নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

চাঁদের বুকে ল্যান্ডিং করল ভারতের মহাকাশযান চন্দ্রযান!! সাধারন মানুষ যা ভাবছেন-

২৩ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৭



১। যে ভারতীয়দের দিনরাত ছব্বিশ ঘণ্টা গালি দিয়ে থাকি, তাদের থেকেই আমাদের শেখার সময় এসেছে-কীভাবে সকল সংকট-দুর্যোগ-দুর্বিপাকে এক হতে হবে।

২। সৃষ্টির গোপন রহস্য আবিষ্কার করে মানুষ জন্মের উদ্দেশ্যকে সার্থক করে তুলছে। মানুষের এই বিজয় দেখে মানুষেরই অলক্ষ্যে চেনা-অচেনা অন্য সব জীবেরা নিশ্চয়ই মানুষের মাথার ওপর পুষ্পবৃষ্টি বর্ষণ করছে।

৩। ধর্ম এক করতে পারেনি ৷ আজ বিজ্ঞান 140 কোটি ভারতবাসীকে এক সূত্রে বেঁধে দিয়েছে।

৪। ভারতের অনেক কিছুই তো উদাহরণ ۔۔۔তো তেমন শিক্ষা ব্যবস্থা আমাদের দাও ۔۔۔আমি কোটি কোটি বিশ্বজয়ী সোনার মানুষ দিবো।

৫। একটা তথ্য শেয়ার করি। এই অভিযানের বাজেট ছিল ৭৫ মিলিয়ন ডলার, যেখানে চন্দ্র অভিযান নিয়ে হলিউডের মুভি Interstellar বানাতে খরচ হয়েছিল ১৬৫ মিলিয়ন ডলার!

৬। ভারতও ধর্মান্ধ দেশ। ধর্মভিত্তিক রাজনৈতিক দল সে-দেশের ক্ষমতায় কিন্তু ওরা দেশপ্রেমিক। আমাদের দেশের মূল সমস্যাটা ধর্মে নয়, আমাদের দেশপ্রেমের অভাব আছে।

৭। সেই দিন আর বেশি দূরে নয়, আমরা চাঁদের মাটিতে একদিন ধান চাষ করে এই বিশ্বকে দেখিয়ে দিব।

৮। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের পর চাঁদে গেল ভারত। প্রতিবেশী দেশের সফলতায় আনন্দিত। অভিনন্দন ভারত! আগামীতে একদিন নিশ্চয়ই চাঁদে যাবে বাংলাদেশ। সেদিনের প্রতীক্ষায় রইলাম। কিন্তু বাংলাদেশের মহাকাশ সংস্থার প্রধান নাকি একজন কৃষিবিদ?

৯। ভারতে ক্ষুধা, দারিদ্র্য, ধর্মীয় বাড়াবাড়ি আর স্বাস্থ্যের সমস্যা আছে। অনেকে তর্ক তুলতে পারেন সেগুলোর সমাধান না করে চাঁদে যাওয়া কেন? তারা একসাথে সব লড়াইই চালিয়ে যাচ্ছে।

১০। অভিনন্দন ভারতবর্ষ! উপমহাদেশের একজন বাসিন্দা হিসেবে আমিও গর্ব অনুভব করছি। চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখা প্রথম ও চাঁদে পা রাখা চতুর্থ দেশ!

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২৩ রাত ১১:২৪

জ্যাক স্মিথ বলেছেন: আমাদের বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আধ্যাত্মিকতার দিন শ্যাষ।

২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে সম্ভব না।
আমাদের দেশে সম্ভব মসজিদ মাদ্রাসা বাড়ানো।

২| ২৩ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩০

কামাল১৮ বলেছেন: এই ছবিটা দেখে মনে হচ ভারতের পতাকা বাতাসে পত পত করে উড়ছে।কিন্তু চাঁদে বাতাস নাই।
৬,ভারত ধর্মান্ধ দেশ না সরকার ধর্মান্ধ।ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ।

২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: ছবিটা প্রতীকি।

৩| ২৩ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩৭

জ্যাক স্মিথ বলেছেন: কামাল১৮ - দারুণ একটা পয়েন্ট তুলে ধরেছেন। :) আজ থেকে ১০ বছর পরে বঙ্গ পিপল গবেষণা করে বের করবে ভারতের চন্দ্র অভিযান ভূয়া। পুরোটাই বলিউডে স্যুটিং করে বানানো হইসে। =p~

২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: এরকম কথা ধার্মিকেরা বলে থাকেন। আমাদের দেশের ধার্মিকরা অচুল মাল।

৪| ২৩ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩৯

কলাবাগান১ বলেছেন: স্পেস গবেষনা সংস্হা যদি ঈদের চাদ দেখা নিয়ে কাজ করে, তখন কোন আশা দেখি না। আোন্য পোস্টের কমেন্ট এখানে আবার করলাম
বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট আছে.....ভারত শুধুই নিজের ক্যাপাবিলিটি দিয়ে চাদে/মংগল (অরবিট) এ যেতে পারত না, বড় হেল্প এসেছে নাসা থেকে যারা তাদের নিজস্ব কমিউনিকেশন অন্য দেশকে ইউজ করতে দেয়। বাংলাদেশও আস্তে আস্তে চেস্টা করা আরম্ভ করতে পারে ....জাস্ট স্পেস এ ট্রাভেল করার মত যোগ্যতা হলেই পরে চাদ বা অন্য গ্রহে যাওয়ার চেস্টা আরম্ভ করা যেতে পারে। UAE did just that.
While Russian lander got destroyed during landing on moon, India got successful!!! Amazing feat. তবে কিছু বাংলাদেশী স্বভাবগত ভাবেই বিশ্বাস করে কন্সপিরিউসি থিয়োরীতে...তারা আমেরিকার চন্দ্রবিজয়কেই বিশ্বাস করে না যেটা হয়েছিল ১৯৬৯ সনে।

২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যটি বুঝতে বেগ পেতে হলো।

৫| ২৩ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:

৫। একটা তথ্য শেয়ার করি। এই অভিযানের বাজেট ছিল ৭৫ মিলিয়ন ডলার, যেখানে চন্দ্র অভিযান নিয়ে হলিউডের মুভি Interstellar বানাতে খরচ হয়েছিল ১৬৫ মিলিয়ন ডলার!

Interstellar মুভিটি চন্দ্র অভিযান নিয়ে তৈরি হয়নি ভাইজান। আপনিতো মুভিটি দেখেছেন।

২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: এই মুভিটা নিয়ে কি আপনি কোনো রিভিউ লিখে ছিলেন?

৬| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১২:২০

সুখী পৃথিবীর পথে বলেছেন: একমত। ভাল লিখেছেন।

২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ২৪ শে আগস্ট, ২০২৩ সকাল ৭:৫৩

ঢাবিয়ান বলেছেন: কিছু বাংলাদেশী স্বভাবগত ভাবেই বিশ্বাস করে কন্সপিরিউসি থিয়োরীতে...তারা আমেরিকার চন্দ্রবিজয়কেই বিশ্বাস করে না যেটা হয়েছিল ১৯৬৯ সনে। =p~ =p~ =p~

Millions Still Believe the 1969 Moon Landing Was a Hoax ,A July1970 poll found 30% of Americans declaring Apollo 11 to be a fake. They question why the flag astronaut Neil Armstrong planted on the moon could not possibly be rippling, because there is no air on the moon. সুত্র : VOA

মনে হয় ঐ মিলিয়ন আমেরিকানরা সব বাংলাদেশি আমেরিকান =p~

৮| ২৪ শে আগস্ট, ২০২৩ সকাল ৮:৩৮

মো: ফরিদ বলেছেন: সাধারন মানুষ :(

৯| ২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪৫

জাহিদ অনিক বলেছেন: স্পাররশো কে নিয়ে অনেক কটাক্ষ দেখতে পাচ্ছি

১০| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
লেখক বলেছেন: এই মুভিটা নিয়ে কি আপনি কোনো রিভিউ লিখে ছিলেন?
না এখনো লিখিনাই। তবে অতি সংক্ষেপে একটা রিভিউ লেখার ইচ্ছে আছে।

১১| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভারতকে অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.