নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রিয় কন্যা আমার-
তোমাকে নিয়ে আমাদের সুন্দর সময় কেটে যাচ্ছে। এখন তুমি সব কথ বলতে পারো। অনেক রকম রঙ ঢং করতে পারো। আহ্লাদ করতে পারো। গতকাল রাতে হঠাত বিদ্যুৎ চলে গেলো। তোমার পাশে তোমার মা শুয়ে আছে। অথচ তুমি আমাকে ডাকছো- বাবা। ও বাবা। কারেন্ট চলে গেছে। আমার ভয় করছে। তুমি আসো। জলদি আসো। আমি গেলাম তোমার কাছে। তুমি বললে পাখা খুঁজে বের করো। আমাকে বাতাস করো। গরম লাগছে। মাঝে মাঝে তোমার ভাবসাব দেখে মনে হয় তোমার দশ বছর। অথচ তোমার বয়স মাত্র দুই বছর আট মাস। এখন তুমি আমাকে এবং তোমার মাকে ছাড়া আমার ভাই ভাবীর সাথে- বিয়ে, জন্মদিনের অনুষ্ঠানে যাও। গতকাল ওয়ারিশের জন্ম দিনে গেলে। রাত সাড়ে এগারোটায় বাসায় ফিরলে। জন্ম দিনের অনুষ্ঠান থেকে কেক আর বেলুন নিয়ে এলে।
প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম,
এখন তুমি একাএকা গোছল করতে চাও। এমনকি একাএকা দাঁত ব্রাশ করো। তোমার মা তোমার জন্য আলাদা খাবার রান্না করে। আমাদের খাবার ঝাল। তুমি ঝাল খেতে পারো না। তুমি ভাত খেতে বসলে আগে মাছ বা মাংস খাও। শেষে ভাত খাও। তোমাকে ভাত খাওয়াতে তোমার মায়ের এক ঘণ্টা সময় লাগে। খাওয়ার সময় তুমি অনেক বায়নাক্কা করো। মোবাইলে কার্টুন ছেড়ে দিতে হয়। তুমি মুখে খাবার নিয়ে বসে থাকো। চিবাও না। তোমাকে তাড়া দিতে হয়। খাওয়া নিয়ে তুমি বেশ ঝামেলা করো। তোমার মা তোমার জন্য সব রকম খাবার বাসায় তৈরি করে। মিষ্টি, কেক, পাস্তা। সুরভি তোমাকে বাইরে খাবার খাওয়াতেই চায় না। তোমার সমস্ত খাবার তোমার মা তিন গুণ বেশি দাম দিয়ে কিনে। দুধ, ডিম, ঘি, বিস্কুট, খেজুর, মূরগী ইত্যাদি।
প্রিয় কন্যা ফারাজা,
এখন চারিদিকে ডেঙ্গু। আরিশ ডেঙ্গু হয়ে হাসপাতালে ভরতি। প্লাটিলেট দিন দিন কমছে। আরিশের মায়েরও ডেঙ্গু হয়েছে। আমাদের বাসায় মোট পাঁচটা বাচ্চা। সারাক্ষণ ডেঙ্গু আতঙ্কে আছি। অবশ্য আমি নিয়মিত মশার ওষুধ ঘরে স্প্রে করে দিচ্ছি। মশার কয়েল দিন রাত চব্বিশ ঘন্টাই জ্বালিয়ে রাখছি। তবু দুই একটা মশা দেখা যাচ্ছে। মশা অতি তুচ্ছ, অতি ক্ষুদ্র একটা প্রানী। অথচ দেখো কি ভয়ঙ্কর! মশার কামড়ে মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে। মৃত্যু যেন কোনো ঘটনা না! আমাদের দেশে ব্যাঙ কমে গেছে। আগে সামান্য বৃষ্টি হলেই ব্যাঙের ডাক শোনা যেত। আমি যে মাঠে ফুটফল খেলতাম, সে মাঠে কত ব্যাঙ লাফাতে দেখেছি। আজকাল গ্রামে গেলেও ব্যাঙ দেখা যায় না। ব্যাঙ থাকলে মশার পরিমান অনেক কমে যেতো। আমি নিজেকে নিয়ে ভাবি না। আমার সব চিন্তা তোমার জন্য।
ফারাজা তাবাসসুম,
তুমি আমার মোবাইল নিয়ে ইউটিউব দেখো। তোমার পছন্দ বাংলা রাইমস, কোকোমেলন কার্টুন আর কয়েকটা গান। টানা এক ঘন্টা তুমি ইউটিউব দেখো। ইহা সঠিক না। ভাত খাওয়ার সময়ও তোমার ইউটিউব দেখতে হয়। নইলে তুমি খেতে চাও না। এটা তো ভালো অভ্যাস নয়। পরীকে বলেছি, প্রতিদিন যেন তোমাকে এক ঘন্টা করে পড়ায়। সে পড়াচ্ছে না। তার নাকি সময় নাই। এই বয়সেই তো বাচ্চারা অ আ, ক খ, এ বি সি, এক দুই তিন ও নানা রকম বংলা ইংরেজি ছড়া কবিতা শিখে। কিন্তু তুমি ইউটিউব নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে তুমি ইউটিউব থেকে শেখা গান গাও। আমি অবাক হয়ে যাই। বর্তমানে ইউটিউবে গজব অবস্থা। ইঊটিবারদের একটাই টার্গেট। ভিউ বাড়ানো, সাবস্ক্রাইবার বাড়ানো। এতে তাদের লাভ কিন্তু যারা দেখে তাদের মগজ কমতে থাকে।
ফারাজা তাবাসসুম খান (ফাইহা),
সমাজে যারা ভালো কাজ করে, মানুষের উপকারে আসে তাঁরা মহান মানুষ। আমাদের বহু ইউটিবার আছে, এদের লাখ লাখ দর্শক। কিন্তু এরা তো সমাজের কোনো উপকার করছে না। বরং এদের মগজ দুর্বল করে দিচ্ছে। অথচ একদল লোক তাদের ফলো করে যাচ্ছে। যেমন আয়মান সাদিক, রাফসান, সালমান মুক্তাদির। এরা সমাজের উপকার না করেও নিজেরা লাভবান হচ্ছে। ইউটিউ টা এখন হয়ে গেছে নষ্টামির জায়গা। আর এই প্রজন্ম এসব নষ্টামি সমানে গিলছে। সমাজ নির্মানে এইসব ইউটিবারদের কোনো ভূমিকা নেই। ইউটিবার তৌহিদ আফ্রিদিকে দেখি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে। যাদের বাড়িঘর বন্যায় ডুবে গেছে, তৌহিদ আফ্রিদি তাদের কাছে গিয়ে সাহায্য সহযোগিতা করছে। কিন্তু অন্য কোনো ইউটিবার এগিয়ে আসছে না।
২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: গ্রেট। জাস্ট গ্রেট।
২| ২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:০২
আলমগীর সরকার লিটন বলেছেন: হু মেয়ে তো বড় হচ্ছে দোয়া করি আরও বড় হোক
২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।
আমার মনে আছে, আমার কন্যার প্রথম জন্মদিনে আপনি আমার কন্যাকে নিয়ে একটা কবিতা লিখেছেন এবং আবৃত্তি করেছেন।
৩| ২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২১
শায়মা বলেছেন: অনেক অনেক দোয়া বাবুটার জন্য।
২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: আপনার স্কুলে মেয়েটাকে ভরতি করা যাবে?
৪| ২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০০
শায়মা বলেছেন: যাবে না কেনো???
কিন্তু যদি প্লে গ্রুপে করো তো এখুনি ফর্ম নিতে হবে। আড়াই বছরে ফর্ম নিলে নেক্সট ইয়ার সাড়ে তিনে সে প্লেগ্রুপ এডমিশনের জন্য রেডি হবে।
তারপর নার্সারীতে দিতে চাইলেই আসন সীমিত হয়ে যাবে। অথবা থাকবেই না। কাজেই শুভস্য শীঘ্রম!
২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: আসলে আমি জানতে চাইছি দুই বছর ৮ মাসে ভরতি করা যাবে কিনা?
৫| ২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:২০
শায়মা বলেছেন: না যাবে না তো।
২১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: ্মনে হয় তিন বছর হতে হবে।
৬| ২০ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০৬
শাওন আহমাদ বলেছেন: মেয়েদের জন্য আদর ও দুআ রইলো। ভালো থাকুক তারা।
২১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৭| ২০ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২০
বাকপ্রবাস বলেছেন: কন্যার ডায়রী। মা মনিকে অনেক অনেক দোয়া
২১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৮| ২০ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬
মোগল সম্রাট বলেছেন:
পাঁচ বচ্ছরের আগে ইসকুলে দিয়েন না ভাই। কন্যার জন্য আদর।
২১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: সুরভির এরকমই ইচ্ছা।
৯| ২০ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৪৬
কামাল১৮ বলেছেন: খেলনার মাধ্যমে লেখাপড়া শিখাতে হবে।লেখা পড়ায় বাবা মাকেই সাহায্য করতে হয়।আপনার বড় মেয়ে নিজেই ছোট, সে কি শিখাবে।আনন্দের সাথে বেড়ে উঠুক এই কামনা করি।
আমার নাতি একমাস পরে চার বছর হবে।একমাস পরে ওকে ফুল টাইম স্কুলে দিতে হবে,সকাল নয়টা থেকে তিনটা পর্য্যন্ত স্কুল।মেয়ের চিন্তার শেষ নাই।এতটা সময় স্কুলে থাকতে পারবে তো।
২১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: একদম সঠিক।
১০| ২০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৯
গেঁয়ো ভূত বলেছেন: নিরন্তর শুভকামনা মামনির জন্য।
২১ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ।
১১| ২০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০১
মিশু মিলন বলেছেন: কন্যাকে ভালোবাসা-আদর। সে সৃজনশীল এবং সুন্দর চিন্তার মানুষ হোক।
২১ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১২| ২১ শে আগস্ট, ২০২৩ সকাল ৭:২৭
কাছের-মানুষ বলেছেন: দেখতে দেখতে ভাল বড় হয়ে গেছে। আপনার কন্যার প্রতি শুভকামনা রইল।
২১ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৩| ২১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের ফারাজ মামনির জন্যে অনেক অনেক দোয়া।
আমার মেয়েটাও বাবা বলতে পাগল।
আমাকে একেকবার একেক নামে ডাকে। কখনো বাবা, কখনোবা আব্বা, আবার আব্বু, ডেডি বা পাপা-ও চলে।
২২ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: বাহ!
আসলে মেয়েরা হচ্ছে ঢংঙ্গি। তাদের প্রথম ঢং শুরু হয় বাবার সাথে।
১৪| ২১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের ফারাজা* মামনির জন্যে অনেক অনেক দোয়া।
আমার মেয়েটাও বাবা বলতে পাগল।
আমাকে একেকবার একেক নামে ডাকে। কখনো বাবা, কখনোবা আব্বা, আবার আব্বু, ডেডি বা পাপা-ও চলে।
১৫| ২৩ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৭
ফাহমিদা বারী বলেছেন: বাহ চমৎকার লিখেছেন তো প্রিয় কন্যাকে নিয়ে! ফারাজার জন্য ভালোবাসা।
২৩ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
১৬| ২৪ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৫
জাহিদ অনিক বলেছেন: দারুণ ! কন্যা বড় হয়ে বাবার ব্লগে এসে আপ্লুত হয়ে যাবে .।
২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: সেও হয়তো একদিন ব্লগিং করবে।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪৯
শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: আপনার প্রিয় কন্যা আমার সিরিজ দ্বারা অনুপ্রাণিত আমার এই কবিতাটি
কবিতা-০৩: অনাগত রাজকন্যার প্রতি
আপনার পরিবারের জন্য নিরন্তর শুভকামনা