নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বাসায় আজ আমি একা।
ঘরের লাইট বন্ধ করে বিছানায় যাওয়ার পর মনে হলো- ঘরে কেউ আছে;
আমি স্পষ্ট টের পাচ্ছি। একবার সে আমার মাথার কাছে বসলো।
হুট করে আমি প্রচন্ড ভয় পাচ্ছি!
ভুত প্রেতের উপর আমার কোনো কালেই বিশ্বাস ছিল না, তবু ভয় পাচ্ছি।
দোলন চাপা ফুলের গন্ধ পাচ্ছি;
রান্না ঘরে খুটখাট শব্দ হচ্ছে,
উঠে যে দেখবো- রান্না ঘরে কে, সাহস সঞ্চয় করতে পারছি না;
আমি চোখ বন্ধ করে রেখেছি।
এখন সে আবার আমার মাথার কাছে বসেছে। তার হাতে কাচের চুড়ি।
এবং কেন জানি মনে হচ্ছে মেয়েটি নীল রঙের একটা শাড়ি পরা।
এক আকাশ ভয়ে আমি কাঁপছি এবং মনে মনে আল্লাহকে ডাকছি।
মেয়েটি আমাকে অবাক করে দিয়ে আমার কপালে হাত রেখে বলল-
ভয় নেই, তুমি আরাম করে ঘুমাও।
মেয়েটির হাত খুব ঠান্ডা। পুরো ঘরে মিষ্টি একটা গন্ধ!
আমি একটু একটু করে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছি
আহ কি শান্তি আর আনন্দময় ঘুম!
০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: আমি তো শুক্রবার জুম্মা নামাজও পড়ি।
২| ০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪১
সোনাগাজী বলেছেন:
আপনি কি ঘুমের ঔষধ খান?
০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: না। কখনও খাই নাই।
আমি শুধু গ্যাস্ট্রিক আর মাথা ব্যথার ওষুধ খাই।
৩| ০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০০
ঢাবিয়ান বলেছেন: হিমু হবার প্রচেষ্টা ভাল হয়েছে।
০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: আসলে কেউ কারো মতো হতে পারে না।
ডিএনএ কারো মত হতে দেয় না।
৪| ০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি কবিতার মহারথি হয়ে উঠছেন।
০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: এটা আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতা।
৫| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:০০
কামাল১৮ বলেছেন: pre-conception সম্পর্কে ভালো কিছু লেখা পড়তে পারেন।
৬| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ঘুম খুব দরকারি সুস্বাস্থ্যের জন্য।
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহকে ডাকছেন ইয়া মাবুদ কন কী