নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছাত্রলীগের ইনকাম কেমন?

১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১:০৯



বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ কোনো বেতন পায় না।
কেন পাবে? তারা তো ছাত্র। শিক্ষক নয়। তবে ছাত্রলীগের নেতারা অনেক ধনী। প্রচুর টাকার মালিক হয়েছে তারা। তাদের গাড়ি, বাড়ি, ফ্লাট, ব্যাংক ব্যালেন্স সবই আছে। এই তো কয়েকমাস আগে এক ছাত্রলীগ নেতা তার নতুন কেনা ফ্লাটের জন্য একসাথে ৮৪ লাখ টাকার ফার্নিচার কিনলো। আরেক ছাত্রনেতা বউ বাচ্চা নিয়ে আমেরিকা ভ্রমণে গেলো। আরেক ছাত্রলীগ নেতা বর্তমানে লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। মাঝে মাঝে মনে হয়- দেশটাই ছাত্রলীগের। দেশটাই আওয়ামীলীগের। আমরা দুধ ভাত।

দুদক যদি সঠিক পথে কাজ করতো তাহলে ছাত্রলীগের বহু পোলাপান জেলে থাকতো।
এমনকি আওয়ামীলীগের বহু নেতাও কারাগারে থাকতো। নব্যধনীরা অসৎ পথেই ধনী হয়েছে। যাইহোক, গত পনের বছরে ছাত্রলীগ দেশের জন্য কি করেছে? কিছুই করে নাই। করেছে মারামারি। কাটাকাটি। শেখ মুজিবের উচিত ছিলো যুদ্ধের পরেই ছাত্রলীগকে অফ করে দেওয়া। তাতে দেশের ভালো হতো। শেখ হাসিনাও ছাত্রলীগকে অফ করলেন না। ছাত্রলীগ তো মূলত জল্লাদ। ওরা প্রচন্ড হিংস্র। ছাত্রলীগের প্রধান কাজই কি মিটিং মিছিলে লোক জোগাড় করা?

মিটিং মিছিল থাকলে প্রায়ই দেখা যায় ছাত্রলীগের পোলাপান বিকট শব্দে হর্ন বাজিয়ে রাস্তা দিয়ে যায়।
স্বাধীনতা যুদ্ধের পর ছাত্রলীগ দিয়ে দেশের কোনো কল্যাণ হয় নাই। ছাত্ররা কেন রাজনীতি করবে? ছাত্রদের প্রধান কাজ হচ্ছে লেখাপড়া। আর যদি রাজনীতি করতেই হয়, তাহলে আগে লেখাপড়াটা ভালো করে শেষ করতে হবে। মূলত যারা ছাত্রলীগ করে তারা দেশের জন্য ছাত্রলীগ করছে না। তারা টাকা ও ক্ষমতার জন্য ছাত্রলীগ করছে। দেশ নিয়ে ওদের কোনো লক্ষ্য নেই। শেখ মুজিবকে যখন হত্যা করা হয়, তখন কোথায় ছিলো- ছাত্রলীগ?

ভালো ছেলেরা ছাত্রলীগ করে না।
রাজনীতি করে না। ছাত্রলীগ নেতারা কিভাবে এত টাকার মালিক হলো- এর উত্তর দিবেন শেখ হাসিনা। সত্যি কথা বলতে কি দেশের জন্য কাজ করতে হলে রাজনীতি করার প্রয়োজন নেই। শুধু ইচ্ছা টুকু থাকলেই হবে। সহজ সরল সত্য কথা হলো- এই যুগটাই হচ্ছে ইতরের যুগ। লোকজন পুলিশে জয়েন করে ঘুষ খাওয়ার জন্য। সরকারি চাকরি করতে চায়- ঘুষ খাওয়ার জন্য। রাজনীতি করে সীমাহীন টাকা কামানোর জন্য। আমাদের জাতিতে ভালো মানুষ কম। ইতরের সংখ্যা বেশি। আমি তো চারিদিকে ভালো মানুষ খুঁজে পাই না। চারিদকে শুধু ইতর আর ইতর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায়ই দেখা যায় ছাত্রলীগ নেতা হেটে যায়।
তখন তার সাথে থাকে একদল পোলাপান। কেন? ক্যাম্পাসে একাএকা হেটে গেলে কি বাঘে খেয়ে ফেলবে। নাকি ছাত্রলীগ নেতার পেছন পেছন হাটা বিরাট ভাগ্যের ব্যাপার? মাঝে মাঝে পুলিশের সাথে হেলমেট বাহিনী দেখা যায়। এই হেলমেট বাহিনী কি ছাত্রলীগ নয়? গত পনের বছরে দেশের জন্য ছাত্রলীগ কি কি করেছে তার হিসাব কারো কাছে আছে? মনে আছে আপনাদের, দিনের বেলায় একছেলেকে কিভাবে কুপিয়ে মেরেছিলো এই ছাত্রলীগ? ভয়াবহ। এরা জল্লাদের চেয়ে কম নয়। শেখ হাসিনার উচিত তাদের বলা, তোমরা লেখাপড়ায় মন দাও। দেশকে ভালোবাসো। অসৎ হয়ো না। লোভ করো না।

মন্তব্য ৩৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১:১৮

মুনাওয়ার সিফাত বলেছেন: হাস্যকর কথা বললেন যে শেখ হাসিনার ছাত্রলীগকে ভালো হতে বলা । ছাত্রলীগকে নোংরামি করার দায়িত্ব হাসিনা খোদ নিজেই দিয়েছে। আগে হাসিনা পূজা ছাড়েন। ছাত্রলীগ না থাকলে হাসিনার গদি দখল কিভাবে হতো? ছাত্রলীগ সন্ত্রাসই তার মোক্ষম অস্ত্র।

১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২০

রাজীব নুর বলেছেন: ছাত্রলীগ অতি তুচ্ছ। পোলাপান।
ওরা মূলত আগাছা। ওরা না থাকলে আওয়ামীলীগের জন্য আরো ভালো। বদনাম কম হবে।

২| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২২

মুনাওয়ার সিফাত বলেছেন: দূরদর্শিতার অভাব আছে আপনার। জাতীয় পার্টির অধ:পতনের কারণ জানেন আশা করি।

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২৯

রাজীব নুর বলেছেন: জাতীয় পার্টির অধঃপতনের জন্য দায়ী এরশাদ সাহেব।

৩| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৩৬

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা নতুন রাজনীতি চালু করেছেন: আওয়ামী লীগ ও ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছেন; উনি সরে গেছে, এরা মারামারি করে ৩/৪ ভাগে বিভক্ত হবে।

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২৯

রাজীব নুর বলেছেন: ছাত্রলীগ জল্লাদে পরিনত হয়েছে।

৪| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ২:১৩

ডঃ এম এ আলী বলেছেন:



ছাত্রলীগকে দমন করার উদ্যোগ নিলে বর্ণ পাল্টিয়ে
ক্ষমতার গদি উল্টিয়ে দিতে পারে। ছাত্র সমাজ বন্ধ করা
হলো এর উজ্জল দুষ্টান্ত । যাহোক, ছাত্র রাজনীতির
লাগাম টানার উপায় দেশের সচেতন সকলকে
ভাবতে হবে। আনেকেই বলেন ছাত্ররা তাদের
বিশ্ববিদ্যালয় জীবনের শেষ বর্ষে দিন কতেক
তাদের পছন্দমত যে কোন রাজনৈতিক দলের
সাথে সম্পৃক্ত হয়ে সদস্য হিসাবে রাজনৈতিক
কর্মকান্ডের অভিজ্ঞতা নিতে পারবে শুধুমাত্র এক
সেমিষ্টারের জন্য । ছাত্র জীবন শেষে কোন দলের
সাথে যুক্ত হয়ে, হয় ফুলটাইম রাজনীতি করবে, না
হয় অন্য কোন পেশা বেছে নিবে । তবে বেসরকারী
পেশায় নিয়োজিত হলে নীজ নিয়োগকারী সংঘঠনের
নিয়মে কুলালে রাজনীতির সাথে যুক্ত থাকতে পারবে ।
কোন ছাত্রের যদি জীবনের লক্ষ থাকে রাজনীতি করার
তাহলে তাকে দেশের সর্বোচ্চ শিক্ষাস্তর ( মাস্টার ডিগ্রী)
অর্জন করেই রাজনীতিতে নামার বিধান রাখা যেতে পারে ।
তবে শিক্ষা জীবনের সর্বোচ্চ স্তর পারি দেয়ার পুর্বেই কেও যদি
রাজনীতিতে নামতেচায় তবে তাকে ছাত্রত্ব ত্যাগ করে কোন
রাজনৈতিক দলেরসক্রিয় সদস্য হিসাবে তার রাজনৈতিক
জীবন শুরু করতেহবে। এমনটি হলে সেই রাজনৈতিক
দলের সদস্য হিসাবে কোন অনৈতিক কাজের সাথে
জড়ালে তার দায় সে রাজনৈতিক দলের উপরেই
সরাসরি বর্তাবে।কোন রাজনৈতিক দলই সহজে
চাইবেনা তার দলের কোনসদস্যের কারণে
নীজ দলের ইমেজ ক্ষুন্ন হয় ও তাদের
জনপ্রিয়তার উপর প্রভাব পড়ে ।

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৩২

রাজীব নুর বলেছেন: আপনি সঠিক কথা বলেছেন।

৫| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ২:২১

সোনাগাজী বলেছেন:



৩ নং মন্তব্যে টাইপো:

শেখ হাসিনা নতুন রাজনীতি চালু করেছেন: আওয়ামী লীগ ও ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছেন; উনি সরে *গেলে এরা মারামারি করে ৩/৪ ভাগে বিভক্ত হবে।

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৩৪

রাজীব নুর বলেছেন: শেখ হসিনা সরে গেলে, আওয়ামীলীগের অবস্থা হবে বিএনপির মতোণ।

৬| ১৭ ই অক্টোবর, ২০২৩ ভোর ৪:৫৭

কামাল১৮ বলেছেন: ছাত্রলীগের ইনকাম ভালো।আরো ইনকাম দরকার আছে।পুঁজিবাদিদের কাজো হলো আরো পুঁজি একত্র করা।পুঁজি যত বেশি হবে মুনাফা তত বেশি।এতে আর ছাত্রলীগের দোষ কি।পুঁজিবাদী অর্থনীতির মূলমন্ত্র এটিই।পুঁজিবাদী অর্থনীতি সমর্থন করবেন আর পুঁজির ধর্মকে অস্বীকার করবেন এটা হয় না।

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৩৫

রাজীব নুর বলেছেন: বাহ কি সুন্দর বললেন!!

৭| ১৭ ই অক্টোবর, ২০২৩ ভোর ৫:৫৯

অহরহ বলেছেন: A six figure salary ..................

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৩৭

রাজীব নুর বলেছেন: তাই?

৮| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৭:২৮

কাঁউটাল বলেছেন: অতঃপর উহারা লুংগি লইয়া দৌড় দিল

৯| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৭:৫০

তানভির জুমার বলেছেন: ওয়েট করেন কিছুদিন পরে ছাত্রলীগ বলতে কিছু থাকবে না।

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৩৮

রাজীব নুর বলেছেন: তাই যেন হয়।

১০| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের রাজনৈতিক নেতারাই ফান্ডিং করে। কাজে-অকাজে কাজে লাগানো যায়।

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৪২

রাজীব নুর বলেছেন: হ্যাঁ তা তো অবস্যই।

১১| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৯

বাউন্ডেলে বলেছেন: লেখক একপেশে লেখা লিখেছেন। লাখ লাখ ছাত্রলীগ কর্মীর মধ্যে কত জন অর্থলোভী, কতজন সন্ত্রাসী ? খুব বেশী হলে কয়েক হাজার ? এই কয়েক হাজার সুযোগ সন্ধানীর অপতৎপরতায় জাতির বহু সংকটের পথের দিশারী উপমহাদেশের সর্ববৃহত এই ছাত্র সংগঠন সম্পর্কে ভুল ধারনা পোষন করাটা ঠিক হবে না।

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৪১

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যে কিছুটা ভাবনার খোরাক আছে।

১২| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মানুষ কি আর বিনা কারণে রাজনীতি করবে?
টাকা আছে বলেই না সবাই রাজনীতির পিছনে ছুটে।
নইলে কার ঠ্যাকা পড়েছে রাজনীতি করতে যাবে।

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৪৩

রাজীব নুর বলেছেন: তার মানে যারা রাজনীতি করছে তদের দেশের প্রতি মায়া নেই?

১৩| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৪

আলমগীর সরকার লিটন বলেছেন: মনে হচ্ছে আপনি ছাত্রলীগ করতেন কোন ক্ষপে এই লেখা লেখছেন-----------

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৪৫

রাজীব নুর বলেছেন: আমি কোনো কিছুর মধ্যে নাই।

১৪| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছাত্রলীগ ভয়ঙ্কর চাঁদাবাজ; ছাত্র অবস্থাতেই ওরা কোটি কোটি টাকার মালিক, ফ্লাটের মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, গাড়ীর মালিক, বিদেশে বাড়ীর মালিক। এদের অপরাধের সীমা নেই। এদের অপরাধ অসীম! :(

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: রাইট।

১৫| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:১৭

বাকপ্রবাস বলেছেন: আপনি এটা ব্যালেন্স পোষ্ট মেরেছেন। হাসিনা আপনার কাছে রানি মাতা, উনার মতো নেতৃ হয়না, ওনি দেশকে উন্নয়নে ভরে দিয়েছেন, এমন কোন গুণ নেই তার নেই, নেতারা ইতিমধ্যে বলে দিয়েছেন বেহেস্ত যাবেন তিনি।
হাসিনার ছেলেরা অন্যায় দূর্নিতি ধর্ষণ হত্যা এসব করে থাকলে হাসিনা কিভাবে ভাল হয় সেটা আপনিও জানেন আমরাও জানি।
চালাক লীগদের একটা বৈশিষ্ট হল, দলের সবাইকে খারাপ বলেও হাসিনাকে দেবীর আসনে বসিয়ে বলবে বিকল্প নাই।

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৪৭

রাজীব নুর বলেছেন: সব জান্তা শমসের হয়েছেন!!

১৬| ১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪০

শূন্য সারমর্ম বলেছেন:



ছাত্রলীগের সবাইকে বাধ্যমূলক চেঙ্গিস খানের জীবনী পড়া দরকার।

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৪৮

রাজীব নুর বলেছেন: ওরা তো শেখ মুজিবের জীবনী পড়েছে কিনা সন্দেহ।

১৭| ১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৯

মস্টার মাইন্ড বলেছেন: ছাত্রলীগ সরকার দলিয় জংগী সংগঠন।

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৪৯

রাজীব নুর বলেছেন: সরকার সন্ত্রাসী লালন পালন করছে।

১৮| ১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

আঁধারের যুবরাজ বলেছেন:

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৫০

রাজীব নুর বলেছেন: এক কোটী টাকা দিয়ে একশো কোটি করা যাবে।

১৯| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:

ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ছাত্রদল ইত্যাদি নামে থাকলেও বাস্তবে এরা নেই।
কারণ বিশ্ববিদ্যালয় বা কলেজে কোন ছাত্র রাজনীতি দৃশ্যমান নয়।
আগের মত কোন মিটিং মিছিল দেখা যায় না কোন নির্বাচন হয় না, কোন স্লোগান শোনা যায় না, চোখে পড়ে না।

দৃশ্যমান ছাত্রলীগ যেগুলো দেখা যায় সেগুলো মূলত চাঁদাবাজ।
ক্যাম্পাসের বাইরেই দেখা যায়, ক্যাম্পাসের ভেতরে নয়।

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৫৩

রাজীব নুর বলেছেন: যাক যা বলেছেন নিরপেক্ষ থেকেই বলেছেন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.