নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের কোন জেলায় বিয়ে করলে জামাই আদর বেশি পাওয়া যাবে?

০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৮



কারো কাছ থেকে আদর ভালোবাসা পায়ার জন্য-
সবার আগে আপনাকে যোগ্য ও দক্ষ হতে হবে। একজন সফল মানুষ হতে হবে। একজন ভালো মানুষ হতে হবে। হতে হবে একজন মানবিক ও হৃদয়বান। বাংলাদেশে 'জামাই আদর' বলে একটা কথা আছে। বিয়ের পর জামাই শ্বশুর বাড়িতে বেশ খাতির যত্ন পায়। আবার কিছু কিছু জামাই পায় ঝাড়ুর বারি। হয়তো জামাইটা ভালো না। লোভী, বদ, নেশাখোর। অথবা নির্বোধ। মেয়েটাকে অসুখী করে রেখেছে। কাজেই মন্দ জামাইরা শ্বশুর বাড়তে আদর বা খাতির যত্ন পায় না। শ্বশুর বাড়িতে আদর পেতে হলে- একজন প্রতিষ্ঠিত মানুষ হতে হবে। এই সমাজে কেউ কাউকে এমনি এমনি খাতির যত্ন করে না। তা সে জমাই হোক বা না হোক। আসলে সব কিছু অর্জন করে নিতে হয়। আমাদের সমাজটা ভালো না। দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম গুলো বদলানো দরকার।

আমার নিজের কথা বলি- আমি কোনো যৌতুক নেইনি।
এজন্য শ্বশুর বাড়িতে গেলে আমি বেশ খাতির যত্ন পাই। শ্বশুর বাড়িতে আমি পা দেওয়া মাত্র আমার শ্বশুর বাজারে ছুটেন। মাঝে মাঝে এমনও হয়- শ্বশুর মশাই মাত্র বাজার থেকে ফিরেছেন। তবু আমাকে দেখার পর আবার বাজারে যান। বলেন জামাই এসেছে। আবার নতুন করে বাজারে যেতে হবে। এমনকি আমার শ্বশুর মাঝে মাঝে আমাকে ফোন করে বলেন, একটা দেশী পাঙ্গাশ মাছ পেয়েছি। তুমি চলে এসো। আরেকদিন ফোন করে বলবেন, আজ দেশী কই মাছ পেয়েছি। বাসায় চলে এসো। যদি আমি শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিতাম, তাহলে শ্বশুর বাড়ির লোকজন আমাকে ভালোবাসতো না। আদর করতো না। বেশির ভাগ ছেলেরা যৌতুক নিয়ে মস্ত এক ভুল করে ফেলে। যৌতুক একটা ভুল প্রথা। অন্যায়। ভীষন অন্যায়। ধারধেনা করে বড় করে বিয়ের অনুষ্ঠান করাটা জাস্ট বেকুবি। আজকাল তো বিয়ের অনুষ্ঠানে প্রচুর খরচ করা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।

আপনি যে জেলাতে বিয়ে করেন না কেন-
আপনি যদি একজন অসফল মানুষ হোন, তাহলে শ্বশুর বাড়ি কেন আপনি কোথাও আদর যত্ন পাবেন না। যারা বললেন, অমুক জেলায় বিয়ে করলে বেশী খাতির যত্ন পাওয়া যায়। আদর পাওয়া যায়, তাঁরা ১০০% ভুল বলেন। অযোগ্য অদক্ষ লোকের কোথাও খাতির যত্ন নাই। ভালোবাসা নাই। সমাদর নাই। কদর নাই। এমনকি নিজের বাড়িতে আদর পাবেন না। প্রতিষ্ঠিত, সফল, যোগ্য, দক্ষ লোকের খাতির সবখানে। কাজেই মানুষের কাছ থেকে আদর ভালোবাসা পেতে হলে, আগে নিজেকে গড়ে তুলতে হবে। আপনি হত দরিদ্র হলে নিজের স্ত্রীর কাছেও দাম পাবেন না। শ্বশুর বাড়ি তো দূরের কথা। যদি সত্যিকার জামাই আদর পেতে চান তাহলে নিজেকে সফল মানুষ হিসেবে গড়ে তুলুন। একজন সফল মানুষ হয়ে আপনি যে জেলাতেই বিয়ে করেন না কেন আদর, খাতির, যত্ন পাবেন। অসফল ব্যাক্তি হলে আপনার কোথাও খাতির নাই।

আমাদের অঞ্চলে একটা প্রবাদ আছে-
'জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো'। এজন্য একটা শিক্ষিত মেয়েকে বিয়ে করতে হবে। একটা ভালো বংশের মেয়েকে বিয়ে করতে হবে। কালো হোক সমস্যা নাই। একটা ভালো মেয়েকে বিয়ে করতে হবে। যে মেয়েটা সহজ সরল। জটিলতা কুটিলতা মুক্ত। রান্না জানে। সামাজিকতা জানে। ঘর সংসার সামলাতে জানে। আধুনিক এবং কুসংস্কার মুক্ত। হাসিখুশি প্রানবন্ত। যে ভালোবাসতে জানে। ছাড় দিতে জানে। বুদ্ধিমতি। টেকনোলজি ও আধুনিক বিজ্ঞান সম্পর্কে ধারনা আছে। যে মেয়ের বাবা মা এবং ভাই বোনের রুচিবোধ আছে, শিক্ষা আছে। এরকম একটা পরিবারের মেয়ে বিয়ে করলে এবং আপনি যোগ্য ও দক্ষ হলে- জামাই আদর অবশ্যই পাবেন। ভালোবাসা পাবেন। কিন্তু কোনো কিছুই এমনি এমনি পাবেন না। সব আপনাকে অর্জন করে নিতে হবে। মোটকথা সব কিছু নির্ভর করছে আপনার উপর।

আমাদের এলাকায় এক ছেলে বিয়ে করেছে।
ছেলেটা ঘর জামাই থাকে। তারউপর কাজকাম কিছুই করে না। এই ছেলেটা শ্বশুরবাড়ি থেকে আদর, ভালোবাসা, সম্মান কিছুই পায় না। তাকে ভাঙ্গা কাঁপে চা খেতে দেওয়া হয়। ভাঙ্গা প্লেটে ভাত খেতে দেওয়া হয়। ঘর জামাই থাকার কারনে সুযোগ পেলেই তাকে নানান রকম অপমান সূচক কথা বলা হয়। ঘর জামাই থাকার অনেক যন্ত্রনা। স্ত্রী চাকরি করে। স্ত্রীর কাছ থেকে ঘর জামাই টাকা নেয়। বলে আমাদের ইসলাম ধর্মে নিয়ম আছে স্ত্রীর কাছ থেকে টাকা নেওয়ার। স্ত্রীর সম্পত্তি এক হিসেবে স্বামীর সম্পত্তি। আমাদের নবীজি অনেক দরিদ্র ছিলেন। বয়স্ক ধনী মহিলাকে বিয়ে করেছেন। তারপর স্ত্রীর কাছ থেকে নিয়মিত টাকা নিয়েছেন। একসময় ধর্মের দোহাই দিয়ে স্ত্রীকে ঘরে রেখেছেন। এবং স্ত্রীর ব্যবসা নিজের হাতে নিয়েছেন।

মন্তব্য ৩৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১:১৪

সোনাগাজী বলেছেন:



আজকের বাংলাদেশের অনেক ছেলেমেয়ে বিয়ে করে সুখী হতে পারছে না; বেশিরভাগ ছেলের ও অনেক মেয়ের ব্যক্তিত্বের অভাব, আচরণের অভাব, পারিবারিক দায়িত্ববোধ কম, নানামুখী সমস্যা। বিপরীতমুখী মানসিকতা, অভাব, বড় পরিবার, ইতয়াদিও আজকের জন্য সমস্যা হয়ে যাচ্ছে।

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কথা বলেছেন। সঠিক কথা বলেছেন।

২| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১:১৬

সোনাগাজী বলেছেন:




যেসব ছেলেমেয়ে কম বয়সে ইমোশানেল ধরণের টানে পড়ে সম্পর্ক গড়ে তোলে, পরে হতাশ হয়; এবং এরপর বিয়ে হলে, বিয়ের পর নানা সমস্যা দেখা দেয়।

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: একদম সঠিক।

৩| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১:৩০

কামাল১৮ বলেছেন: যোগ্য লোকেরা সব জায়গায় আদর পায়।যোগ্যতার মাপকাঠি জনে জনে আলাদা।

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: আপনার দৃষ্টিতে যোগ্যতার মাপকাঠি কেমন?

৪| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১:৫৯

জ্যাক স্মিথ বলেছেন: আমি কোন জেলাতে বিশ্বাসি না, তুলনামূলকভাবে দক্ষিণের চেয়ে উত্তরবঙ্গের মানুষ আমার ভালো লাগে বেশি। তবে একটি মাত্র জেলা আছে যে জেলার মানুষ আমি একদম দেখতে ফারি না, নাম বলা যাবে না তাহলে চাকরি থাকবে না।

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: হে হে--
বুঝতে পেরেছি।

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: হে হে--
বুঝতে পেরেছি।

৫| ০৭ ই নভেম্বর, ২০২৩ ভোর ৫:৩৪

জনারণ্যে একজন বলেছেন: সোনাগাজী বলেছেন: আজকের বাংলাদেশের অনেক ছেলেমেয়ে বিয়ে করে সুখী হতে পারছে না; বেশিরভাগ ছেলের ও অনেক মেয়ের ব্যক্তিত্বের অভাব, আচরণের অভাব, পারিবারিক দায়িত্ববোধ কম, নানামুখী সমস্যা।

- ফাও জ্ঞান বিতরণে বড়োই সুখ এবং কতিপয় অন্তঃসারশূন্য মানুষ এই ব্যাপারে আশ্চর্যজনকভাবে সিদ্ধহস্ত। ফাও-জ্ঞান-প্রদান কার্য্য সুসম্পন্ন করেই আত্মপ্রসাদের হাসি হেসে স্বীয় পৃষ্ঠদেশ (ইনক্লুডিং পশ্চাৎদেশ) চাপড়ে লাল করে ফেলে এই মানুষগুলি।

- সোনা ওরফে সবজান্তা শমসের গাজী, আপনার নিজের ব্যক্তিত্ব এবং আচরণঘটিত ব্যাপারে সুচিন্তিত এবং মূল্যবাদ মতামত আশা করছি।

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: মাল্টি 'জনারণ্যে একজন' একটাই কথা বলব- মানুষ হও।

৬| ০৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:৩৪

ডার্ক ম্যান বলেছেন: স্ত্রী'র পরিবার থেকে কখনো কিছু পাওয়ার আশা রাখি না।
কিন্তু যে পরিবার আমাকে সম্মান দেয় না, আমিও তাদেরকে সম্মান দিতে ইচ্ছুক না।
একজন মানুষ সফল না বলে তার শ্বশুর বাড়ি তাকে আদর করবে না, এই থিওরি আমি না মানলেও এখনকার বাস্তবতা এটাই।
আমিও একজন সফল মানুষ না। কিন্তু কারো কারো কাছ থেকে এমন সম্মান পেয়েছি যেটা কখনো ভুলে যাওয়ার নয়।

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: সম্মান আসলে অর্জন করে নিতে হয়।

৭| ০৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


সৎ হলেই চলে।

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: সমাজটা তো ভালো না।

৮| ০৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৫

করুণাধারা বলেছেন: পার্বত্য চট্টগ্রাম।

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: ভুল।

৯| ০৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


যৌতুক না নিয়ে বিরাট বোকামী করেছেন!
এমন বোকামীও মানুষ করে।
আফসোস!

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: বোকামি করে করেই জীবনটা পার করে দিলাম।

১০| ০৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


জাতের মাইয়া কালা বালা!
কিন্তু বিয়ে করতে গেলে তো পরীর মতো মাইয়া খুজেন!
আফসোস!

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: আমি পরী খুজিনি।
আমি একজন মানবিক মানুষ খুজেছি।

১১| ০৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: কর্মের গুনে সম্মান আর কিছু না
যেটা যে কোন জেলার হোক না কেন-----------------

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: রাইট।

১২| ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৯

নজসু বলেছেন:


বাসায় জামাই এলে একজন বিশাল ধনী যেমন মনে করেন, কোটি টাকা খরচ করে তিনি হাঙ্গর তিমি কিনে এনে জামাইকে খাওয়াবেন, তেমনি একজন দিনমজুরও মনে করেন তার সারাদিনের উপার্জন চারশ টাকা দিয়ে একটা পাঙ্গাস মাছ কিনে এনে জামাইকে খাওয়াবেন।

জামাইকে যেহেতু ধনী গরিব সবাই নিজের সবটুকু দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করে (কিছু ব্যতিক্রম থাকতে পারে) সেহেতু জেলা কোন বিষয় হয়তো হয়না। সব জেলার, সব এলাকার মানুষ চায় জামাইকে যথাসাধ্য আদর যত্ন করতে।

বাসায় আমার আম্মা সবসময় আমার জন্য সেরাটা বরাদ্দ রাখেন। আমার ছোট বোনের স্বামী বগুড়ায় কোন একটা কাজে এসে অবরোধের কবলে পড়ে আমাদের বাসায় এসেছেন। আমার আম্মা তার জামাইয়ের জন্য (শুধু এখন নয়, সবসময়ই) সবচেয়ে সেরাটা বরাদ্দ করে থাকেন। তখন আমার অবস্থান হয় দ্বিতীয়। :(

তবে, আপনার কথা ভালো লাগলো। সবার আগে সফল এবং ভালো মানুষ হতে হবে। জেলা কোন বিষয় নয়।

বাকিগুলোও পড়লাম। সেসব বিষয়ে কমেন্ট করতে গেলে আমার কী-বোর্ডের কালি শেষ হয়ে যাবে। :)

ভালো থাকবেন।

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর ও সঠিক মন্তব্য করেছেন।
ধন্যবাদ। ভালো থাকুন।

১৩| ০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নিজে ভালো হলে সকলেই ভালো; নিজে বজ্জাত হলে সকলেই খারাপ।

০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: কথাটা সঠিক নয়।

১৪| ০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যে ভাল সে সব জায়গায় সম্মান পায়।

০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: সম্মান তো আর কেউ এমনি এমনি করবে না।

১৫| ০৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

প্রামানিক বলেছেন: আমার জানা মতে বিক্রমপুরের শ্বাশুড়িরা জামাই আদর বেশি করে

২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: কথা সত্য।

১৬| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩১

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আমার মতে রংপুর হবে আপনার জন্য বেস্ট।

২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: না। একদম না।

১৭| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নতুন করে বিয়ে শাদি করার মতলব আছে কি ভায়্যু? আদর যত্নাদি যেমন করে খোঁজ খবর লাগাইছেন তাতেতো তাই মনে হয়!

২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: না আমি দ্বিতীয় বিয়ে করবো না।

১৮| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুনছিলাম চট্টগ্রামে জামাই আদর ভালো পাওয়া যায়।

২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী/সোনাগাজী ভালো বলতে পারবেন।

১৯| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪০

ইফতেখার ভূইয়া বলেছেন: ছোট বেলায় মজা করে বন্ধুদের বলতাম সবগুলো জেলায় একটা করে বিয়ে করবো, যেখানেই যাই না কেন "জামাই আদর" যেন মিস না হয় :``>>

২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আমার শ্বাশুড়ি নেই।
তবুও যথেষ্ঠ খাতির যত্ন পাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.