নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ইলিশ মাছ আপনি কিভাবে খেতে পছন্দ করেন?

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১২:০৬



ইলিশ এমন একটা মাছ যেভাবেই খান খেতে ভালো লাগবে।
ভেজে খেতে পারেন। ঝোল করে খেতে পারেন। এমনকি ভর্তা বানিয়েও খেতে পারেন। যেভাবেই খান না কেন খেতে ভালো লাগবে। কারো কারো কাছে সর্ষে ইলিশ ভালো লাগে। কারো কারো কাছে ভাঁজা ইলিশ ভালো লাগে। যেমন কারো কাছে পাহাড় ভালো লাগে, আবার কারো কাছে সমুদ্র ভালো লাগে। আমি ইলিশ মাছ ভাঁজা খেতে পছন্দ করি পোলাউ দিয়ে। ইলিশ মাছ ভেজে বেগুন আলু দিয়ে ঝোল করলেও খেতে মন্দ লাগে না। অনেকে কাচকলা দিয়ে ঝোল করে ইলিশ মাছ অনেক পছন্দ করে। কলকাতার লোকজন সর্ষে ইলিশ বেশি পছন্দ করে।

ঢাকা থেকে মাওয়া এলাকায় লোকজন ইলিশ মাছ খেতে যায়।
সেখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে। একটা আস্তো ইলিশ কিনবেন। তাঁরা সেটা আপনাকে ভেজে দিবে আপনি গরম ভাত দিয়ে খাবেন। বললে তাঁরা আপনাকে মাছের কিছু অংশ নিয়ে ভর্তা করে দিবে। তবে মাওয়াতে যে ইলিশ পাওয়া যায়, সেটা তাঁরা ঢাকা থেকে কিনে নিয়ে যায়। কোন নদীর ইলিশের স্বাদ বেশি সেই আলাপে যাবো না। বেহেশতে ইলিশ মাছ পাওয়া যাবে কিনা জানি না। কোরআন শরীফে পিঁপড়া নিয়ে সূরা আছে। ইলিশ মাছ নিয়ে কোনো সূরা নেই। যাইহোক, এমন কোনো বাঙ্গালী খুঁজে পাওয়া যাবে না- যে ইলিশ মাছ পছন্দ করেন না।

আমার বউ সুরভি ইলিশ পোলাউ রান্না করে।
বাসার সবাই আগ্রহ নিয়ে খায়। এমনকি আমার সমস্ত আত্মীয়স্বজন গন্ধে গন্ধে বাসায় চলে এসেছে। তাঁরা ইলিশ পোলাউ খেয়ে মুগ্ধ হয়েছে। তবে ইলিশ পোলাউ আমার পছন্দ না। ইলিশ মাছ ভাঁজা আমার দারুন লাগে। আমার মা দুই ভাবে ইলিশ রান্না করতো। ইলিশ মাছ ভেজে বেশি করে পেঁয়াজ দিয়ে ভূনা করতো। আরেকটা হলো- সাদা ইলিশ। প্রচুর পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ না ভেজে রান্না করতো। বেশ কিছু কাঁচা মরিচ দিতো । দারুন লাগতো খেতে। এখন মা রান্না করে না। সারাদিন ইউটিউব দেখে। যদি বলি মা আজ তুমি রান্না করো। মা বলে রান্না ভুলে গেছি রে।

ইলিশ মাছের ডিমের কথা না বললে অন্যায় হবে।
পৃথিবীতে যত ভালো ভালো খাবার আছে, তার মধ্যে ইলিশ মাছের ডিম একটা। আমাদের এক আত্মীয় করলা ভাজি করতো। তার মধ্যে ইলিশ মাছের ডিম দিয়ে দিতো। খেতে ভালোই লাগতো। কিছুদিন আগে সুরভি তার বাপের বাড়ি গিয়েছিল। তাকে আনতে আমি গিয়েছিলাম। সেদিন সুরভি ইলিশ মাছ ও ইলিশের ডিম দিয়ে অনেক পদের রান্না করেছিলো। প্রতিটা আইটেম দারুন হয়েছিলো। আজকাল অবশ্য ইলিশ মাছের ডিম ভাগে পাই না। বাসায় অনেক গুলো বাচ্চাকাচ্চা আছে। তারাই খেয়ে নেয়। আমার কন্যা ফারাজা সে ইলিশ মাছের ডিম অনেক পছন্দ করে।

তখন আমি ক্লাস এইটে পড়ি।
আব্বা এক কাজে খুলনা গিয়েছিলো। ফেরার সময় আব্বা একশ' পিছ ইলিশ মাছ নিয়ে বাসায় আসে। এত মাছ একসাথে দেখে আমি অবাক। সেই মাছ মা আমাদের এলাকার প্রতিটা বাড়িতে দুটা করে দিয়েছিলো। আমার ইচ্ছা আছে, একসাথে একশ' মাছ কিনে এনে সুরভিকে অবাক করে দেবো। যাইহোক, আগামীকাল আমার এক বাসায় ইলিশ মাছ খাওয়ার দাওয়াত আছে। গোপনে যেতে হবে। সে বলেছে, তোমার যখন যেটা খেতে ইচ্ছা করবে, আমাকে জানাবে। অবশ্য আমি তাকে কখনই বলি না। এজন্য সে প্রতিমাসে জোর করে একদিন আমাকে খাওয়ায়। তার রান্না সুরভির মতো না। মোটামোটি।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২৩ রাত ২:০৩

কামাল১৮ বলেছেন: ইলিশ মাছ আমার পছন্দের মাছ না।একদিন খেলে পরের দিন আর ভালো লাগে না।অথচ অনেক মাছ আমি সারা বছর খেতে পারি।ছোট মাছ আমার বেশি পছন্দ।

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: বয়স হয়ে গেলে মানুষের রুচি বদলে যায়।

২| ০২ রা অক্টোবর, ২০২৩ ভোর ৪:২৬

সোনাগাজী বলেছেন:




গত ১০ বছরের মাঝে ১ বারও ইলিশ মাছ খেতে পায়নি, এমন বাংগালী দেশে আছে?

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: জানি না।
থাকতে পারে।

৩| ০২ রা অক্টোবর, ২০২৩ ভোর ৬:১৭

অহরহ বলেছেন: ইলিশ মাছে খুব কাটা, তারপরও খেতে মজা। ইলিশ ভাজি আমার পছন্দের, তারচেয়ে ভালো ইলিশের ডিম।

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: ফুলেও কাটা থাকে।

৪| ০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ৭:১৪

ঢাবিয়ান বলেছেন: কে কি মন্তব্য করছে দেখতে আসলাম ।

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

৫| ০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ৮:৩৬

শেরজা তপন বলেছেন: আপনার ছবির মাছটি স্বুসাদু হবে

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: আসলে ভালো করে রান্না করলে যে কোনো নদীর ইলিশ মাছই দারুন লাগে।

৬| ০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৭

আলমগীর সরকার লিটন বলেছেন: এখন খেলে আমার এলার্জি হয়

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: এলার্জির জন্য লোকে কি খাওয়া ছেড়ে দেবে?

৭| ০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ১০:০০

ধুলো মেঘ বলেছেন: আমি পছন্দ করি লাউ দিয়ে অথবা কুমড়ো দিয়ে। মাওয়া ঘাটের ইলিশ আমার একদমই পছন্দ না। এরা ভেজে এমন কড়কড়ে করে, যে মাছের গন্ধ থাকে, কিন্তু স্বাদ থাকেনা।

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: একদম সঠিক কথা বলেছেন।

৮| ০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৬

শাওন আহমাদ বলেছেন: তরকারি ব্যাতীত শুধু হলুদ,মরিচ আর লবন দিয়ে ঝোল আর ইলিশের ডিম ভেঙ্গে কচুরু মুখি কিংবা বেগুনের ঝোল।

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: আহ হা !!!!

৯| ০২ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

করুণাধারা বলেছেন: রান্না করে। ;)

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: হি হি--

১০| ০৩ রা অক্টোবর, ২০২৩ রাত ১২:১৩

ইফতেখার ভূইয়া বলেছেন: ইলিশ এবং ইলিশ -এর ডিম ভাজা দুটোই আমার ভীষণ প্রিয় তবে সাথে ডাল থাকতে হবে। B-)

০৩ রা অক্টোবর, ২০২৩ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: বাঙ্গালীরা বাসায় যত খাবারই রান্না করুক। ডাল থাকবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.