| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
 
এটা শেষ পর্যন্ত একটা খেলা। 
একটা দুইটা ম্যাচ জেতা মানেই দুনিয়া জয় করে ফেলা নয়। 'ক্রিকেট' দেশ ও জাতির উন্নয়নের হাতিয়ার নয়। দেশকে গৌরবান্বিত করার জন্য খেলা ছাড়াও আর অনেক মাধ্যম আছে। সেগুলো নিয়ে আমাদের ভাবা উচিৎ। আগামী ত্রিশ বছরেও বাংলাদেশের ক্রিকেটে উন্নতি করতে পারবে না। হয়তো মাঝে মাঝে দুই একটা খেলায় জিতবে। আমরা খুশিতে লাফাবো। ব্যস এই পর্যন্তই। হারের সংখ্যাই বেশি থাকবে। এটাই বাংলাদেশের ক্রিকেটের নিয়তি। বিশ্বের সেরা কোচ লাখ লাখ টাকা বেতন দিয়ে রাখলেও ফলাফল শূন্য হবে। আমরা দিনের পর দিন এক আকাশ আগ্রহ নিয়ে খেলা দেখতে বসবো, আর মন খারাপ করে থাকবো। রাগ করে রাতে না খেয়েই ঘুমাতে যাবো। 
 
  
ক্রিকেট নিয়ে এত ক্রেজি হওয়ার কিচ্ছু নাই। 
ইউরোপ আমেরিকার বায়ার'রা নিশ্চয়ই আমাদের ক্রিকেট খেলা দেখে গার্মেন্টস পোশাকের অর্ডার দেয় না। সৌদি, দুবাই, মালয়েশিয়া নিশ্চয় আমাদের ক্রিকেটারদের দেখে শ্রমিক নেয় না। খেলাধুলা দিয়ে যদি জাতির উন্নতি হত তাহলে ব্রাজিল হত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। যারা খেলে তাদের উদ্দ্যেশ্যটা কি? তাদের স্বপ্ন কি? গত পনের বছরে আমাদের ক্রিকেট টিমের খুব একটা উন্নতি হয় নাই। হবেও না। এজন্য দায়ী সরকার। হাসিনা অযোগ্য ও অদক্ষ লোকদের বড় বড় পদে বসিয়ে রেখেছেন। দর্শক হিসেবে আমাদের ধর্য্যের বাঁধ ভেঙ্গে গেছে। খেলোয়াড়দের কাছে দেশপ্রেমের চেয়ে টাকা ও খ্যাতি বড়।    
 
আসল কথা হলো- 
আমাদের দেশের রাজনীতিবিদরা যেমন দেশের জন্য রাজনীতি করেন না। রাজনীতি করেন নিজের জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য। ধর্মান্ধরা যেমন ধর্মকে ব্যবহার করে আগুন জ্বালায়, মানুষ মারে। দুষ্টলোকেরা ধর্ম ও রাজনীতিকে ব্যবহার করে। তেমনি আমাদের দেশের ক্রিকেট খেলোয়াড়রা দেশের জন্য খেলে না। দেশপ্রেম তাদের মধ্যে কাজ করে না। তাঁরা খেলে টাকার জন্য। জাতীয় দলের প্লেয়ার হতে পারলে টিভিতে এড করার সুযোগ পাবে। অনেক টাকা পাবে। টাকাই সব নষ্টের মূল। যদি ঘোষনা করা ক্রিকেট খেলোয়াড়রা অল্প টাকা সেলারি পাবে। টিভিতে বিজ্ঞাপন করতে পারবে না। তাহলে ক্রিকেট খেলোয়াড় খুঁজে পাওয়া যাবে না। 
ফুটবলে সালাউদ্দিন সাহেব কোনো সফলতা দেখাতে পারেন নাই। 
কোনোদিন পারবেও না। অথচ তিনি পদত্যাগ করছেন না অথবা তাকে সরানো হচ্ছে না। ঠিক তেমনি পাপন সাহেব একজন অযোগ্য ও অদক্ষ ব্যাক্তি। অথচ উনি নড়ছেন না। বারাক ওবামা চলে গেলো, ট্রাম্প চলে গেলো। পাপন সাহেব থেকে যাচ্ছেন। শেখ হাসিনাকে কেউ বলে না কেন- পাপনকে দিয়ে ক্রিকেটের উন্নতি সম্ভব না। পাপন সাহেবেরও বুঝা উচিৎ উনি ব্যর্থ। অযোগ্য। অদক্ষ। দেশের সাধারন মানুষ কি চায়? কেন সেটা শেখ হাসিনা বা পাপন সাহেব বুঝেন না? বাংলাদেশে ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়া উচিৎ। তাত্বে যদি পাপন সাহেবের শিক্ষা হয়। শেখ হাসিনার চোখ খুলে।
 
৩০ শে অক্টোবর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৫
রাজীব নুর বলেছেন: পাপন জীবনে বায়ট ছুয়েও দেখে নাই। 
তার বাবা জিল্লুর রহমান। মা আইভি।
২| 
৩০ শে অক্টোবর, ২০২৩  রাত ২:২১
শূন্য সারমর্ম বলেছেন: 
ক্রিকেট গায়েব হয়ে যাবে কেনিয়ার মত।
 
৩০ শে অক্টোবর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৫
রাজীব নুর বলেছেন: তাই হোক।
৩| 
৩০ শে অক্টোবর, ২০২৩  সকাল ৭:২৫
ইফতেখার ভূইয়া বলেছেন: টাইটেলের সাথে একমত।
 
৩০ শে অক্টোবর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| 
৩০ শে অক্টোবর, ২০২৩  সকাল ৮:৪৯
মৃতের সহিত কথোপকথন বলেছেন: আপনি হতাশ হয়ে পরছেন
 
৩০ শে অক্টোবর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৮
রাজীব নুর বলেছেন: কোটি কোটি মানুষ বাংলাদেশের খেলা নিয়ে হতাশ।
৫| 
৩০ শে অক্টোবর, ২০২৩  সকাল ৮:৫৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমিও আপনার পোস্টের শিরোনামের সাথে একমত।
 
৩০ শে অক্টোবর, ২০২৩  সন্ধ্যা  ৭:০০
রাজীব নুর বলেছেন: বাহ!! 
অশেষ শুকরিয়া।
৬| 
৩০ শে অক্টোবর, ২০২৩  সকাল ৯:৩৩
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
আবার  জিতলে তো আজীবন সম্মাননা দেন।
 মাথায় নিয়ে নাচেন। 
হারলেই যত দোষ! 
 
৩০ শে অক্টোবর, ২০২৩  সন্ধ্যা  ৭:০০
রাজীব নুর বলেছেন: বাঙ্গালীদের সব কিছুই বেশি বেশি। আবেগ এবং রাগ।
৭| 
৩০ শে অক্টোবর, ২০২৩  দুপুর ১:৩৮
কাঁউটাল বলেছেন: রাজিব নূরের কানাডা যাওয়ার সময় হয়েছে। উগান্ডার শ্বশুর বাড়িতে আর কতদিন ঘর জামাই থাকবে?
 
৩০ শে অক্টোবর, ২০২৩  সন্ধ্যা  ৭:০১
রাজীব নুর বলেছেন: হায়রে মাল্টি।
৮| 
৩০ শে অক্টোবর, ২০২৩  রাত ৯:৪১
কামাল১৮ বলেছেন: লগু পাপে গুরু দন্ড।
৯| 
৩০ শে অক্টোবর, ২০২৩  রাত ১০:২৯
এম ডি মুসা বলেছেন: বিসিবির কর্মকর্তা পদত্যাগ হলে মনে হয় যদি যোগ্য লোক আসে তাহলে সমস্যা সমাধান হতে পারে! আমি এদের বিরুদ্ধে
েএকটা কবিতা লিখছিলাম
বিশ্বকাপের বীজ বুনেছে বীজ ছিল যে চিটা,
মুছে গেছে চেতনার সাধ যা ছিলো তার মিঠা।
বিশ্বকাপের দৃশ্য দেখে লাগছে বড় তুচ্ছ,
দক্ষ নাকি ঘোড়ার যে ডিম? আগাছার এক গুচ্ছ।
বিশ্ব জুড়ে কোনঠাসাতে আমরা পড়ছি মুখে,
কর্মকর্তা লুকিয়ে আছে ঘরের মধ্যে সুখে।
মেধা দেখে বিচার হয়না হয়েছে রাজনীতি,
মরা গাছে পানি ঢেলে দেখার সোনার প্রীতি।
বেতন ভাতা ঠিকই পাবেন দলে যদি থাকেন,
একদিন ভালো খেললেই পরে পাকা ভুক্ত হবেন।
তারপরেতে গোল্লা খাবেন ব্যর্থ দিয়ে ঘেরা,
বেদরকারে ভালো খেলে তিনি নাকি সেরা।
ব্যক্তিক অর্জন লাভ হয়েছে বেতন এবার পাবে,
দেশের অর্জন কি হয়েছে? তোমার অর্জন লাভে।
দেশের অর্জন না হলে ভাই তোমার অর্জন ছাই,
তোমার নামের সুনাম করতে আমি সেথায় নাই।
ঋতু আসে ঋতু যাচ্ছে মাসের পরে বছর,
কর্মকর্তার বাতিল হয়না কাটে না আর গোচর।
বিশ্ব জুড়ে হুমকি দিয়ে বিশ্বকাপ কি জিতে?
ব্যর্থতাতে বাংলাদেশ আজ বিশ্বতলানিতে।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০২৩  রাত ১:২৯
সোনাগাজী বলেছেন:
পাপন কি বিখ্যাত খেলোয়াড় ছিলো?