| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
  
কীর্তনখোলা নদী!
আমি আর সুরভি নৌকায় করে যাচ্ছি, 
সুন্দর বিকেল। নদী শান্ত। ঠান্ডা বাতাস। 
বাতাসে সুরভি'র শাড়ির আঁচল উড়ছে; 
মাঝি আপন মনে নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছে। 
আমাদের নৌকাটা যাচ্ছে নাম না জানা একটা গ্রামের পাশ দিয়ে। 
ছোট ছেলে-মেয়েরা নদীতে লাফা-লাফি করছে, 
একলোক তার মহিষকে গোছল করাচ্ছে। 
এক নদী কত কিছু সয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে!  
হঠাত মুহূর্তের মধ্যে আকাশ ভরা মেঘ দেখা দিল! 
চারপাশ গাঢ় অন্ধকার হয়ে গেল, মাঝির মুখে আতঙ্ক। 
বলল, তুফান আইতাছে গো। তুফান! 
প্রচন্ড ঝড় শুরু হলো। 
আমরা দু'জন জানি না সাঁতার। আমি সুরভি'র হাত ধরলাম। 
আর কি আশ্চর্য, বিশাল এক ঢেউ এসে আমাদের নৌকাটা উলটে দিল! 
আমরা পানিতে তলিয়ে যাচ্ছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। 
ঠিক তখন আমার ঘুম ভাঙল। 
দেখি, ঘুমের মধ্যে সুরভি আমার হাত ধরে রেখেছে। 
ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর সাড়ে চারটা। 
সুরভি'কে ঘরে রেখে আমি ছাদে গেলাম। 
অনেকদিন ভোরের আকাশ দেখি না। 
 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: হ্যাঁ ছবিটা অনেক আগের। 
তা প্রায় ৬/৭ বছর তো হবেই।
২| 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ২:৩২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুন্দর হয়েছে।
 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: হ্যাঁ মনে আছে।
৩| 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ২:৩৪
নজসু বলেছেন: 
আমিও ভাবছি রাজীব ভাইয়ের ছবিটা বেশ আগের মনে হয়।
লেখাটা পড়লাম।
 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: এটা একটা কবিতা।
৪| 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ২:৩৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুণ লুক।
 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৫| 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৪:০২
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক শুভ কামনা জানাই
সবসময় ভাল থাকবেন----------
 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: তা সব কিছু মিলিয়ে ভালোই আছি।
৬| 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৪:০৪
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: সুন্দর লিখেছেন। সুন্দর যুগল ছবি। ভালো থাকুন।
 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।
৭| 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৪:৪১
করুণাধারা বলেছেন: বেশ ভালো লাগলো।
 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৮| 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:৪৪
আকতার আর হোসাইন বলেছেন: বাহ, চমৎকার। কেমন আছেন আপনি? দিনকাল কেমন যাচ্ছে?
 
০৬ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: ভালো আছি।
দিনকাল ভালো যাচ্ছে।
৯| 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৭
কামাল১৮ বলেছেন: নায়ক নায়িকার মতো লাগছে।
 
০৬ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: হে হে---
১০| 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৮:৩৬
মেঠোপথ২৩ বলেছেন: ছবির ব্যকগ্রাউন্ড খুব সুন্দর। সেই সাথে আপনারাও
 
০৬ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১১| 
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:১১
শূন্য সারমর্ম বলেছেন: 
ভালো লেগেছে।
 
০৬ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ২:৫১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১২| 
০৬ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১২:০৪
কাছের-মানুষ বলেছেন: ছবিটাতে আপনাকে বেশ কচি লাগছে! 
কবিতাটি ভাল হয়েছে। 
এর আগে আমার যতদুর মনে পরছে আপনি "প্রতিশোধ" নামক একটি সিরিজ লেখতেন, সিরিজটিতে আপনি যাদের পছন্দ করেন না তাদের বিভিন্ন ধরনের শব্দ বোমা নিক্ষেপ করতেন কবিতার ঢং এ । অনেকদিন ধরে পাচ্ছিনা সিরিজটি!
 
০৬ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ২:৫২
রাজীব নুর বলেছেন: একজন আমাকে সেই সিরিজটা লিখতে মানা করেছেন। 
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
১৩| 
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ২:১৩
চারাগাছ বলেছেন: 
আপনার কবিতা ছবির সাথে উতরে গেলো।
কারণ ছবিটা এতোটাই ভালো ছিল।
 
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: হ্যাঁ টেকনিক কাজে লেগেছে।
১৪| 
০৮ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১২:৪১
মৌন পাঠক বলেছেন: কবিতারা এভাবেই আসে, কলমের ডগা ছুয়ে
১৫| 
০৮ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১২:৪৮
মৌন পাঠক বলেছেন: সুরভী আমার ক্লাসমেট।
সেদিন ওরে বললাম, 
দেখ, মানুষ মানুষের নিকট অনেক কিছুই চায়,
আমি ও তোর কাছে কিছু চাই
অজানা আতংকে ওর মুখ পাংশুবরণ ধারন করল,
কল্পনার চোখে দেখে নিলাম
মানুষ কত বিচিত্র প্রানী, 
কত বিচিত্র তার চাওয়া, 
এত বিচিত্র চাওয়া সামলানো!
ঈশ্বর ও পারেনি
ওর উত্তর কিংবা পার্মিশনের ধার না ধারি
"তেল দিবি? খানিক তেল!"
অনেকেই অনেক কিছুই চায়,
ভালোবাসা, ভালো-বাসা
প্রেম, শরীর, কাম
ওসব কিচ্ছু চাইনারে,
খানিক তেল চাই.. দিবি?
মনে রাখিস, এপারে দিলে ১ ফোটা
ওপারে পাবি সত্তর গুন
দেনা, তেল!
 
০৮ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: বাহ চমৎকার।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ২:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিটা অনেক আগের, তাই না? লুক সুন্দর হয়েছে।