| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
  
খবরের কাগজে পড়লাম, এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে। 
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য আমি ছুটে চললাম- মধুমতি নদীতে। 
জাহাজ এর নাম- স্টিব অস্টিন। 
আমি মধুমতি'র পাড়ে দাঁড়িয়ে সত্যি সত্যি দেখলাম, জাহাজটি অর্ধেক ডুবে গেছে। 
আমি একটি নৌকা ভাড়া নিয়ে জাহাজটির সামনে যেতেই, 
এক পুলিশ অফিসার বলল- না, জাহাজের কাছে যাওয়া যাবে না। নো, নেভার। 
আমার নৌকার মাঝি বলল, আপনাকে আগেই বলেছিলাম- ওই জাহাজের সামনে যাওয়া নিষেধ আছে। 
পুলিশটি সমানে চিৎকার করে যাচ্ছেন। 
আমি মাঝিকে সাহস দিয়ে চলে এলাম একদম জাহাজের সামনে। 
লাফ দিয়ে জাহাজে উঠে পড়লাম। 
পুলিশ অফিসারটি বলল, সাহস করে চলেই যখন এসেছেন, তাহলে দুপুরে আমার সাথে ভাত খান, খুব খুশি হবো। 
মেন্যু অতি সামান্য। ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি, কাইক্কা মাছ ভূনা আর ঘন ডাল। 
হঠাত আমার মনে হলো, পুলিশ অফিসারটি চাচ্ছে- আমি যেন এই ডুবে যাওয়া জাহাজটির সাথে তলিয়ে যাই।
 
ভালো করে লক্ষ্য করে দেখলাম- পুলিশ অফিসারটি আমার পূর্ব পরিচিত। 
সে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছে- ধরুন, আমার হাত ধরুন। নয়তো আপনি ডুবে যাবেন। সময় খুব কম। 
আমি এক আকাশ বিস্ময় নিয়ে পুলিশ অফিসারের চোখের দিকে তাকিয়ে আছি। 
ঠিক তখন কে যেন আমার কানে ফিসফিস করে বলল- ''প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা''। 
ঘুম ভেঙ্গে গেল। সারা শরীর ঘামে ভেজা। 
ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর চারটা। সুরভি গভীর ঘুমে। 
আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম, আকাশ ফরসা হতে শুরু করেছে। 
ভোরের আকাশ দেখা- দারুন একটা ব্যাপার।
 
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
২| 
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৩:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: ছোটকালে সিক্স মিলিয়ন ডলার ম্যান দেখতাম।  ঐ টিভি সিরিজের নায়কের নাম ছিল স্টিভ অস্টিন।  
এই ধরণের হাবিজাবি স্বপ্ন সাধারণত খারাপ জীনেরা দেখিয়ে থাকে।  ওদের এই ক্ষমতা আছে।  আপনি কোন ভালো হুজুরের সাথে যোগাযোগ করেন।  আপনার পরিচিত কেউ না থাকলে আমার কাছে একজন অভিজ্ঞ এবং বয়স্ক হুজুর আছে।  উনি এখন পটুয়াখালী থাকে।  উনি ঐ জায়গা থেকেই এই চিকিৎসা করতে পারবেন।  জীনেরা কোন কুফরি বা বান মেরে থাকলে সেগুলির চিকিৎসা করা সম্ভব।  আপনার প্রাক্তন কোন প্রেয়সী হয়তো কাউকে দিয়ে বান মেরেছে আপনার উপরে তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য।
 
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: জনাব আসসালামু আলাইকুম।
৩| 
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৪:০৯
ডার্ক ম্যান বলেছেন: সাচু ভাই @, হাবিজাবি স্বপ্ন নিয়ে আপনার জোকস ভালো ছিল
 
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: উনাকে ভালো জ্বীনেরা ভালো স্বপ্ন দেখায়।
৪| 
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:১৯
সোনাগাজী বলেছেন: 
মধুমতি নদীটা কোন এলাকায়, মাছ পাওয়া যায়?
 
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: ফরিদপুর এলাকায়। 
মাছ পাওয়া যায়। কিন্তু অনেক কম।
৫| 
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:৪২
শেরজা তপন বলেছেন: সাড়ে চুয়াত্তরের উপদেশটা খারাপ নয়।
তবে আপনি ওইকাম ভুলেও করবেন না। এমন মজার মজার সপ্ন না দেখলে  আমরা ব্লগে নিত্য নতুন গল্প পাব কোত্থেকে।
 
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: উনি বিরাট অভিজ্ঞ মানুষ। 
আমার ধারনা ৫/৭ টা জ্বীন উনার পকেটেই থাকে।
৬| 
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৮:০১
কামাল১৮ বলেছেন: হিং টিং ছট কবিতার যেমন অর্খ আছে,আপনার কবিতার কোন একটা অর্থ আছে।
 
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: ননসেন্স রাইম যেমন- আমার কবিতাও সেরকম এটা ভাবা ভুল হবে। 
কবিতায় যেটুকু বলা হয় না সেটাই কবিতা।
৭| 
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:১৩
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: এখানে একটা বিষয় লেখতে ভুলে গেছেন, নাকি ইচ্ছে করে দেন নি বুঝতে পারছিনা। পুলিশ টা কি নারী, না পুরুষ? রূপবতী নারী হবার কথা।  
  
  ![]()
 
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: হা হা হা----
৮| 
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ওয়ালাইকুমুসসালাম ভাই।  
খারাপ জীন বেশী থাকে বাথরুমে আর নোংরা জায়গায়।  তাই বাথরুমে ঢোকার সময় পড়বেন; 
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবা-ইস।
অর্থ : হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ-জ্বিন ও দুষ্ট নারী-জ্বিনের অনিষ্ট থেকে। (বুখারি, হাদিস : ১৪২ )
অথবা এই দোয়া -
ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ
উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবা-ইস।
অর্থ : আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ! আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ-জ্বিন ও দুষ্ট নারী-জ্বিনের অনিষ্ট থেকে। (মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাদিস : ৫)
টয়লেট থেকে বাইরে আসার পর আরেকটি দোয়া পড়ার কথা বলা হয়েছে। দোয়াটি হলো—
الحمدُ للهِ الذي أَذْهَبَ عَنَّى الأَذَى وعَافَانِي
উচ্চারণ : আলহামদুলিল্লা হিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি
অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমার হতে কষ্টদায়ক বিষয়সমূহ দূর করেছেন এবং আমাকে নিস্তার দিয়েছেন। (আবু দাউদ, হাদিস  : ৩০ : ইবনে মাজাহ, হাদিস : ৩০১) 
রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সুরা ইখলাস, সুরা ফালাক আর সুরা নাস পড়বেন।  তাহলে এই জীনেরা এই ধরণের আজে বাজে স্বপ্ন দেখাতে পারবে না।  আশিক জীন আর চালান জীনের ব্যাপারে সতর্ক থাকবেন।  
একবার একটা শয়তান জীন হুমায়ূন আহমেদকে দিনে দুপুরে রাস্তার মধ্যে এসে মানুষের বেশে কি যেন বলে গিয়েছিল রাগের সাথে।  এখন মনে পড়ছে না কি বলেছিল।  ওনার একটা বইয়ে উনি নিজে লিখেছিলেন যে এটা সম্ভবত জীন ছিল।  ডঃ জাফর ইকবাল ছাত্র থাকা অবস্থায় ওনার এক বন্ধুকে প্ল্যানচেট দেখাতে গিয়ে সেই বন্ধুকে বিপদে ফেলে দেন।  পরে কাছের এক মসজিদের হুজুর এসে দোয়া দরুদ পড়ে সেই ছাত্রটাকে উদ্ধার করে।  ডঃ জাফর ইকবাল নিজে ওনার একটা বইয়ে এই কথা লিখেছিলেন।  নামটা এখন মনে করতে পাড়ছি না।  হুমায়ূন আহমেদের সাথে সম্ভবত জীন ছিল।  একবার উনি নুহাস পল্লীতে একটা গাছের গোঁড়ার পাশে খুড়তে বলেন তার লোকদেরকে।  তিনি সেখানে কোন সমস্যা মনে করছিলেন।  পরে খোঁড়ার পরে দেখা যায় ঐ গাছের নীচে বিভিন্ন রকমের পোকা মাকড় গাছটাকে খেয়ে ফেলছে।  
কোন সাপ দেখলেই মারতে যাবেন না।  তাকে আগে জিজ্ঞেস করবেন 'তুই কি জীন?'।  সত্যি যদি জীন হয় তাহলে সেখান থেকে চলে যাবে।  বাংলাদেশের অনেক মাদ্রাসায় ভালো জীনেরা পড়াশুনা করে।  জীন সাধারণত সাপ, কুকুর বা পাখির বেশে থাকে।  আমেরিকাতেও জীন আছে ওরা ইংরেজিতে কথা বলে।
 
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: জনাব আপনি তো জানেন আমি একজন কুসংস্কার মুক্ত মানুষ। 
আধুনিক মানুষ। আধুনিক চিন্তার মানুষ। মুক্তমনা। জ্বীন, পরী, ভূত ইত্যাদিতে আমার বিশ্বাস নেই।  আপনার কথা বিশ্বাস করবে মাদ্রাসার ছেলেমেয়েরা।
৯| 
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১:২৯
ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: ... জ্বীন, পরী, ভূত ইত্যাদিতে আমার বিশ্বাস নেই।
কোরআনের আয়াত নিয়ে আপনার দ্বিমত আছে?
 
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: আমি তর্ক করবো না। তর্কে যাবো না। 
ভালো থাকুন।
১০| 
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ২:০৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পোস্টের কবিতাটা সুন্দর হয়েছে।
 
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। 
ভালোবাসা জানবেন।
১১| 
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ৮:০২
ইল্লু বলেছেন: লেখার ভঙ্গীটা  চমৎকার-স্বপ্নটাও,ইলিশ মাছের ডিম,পচ্ছন্দের মাছটাও খাওয়া হলো।পুলিশ জনগনের বন্ধু হলো।
ঘুমটা ভাঙ্গলো মিষ্টি কথায়।
 
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: হ্যাঁ এরকমই।
১২| 
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৮:২৯
জ্যাক স্মিথ বলেছেন: আমি আজ খুব দারুণ একটা স্বপ্ন দেখতে ছিলাম, কিন্তু একজন এসে ডাকাডাকি করে ঘুম ভাঙ্গিয়ে দিসে, আমার মেজাজটা চ্রম খ্রপ হইছিলো তখন  
 । আজ সারাদিন আমার মন ভালো নেই, আজকে আগেই শুয়ে পড়ব, দেখি ওই স্বপ্নটা যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু করা যায় কি না। 
আর আপনি একজন মুসলিম হয়ে জ্বীন অবিশ্বাস করতে পারেন না, আপনার তো গুনাহ হবে।
 
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: স্বপ্নটা দেখুন। 
তারপর আমাদের জানান। 
গুনাহ  হলে সমস্যা নাই। কাফফারা দিয়ে গুনাহ মাফ পেয়ে যাবো।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ২:৩১
বাউন্ডেলে বলেছেন: ভালো লিখেছেন।