নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কোন ধরনের ছেলেকে বিয়ে করলে স্ত্রী হিসেবে শান্তিতে থাকতে পারবেন

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩৫

ছবিঃ আমার তোলা।

শান্তি যা করার বিয়ের আগেই করে নিন ম্যাডাম।
বিয়ের পর জীবন থেকে শান্তি চলে যাবে। তখন শ্বশুর বাড়ির লোকদের মন রক্ষা করতে করতে আপনার দিন পার হবে। তারপর আছে স্বামীর নানান রকম বায়নাক্কা। আসল কথা হচ্ছে শান্তি আপনাকে কেউ দিবে না। শান্তি আপনাকে অর্জন করে নিতে হবে। এই সমাজের মানুষ গুলো তো ভালো না। তাদের চেষ্টাই থাকবে আপনার আনন্দ ও শান্তি নষ্ট করে দেওয়া। যাইহোক, আপনাকে খুঁজতে হবে একজন মানবিক ও হৃদয়বান ছেলে। যার মধ্যে সততা আছে। নীতি আছে। ভালোবাসা আছে, আন্তরিকতা আছে। দুষ্টলোক বিয়ে করলে সারা জীবন কাঁদতে হবে। তাই খুব সাবধান থাকবেন। স্বামী ভালো হলে আপনার জীবন আনন্দময় হবে। স্বামী মন্দ হলে আপনার দুঃখের শেষ থাকবে না।

লোভী ও বেকার ছেলে বিয়ে করবেন না।
সহজ সরল হাসিখুশি এবং ব্যাক্তিত্ববান একটা ছেলে বিয়ে করবেন। তবে ধার্মিক ছেলে থেকে সাবধান। ধার্মিকেরা ডেঞ্জারাস হয়। শিক্ষিত, রুচিশীল, রসিক, বুদ্ধিমান ও পরিশ্রমী ছেলে বিয়ে করবেন। দেশে ছেলের অভাব নেই। আপনাকে একজন ভালো ছেলে খুঁজে বের করতে হবে। যে আপনাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে এবং কখনও স্বামীগিরি ফলাবে না। তবে এটা মাথায় রাখবেন কেউ আপনাকে শান্তি দিবে না। শান্তি আপনাকে অর্জন করে নিতে হবে। স্ত্রী হিসেবে আপনার যা দায়িত্ব সেগুলো সুন্দর ভাবে পালন করবেন। একটা বিষয় মাথায় রাখবেন, সংসারে যত 'ছাড়' দিবেন সংসার তত আনন্দময় হবে। এই 'ছাড়' স্বামী স্ত্রী দুজনকেই দিতে হয়। তবে দুনিয়াতে কোনো স্বামীই ভালো হয় না। রাস্তায় সুন্দর নারী দেখলে হা করে তাকিয়ে থাকবেই।

আচ্ছা, আপনি বলেন তো কোন ধরনের মেয়েকে বিয়ে করলে স্বামী হিসেবে শান্তিতে থাকা যাবে?
একজন স্বামী শান্তিতে থাকতে পারবে- আপনি কি সেরকম স্ত্রী হতে পারবেন? সম্ভব? ঠিক সেভাবেই এক তরফা কিছু ভাববেন না। মানুষ সব সময় নিজের মতো করে ভাবে। ফলাফল ঘটে তার উলটো টা। কোটি কোটি নারী সংসার করছে না? স্বামী মদ খায়, মন্দ কাজ করে তবুও তার স্ত্রী তাকে ছেড়ে যায় না। স্বামী পরনারীতে আসক্ত তবুও তো তাঁরা স্ত্রী তাকে ছেড়ে যায় না। আপনার ভাগ্যে যা আছে, তাই ঘটবে, ভাগ্য বদলাতে আপনি পারবেন না। তার জন্য হাত পা নিয়ে বসে থাকলে হবে না। নিজের মেধা, রুচিবোধ, শিক্ষা কাজে লাগান। নিজের জীবনটাকে নিজের মনের মতো করে সাজিয়ে নিন। বুদ্ধিমতীরা তাই করে। আমাদের সমাজে অন্য দশজন মেয়ের বিবাহিত জীবন যেরকম কাটে আপনারও সেরকমই কাটবে। কিচ্ছু করার নেই। বিয়ের পর আপনার স্বামী অনেকখানি বদলে যাবে। বিয়ের আগে স্বামীর যে রুপ দেখেন নি বিয়ের পর সে রুপ দেখতে পারবেন। এটাই বাস্তবতা।

মানুষের জীবন অনেক ছোট।
এই ছোট্র জীবনে নারীদের জীবন অনেকবার বদলায়। বিয়ের পর নারীদের জীবন বদলে যায়। বিয়ের পর সংসারে নতুন শিশু আসার পর নারীদের জীবন আরো একবার বদলে যায়। সময়, জীবন সব সময় এক রকম থাকে না। সব কিছু আপনার মনের মতো হবে না। জীবনের চলার পথ মসৃন নয়। অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে মেয়েদের এগিয়ে যেতে হয়। এই সমাজে মেয়েদের বিপদ সবচেয়ে বেশি। এজন্য নারীদের ভালো ভাবে লেখাপড়া শেষ করতে হবে। ভালো রেজাল্ট করতে হবে। ভালো চাকরি বা বিজনেস করতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। তারপর বিয়ে। যেন বিয়ের পর স্বামীর কাছে হাত পাততে না হয়। আর কতকাল নারীরা বিয়ের আগে বাবা আর বিয়ের পর স্বামীর কাছে হাত পাতবে? নারীদের লেখাপড়া শিক্ষিত হতে হবে। যোগ্য ও দক্ষ হতে হবে। তাহলে নারীরা বিয়ের পরও মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: বোকাসোকা ভেড়া টাইপের সুদর্শন ছেলেকে মেয়েরা বিয়ে করলে শান্তিতে সংসার করতে পারবে।

২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: না। একদম না।

২| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১২:০৩

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




বিয়ে করতে গিয়ে এতো বাছ-বিচারের দরকারটা কি ? বিয়ের পর যদি "শান্তি" চলেই যায় তখন বিয়ে না করাই ভালো!
"কে চায়.....
হৃদয় খুঁড়ে
ব্যাথা জাগাতে হায়!" :P

২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: এইটা একটা ভালো কথা বলেছেন।

৩| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১:৫৯

কাছের-মানুষ বলেছেন: আপনি এই বিষয়ে বেশ অভিজ্ঞ এবং পটু, আশাকরি আপনার পরামর্শটুকু মেয়েরা মেনে চলবেন।

২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: মানলে অবশ্যই কিছু উপকার পাবে।

৪| ২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৫১

কামাল১৮ বলেছেন: প্রথম নিজে সাবলম্বী হয়ে সুখে থাকা অর্জন করতে হবে।বিয়ে পরের বিষয়।

২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: রাইট।

৫| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৩

জাহিদ অনিক বলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই।



সমস্যা হলো, দুজন মিলে সুখে থাকতে যেয়ে-
একজন আরেকজনের থেকে সুখ আরোহণ করে নিতে গিয়ে সুখের আর কিছুই থাকে না

২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: এই তো কবির মতো কথা। ভালো উপলব্ধি।

৬| ২৯ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:২৪

নাহল তরকারি বলেছেন: আপনার এই ব্লগ, আমার আগের স্ত্রীকে দেখাতে মনে চাচ্ছে।

২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: মেইল করে তালে পাঠিয়ে দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.