নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ১২৩

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৪১



সুরভি দু' দিনের জন্য তার বাবার বাড়ি গিয়েছিলো।
আমি যাইনি। সুরভি ফিরে আসার সময় ইলিশ মাছ রান্না করে নিয়ে এসেছে। রান্না ভালো হয়েছে। ইলিশ মাছটাও স্বাদ ছিলো। ইলিশ মাছ ভেজে পেঁয়াজ দিয়ে ভূনা করেছে। রাতে বেশ আরাম করে খেলাম। চার পিছ ইলিশ মাছ খেয়ে নিলুম। ঘটনা চক্রে দুপুরবেলাও ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি। দুপুরে ভাবী ইলিশ মাছ ভাঁজা পাঠিয়ে দিয়েছেন। গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাঁজা খেতে ভালোই লাগল। ইলিশ মাছের উপর বাঙ্গালীদের একটা অন্য ররকম টান আছে। ইলিশ মাছের স্বাদ অন্য সব মাছ থেকে আলাদা।

আমি বাজারে গেলাম।
উদ্দ্যেশ একটা আড়াই কেজি ওজনের রুই মাছ কিনব। এক কেজি চিংড়ি কিনবো। আর কিনবো টেংরা মাছ। বাজারে প্রচুর ইলিশ মাছ উঠছে। বড় বড় ইলিশ। দেখতেও ভালো লাগে। লাইটের আলোতে ইলিশ গুলো চকমক করছে। কি মনে করে দুটা ইলিশ কিনে ফেললাম। দুটা ইলিশ দাম নিলো তিন হাজার টাকা দিয়ে। দুই কেজি গরুর মাংস ১৬শ' টাকা। যাইহোক, বাজার থেকে মাছ দুটো কাটিয়ে নিলাম। বাসায় এসে দেখি সুরভির বাবা চারটা বড় ইলিশ মাছ পাঠিয়েছেন। হায় কপাল! আগে জানলে আমি ইলিশ দুটো কিনতাম না।

রাতে আমার চাচা বাসায় এলেন।
এই চাচাকে আমি পছন্দ করি না। অতি দুষ্টলোক। আব্বা মারা গেলো প্রায় তিন বছর হয়ে যাচ্ছে, এর মধ্যে চাচা একদিনও আমাদের বাসায় আসেন নাই। এই বদ চাচা চারটা ইলিশ মাছ নিয়ে এসেছেন। তার ঘটনা হলো- তাঁরা মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তিনি আমাদের বিয়ের কার্ড দিতে এসেছেন। অনেকদিন পর বাসায় আসছেন, খালি হাতে তো আর আশা যায় না। তাই তিনি মাওয়া চলে গেলেন সেখান থেকে ভাতিজাদের জন্য চারটা ইলিশ মাছ নিয়ে এসেছেন। চাচা আফসোস করলেন, মেয়ে বিয়ের পর স্বামীর সাথে কানাডা চলে যাবে।

যাইহোক, পত্রিকাতে পড়লাম-
১৭০ মণ ইলিশ, দাম অর্ধকোটি টাকা। কেমনে কি বুঝে আসে না। একথা সত্য- ইলিশ মাছের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। কিন্তু যারা খাওয়ার তাঁরা খাবেই, দাম যতই হোক। নিজের চোখেই দেখলাম- অনেক মানুষ ১৫/২০ টা করে ইলিশ মাছ একসাথে কিনে নিয়ে যাচ্ছে। তাঁরা দামও জিজ্ঞেস করছে না। শুনেছি, কলকাতার বাজার গুলোতেও প্রচুর ইলিশ মাছ বিক্রি হচ্ছে। দাম ঢাকার সমান সমান। বাংলাদেশ থেকেই ভারতে ইলিশ মাছ যায়।

ইলিশ মাছের কথা মনে হলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়!
মা বাসায় ইলিশ মাছ রান্না করলে সব সময়- দুই রকম করে রান্না করতো। একটা হচ্ছে, ইলিশ মাছ ভেজে পেঁয়াজ দিয়ে ভূনা। আর একটা হচ্ছে সাদা করে, বেশি করে পেয়াজ দিয়ে রান্না। সেই রান্নাতে হলুদ দিতো না। শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ। খেতে বেশ স্বাদও হতো। সুরভি ইলিশ পোলাউ রান্না করে। বাসার সবাই মজা করে খায়। কেন জানি ইলিশ পোলাউ আমার কাছে ভালো লাগে না। আপনারা মানুন আর না মানুন ইলিশ মাছের চেয়ে ইলিশ মাছের ডিম বেশি মজা লাগে।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ২:৩৯

কামাল১৮ বলেছেন: কাটার জন্য ইলিশ মাছ আমার পছন্দ না।আমার পছন্দ চাঁন্দা মাছা।
ইলিশমাছ রপ্তানি করে বাংলাদেশ ভালো আয় করছে।এখানেও বার মাস ইলিশ মাছ পাওয়া যায়। বাঙ্গালী দোকানদাররা বলে পদ্মার ইলিশ।
উপহার হিসাবে বোন জামাইকে শীতের জামা কাপড় দিতে পারের।এখানে আসলে আপনাদের কথা মনে পড়বে।জামাইকি আগে থেকেই এখানে থাকে না কি বিয়ের পর প্রথম আসবে।

৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: কাটা বেছে খেতে সমস্যা হয় ছোটদের। বড়দের কাটা বেছে খেতে সমস্যা নেই।

জামাই কানাডা থাকে, লেখাপড়া করে।

২| ৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ৮:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: শুনেছি তেলা মাথায় মানুষ তেল দেয়। তেমনই হয়তো :D :D :D

৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: কথাটা পুরোপুরি সত্য নয়।

৩| ৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ৮:৫০

শেরজা তপন বলেছেন: আপনার চাঁন কপাল। একদিনে এত্তোগুলো ইলিশ!!
আর দুইপিস ইলিশ খেলে আস্ত একখান ইলিশ খাওয়া হয়ে যেত।
ঠিক বলেছেন, ইলিশের ডিমের স্বাদের তুল্য আমি আর কিছুতে পাইনি।

৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: এত গুলো ইলিশ তো আর আমি একা খাবো না। পরিবারের সব সদস্যরা খাবে।
আপনি আমার বাসায় আসুন। আপনাকে ইলিশের ডিম খাওয়াবো।

৪| ৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



৬টি ইলিশ মাছ?

৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: মোট ১০ টি।

৫| ৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৩

ধুলো মেঘ বলেছেন: এমন সময় আপনার এই ব্লগ আমার সামনে এল, যখন আমি প্রায় বছরখানেক পর প্রথম ইলিশের স্বাদ পেলাম। আমার শ্যালকের বউ আমার জন্য রান্না করে পাঠিয়েছে। আমার বউ আর তার ভাই - কেউই ইলিশ মাছ পছন্দ করেনা। কিন্তু আমি আর আমার এই বোন আবার ইলিশের ডাই হার্ড ফ্যান। তাই মাঝে মাঝে ইলিশ মাছ রান্না হলে আমাকে তার আনন্দের শরীক করে নেয়।

৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: বাহ চমৎকার।

৬| ৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৩

আলমগীর সরকার লিটন বলেছেন: কৈশরে খুব খাইছি এলার্জি হতো না এখন ইলিশ খাইলেই এলার্জি হয় দাদা খুবি কম খাই,
ভাল থাকবেন--------

৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: ইলিশ নিয়ে আপনি কি কোনো কবিতা লিখেছেন?

৭| ৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:২৫

রানার ব্লগ বলেছেন: মজার ব্যপার আমি ইলিশের গন্ধ সহ্য করতে পারি না। প্রচন্ড মাথা ব্যথা হয় । আমার বাবা ইলিশ খেতে পছন্দ করতেন । বাসায় এলিশ কাটাকুটি হলে আমি নাক সিটকাতাম । আব্বা গম্ভির মুখে বসে থাকতেন । আমার বাবার একটা প্রীয় কাজ ছিলো তিনি বাজার থেকে বড় মাছ আনতেন । কিন্তু কেটে আনতেন না । বাসায় এসে একটা পান মুখে দিয়ে ঘেমে নেয়ে কেয়াকার হয়ে মাছ কাটতে বসে যেতেন । আমরা তিন জন মানে আম্মা আমি আর আমার বোন আব্বা কে ঘিরে বসে থাকতাম । আব্বা মাছ কাঁটা নিয়ে মজার সব গল্প বলতেন আর মাছ কাটতেন । ভদ্রলোক একজন ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন সে সাথে বাংলাদেশ সামরিক বাহিনীর একজন উচ্চপদস্ত কর্মকর্তা ছিলেন। কাটখোট্টা জীবনে এত্ত রস তিনি কোথায় পেতেন ভেবে পেতাম না ।

৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: আপনার বাবা চমৎকার মানুষ।

৮| ৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৩

লিংকন বাবু০০৭ বলেছেন: শুধু পেয়াজ লবন দিয়ে সাদা, ভাপা, ইলিশ রান্না দারুন একটা খাবার , খালি সাদা ভাত, সাথে সাদা ট্যালট্যালা ঝোল, অর্দ সিদ্ধ পেয়াজ দিয়ে মাখানো সাথে ১চিমটি লবন দিয়ে মাখেন, বাম হাতে গাড় সবুজ একটু লম্বাটে কাচা মরিচ রাখেন, স্বাদ কি আর কিছু বলতে হবে, আমি সিওর এন্ড চ্যালেন্জ আপনার চোখ স্বাদে বন্ধ হয়ে আসবে……. মনে মনে আসবে আহ্……………

৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: রাইট।

৯| ৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৩

অধীতি বলেছেন: ইলিশের ডিম চুরি করে খেয়ে ফেলতাম রান্নার কড়াই থেকে।

৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: সাবাশ।

১০| ৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইলিশের ডিম পছন্দ করেনা এমন মানুষ পাওয়া মুশকিল।

৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: করলা দিয়ে ইলিশ মাছের ডিম ভাজি খেয়ে দেখবেন।

১১| ৩০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪১

বাকপ্রবাস বলেছেন: আমাকে যদি বলা হয় একটা মজার খাবারের নাম বলতে, আমি বলব ইলিশ মাছির ডিম

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: হ্যাঁ রাইট।

১২| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৪১

ঢাবিয়ান বলেছেন: ইলিশ মাছ প্রিয় , কিন্ত ইলিশের ডিম ভাল লাগে না । আমার মা প্রচুর কাচা পেয়াজ, কাচা মরিচ , সামান্যা মসলা ও লেবু দিয়ে ইলিশ মাছ স্টিলের টিফিন বক্সে ঢুকিয়ে ভাপে রান্না করতেন। সেই স্বাদ এখনো মুখে লেগে আছে।

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: ভাপা ইলিশ আমি কখনও খাই নাই।

১৩| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার বাসা দেখি ইলিশে ইলিশে সয়লাব!!! বাহ!!!

আপনি কি দুই/তিন আগে লালমাটিয়া এসেছিলেন? আপনার মতো একজনকে দেখলাম!

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: লাল মাটিয়া গলির ভিতরে যাইনি।
আমি আসাদ গেট থেকে সংসদ ভবন পর্যন্ত হেঁটে এসেছিলাম। তারপর বাসে উঠেছি।

১৪| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪৮

শামীম আশরাফ বলেছেন: তবে কি জানেন, সরষে ইলিশের মজাই আলাদা। এত স্বাদ হয় কি করে বুঝিনা।

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: আসলে ইলিশ মাছ সব রকম ভাবেই ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.