নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। ফাঁসির আগে দাদা আশুতোষ জেলে দেখা করতে গিয়ে ভাইকে বললেন ‘তোর চশমাটা দে।
একটা কিছু তো আমার কাছে রাখি। শুনে ভাইটি জবাব দিলেন ‘দাদা, চশমাটা আমি এখন দিতে পারব না। চোখে হাইপাওয়ার তো। ফাঁসির মঞ্চে যদি হোঁচট খাই, এরা ভাববে বাঙালির ছেলে আমি মৃত্যুর আগে ভয় পাচ্ছি। চশমাটা আমার মৃত্যুর পরে নিও।’ এই হলেন মৃত্যুঞ্জয়ী কানাইলাল দত্ত।
২। কয়েকদিন আগে একটি ফেসবুকীয় ইসলাম দেখেছিলাম, আজকে আরেকটা দেখা গেলো।
ফেসবুকে এই কাহিনী ঘোরাঘুরি করে। জান্নাতে আল্লাহ নিজে কোরআন পড়ে শোনাবেন। সেটা শুনে জান্নাতবাসীরা মোহিত হয়ে যাবে। -আল্লাহ সুরা আর-রহমান পড়ে শোনাবেন। জান্নাতের জাতিয় সঙ্গীত হবে সুরা আর-রহমান। এমন ফেসবুকীয় আবেগী ইসলামিক কেচ্ছা দেখে লোকজন লাইক আর শেয়ার করে অস্থির। সেই সাথে আমিন লিখতে লিখতে ভরিয়ে ফেলে।
৩। মানিক বন্দ্যোপাধ্যায় এর দিবারাত্রির কাব্য অনেকেরই পড়া। তারই বিশেষ একটা লাইন পড়ে মনে হয়েছিল - প্রচণ্ড বৃষ্টির এ রকম তুলনা কি করে কেউ ভাবতে পারে? চিন্তাই করতে পারি না!
মালতির খুব সরল মনের মেয়ে আনন্দ! আনন্দ সমুদ্রে প্রবল বৃষ্টি দেখে বলেছিল 'কি বৃষ্টি নেমেছে! সমুদ্রটা পর্যন্ত ভিজে যাবে'। যে সমুদ্র সীমাহীন জলের আধার- সেটা ভিজে যাবে!!
৪। উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন একটি সাংবাদিক সম্মেলনে ঘোষনা করলেন,
উত্তর কোরিয়া সূর্যে মানুষ পাঠাবে আগামী দশ বছরের মধ্যে। এক সাহসী সাংবাদিক জিজ্ঞাসা করলেন ," কিন্তু সূর্য তো প্রচন্ড গরম৷ কী করে আপনি মানুষ পাঠাবেন স্যার?'' কিছুক্ষন পিনপতন নৈশঃব্দের পর কিম জং উন ধীরে ধীরে উত্তর দিলেন, ''আমরা রাত্রে মানুষ নামাব ৷''হল ভেঙ্গে পরল হাততালিতে । অল্প হেসে কিম প্রশংসা কুড়োলেন।
হোয়াইট হাউসে কমলা হ্যারিস ও তাঁর সহকর্মীরা এতক্ষন সাংবাদিক সম্মেলনটি TV তে লক্ষ করছিলেন ।কিমের উত্তরের পর তিনি কপালে চাঁটি মেরে বললেন , '' কী রকম ইডিয়ট , রাতে তো সূর্যই থাকে না , নামবে কোথায়?" তাঁর ক্যাবিনেট হাততালিতে ভেঙ্গে পরল।
৫। আমরা সুখে আছি তার অর্থ হলো অন্যরা দুঃখে আছে।
আমরা ধনী তার অর্থ হল অন্যরা গরীব। অর্থাৎ আমাদের সমস্ত ভোগ-বিলাস আর আনন্দ সবই স্বার্থপরতা। আমরা অন্যকে পরাজিত, অসহায় আর ব্যর্থ করে আজ সফল হয়েছি। কিংবা আমরা পরাজিত, অসহায় আর ব্যর্থ হয়ে অন্যদের জয়ী অর্থাৎ সফল করেছি।
৬। শুন্যে লাফাচ্ছে হরিণ। এক লাফে তেইশ হাত। আর বাঘ যায় এক লাফে বাাইশ হাত। তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়। কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়। কারণটা কি?
কারণ হল হরিণ লাফাতে লাফাতে কখনও কখনও পেছন ফিরে তাঁকায়। বাঘের চাইতে সে কতোটা এগিয়ে আছে বুঝার জন্য। আর এটাই হয় সর্বনাশের কারণ। পেছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই তেইশ হাত পিছনে চলে আসে। শুন্যে লাফাচ্ছে হরিণ। এক লাফে তেইশ হাত। আর বাঘ যায় এক লাফে বাাইশ হাত। তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়। কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়।
(সংগৃহীত)
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬নং এডিট করে ঠিক করে দিব।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভারতের বিজ্ঞানীরা মনে হয় চাঁদে গিয়ে ভূমিকম্পের মধ্যে পড়েছিল। ভারত এখন সূর্যের উদ্দেশ্যে নভোযান পাঠাবে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: ভারত এগিয়ে যাক। তাতে আমি খুশি।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২১
জ্যাক স্মিথ বলেছেন: ৪ নাম্বারটা ভালো লগেছে বেশি। কিন্তু চাঁদের ভুমিকম্পের ব্যাপারটা বুঝলাম না চাঁদে তো মানুষ নেই তাই পাপ পুণ্যের ও কোন ব্যাপার নেই তাহলে চাঁদে ভুমিকম্প হয় কেন?
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: সাইদি হয়তো জানে।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৯
নাহল তরকারি বলেছেন: সূর্যেও কি ভূমিকম্প হয়?
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: মনে হয় না।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭
বাউন্ডেলে বলেছেন: প্রকৃতির উপস্থিতি একটি চলমান প্রক্রিয়া । না হওয়াটাই অস্বাভাবিক।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: ওকে।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কিম আর কমলা হ্যারিসের জোকসটা দারুণ!
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০০
রানার ব্লগ বলেছেন: উত্তর করিয়ার টা জম জমাট ছিলো ।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৯
শাওন আহমাদ বলেছেন: ৫ নং টাচ করেছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫
নয়ন বড়ুয়া বলেছেন: ৪ নম্বরটা বেশ হয়েছে... কয়েকবার পড়েছি...
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১৯
সোহানী বলেছেন: ভাবনার জোকস্........
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
অফিসে বসে জোকস পড়তে খারাপ লাগল না। এখন বেশ ফ্রেশ লাগছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: গ্রেট।
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪
বিষাদ সময় বলেছেন: চমৎকার সংগ্রহ। তবে ৬ নম্বরে একই কথা দুবার এসেছে।