নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ৬৫

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৯



প্রিয় কন্যা আমার-
আজ আমি অফিসে যাইনি। সকালে ঘুম থেকে উঠে বাজারে গিয়েছি। গত তিন দিন ধরে ফ্রিজ খালি। আজ বড় একটা রুই মাছ কিনেছি। টেংরা মাছ আর পাবদা মাছ কিনেছি। আরো মাছ কেনার ইচ্ছা ছিলো কিন্তু পছন্দ মতো মাছ পাইনি। দেশী বাচ্চা মূরগী চারটা ১৬শ' টাকা বললাম। দিলো না। বাজারে শীতের সবজি এসেছে। শিম, ফুলকপি আর টোমেটো কিনলাম। নতুন আলু এখনো আসেনি। দুপুরে তোমার মা রুই মাছ রান্না করেছে শিম আর ফুলকপি দিয়ে। খেতে ভালোই হয়েছে। সাথে ছিলো করলা ভাজি আর ডাল। খাওয়ার পর আমার ঘুম চলে এলো। অথচ আমার নবাবপুর যাওয়ার কথা ছিলো। ঘুম ভাঙ্গলো ভর সন্ধ্যায়। ভাতঘুম দিতে গিয়ে একটা স্বপ্ন দেখে ফেললাম। সমুদ্রের পাড়ে তুমি আমি হাঁটছি। তোমার হাতে অনেকগুলো লাল নীল সবুজ বেলুন। সুরভি দূরে দাঁড়িয়ে আমাদের দেখছে।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম খান-
সকালেই বলে রেখেছিলাম তোমাকে নিয়ে সন্ধ্যায় বাইরে যাবো। সন্ধ্যায় তোমার মা নুডুলস রান্না করলো। খেলাম। তুমিও খেলে। এক কাপ চা খেয়ে তোমাকে নিয়ে বাইরে বের হলাম। উদ্দ্যেশ রিকশায় করে ঢাকার রাস্তায় ঘুরে বেড়াবো। আজ সারাদিন বিএনপির ঢাকা অবরোধ ছিলো? সন্ধ্যার পর রাস্তায় বেশ রিকশার ভিড়। জ্যামে বসে তুমি আর আমি পপকর্ন খেলাম। অনেকক্ষন রিকশায় ঘুরে বেড়িয়ে আমরা একটা মার্কেটে গেলাম। তোমার জন্য জুতো কিনলাম। অনেক গুলো জামা কিনলাম। ফল কিনলাম। বাসায় ফেরার পথে তুমি কোন আইসক্রিম খেলে। ভ্যানিলা ফ্লেবার। নতুন জুতো, জামা আর ফল কেনাতে তোমার মুখে হাসি দেখনি। কিন্তু আইসক্রিম হাতে পেয়ে তুমি ভীষন খুশি। তোমার মাও খুব আইসক্রিম পছন্দ করে।

প্রিয় কন্যা আমার-
তোমার ডাকনাম 'ফাইহা'। ফাইহা নামটা তোমার মায়ের পছন্দ না। তোমার মায়ের পছন্দ 'হানিত্রা' নামটা। হানিত্রা নামটা রেখেছেন তোমার বড় মামা। তোমার বড় মামা আর মামী ফিন্ডল্যান্ড থাকেন। যাইহোক, এখনও তোমার জন্মনিবন্ধন করা হয়নি। দেখি শেষমেষ কোন নামটা থেকে যায়। নাম কোনো বিষয় না। আসল হচ্ছে কর্ম। যার কর্ম সুন্দর, তার সব সুন্দর। আমাদের নবীজির নাম যদি মোহাম্মদ না হয়ে আহাম্মদ হতো অথবা আলী হোসেন হতো- তাহলে কোনো সমস্যা হতো না। নবীজিকে মানুষ ভালোবাসে তার কর্মের জন্য। নামের জন্য নয়। ফারাজা, তোমার মন দিয়ে পড়ালেখা করতে হবে। তারপর নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কাজ করতে হবে। জীবনটা শুধু হেসেখেলে উড়িয়ে দেবার জন্য না। তোমার জীবন তুমি তোমার মনের মতোণ করে সাজিয়ে নেবে। যা করার তোকেই করতে হবে। ভালো সব কিছু অর্জন করে নিতে হয়।

প্রিয় কন্যা আমার-
ডিসেম্বর মাসটা শেষ হয়ে গেলেই তোমার তিন বছর হয়ে যাবে। তুমি বেশ কিছু ইংরেজি শব্দ শিখেছো। My God, wake up, good morning, oh no, Come. সুন্দর উচ্চারণ তোমার। এই ইংরেজি শব্দ গুলো আমি তোমাকে শেখাইনি। তোমার মা-ও শেখায়নি। তুমি ইউটিউবে কার্টুন দেখে নিজে নিজেই শিখেছো। তোমার মুখে ইংরেজি শব্দ গুলো শুনে আমার ভালো লাগে। আরো ভালো লাগে, আমি রাতে বাসায় ফেরার পর তুমি আমাকে দেখেই বাবা বলে চিৎকার করে ডেকে ওঠো। দৌড়ে আসো আমার কাছে। এক আকাশ ভালোবাসা নিয়ে জড়িয়ে ধরো আমাকে। তোমার জন্মের আগে তোমার মা-ও ঠিক এমনটা করতো। ইদানিং তোমার এক ঢং হয়েছে রাতে ঘুমানোর সময় বলো- বাবা আঙ্গুল ফুটিয়ে দাও। পা টিপে দাও। ঘুম বাদ দিয়ে আমি তোমার হাত ও পায়ের আঙ্গুল ফুটিয়ে দেই। তোমার পা টিপে দেই। আমার বিরক্ত লাগে। বরং আনন্দ লাগে।

প্রিয় কন্যা ফারাজা-
আজকাল তোমার মোবাইলের খুব নেশা হয়েছে। তুমি নিজে নিজেই ইউটিউব ছেড়ে নিজের পছন্দ মতো কার্টুন দেখো। এখনও তুমি আমার পাশে বসে মোবাইলে কার্টুন দেখছো। ফারাজা, আমি যখন ছোট ছিলাম- তখন মোবাইল ছিলো না, ইন্টারনেট ছিলো না। আমাদের ঘরে একটা রঙ্গীন টিভি ছিলো। চ্যানেল ছিলো মাত্র একটা। বিটিভি। তাও দুপুর থেকে রাত দশটা পর্যন্ত চলতো। ভিসিআর ছিলো কিন্তু সেটা আমি চালাতে জানতাম না। আমি বিকেলে মাঠে যেতাম। খুব ফুটবল খেলতাম। ফুটবল আমি ভালো খেলতাম। গোলকিপার এবং মাঝমাঠের খেলোয়াড় হিসেবে আমার বেশ নামডাক ছিলো। সেন্টাল স্কুলের মাঠে প্রতিদিন বিকেলে ফুটবল খেলতাম। সন্ধ্যায় পড়তে বসতাম। রাত নয়টায় খেয়ে ঘুমিয়ে পড়তাম। কি সুন্দর সহজ সরল সুন্দর দিন ছিলো।

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:১৬

কর্পূর বলেছেন: ফারাজা মামুনির উজ্জ্বল ভবিষৎ কামনা করি। বড় হয়ে যেন বাবা-মায়ের স্বপ্ন পূরণ করে।

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:১৭

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন:

মেয়েগুলো কেমন যেন।

সব বাবাদের কলিজাটা কেটে নেয়।

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: এজন্যই বলে, বউ গেলে যাক, মেয়ে অন্য জিনিস।

৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১:০৩

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: মাশা আল্লাহ্
দোয়া করি মামণিরা বড় হয়ে আলোকিত মানুষ হয়ে ওঠো।

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ ভোর ৫:২৫

অহরহ বলেছেন: Wow! Your daughter is very beautiful!! Curly hair, intellectual look, absolutely 10 on 10....

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:১৭

কামাল১৮ বলেছেন: খান কোন বাঙ্গালী শব্দ না।খাঁ হবে সম্ভবত।খান প্রচলিত হয়ে গেগে।
নবীর নাম মোহাম্মদ না।মোহাম্মদ অর্থ প্রশংসিত।সেই সময় মক্কায় বা মদিনায় আর কারো নাম মোহাম্মদ ছিলো না।কোরানে তিন চার যায়গায় মোহাম্মদ শব্দটি আছে।সেটা আছে প্রশংসিত হিসাবে।পরবর্তী কালে সিরাতে বা হাদিসে মোহাম্মদ নামটি প্রচলিত হয়ে যায়।
আপনার মেয়ের সমৃদ্ধি কামনা করি।

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: লেখাটি পুরোটা পড়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:১৮

কামাল১৮ বলেছেন: বাংলা হবে।

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: সেটা বুঝতে পেরেছি জনাব।

৭| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:০০

যাযাবর তরুণ বলেছেন: আপনার নামটি "রাজীব নুনুর" অথবা "রাজীব নংপুংসক" হইলেও আপনার কর্মের কোন পরিবর্তন হইত না। আপনার বাবা মা কেন যে ভুলটা করল বুঝলাম না।
আপনার মেয়ের জন্য ভালোবাসা।

৮| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


কন্যার জন্য কোন বাংলা নাম খূঁজে পেলেন না?
আরবী শব্দের প্রতি আপনারা বড়ই দুর্বল ।
বাংলা ভাষার প্রতি কোন দরন নাই ।
টান নাই।
আফসোস!

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: মেয়ের নাম আমি রাখি নাই। বড় ভাই রেখেছেন। বড় ভাই ধার্মিক মানুষ।

৯| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বড় মেয়ের কোন খবর নাই।
আমি ভেবেছিলাম লিখবেনঃ প্রিয় কন্যারা আমার -৬৫।
তাতো লিখলেন না।
আফসোস!

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: বড় মেয়ে ভালো আছে।
মন দিয়ে লেখাপড়া করছে।

১০| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৯

বাকপ্রবাস বলেছেন: কন্যার জন্য এক একটা বড় উপহার।

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: স্কুলে ভর্তির আগে জন্মনিবন্ধন করবেন যা সরকারী স্কুলের নিয়ম অনুযায়ী ভাল হবে
আমি মেজছেলে কে নিয়ে বিপতে পরেছি ------
সরকারী স্কুলগুলতে ভর্তির আবেদন করতে পারছি না কারণ বয়স কম
জন্মনিবন্ধন সংশোদন করতে হবে
তাই মেয়ের জন্মনিবন্ধন করবেন স্কুল ভর্তির সময়ে

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: রাইট।

১২| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: রুই-টেংরার চেয়ে পাবদা মাছটা বেশি ভালো লাগে আমার। মালিবাগ রেলগেটের কাছে এক হোটেলে এটা ভালো রান্না করে।

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: রান্না ভালো হলে- যে কোনো মাছই স্বুস্বাদু।

১৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৮

প্রামানিক বলেছেন: কন্যার জন্য আশীর্বাদ রইল

১৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮

মারুফ তারেক বলেছেন: আপনার কন্যার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.