়াল রাখুন।

১৩ ই জুলাই, ২০২৩ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।

৬| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ৮:২৭

ফেনা বলেছেন: মানুষের আবেগ সে কোন না কোন ভাবেই প্রকাশ করেই থাকে। আপনি না হয় কবিতা নামক এই লেখা দিয়ে প্রকাশ করতে চেয়েছেন।

যাই হোক সবার সুস্থতা কামনা করছি।

১৩ ই জুলাই, ২০২৩ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: আবেগ প্রকাশ করাটা বড় কথা।
সবাই তো আর নজরুল বা রবীন্দ্রনাথ নয়।

৭| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ৯:৩১

বাকপ্রবাস বলেছেন: আপ‌নি সহ সক‌লের সুস্বাস্থ কামনা ক‌রি। আপ‌নি এই ব্ল‌গের গোলাপ ফুল

১৩ ই জুলাই, ২০২৩ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: গোলাপে কাটাও থাকে।

৮| ১৪ ই জুলাই, ২০২৩ ভোর ৪:২৭

চারাগাছ বলেছেন:
আপনার এই কবিতাটা ভালো হয়েছে। তবে পোস্টের সাথে ছবির কি সম্পর্ক।
অনেকেই কবিতার পড়তে নয় ছবির জন্যই পোস্টটা পড়বে।

কবিতা, আবেগের খেলা, জীবন চলে না-- এই ধরনের কথা প্রায়ই বলেন। কেন বলেন ঠিক বোধগম্য নয়।

১৪ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: আমি বাস্তব কথা বলি।
আমি বাস্তববাদী মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.