নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আগামী বছরটা বিশ্ববাসীর জন্য ভয়ঙ্কর হবে।
আগে আমাদের দেশের কথা বলি- অনেক লোক না খেয়ে মারা যাবে। তখনও সরকার বলবে দেশ উন্নয়নের মহাসড়কে। বিনা চিকিৎসায় মারা যাবে দরিদ্র মানুষেরা। তখনও সরকার বলবে দেশ থাইল্যান্ড, সিঙ্গাপুর হয়ে গেছে। জিনিসপত্রের দাম আরো বাড়বে। জনগন মনে মনে রাগে ফুঁসবে। তবু মাঠে নামবে না। দেশে নব্য ধনীদের সংখ্যা বাড়বে। দেশের প্রধানমন্ত্রী থাকবেন গ্রেট শেখ হাসিনা। দেশে বেকারের সংখ্যা আরো বাড়বে। দেশে চারিদিকে এক ধরনের অদৃশ্য হাহাকার দেখা যাবে। দেশের এলিট শ্রেনীরা বিলাসিতায় মত্ত থাকিবে মদ, জুয়া ও নারীতে। আর দরিদ্রর শ্রেণীরা কোনো রকমে ডাল ভাত খেয়ে হলেও বেঁচে থাকতে চাইবে। শেখ হাসিনা বুঝতে পারছেনে না, শুধু মাত্র অবকাঠামো উন্নয়ন দিয়ে দেশের উন্নতি হয় না। দেশের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত হতে হয়, চাকরি সৃষ্টি করতে হয়। দেশে লেখাপড়ার মান একদম তলানীতে। দেশের মানুষ শুধুমাত্র খেয়েপরে বেঁচে থাকার জন্য চাটুকারিতা করছে, দালালি করছে। ধনীরা চাটুকারিতা আর দালালি অনেক পছন্দ করে।
রাশিয়ার পুতিন আর দক্ষিন কোরিয়ার কিম জং বিশ্ববাসীর জন্য বিপদ ডেকে আনবে।
তাঁরা নিজেদের ক্ষমতা দেখার জন্য বিশ্বের ভয়ানক ক্ষতি করবে। আমেরিকা তাদের কিছুই করতে পারবে না। আমেরিকা শুধু পর্যবেক্ষন করে করেই সময় পার করবে। চীনের দীর্ঘদিনের গোপন ইচ্ছা তাঁরা বিশ্ব মোড়ল হবে। এজন্য তাঁরা পুতিন আর কিম জং এর সাথে হাত মিলাবে। পাকিস্তানে দরিদ্র লোকের সংখ্যা বাড়বে। শ্রীলঙ্কা তাদের বিপদ কাটিয়ে উঠবে। অন্যদিকে আফগানিস্তানের নারীরা ধর্মের কারনে কোণঠাসা হয়ে মানবেতর জীবনযাপন করবে। সৌদি তাদের প্রাচীন কুসংস্কার গুলো ভাঙতে শুরু করে দিয়েছে অলরেডি। সৌদির দেখাদেখি অন্য মুসলিম দেশ গুলো নিজেদের কুসংস্কার হয়তো দূর করবে। এদিকে উন্নত দেশ গুলোতে আমাদের দেশের কতিপয় লোকজন গাড়ি বাড়ি করবে। অর্থ্যাত সেকেন্ড হোম প্রস্তুত। বসুন্ধরা, সামিট গ্রুপ, এস আলম এবং রাজনীতিবিদেরা এবং তাদের ছত্রছায়ায় থাকা লোকজন ধীরে ধীরে দেশের টাকা পাচারে ব্যস্ত আছে। এবার রাজনীতিবিদদের ছাত্রছায়ায় থাকা বহু লোক এমপি হওয়ার জন্য মরিয়া হয়েছে। এইসব চোর গুলো এমপি হতে পারলে- পুরো দেশ ফাঁকা করে দেবে।
আগামী বছরে বিশ্বে কয়েকটা বড় ধরনের ভূমিকম্প হবে।
তাতে এক কোটি লোক মারা যাবে। কারণ, হচ্ছে মানুষ প্রকৃতির বারোটা বাজিয়ে দিয়েছে। এজন্য প্রকৃতি নিজেকে টিকিয়ে রাখতে নিজেই ব্যবস্থা গ্রহন করবে। বিশ্বের অনেক দেশে খাদ্যাভাব দেখা দিবে। পৃথিবীর ওজোন রেকর্ড সংখ্যক বেড়ে যাবে। বায়ু মন্ডলের ওজোন স্তর ভারী হবে। পৃথিবীর অনেক শহর দুষিত শহরে পরিনত হবে। উত্তর মেরুর বরফ গলতে শুরু করবে। নীচু দেশ গুলো পানিতে ডুবে যাবে। ভূমিকম্পের পাশাপাশি বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যায় দারুন ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বের বনাঞ্চল দারুন ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ব নেতারা একজোট হয়ে বিশ্ব সমস্যা নিয়ে মিটিং করবেন এবং সেলফি তুলবেন। দরিদ্র দেশ গুলোতে চুরী, ডাকাতি, খুন বেড়ে যাবে। আমাদের দেশের মানুষ গুলো একধাপ এগিয়ে যাবে মানবতাহীনের দিকে। আমাদের দেশের মানুষের মন থেকে বিশ্বাস একেবারে উঠেই যাবে। কেউ কাউকে বিশ্বাস করবে না। এমনকি বাবামা তার সন্তানকে পর্যন্ত বিশ্বাস করবে না। স্ত্রী স্বামীকে বিশ্বাস করবে না। সবর্ত্রই দেখা দিবে অরাজকতা। তবে ধর্ম ব্যবসায়ীদের আয় কমে আসবে।
আগামী বছর বিশ্বে অশ্লীলতার হার কয়েক গুণ বেড়ে যাবে।
নারী পুরুষ জনপ্রিয়তা পাওয়ার জন্য নিজের উলঙ্গ ভিডিও নিজেই প্রকাশ করবে। ফেসবুক, টিকটক আর ইউটিউব হবে মিথ্যার সবচেয়ে বড় আখড়া। যেসব পেশাতে অসৎ পথে টাকা ইনকামের সুযোগ আছে, সেসব পেশায় যাওয়ার জন্য মানুষ হিংস্র হয়ে উঠবে। দেশে যাদের আর্থিক অবস্থা ভালো তাঁরা দেশ ছেড়ে চলে যাবে। এই পোড়া দেশে কেউ থাকতে চাইবে না। ওবায়দুল কাদের চিবিয়ে চিবিয়ে বলবেন, দেশে এখন উন্নত মানের চিকিৎসা পাওয়া যায়। তারপরের দিন উনি চেকাপের জন্য সিঙ্গাপুর যাবেন। ক্ষমতাসীন লোকেরা বলবে, বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে। তাই ক্ষমতাসীনদের ছেলেমেয়েরা উন্নত দেশে স্থায়ীভাবে বসবাস করছে। আশার কথা হচ্ছে আগামী নির্বাচনের পর শেখ হাসিনা দেশের দূর্নীতিবাজদের গ্রেফতার করবেন এবং দেশে বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না। মির্জা ফখরুল কপাল চাপড়াবেন এবং হায় হায় করবেন। অন্যদিকে ফালু, মির্জা আব্বাস হায় হায় করবেন না। কারণ তাঁরা অনেক কামিয়েছেন। তাদের কয়েক পুরুষ পায়ের উপর পা তুলে আরামে পার করে দিতে পারবেন।
আমাদের দেশের মানুষের ব্যাক্তিত্ব থাকবে না।
হোক সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী অথবা চাকরিজীবি। ধর্মের প্রতি মানুষের অনীহা বাড়বে। যে হুজুর ওয়াজে চিৎকার করে বলেছেন, অমুক সূরা পড়লে কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। সেই হুজুর দীর্ঘদিন হাসপাতালে ভরতি থাকবে হবে। সূরায় কাজ হবে না। এসি লাগানো সুন্দর সুন্দর মসজিদ গুলো খালি পড়ে থাকবে। অন্যদিকে গান বাজনার অনুষ্ঠান গুলোতে লোকজন দিয়ে ঠাসা থাকিবে। জ্ঞানীরা কাজ করবে, অজ্ঞানীরা অযথাই হাউকাউ করে ক্যাচাল করে সময় পার করবে। ভারত অনেক দেশকে পেছনে পেলে এগিয়ে যাবে। ভারতের লোকজন উন্নত দেশ গুলোতে নিজেদের মেধার পরিচয় দেবে। আর বাংলাদেশের লোকজন ড্রাইভিং করবে, বাগান পরিস্কার করবে, ঝাড়ুমোছার কাজ করবে। তাতেও দেশের রেমিটেন্স আসবে। একসময় শুধু মাত্র মধ্যপ্রাচ্যের দেশ গুলো থেকে বড় অংকের রেমিটেন্স আসতো। এখন আমেরিকা, ইতালি, মালোশিয়া, দুবাই থেকেও আসছে। এবছর তো ইতালি থেকে আসা রেমিটেন্স রেকর্ড করেছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৬
রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুণ। জিলাপী পাবেন।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭
নতুন বলেছেন: সবই এখন চলছে, আগামী বছর ১০% বাড়িয়ে বাজেট করলেই নাকি?
আগে আমাদের দেশের কথা বলি- অনেক লোক না খেয়ে মারা যাবে। তখনও সরকার বলবে দেশ উন্নয়নের মহাসড়কে।
আপনি তো অনেক সময় পথে ঘুরে বেড়ান। ঢাকায় কত লোক প্রতিদিন না খেয়ে মারা যায় বলতে পারেন?
আমার তো মনে হয় দেশে এখন মানুষ অনন্তত না খেয়ে মারা যায় না। অনেকেই কস্ট করে এটা ঠিক। কিন্তু না খেয়ে মারা যায় কত জন?
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: আর কয়েক মাস অপেক্ষা করুণ। তারপর আমার কথার সাথে মিলিয়ে দেখতে পাবেন।
ঢাকা শহর একটা চক্কর মারুন। অসংখ্য ক্ষুধার্থ ও অসুস্থ মানুষ আপনার চোখে পড়বে। চোখ থেকে চশমা খুলুন। আপনার নজরে পড়বে।
বড় রাস্তা গুলোতে হেটে গেলে দেখবেন, একজন মা তার ছোট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। পথচারীদের অনুরোধ করছে তার বাচ্চাটিকে একটি রুটি কিনে দেওয়ার জন্য।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৬
বাউন্ডেলে বলেছেন: এ ব্যাপারে আপনার ব্যক্তিগত প্রস্তুতি কি রকম ? ঝাতি জানতে চায় ।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: আমার সমস্যা হবে না। যা আছে- খেয়েপরে বেঁচে থাকতে পারবো।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৪
সোনাগাজী বলেছেন:
কিম জং উত্তর কোরিয়ার ডিক্টেটর, আপনার টাইপো আছে!
আমেরিকায় ও ইউরোপে ক্রমেই গাড়ী থেকে নির্গত গ্যাস কিছুটা কমে আসবে; ইলেক্ট্রিক গাড়ী বাড়ছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: ধনী দেশ গুলো ভালোই থাকবে। মরবে দরিদ্র দেশের লোকজন।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: না রাজীব দা আপনার ভাবনা সত্যের পথে
দেখা যাক কি হয়-------------------
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: আপনি জিলাপী পাবেন না। আপনার মন্তব্য আমি কখনই বুঝি না।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৮
শাওন আহমাদ বলেছেন: এতোকিছু হবে কিনা জানিনা, তবে সত্যিই যে বাজে কিছু হতে যাচ্ছে তা টের পাওয়া যাচ্ছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: আগামী বছর বিশ্বে প্রায় ১ কোটি লোক মারা যাবে। ভূমিকম্প, ঝড় তুফান, আগুন, রোগ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০২
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো বলেছেন।
কিম,শি ও পুটিন বিশ্বকে কোথায় নিয়ে যাবে তা দেখার বিষয়।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: আমেরিকার উচিৎ পৃথিবীর দুষ্ট লোকদের বন্ধী করে রাখা।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
খুরশীদ আলম বলেছেন: যথার্থ লিখেছেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: আপনাকে আমিত্তি দেওয়া হবে।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৩
কামাল১৮ বলেছেন: জানুয়ারির প্রথম দিকে দিলে ভালো হতো।এ বছরটা কেমন যাবে।যাই হোক কিছু প্রেডিকশন ঠিক আছে।
অতীত এবং বর্তমান যারা ভালো বিশ্লেষণ করতে পারে তারা সেই আলোকে ভবিষৎ ব্যাখ্যা করতে পারে।যেটা করেছেন মার্কস ও এঙ্গেলস।তারা আধি সাম্যবাদ সামন্তবাদ এবং পূঁজিবাদের ধারাবাহিকতায় সাম্যবাদের কথা বলেছেন।যেটা পৃথিবীর বিরাট সংখ্যক লোকের মাঝে প্রতিষ্ঠিত হয়ে ছিলো।পুঁজিবাদিরা সেটা নষ্ট করে দিয়েছে।পূজিবাদের বিকাশের শেষ স্তরে আবার আসবে সাম্যবাদ।কারণ বিকাশ থেমে থাকবে না।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: জনাব, আমি জ্যোতিষী সেজে ভবিষ্যৎ বানী করিনি।
মার্কস, লেলিনসহ সকলেই মূরগীর ঠ্যাং চিবাতে চিবাতে পুঁজিবাদের বিরুদ্ধে বলেছেন। ফলাফল শূন্য।
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩১
ঢাবিয়ান বলেছেন: একদিকে এরকম পোস্ট দেন আবার বিভিন্ন কমেন্টে গিয়ে আওয়ামিলীগের গুনগান করেন !!!!
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ যে গুলো ভালো কাজ করেছে, সেগুলোর গুণগান না করাটাই অন্যায়।
আবার যেসব কাজ মন্দ করেছে, সেগুলো না বলাটাও অন্যায়।
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৩৩
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার ধারনা ঠিক আছে বলে আমার মনে হয়েছে। মহান রাব্বুল আলামিন মানব জাতিকে হেদায়াত দিন, সত্য ও সুন্দরের পথে জীবন-যাপন করার তৈফিক দিন এটাই চাওয়া। ধন্যবাদ।
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪৪
কামাল১৮ বলেছেন: মন্তব্যই নিতে পারেন না।,পোষ্ট লিখলে কি অবস্থা হবে।তাই পোষ্ট লিখি না।আমার পোষ্ট পড়ার জন্য যে মানসিকতার দরকার তেমন পাঠক ব্লগে খুব কম।
মার্কস লেনিনের কি সুন্দর সমালোচনা করলেন।মন ভরে গেলো।
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: আমি আন্তরিক দুঃখিত।
আমি আপনার মন্তব্যের উত্তর যথাযথভাবে দিতে পারি নি।
ক্ষমা করবেন।
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩০
আমি নই বলেছেন: এরশাদ সাহেব যেহেতু বলেছেন সেহেতু চিন্তার বিষয় কিনা এটা নিয়েই কনফিউজড। কিছুক্ষন পরে আবার হয়ত দেখা যাবে এই পোষ্টের একটা কাউন্টার পোষ্ট নিজেই দিয়ে বসে আছেন।
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: এইসব বাদ দেন।
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৮
আমি নই বলেছেন: লেখক বলেছেন: এইসব বাদ দেন।
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: আমার দুইটা লেখা একসাথে মিলাবেন না। তাহলে আর সমস্যা হবে না। দুই রাস্তা দুই দিকে যায়।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: পুরাটাই পড়লাম।