নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সময় তখন মধ্য রাত।
বাইরে ঝুম ঝুম বৃষ্টি!
দরজায় ঠক ঠক শব্দ! যদিও কলিংবেল আছে।
বিছানা থেকে নেমে পিনহোল দিয়ে তাকিয়ে দেখি একটি মেয়ে।
সাদা জামা পরা, হাতে অনেক গুলো সাদা ফুল!
আমি মেয়েটিকে চিনতে পারলাম,
অনেক বছর আগে মেয়েটি আত্মহত্যা করেছিল।
আমি ভয় পাচ্ছি, দরজা খুলতে ভরসা পাচ্ছি না।
মেয়েটি করুনা মাখা গলায় বলল দরজা খুলো...
আমি বললাম, কি চাও?
মেয়েটি বলল- ফুল গুলো তোমার হাতে দিয়েই চলে যাবো।
আমি কি দরজাটি খুলবো?
আমার খুব অসস্থির লাগে, আমি ঘুমের মধ্যেই ছটফট করতে থাকি।
০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: মডারেটর সাহেবকে জিজ্ঞেস করেন।
২| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৫৫
অধীতি বলেছেন: এটা কি নাগরিক জীবনের হতাশা? মাঝে মাঝে এরকম স্বপ্ন দেখে ধপ করে উঠে বসি।
০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশের নাগরিক জীবন আনন্দময় না।
৩| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৩২
কামাল১৮ বলেছেন: ভালো ঘুম হলে এমন স্বপ্ন দেখে।অনেক দিন কোন স্বপ্নই দেখি না।স্বপ্নরা মনে হয় শেষ হয়ে গেছে।
০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: জেগে জেগেও স্বপ্ন দেখা যায়।
৪| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ২:২৫
জনারণ্যে একজন বলেছেন: চ্যাট জিপিটি জিন্দাবাদ।
এবং গুগল ভায়া ডাবল জিন্দাবাদ।
এই দুই বেচারাকে অবলম্বন করে যে কত তথাকথিত "সবজান্তা শমসের" দোর্দন্ড-প্রতাপে রাজত্ব করছে ....!
০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: হায়রে মাল্টি!
৫| ০৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: দরজা খুলে দেন। মাঝে মাঝে ভুত পেত্নির সাথে আপনার দেখা করা উচিত
০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৯
রাজীব নুর বলেছেন: আচ্ছা।
৬| ০৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৭
শিশির খান ১৪ বলেছেন: আপনি ঠিক আছেন ?
০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২০
রাজীব নুর বলেছেন: সামান্য সমস্যায় আছি।
লম্বা সময় ধরে মাথা ব্যথা করে। চখেও সমস্যা হচ্ছে। ছোট লেখা দেখি না।
৭| ০৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪১
অরণি বলেছেন: আপনি কে কমেন্ট ব্যন?
০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: জ্বী।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:১৬
আমি সাজিদ বলেছেন: আপনি ভাই এত সময় কিভাবে পান? আপনি কি ব্লগ থেকে বেতন পান? ফুল টাইম ব্লগিং করেন?