নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বাড়ির কাউকে না বলে একবার পাখি শিকার করতে গেলাম;
পাশের গ্রামের মোতালেব চাচার বড় ছেলে রফিকের সাথে,
কামারগাও বাজার থেকে নৌকায় চেপে বসলাম।
তখন আমি অনেক ছোট। ক্লাশ ফাইভ বা সিক্সে পড়ি,
দাদা একবার বলেছিলেন- পাখি মারা ঠিক নারে;
কেউ কেউ উড়ন্ত পাখিকে নিরাপদে চলে যেতে দেয়।
মাঝি ধীর গতিতে নৌকা চালিয়ে নিয়ে গেল এক চরে
সেখানে রাজ্যের নির্জনতা, আর এক ঝাঁক পাখি।
রফিকের হাতের টিপ ভালো, সে দু'টা পাখি মেরে ফেলেছে।
রফিক আমার হাতে বন্ধুক দিয়ে বললো- দেখ চেষ্টা করে, পারিস কিনা।
আমি একটা বেলে হাঁস মেরে ফেললাম!
অজানা এক উত্তেজনায় কাঁপছিলাম!
একটু পরে আমার সাহস বেড়ে গেল। একটা ডাহুক মেরে ফেললাম।
বেলেহাঁস আর ডাহুক নিয়ে খুব ভাব নিয়ে বাড়ি ফিরলাম।
দাদা বললেন, পাখিরা খুব নিরীহ হয়। ওদের মারায় কোনো বীরত্ব নেই।
(উৎসর্গঃ আমি কখনও কবিতা বা গল্প কাউকে উৎসর্গ করি না।
কিন্তু আমার লেখা এই কবিতাটা আমি উৎসর্গ করতে চাই- সামুর শ্রেষ্ঠ ব্লগার চাঁদগাজী/সোনাগাজীকে। সোনাগাজীকে ফ্রন্টপেজ ব্যান ও কমেন্ট ব্যান করা হয়েছে। বিষয়টা আমাকে কষ্ট দিয়েছে। এক হিসাবে বলা যায়- এ বছরটা সোনাগাজির ব্যানে ব্যানেই গেলো! অত্যন্ত দুঃখজনক। কেন তার দিকে বারবার তীর ছোড়া হচ্ছে? ইহা অন্যায়। আমাদের সামুটাকে প্রাববন্ত করে রাখার জন্য সোনাগাজীর মতো ব্লগারের বিকল্প নাই। চাঁদগাজী/সোনাগাজী সামুর সম্পদ। এই সম্পদকে অবহেলা করা সঠিক কাজ নয়। আজ এক্ষণ সোনাগাজীকে সব রকম ব্যান মুক্ত করা হোক। সামুর একজন একটিভ ব্লগার হিসাবে এটাই আমার চাওয়া।
সোনাগাজী অন্য আটদশ জন ব্লগারের মতো নয়।
এই সামুতে চাঁদগাজী/সোনাগাজীকে প্রতিদিন হেয় করা হয়। অসম্মান করা হয়। কটু কথা বলা হয়। কখনই মডারেটকে তার জন্য কোনো রকম ভূমিকা নিতে দেখা যায় না। তাই নতুন নতুন মাল্টি নিক তৈরি হয়। তারা যা তা ভাষা ব্যবহার করে। মাঝে মাঝে মডারেটর সাহেবের পোষ্ট ও মন্তব্য গুলো দেখে মনে হয়- উনি নিজেই চাঁদগাজী/সোনাগাজীর উপর মহা বিরক্ত, মহা ক্ষেপা। সহ্যই করতে পারেন না তাকে। হ্যা আমি জানি, মডারেটরের দায়িত্বটা অনেক কঠিন। মডারেটরকে হতে হয় একদম নিরপেক্ষ। আমাদের দেশের মানুষের সমস্যা হলো- তারা অসৎ ও নীতিহীন। সোনাগাজী, আ্মি এবং আমরা ব্লগিং ভালোবাসি। প্লীজ আমাদের শান্তিতে ব্লগিং করতে দেন। আর যারা দুষ্টলোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। জয় বাংলা।)
১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: জয় বাংলা।
২| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৮
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: মহাজাগতিক চিন্তা বলেছেন: জয় বাংলা
১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: ওকে।
৩| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার মন্তব্যের প্রতিমন্তব্য হবে ‘জয় ব্লগবন্ধু’। কারণ পোষ্টটি ব্লগবন্ধু সোনাগাজীকে নিয়ে লেখা। প্রতি মন্তব্যে খুশী হতে পারলাম নাহ!
১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আশা করি আপনি আমার এই পোষ্টের পক্ষে আছেন।
৪| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহা দরদ! একজন সহব্লগার হিসেবে আপনার দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে সক্ষম আপনি। তবে সীমা অত্রিক্রম করলে কিছুটা ঝামেলাতো পোহাতেই হবে।
১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: অনন্ত নক্ষত্র বীথির কি সীমানা আছে?
৫| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫১
শাওন আহমাদ বলেছেন: সে যেচে গিয়েই অন্যের পায়ে পাড়া দিয়ে ঝামেলা পাকায় আর কথাবার্তাও ভীষণ আক্রমণাত্মক আর অযৌক্তিক। সে এসব বেড়াজাল থেকে বের হয়ে আসতে পারলেই মনে হয় আর তাকে ব্যান হতে হবেনা।
১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: এক তরফা ভাবলে এরকমই মনে হবে।
৬| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নিরীহ প্রাণী মারা কোন বীরত্বের কাজ নয়।
অথচ আপনার পাখি মেরে বীরত্ব ফলান।
আফসোস!
১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: ভুল করেই তো ভুলটা বুঝতে পারি বড় ভাই।
৭| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০২
শাওন আহমাদ বলেছেন: ব্লগের ৯০% মানুষ নিশ্চয়ই এক তরফা ভাবেনা, আমি নিজেও তার অভদ্র আচরণের শিকার। যাইহোক আমি তাকে নিয়ে আর কথা আগাতে চাচ্ছিনা।
১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: আপনার বুঝার ভুল।
৮| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
মাহিন্দ্রা থেকে উনাকে নামানো যায় না?
১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০২
রাজীব নুর বলেছেন: সমস্যা কি? চেষ্টা করে দেখুন উনার উচ্চতায় যেতে পারেন কিনা।
৯| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৬
কামাল১৮ বলেছেন: জহরী সোনা চিনে,কামার কি চিনে?
১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: আমি জানি না।
১০| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২২
আমি নই বলেছেন: মডারেটর কে দুষ্টলোককে বন্দি করায় ধন্যবাদ। আরো দুই-একজন আছে তাদের বিরোদ্ধেও ব্যাবস্থা নিতে পারলে ভালোই হত। তারা যেহেতু সঘোষিত সবজান্তা, নিজেদের গন্ডিতেই ব্লগিং তাদের জন্য ভাল। মাঝে মাঝে আমরাও দুইএকবার গেলাম তাদের কাছে। ব্লগ এখন মোটামুটি ভালোই চলছে।
১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: আপনি একজন ভালো ব্লগার নন।
১১| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আশা করি তিনি ভালো আছেন।
১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: জ্বী উনি ভাল আছেন।
তবে মডারেটর এবং কতিপয় ব্লগারের আচরণে তিনি কষ্ট পেয়েছেন।
১২| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চাঁদগাজীর জন্যই ব্লগে আসি।
উনি না থাকলে আবারও চলে যাবো।
১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: আমিও তার জন্য সামুতে টিকে আছি।
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: জয় বাংলা