| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
 
জাতির কাছে আজ কোনটা বেশি গুরুত্বপূর্ণ  ? 
১ . কর্ণফুলী নদীর নিচে দেশের প্রথম টানেল উদ্বোধন? দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম সড়ক টানেল এটি। 
২ . নয়া পল্টনে বিএনপির সরকার বিরোধী সমাবেশ? 
৩। বায়তুল মোকাররমে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ? 
৪। নাকি বাংলাদেশ - ন্যাদারল্যান্ডের ক্রিকেট ম্যাচ?
আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ? 
সকালে ঘুম থেকে উঠে আশে পাশের এলাকা হেঁটে এলাম। 
মনে হচ্ছে আজ ছুটির দিন। রাস্তা কেমন খালি খালি। গাড়ী, সিএনজি এবং বাসের সংখ্যা অনেক কম। তবে রিকশা আছে অনেক। আজ অনেকেই নিজের ব্যাক্তিগত গাড়ি বের করেননি। বহু লোক আজ অঘোষিত ছুটি কাটাচ্ছেন। মানুষ বাইরে যাবে কিভাবে? বাস চলছে না। আওয়ামীলীগের ওবায়দুল কাদের সাহেব বলেছেন- ২৮ অক্টোবর আরেকটা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের পক্ষান্তরে মুক্তিযুদ্ধকে সস্তা করে ফেললেন না তো? তিনি আজকাল কী বলছেন এসব? 
জামায়াত একটা গান ছেড়ে বুস্ট করেছে, 'চলো চলো ঢাকা চলো'। 
কথা সেটা না, এত বছর শুনলাম, বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম, একেবারে হারামরে বুস্ট করে দিল! শাপলা চত্বরে প্রবেশ করতে উন্মুখ হাজার হাজার জামায়াত-শিবির নেতাকর্মী। তবে শাপলা চত্বর পুলিশের দখলে। এত সবের পরেও, জামাতের সাহস দেখে আশ্চর্য হলাম। সুনশান শাপলা চত্বর। পুলিশের দখলে। ওদিকে আরামবাগে জড়ো হচ্ছে জামাত-শিবির। শান্তিনগর, কাকরাইল, মৎসভবন এইসব এরিয়াতে মিছিলে মিছিলে লোকে লোকারণ্য।হাঁটার জায়গা পর্যন্ত নাই।
সমাবেশ করে কখনো সরকারপতন ঘটানো যায় না। 
স্বৈরতন্ত্রের পতন ঘটে গণঅভ্যুত্থানে। ধরি, বিএনপি এবার কঠিন আন্দোলন করল আর সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে বাধ্য করল। নির্বাচন ঠিক ভাবে হলে বিএনপিই ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় এলে আমরা কী আশা করতে পারি? আমার বাসার কাছে মির্জা আব্বাসের অফিস। এখানে এই মুহুর্তে কোনো লোকজন নেই। তবে পুলিশের একটা গাড়ি আছে। গাড়িতে ৪/৫ জন পুলিশ বসে আছে। মানুষের লড়াইগুলো মূলত স্বাধীনতারই, অর্থাৎ, সাম্য, ইনসাফ এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই।
নগরবাসী আজ টিভির সামনে বসে আছে। 
প্রতিটা টিভি চ্যানেল লাইভ দেখাচ্ছে। অনলাইন নিউজ পোর্টাল গুলো ফেসবুকে লাইভ দেখাচ্ছে। জামাতের কয়েকজন অলরেডি গ্রেফতার। বিএনপির সাথে পুলিশের হাতাহাতি হয়েছে কয়েক দফা। মূলত দিন শেষে ফয়াফল শূন্য হবে। আওয়ামীলীগের একটা চুলও কেউ ফেলতে পারবে না। বিশেষ করে যতদিন শেখ হাসিনা বেঁচে আছেন। এবং তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন। 
এক রসিক ব্যাক্তিকে বলছেন- 
তেজগাঁও দিয়ে একটা মিছিল যাচ্ছে "জয় বাংলা" স্লোগান দিয়ে। পুলিশ আপনা লোক ভেবে ছেড়ে দিলো। পরে জানা গেলো, সেটা ছিলো জামায়াতের মিছিল। পুলিশ খুব ক্ষুব্ধ হলো নিজেদের উপর। কিছুক্ষণ পর আওয়ামিলীগের একটা ছোট্ট মিছিল "জয় বাংলা" স্লোগান দিয়ে যাচ্ছিলো পুলিশের সামনে দিয়ে। পুলিশ সেটাকে জামায়াত ভেবে ধাওয়া দিয়ে এলোমেলো করে দিলো। আওয়ামিলীগের এক ত্যাগী কর্মী ধাওয়া খেয়ে হতবাক। সে দৌড়াচ্ছে আর বলছে "পুলিশ ঘুষ খাইসে রে!
  
 
২৮ শে অক্টোবর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫১
রাজীব নুর বলেছেন: মানুষ বিভ্রান্ত হয় না। মানুষ ওদের কাছ থেকে বিনোদন পায়।
২| 
২৮ শে অক্টোবর, ২০২৩  দুপুর ১:৫১
শেরজা তপন বলেছেন: ভালো লিখেছেন।
কর্ণফুলীর তলদেশে টানেল উদ্বোধন আমার কাছে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার! আপনার কাছে কোনটা?
 
২৮ শে অক্টোবর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫২
রাজীব নুর বলেছেন: আমার কাছে গুরুত্বপূর্ন ছিলো আজ কন্যাকে নিয়ে বাইরে যাওয়ার ছিলো। কন্যাকে কথা দিয়েছিলাম। কিন্তু পারলাম না।
৩| 
২৮ শে অক্টোবর, ২০২৩  দুপুর ১:৫২
বাউন্ডেলে বলেছেন: দেশের মানুষকে ২০০১ এর পর আর কেউ বিভ্রান্ত করতে পারেনি। বাংলাদেশের ব্যাপারে চিন্তা-ভাবনায় টং দোকানীর পর্যায়েও যেতে পারছেন না গাজী ভাই।
 
২৮ শে অক্টোবর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫২
রাজীব নুর বলেছেন: খুব একটা ভুল বলেন নাই।
৪| 
২৮ শে অক্টোবর, ২০২৩  দুপুর ১:৫৩
বাকপ্রবাস বলেছেন: একটা সুষ্ঠ দেশ ব্যাবস্থায় শিরোনামের উপাদানগুলোর কোনটারই প্রয়োজন নাই, যারযার কাজ সুষ্ঠুভাবে করা দরকার, কাজ সুষ্ঠু হলে আন্দোলন আর এতো লোক সমাগম করে উদ্বোধন কোনটারই দরকার নাই, আমাদের কাজ নাই তায় খৈ ভাজি
 
২৮ শে অক্টোবর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৩
রাজীব নুর বলেছেন: কাজ কম বেশী সবারই আছে। কেউ কাজ না করলে তো দেশ থেমে যাবে।
৫| 
২৮ শে অক্টোবর, ২০২৩  দুপুর ২:০০
শাহ আজিজ বলেছেন: আমি সকালে ভাবলাম তোমারে মেসেঞ্জারে নক করি রাস্তাঘাটের খবর নেওয়ার জন্য ------- এই তুমি আইসা পড়লা -------
 ভাল , খুব ভাল ।
 
২৮ শে অক্টোবর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৩
রাজীব নুর বলেছেন: হা হা হা--- 
৬| 
২৮ শে অক্টোবর, ২০২৩  দুপুর ২:০০
বাউন্ডেলে বলেছেন: 
 
২৮ শে অক্টোবর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৪
রাজীব নুর বলেছেন: হায় কপাল!!! 
সত্যি?? নাকি এডিট হয়েছে?
৭| 
২৮ শে অক্টোবর, ২০২৩  বিকাল ৩:০৯
নিক্সাসী বলেছেন: নৌকার যাত্রী এত কম কেন ![]()
 
২৮ শে অক্টোবর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৪
রাজীব নুর বলেছেন: নৌকা যাত্রীদের চর্বি জমেছে।
৮| 
২৮ শে অক্টোবর, ২০২৩  বিকাল ৪:২৩
শেরজা তপন বলেছেন: আজকের পুরো ঘটনাও সামনের হরতাল ফরতালের জন্য লীগের অতি উৎসাহ আর নেতাদের আজাইরা বকবকানি দায়ী।
বিএনপির সাধারন একটা আন্দোলন কে কিভাবে অসাধারণ আন্দোলনের রূপ দেওয়ানো যায় সেটা আওয়ামীলীগ দেখিয়ে দিচ্ছে। আমার তো মনে হচ্ছে তারেক আওয়ামী লীগের নেতাদের পয়সা-কড়ি করে দিচ্ছে! 
*আজকের সাংবাদিক সহ ২৫ জন অলরেডি গুলিবিদ্ধ!! 
*আগামীকাল বিএনপি ও তার সম্ভাবনা জোট হরতাল ডেকেছে  সকাল সন্ধ্যা!!
 
২৮ শে অক্টোবর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৫
রাজীব নুর বলেছেন: একদম সঠিক কথা বলেছেন।
৯| 
২৮ শে অক্টোবর, ২০২৩  রাত ৮:৫৭
কামাল১৮ বলেছেন: জামাতকে মাঠে নামতে দেয়নি এতেই আমি খুশি। পরবর্তি টার্গেট বিএনপি।
 
২৮ শে অক্টোবর, ২০২৩  রাত ১১:২০
রাজীব নুর বলেছেন: জামাত খুব উজাইছে।
১০| 
২৮ শে অক্টোবর, ২০২৩  রাত ১০:২৩
ইফতেখার ভূইয়া বলেছেন: আমাদের গ্রামের ভাষায় প্রবাদ হলো, "পাডা-পুতায় ঘষাঘষি, মরিচের জীবন শ্যাষ"।
 
২৮ শে অক্টোবর, ২০২৩  রাত ১১:২১
রাজীব নুর বলেছেন: আমি ঠিক করেছি এই দেশে থাকবো না। 
বৌ বাচ্চা নিয়ে অন্য কোনো দেশে চলে যাবো।
১১| 
২৮ শে অক্টোবর, ২০২৩  রাত ১১:৪৬
কাঁউটাল বলেছেন: বিএনপি জামাত পাওয়ারে আসলে রাজিব নূরকে শ্বশুরবাড়ি সহ মাইগ্রেট করতে হতে পারে। জনতার মন্চের কুশিলবদের বিচার হতে পারে।
 
২৯ শে অক্টোবর, ২০২৩  বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: থামলে ভালো লাগে।
১২| 
২৯ শে অক্টোবর, ২০২৩  সকাল ১০:২৩
শিশির খান ১৪ বলেছেন: আসলেই রাজীব ভাই দেশে থাইকা লাভ নাই কোনো ভবিষ্যৎ দেখি না সব অন্ধকার।
 
২৯ শে অক্টোবর, ২০২৩  বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: সবাইকে ছেড়ে দূরে চলে যেতে ইচ্ছা করে না।
১৩| 
২৯ শে অক্টোবর, ২০২৩  বিকাল ৩:২৬
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
মাথায় কিন্তু ইউরেনিয়াম ঢেলে দিব! হ্যাঁ। 
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০২৩  দুপুর ১:৪৯
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনা ওবায়দুল কাদের, আডদুল মোমিন, ড: হাছান, মাছানদের রেখেছে চীৎকার দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য।