নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ঘটনা ৪৫ মিনিটের।
শরৎকাল। ঝকঝকে আকাশ। তবে শরতের আকাশের বিশ্বাস নাই। যে কোনো সময় আকাশ মেঘলা হয়ে যেতে পারে। এমনকি বৃষ্টিও হতে পারে। বৃষ্টি নামলে সমস্যা নেই আমার সাথে ছাতা আছে। মগবাজার থেকে বাসে উঠেছি বনানী যাবো। আমার সাথে আছেন সবুজ ভাই। বাস ভরতি নানান রকম লোকজনে। আমি আর সবুজ ভাই দাঁড়িয়ে আছি। বাস চলছে তুফানের মতোন। অন্যদিনের তুলনায় আজ জ্যাম অনেক কম।
অন্য বাসের ড্রাইভার পাশ দিয়ে যাওয়ার সময় হেসে হেসে চিৎকার করে আমাদের বাসের ড্রাইভারকে বলল, চাকা নষ্ট, চাকা নষ্ট। আমাদের ড্রাইভার সে কথায় কান দিল না। কিন্তু নাবিস্কো এসে আমাদের বাসের চাকা নষ্ট হয়ে গেল। সবুজ ভাই খুবই বিরক্ত, একটু পর পর বিড়বিড় করে বলছেন- 'ফইন্নী...ফইন্নী' কি বলছেন, কাকে বলছেন কে জানে।
সবাই বাস থেকে নামলাম।
হ্যাস্যমূখী কন্টাকটর বলল, ৫ মিনিটের মামলা। বাসের হেল্পার, কন্টাকটর আর ড্রাইভার মিলে চাকা ঠিক করতে লেগে গেল। কোথা থেকে দুইজন ঝালমুড়িওয়ালা এসে পড়ল। সবাই তার কাছ থেকে আগ্রহ নিয়ে ঝালমুড়ি খেতে শুরু করল। একটা ছোট্র বাচ্চা কান্না করছিল- আমি দিলাম ধমক, আমার ধমকে বাচ্চা হেসে ফেলল।
ঝালমুড়িওয়ালা নষ্ট হয়ে যাওয়া বাসের যাত্রীদের মৃদু ধমক দিয়ে বলছেন,
আমি তো মেশিন না, হাতের কাজ, কত কিছু মেশাতে হয়। আফনেরা লাইনে দাঁড়ান, সবাইকেই দিব। একলোককে দেখলাম তার স্ত্রীর কাঁধে হাত রেখে খুব কায়দা করে সিগারেট টানছেন। এক মুরুব্বি লোক দেখলাম, বাসের সব যাত্রীদের উপর তদারকি করছেন। তার তদারকি আবার সবাই হাসিমুখে মেনেও নিয়েছেন।
চাকা লাগানো নিয়ে ড্রাইভার, কন্টাকটর আর হেল্পারের মধ্যে ঝড়গা লেগে গেছে।
চাকা কিভাবে লাগাতে হবে- এই নিয়ে তাদের তিনিজনের তিন রকম মতামত। এই সময় একজন যাত্রী এসে বলল- তোমরা সবাই সরে যাও, এই চাকা আমি একাই ঠিক করে দিচ্ছি। সৌদিতে সাত বছর বড়-বড় গাড়ি চালিয়েছি। এই চাকা লাগানো কোনো ঘটনাই না।
অবশেষে বাসের চাকা লাগানো হলো।
কিন্তু ঘটনা এখানেই শেষ না। বাস বনানী যাওয়ার পর ড্রাইভার আবিস্কার করল- বাসের হেল্পার নিখোঁজ। হেল্পারকে সাথে সাথে ফোন দেয়া হলো- বজলু তুই কই? জানা গেল, বজলু চা খেতে গিয়েছিল। চা খেয়ে এসে দেখে- বাস চলে গেছে। আমাদের হাস্যমুখী ড্রাইভার বলল- কোনো সমস্যা নেই, তুমি অন্য বাস ধরে চলো এসো, বনানীতে লম্বা জ্যাম পড়েছে।
কোনো কিছুতেই আজ আমার বিরক্ত লাগছে।
মাঝে মাঝে এমন দিন আসে, বিরক্ত লাগে না। বরং তুচ্ছ একটা ঘটনাতেও অনেক আনন্দ পাওয়া যায়।
০৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৩
রাজীব নুর বলেছেন: আপনি কেমন আছেন?
শরীরের অবস্থা কি?
২| ০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৩২
কাছের-মানুষ বলেছেন: দৈনন্দিন জীবনের ঘটনা চমৎকারভাবে তুলে ধরেছেন।
০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৪
রাজীব নুর বলেছেন: লেখাটা বাসে বসেই লিখেছি।
৩| ০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
কিছুদিন অফ ছিলেন মনে হয়।
০৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৫২
রাজীব নুর বলেছেন: হ্যাঁ কিছুদিন ইচ্ছা করেই অফ আছি।
৪| ০৭ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩
শেরজা তপন বলেছেন: এরকম হয় মাঝে মধ্যে -সবকিছুই ভাল লাগে।
০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: আবার একআধ দিন কিছুই ভালো লাগে না। এরকমও হয়।
৫| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:২৩
জ্যাক স্মিথ বলেছেন: চলার পথে বাস যদি নষ্ট হয় তাহলে আমার খুব ভালো লাগে, ফ্রীতে আশেপাশে ঘুরাঘুরি হয়ে যায়।
তবে তাড়া থাকলে ভিন্ন কথা।
০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: একদম আমার মনের কথা বলেছেন।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৪৫
কামাল১৮ বলেছেন: চলমান ঘটনার সুন্দর বর্ণনা।মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে।মন ভালো না থাকলে ভালো কথাও ভালো লাগে না।
বস্তু বাদের দৃষ্টিতে,বিকাশের মূল কারণ ভিতরের দ্বন্দ্ব।