নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শরৎ একটি মহৎ ঋতু

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৩

ছবিঃ আমার তোলা।

খুব শ্রীঘই শরৎ কাল শুরু হবে।
আমার প্রিয় ঋতু। অথচ কবি সাহিত্যিকেরা যুগ যুগ ধরে বর্ষা বন্দনা করেছেন। শরতকাল সবচেয়ে সুন্দর নদীর পাড়ে। চারপাশ কাশফুলে সাদা হয়ে থাকে। আকাশ থাকে গভীর নীল। যদিও মাঝে মাঝে মেঘ এসে জমা হয়। বৃষ্টিও হয় সামান্য। চারপাশের পরিবেশটা মোলায়েম থাকে। নদীতে পাল তোলা নৌকা গুলো হেলেদুলে চলে। শরৎকালেই বোধহয় রবীন্দ্রনাথ 'মেঘ ও রোদ্র' গল্পটি লিখেছিলেন।

কেউ মরে গেলে পৃথিবীটা থেমে যায় না।
সূর্য উঠবে। ভোরবেলা পাখি ডাকবে। ওয়া ওয়া করে নবজাতক কান্না করবে। লোকে খাবে, হাগবে, ঘুমাবে, স্বপ্ন দেখিবে, সহবাস করবে এবং ধান্দাবাজি করে যাবে, যেমন করতো বরাবর। আমি মরে গেলে কি হবে? কে কাদবে? কে শোক করবে? কে খুশি হবে? আমার মেয়েটার কি হবে? মৃত্যুচিন্তা মানুষ কে দুর্বল করে দেয়। অসহায় করে তোলে। চলমান জীবন যাপনে ব্যাঘাত ঘটায়।

মৃত্যুর চিন্তা বাস্তবিক সব মানুষই কম বেশি করে।
সংসার, অফিস আদালত, আড্ডা, ঘুম, অবসর যাপন, ভ্রমণ ইত্যাদিতে মৃত্যুচিন্তা হয়তো সাময়িক ভাটা পড়ে। কিন্তু শয়নে স্বপনে ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকেই ধাবিত হচ্ছি। আশার কথা হচ্ছে মানুষের মৃত্যু হলে পুরোপুরি মানুষ মরে যায় না। তার কিছু থেকে যায়। জাগতিক পরিচয়ে নয়, সে এক ভিন্ন অস্তিত্ব এবং ভিন্ন জগৎ। না জানি সেই জগৎ কত রহস্যময়। আহ সেই জগৎ সম্পর্কে যদি মৃত্যুর আগেই জানা যেত!

একজন মানুষকে চিনতে অনেক সময় লাগে।
আমাদের নবীজিকেও চিনতে চল্লিশ বছর সময় লেগেছিলো। নবীজি এই দুনিয়াতে জন্ম না নিলে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করতেন না। বিশ্ব নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। নামাজ পেয়েছি। আমাদের ভাগ্য ভালো যে আমরা শেষ নবীর উম্মত। আমরা যতই পাপ করি না কেন, নবীজি আমাদের বেহেশতে নিয়ে যাবেন। এজন্যই ওলি আউলিয়ারা বলেছেন, আল্লাহ কে পেতে হলে আগে নবীকে পেতে হবে।

একটু কষ্ট করে দুনিয়াতে কোরআন হাদীস মোতাবেগ চলতে পারলে।
পরকালে আছে শান্তি আর শান্তি। দুনিয়া তো অল্প দিনের। পরকাল হলো অসীম। দুষ্ট লোকদের আল্লাহ কবরেই কঠিন শাস্তি দিবেন। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার উপায় পর্যন্ত নবীজি বলে দিয়ে গেছেন। সূরা মূলক বেশি বেশি করে পড়তে বলেছেন। পৃথিবীর মোহে পড়ে মানুষ নানা ভুল ও অন্যায় করে যাচ্ছে। হাশরের ময়দানের কথা মানুষ ভুলে গেছে। আমাদের মনে রাখতে হবে, স্কুল কলেজের শিক্ষা ইহকালের জন্য কিন্তু মাদ্রাসার শিক্ষা ইহকাল পরকাল দুই জাহানের জন্য।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫২

সোনাগাজী বলেছেন:




মুসলমানেরা যত পাপই করুক না কেন, নবী (স: ) মুসলমানদের বেহেশতে নিয়ে যাবেন?

এই কারণেই মুসলমানেরা পাপ করতে ভয় পাচ্ছে না! ইহার ফলে, মুসলমানেরা সামাজিক আইনকে মানে না?

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: আসলে লোকজন পরকাল টা মনে হয়ন বিশ্বাস করছে না। কারো মধ্যে পরকালের ভয় নেই।
তাই সকলে অন্যায় করছে, পাপ করছে।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৪

কামাল১৮ বলেছেন: নবী নিজেই চিন্তায় ছিলো তিনি বেহেস্তে যেতে পারবেন কি না।এই বিষয়ে হাদিস আছে।
মৃত্যু নিয়ে চিন্তা করার মতো ফালতু সময় আমার নাই।যেটা আমি চিন্তা করে কিছুই করতে পারবো সেটা নিয়ে চিন্তা করা মানে সময়ের অপচয় করা।
পরকালে শান্তি নাই আছে হুরী।৭২ টা হুর আমার কাছে বিড়ম্বনা।তার পর তাদের যে বর্ণনা নীল ছবিকে হার মানায়।এ সবের জন্য যারা লালায়িত তারা বেহেস্তে যাক, আমি এর মাঝে নাই।
শরৎ একটা ঋতু।যার কোন চেতনা নাই।সেটা আবার মহৎ হয় কি ভাবে।সুন্দর হতে পারে।অথবা অন্য কোন বিশেষণ দিতে পারেন।

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান মানুষ।
বেহেশত জায়গাটা যে বর্ননা পেয়েছি, তাতে আমারো বেহেশত পছন্দ নয়।
শরৎকাল আপনার পছন্দ নয়? আপনিই বলুন অন্য কোনো ঋতু কি শরতের ধারে কাছে আসতে পারবে?

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪০

শূন্য সারমর্ম বলেছেন:


কাশফুল দেখি বহুদিন,ঢাকায় কোথায় আছে?

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: রামপুরা আফতাব নগর প্রচুর কাশফুল হয়। ছেলেমেয়েরা সেখানে যায়। ছবি তোলে, টিকটক করে।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: শরৎ মানে সাদা মেঘের ভেলা আর কাশবন ফুলে ফুলে সাদা ।

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: শরত মানে শারদীয়। পুজোর কথা মনে করিয়ে দেয়। ডাকঢোল।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: জীবনে সবসময শরৎ আসুক রাজীব দা
ভাল থাকবেন

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: নবীজি (সা) আমাদের সবাইকে বেহেশতে নিয়ে যাবেন এই কথা ভুল। ভুল কথা না লেখাই ভালো।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ ভুল হতে পারে।
তবে আমি জানি এবং বিশ্বাস করি- নবীজি তার উম্মদের অবশ্যই বেহেশতে নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.