নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ক্যাচাল পোষ্ট

১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৬



আপনারা জানেন আমি দীর্ঘদিন সামুতে আছি।
লিখছি, পড়ছি, মন্তব্য করছি। কালের সাক্ষী বলে একটা কথা আছে। ঠিক সেরকম আমিও অনেক কিছুর সাক্ষী আছি। নিরবে সব দেখছি, জানছি আর চুপ করে আছি। আমি জানি সামুতে কে ভালো ব্লগার। কে মন্দ ব্লগার আর কে ক্যাচাল ব্লগার। আর কোনো ব্লগারের কত গুলো মাল্টি নিক আছে। কে কার সাথে ঝগড়া করলো। কে কার কাছ থেকে টাকা নিলো। কে কার সাথে দেখা করলো এসবও আমি জানি। ফেসবুক ম্যাসেঞ্জারে কোন ব্লগার কাকে নিয়ে গীবত করছে সেগুলোও আমি জানি। কোন ব্লগার ছাদে বসে ফটোগ্রাফী করছে, কফি খাচ্ছে, তা-ও আমি জানি। মডারেটর কি চায় সেটাও আমি জানি।

অনেক কিছু জেনেও আমি চুপ করে থাকি।
যে যা খুশি করুক, আমার কি? আমার দুনিয়া সহজ সরল সুন্দর। জটিলতা কুটিলতা মুক্ত। আপন মনে আমি ব্লগিং করে যাচ্ছি। বাঙ্গালীরা যেহেতু ইতর শ্রেনীর। তাই ব্লগেও কিছু ইতর আছে। সব কালেই ছিলো। এক ইতর যায় তো দুই ইতর আসে। ইতরের ইতরামি বন্ধ হবে না। যাইহোক, সত্য কথা বলি- চাঁদগাজী নিক ব্যান করা হয়েছে। যা অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি। এখন আবার সোনাগাজী নিকটা ফ্রন্ট পেজ ব্যান এবং কমেন্ট ব্যান করা হয়েছে। যা আমার মোটেও ভালো লাগেনি। যে ব্লগার সামুর প্রান তাকে কেন ব্যান করে রাখা হবে? চাঁদগাজী/সোনাগাজীর জন্য অনেক দুষ্ট ব্লগার সামুতে এসে ক্যাচাল করতে পারেনি। তারা মাথা নীচু করে চলে গেছে।

আমাদের দরকার মানবিক ব্লগার।
যে ব্লগারের মধ্যে কোনো কুসংস্কার নেই। যে চিন্তা চেতনায় আধুনিক। বিশ্ব সম্পর্কে সঠিক ধারনা আছে এমন ব্লগার আমাদের প্রয়োজন। ' মোহাম্মদ সাজ্জাদ হোসেন' অতি সাধারন একজন ব্লগার। শারীরিক অসুস্থতার জন্য উনি অনেকদিন ব্লগে ছিলেন না। এখন উনি একটিভ হয়েছেন। প্রায় প্রতিদিনই লিখছেন, মন্তব্য করছেন। মোহাম্মদ সাজ্জাদ হোসেন কুসংস্কার মুক্ত একজন আধুনিক মানুষ। 'আলমগীর সরকার লিটন' নামে এক ব্লগার প্রতিদিন একটা করে কবিতা লিখেন। উনার কবিতার মাথামণ্ডু আমি কিছুই বুঝি না। উনাকে আমি বহুবার বলেছি- কবিতার পাশাপাশি অন্য কিছু লিখুন। উনি আমার কথা শুনেন নাই। ব্লগার 'শাহ আজিজ' সাহেব বিশ্বের চলমান ঘটনাবলী নিয়ে পোষ্ট করেন। উনার পোষ্ট গুলো গুরুত্বপূর্ন। পাঠক তার পোষ্টে ভাল মন্তব্য করে থাকেন।

'সাইফুলসাইফসাই' নামে এক ব্লগার প্রতিদিন একটা করে কবিতা লিখছেন।
উনার কবিতার মান ভালো নয়। উনাকে আমি পরামর্শ দিয়েছি কবিতার পাশাপাশি গল্প, প্রবন্ধ নিবন্ধ লেখার জন্য। উনি আমার কথা কর্নপাত করেন নাই। অন্যদিকে 'মহাজাগতিক চিন্তা' কবিতা ভালো লিখেন। কিন্তু তার রাজনৈতিক পোষ্ট গুলো ভালো হয় না। 'নিবর্হণ নির্ঘোষ' নামে এক ব্লগার 'রুবাই' নাম দিয়ে ৩/৪ চার লাইন কিছু লিখেন। সেখানে লোকজন পাগলের মতো মন্তব্য করেন। অথচ কত ভালো ভালো পোষ্ট আছে। সেগুলো মন্তব্য শূণ্য। ব্লগার 'সত্যপথিক শাইয়্যান' ভাই শত ব্যস্ততার মাঝেও ব্লগে আসেন। লিখেন মন্তব্য করেন। উনার মতো উদার এবং মানবিক ব্লগার সামুতে অনেক কম আছে।

'এমএলজি' নামে এক ব্লগার আছেন।
উনি কেন ব্লগিং করেন আমি জানি না। জানি না উনার উদ্দেশ্য কি! 'তন্দ্রাকুমারী' নামে এক ব্লগার হুটহাট আসেন। কবিতা লিখেন। আবার চলে যান। 'মিরোরডডল' নামে এক ব্লগার আছেন। কম লিখেন। বেছে বেছে মন্তব্য করেন। কোনো কোনো পোষ্টে একাধিক মন্তব্য করেন। 'মি. বিকেল' নামে এক ব্লগার ভালো ভালো বিষয় নিয়ে লিখেন। উনার সমস্যা হলো- উনি অন্যের পোষ্ট পড়েন না। এমনকি মন্তব্যও করেন না। 'স্প্যানকড' নামে এক ব্লগার সস্তা কবিতা লিখেন সেই সাথে কুরুচিপূর্ন ছবি ব্যবহার করেন। যা দুঃখজনক। ব্লগার 'ঢাবিয়ান' এর ব্যাপারে আমি কিছু বলব না। হয়তো তেড়ে আসবেন। ব্লগার 'বাকপ্রবাস' প্রতিদিনই লিখেন। কিন্তু উনার লেখার মান পরিবর্তন হচ্ছে না। কিন্তু কেন? 'সাহাদাত উদরাজী' দারুন আত্মবিশ্বাসী ব্লগার।

'ইফতেখার ভূইয়া' একজন ভালো ব্লগার।
স্বচ্ছ এবং জটিলতা কুটিলতামুক্ত। একমাত্র ইফতেখার ভূইয়ার পোষ্টে আমি কখনও বানান ভুল খুজে পাইনি। ' সোনাবীজ; অথবা ধুলোবালিছাই' হচ্ছে নাক উচু ব্লগার। তার সম্পর্কে কিছু না বলাই ভালো। আমি চাই- ব্লগার 'গেছো দাদা' রম্য নিয়েই থাকুক। ব্লগার 'রূপক বিধৌত সাধু' তার জীবনের গল্প গুলো নিয়ে ভালো লিখেন। উনি সাদাসিদে ব্লগার। ব্লগার ' শেরজা তপন' কে নিয়ে আমার অনেক কিছুই বলার আছে। কিন্তু আমি কিছু বলব না। আমি জানি বোবার শত্রু নাই। হুমায়ূন আহমেদ যেমন সব সময়ের জন্য সেরা। তার সাথে অন্য কোনো লেখক পারেনি। হুমায়ূন আহমেদ সর্বকালের সেরা। ঠিক তেমনি সামুর সেরা হচ্ছে চাঁদগাজী/সোনাগাজী। তার সমতুল্য সামুতে কেউ নেই। উনি সবার সেরা। বাংলা ব্লগিং থেকে তার নাম কখনও হারিয়ে যাবে না।

মন্তব্য ৯১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৪

শেরজা তপন বলেছেন: আমারে নিয়ে আপনি বিন্দাস ঝেড়ে পুছে যা মনে আছে কইতে পারেন।
আমি কোনদিন আপনারে মানা করেছি বলতে কিছু?

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: নির্ভয় দিলেন। মাশাল্লাহ।
যথাসময়ে বলব।

২| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হয়তো কিছুদিন পার সোনাগাজী আবার ব্লগে পুনরায় নিয়মিত হবেন; মডারেটরা তাকে আবার সুযোগ দিবেন।

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: সুযোগ দেওয়ার কি আছে?
ব্লগ চলবে ব্লগের নীতিমালা অনুযায়ী।

৩| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৯

বাউন্ডেলে বলেছেন: সমস্যা জটিল।“ কলম যার, ব্লগ তার “। এই বিবেচনা বর্তমান বানিজ্যক দুনিয়ায় নাই। আমি ফ্রন্ট পেজ ব্যান্ড আছি। প্রথম দিকে খারাপ লাগছিলো, এখন ভালোই লাগছে। সোনাবাবু লেখেন ভালো। তবে লেখার মধ্যে তোষামুদে ফ্লেভার আছে।
এই পোষ্টের লেখকের এই লেখাটাতেও তোষামুদে ফ্লেভার লক্ষনীয়। যাই হোক, ব্যাক্তি মালিকানাধীন ব্লগে যখন খুশি তখন খাতা কেড়ে নেয়ার অধিকার মালিক রাখে। মডুবাবুর দয়ার দৃষ্টি উদার হোক।

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: ব্লগার 'কাজী ফাতেমা ছবি' কি যে সামুর ফেসবুক গ্রুপে লিখেছিলেন আপনাকে নিয়ে। কপি পেস্ট নিয়ে। তারপর হয়তো আপনাকে ফ্রন্টপেজ ব্যান করা হয়েছে।

৪| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমার কথা হচ্ছেঃ বাংলা ব্লগ বেশী দিন টিকবে না।
এটাই এখন বাস্তবতা।
ফেসবুক বাংলা লেখা যে দিন সহজ হয়ে গেল আমি সেই দিনই বুঝেছিলাম - ব্লগের ভাত শেষ।

হুটহাট বন্ধ হয়ে গেছে আমার ব্লগ, তোমার ব্লগ, এই ব্লগ, সেই ব্লগ।

এখন যেই ব্লগে লিখছি জানি সেটাও খুব বেশী দিন টিকবে না। কেননা, নিজের খেয়ে বনের মোষ মানুষ বেশী দিন তাড়ায় না।

আপনেরে আর চাঁদগাজীরে বালা পাই বলে ব্লগে আসি দেখতে যে আপনেরা কি পোস্টাইলেন।

আপনার জন্য শুভ কামন।

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: অনেক বাংলা ব্লগ টিকে নাই। সামু টিকে আছে।

ধন্যবাদ। ভালো থাকুন।

৫| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪

আমি নই বলেছেন: দুনীয়ায় কিছু মানুষ আছে যারা ভাবে তারা সব কিছুই জানে, তারাই বেষ্ট, তারা যা বলবে-ভাববে সেটাই সঠিক, এধরনের মানুষকে মানসিক রোগী বলে।

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যের মতোই আপনি।

৬| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৬

মিরোরডডল বলেছেন:




বাঙ্গালীরা যেহেতু ইতর শ্রেনীর। তাই ব্লগেও কিছু ইতর আছে।

রাজীব যে বাঙালি না, সেটা আজ জানলাম।


১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: সব বাঙ্গালী ইতর নয়।
হাতে গোনা কয়েকজন ভালো আছে।

৭| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৩

মিরোরডডল বলেছেন:




'নিবর্হণ নির্ঘোষ' নামে এক ব্লগার 'রুবাই' নাম দিয়ে ৩/৪ চার লাইন কিছু লিখেন। সেখানে লোকজন পাগলের মতো মন্তব্য করেন।

তারমানে বাঙালিরা শুধু ইতর না, পাগলও।

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: আমাদের গ্রামে একটা পাগল আছে।
সে সারাদিন গ্রামে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে বাজারে চায়ের দোকানে গিয়ে হেসে হেসে বলে- আমি এসেছি। ব্যস এইটুকুই। সে টাকা চায় না। খাবার চায় না।

৮| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো মানের একটা ক্যাচাল পোস্ট হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

৯| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪

মিরোরডডল বলেছেন:




'স্প্যানকড' নামে এক ব্লগার সস্তা কবিতা লিখেন সেই সাথে কুরুচিপূর্ন ছবি ব্যবহার করেন।

দেখতেতো হবে পাঠক কারা, ব্লগে আসে সব ইতর পাগল, তাদের সাথে এই কবিতাই যায়।
আর যারা ব্লগে পারিবারিক এ্যালবাম নিয়ে আসে না, তাদের জন্য কুরুচিপূর্ন ছবিই ভরসা।

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: ছবি সম্পর্কে আপনাকে বুঝতে হবে। কোনটা শালীন ছবি। আর কোনটা কুরুচিপূর্ন ছবি।
এতটুকু প্রার্থক্য তো আপনার বুঝার কথা। আপনি জ্ঞানী মানূষ। আর লেখার সাথে সামঞ্জস্য আছে এমন ছবি ব্যবহার করা অন্যায় অন্য।

১০| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৯

অরণি বলেছেন: আপনি নিজেই একটা ক্যাচাল পোস্ট দিয়েছেন।

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: এটা ক্যাচাল পোষ্ট নয় ভায়া। এটা ভালোবাসাময় একটি পোষ্ট।

১১| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২১

ডার্ক ম্যান বলেছেন: আমার কয়টা মাল্টি আছে, কন তো দেখি ।
আমি ভাবতাম , আপনি অনেকটা আমার মত বোকা । কিন্তু আদতে আপনি বোকা নন ।
সামুর সেরা ব্লগার একজনই , সেটা হচ্ছে নোটিশবোর্ড ।

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

১২| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ক্যাচাল পোস্টে আমার নাম নাই দেখে প্লাস দিয়ালছি হাহাহাহ
আমি ক্যাচাল ভালা পাই না।

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: আপনার নাম ইচ্ছা করেই নেইনি।
নইলে আপনি সামুর ফেসবুক পেজে গিয়ে বিচার দাবী করে বসবেন। মানবন্ধন করবেন। সাংবাদিক সম্মেলন করবেন। আরও কত কি।

১৩| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগারদের মান বিচার করার আপনে কেডা ভাই/ যে যার মত লিখুক না
সবার মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্যই তো এই ব্লগ।

আর ছবির ব্যাপারে ঠিক বলেছেন। এমন ছবি ইউজ করা উচিত না যেগুলো নোংরা ইংগিত দেয়

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: আমি অধম বলেই তো উত্তমের খোজ করি।
আপনি যে সমস্ত কবিতা লিখেন সেটা খাপছাড়া। আমার ভালো লাগে না।

ধন্যবাদ। ভালো থাকুন।

১৪| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩০

নতুন বলেছেন: ক্যাচালে সুধু ভালো কথা বললে তো হবেনা।

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: আমি মন্দ কথা বলতে পারি না। ছোটবেলা থেকেই।

১৫| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভালো লিখেছেন।

তবে, রাজীব ভাই। এখনকার অনেক ব্লগার একটু খেত ধরণের। :P

ওরা আপনার লেখা বুঝবে না।

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: সামুতে আমাকে দুজন মানুষ বুঝে। এক আপনি। দুই চাদগাজী।

১৬| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৬

ডার্ক ম্যান বলেছেন:
কিছুক্ষণ আগে অমি পিয়ালের ফেসবুক পোস্ট চোখে পড়লো । এটার সারমর্ম বুঝতে পারলাম না ।
মুত্তিয়া মুরালিধরনের নাম সবাই শুনছেন। শ্রীলংকান লিজেন্ড, ক্রিকেটার। মুত্তিয়া সোগাম্রার নাম শুনছেন? না শোনেন নাই। পাত্র পাত্রীর নাম গোপন রাখি। মনে করেন আপনারা সহপাঠী, বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজের শিক্ষার্থী। হাইজিন ট্যুর কিংবা শিক্ষাসফরে কক্সবাজার গেছেন। অতীব সেই সুন্দরীর লগে আপনার একাট্টা হওয়ার কুনু সুযোগই নাই।এতোই দূরত্ব! কিন্তু এক কুক্ষণে সে একাই বিচে! সে সাগরে জলে নামলো, ভিড় নাই, কোইন্সডেন্টলি ফান্টুর পর শাল্টু টানতে আপনি সেখানে। কিংবা গুপন কোনো ফ্যান্টাসি থিকা তারে স্টক করতেছেন। গুপন অনুসরন!
সুন্দরী হঠাৎ ব্যথায় চিক্কুর দিলো। পরিচিত বা কাছেপিঠে থাকায় আপনি দৌড়ায়া গেলেন। বিষাক্ত জেলিফিসের কামড়! চামড়া জ্বলা পেইন!! হাসপাতাল হোটেল বহুদূর!!! যদি মেডিকেল পড়েন, নিশ্চিত জানবেন চিকিৎসা এমোনিযা। হিসুতে আছে বইলা উপশমকারী। বান্ধবীরে কোলে কইরা ঝাউবনের আড়ালে গিয়া জানাইলেন নিদান। সে নিজেও জানে। কিন্তু শারীরিক গড়নের কারনে তার পক্ষে নিজের চিকিৎসা সম্ভব না। তো আপনি সাহায্য করলেন, নিজেই এমোনিয়া দিলেন। সে ঝামেলামুক্ত হইলো। বিনিময়ে সে একটা চুম্বন এবং কিছুক্ষণ বুকের অধিকার দিলো।
ধারাবাহিকতায় এইটা একটা দারুণ প্রেমকাহিনী হইতে পারতো। কিন্তু ক্যাম্পাসে ফিরে দেখলেন সে আপনারে চিনেই না। বরং লোকমুখে শুনলেন আপনি টাল হইয়া বিচে ন্যাংটা হয়া হিসু করতেছিলেন, সবাই দেইখ্যা ছিঃ ছিঃ করতেছিলো...

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: আমিও দেখেছি।
সারমর্ম বুঝাতে ইচ্ছা হয়নি।

১৭| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩

আলমগীর সরকার লিটন বলেছেন: কবিতার যদি মাথামণ্ড না বুঝেন তাহলে কবিতা পোস্ট বাদ দেই
অন্যকিছু লেখার সময় নাই-------- ভাল থাকবেন

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: আহহা কবি--
রাগ করবেন না। আমি আপনাকে কবিতা লিখতে মানা করি নাই। বলেছি, কবিতার পাশাপাশি গল্প, প্রবন্ধ ফিচারও লিখুন।

১৮| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


@আলমগীর সরকার লিটন ভাই,

আপনার ব্র্যান্ডীংটা 'কবি' হয়ে গিয়েছে। আপনি আরো অনেক ভালো কিছু লিখতে পারতেন!!!

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: লিটন ভাইয়ের সাথে আমার একবার দেখা হয়েছিলো শ্যামলীতে।

১৯| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫১

শাওন আহমাদ বলেছেন: আহারে আপনার লেখায় আমি নাই! খুঁজতে খুঁজতে কত্ত নিচে নামলাম তবুও পেলাম না! :(

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

রাজীব নুর বলেছেন: ইচ্ছা করেই আপনার নাম লেখায় আনিনি। বলেন তো কারনটা কি?

২০| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩

বিজন রয় বলেছেন: ব্লগে আমিও অনেক কিছুর স্বাক্ষী। বেশি কথা বললে হাটে হাঁড়ি ভেঙে দেব।

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

রাজীব নুর বলেছেন: এখন কি আমাকে সকালবেলা মৌচাক মালিবাগ এলাকায় দেখতে পান?

২১| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৭

বাকপ্রবাস বলেছেন: ক্যাচাল পোষ্ট ভাল হয়েছে, মুরুব্বিকে চাই, মুরুব্বি ছাড়া ভাল লাগেনা

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: উনি তো সামুর প্রান।

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: আমার ধারনা উনাকে ব্যান করতে মডারেটর সাহেবের হৃদয়ে রক্তক্ষরণ হয়।

২২| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৬

মিরোরডডল বলেছেন:




বিজন রয় বলেছেন: ব্লগে আমিও অনেক কিছুর স্বাক্ষী। বেশি কথা বললে হাটে হাঁড়ি ভেঙে দেব।

বিজন, এই পোষ্ট কিন্তু সেরকম কোন ক্যাচাল পোষ্ট হয়নি।
শিরোনামটাই শুধু ক্যাচাল, পোষ্টে এসে হতাশ!

প্লীজ বিজন যদি একটু হাটে হাঁড়ি ভেঙে দিতো, তাহলে ক্যাচাল হলেও হতে পারে :)
ব্লগটা একটু জমে উঠুক।
কেমন নিরামিষ হয়ে আছে :(

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

রাজীব নুর বলেছেন: আমি খোলা বইয়ের মতো। আমার কোনো কিছুই গোপন নেই। কাজেই নিশ্চিন্ত থাকুন।
আপনি যে রকম ভাবছেন তা হবার নয়। চ্যালেঞ্জ।

২৩| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

বিজন রয় বলেছেন: পোস্টের শিরোনাম ক্যাঁচাল লিখে রাজীব নূর খেলা করতে চেয়েছে।

আমি একদিন সব বলে দিব মিরোরডল।
সময় হোক।

বহু ইতিহাস আছে এই ব্লগে।

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

রাজীব নুর বলেছেন: দেরী হোক যায়নি সময়।

২৪| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১১

ঢাবিয়ান বলেছেন: কে কি মন্তব্য করে, তা দেখতে তেড়ে আসলাম !

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২২

রাজীব নুর বলেছেন: ওকে।

২৫| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২২

শেরজা তপন বলেছেন: @মিরোরডডল উনি নিজে যেচে যেহেতু পোস্টটাকে ক্যাচাল পোস্ট হিসেবে আখ্যায়িত করতে চাচ্ছেন আপনি এটাকে ক্যাচাল পোস্ট হিসেবে মেনে নিলেই হয়ে যায় অযথা কেন আবার ক্যাচাল করতে চাচ্ছেন?#

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

রাজীব নুর বলেছেন: শেরজা আমি চাই সামুতে কোনো দুষ্টলোক থাকবে না। মাল্টি থাকবে না। ক্যাচাল্বাজ থাকবে যেন আমরা সামুতে সুন্দরভাবে আনন্দ নিয়ে ব্লগিং করতে পারি।

২৬| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৯

মিরোরডডল বলেছেন:




শেরজা, অনেক সময় আমরা অনেক কিছু বলতে চেয়েও বলিনা, আই মিন বলা উচিত না।
এই মুহূর্তে আমার একটা কথা খুবই বলতে ইচ্ছে করছে কিন্তু আমি কন্ট্রোল করছি।
স্লিপ অভ ফিঙ্গার যেনো আবার লিখে না ফেলি :)


১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৮

রাজীব নুর বলেছেন: সব কথা সব জায়গা বলা ঠিক না। তাতে কথা হালকা হয়ে যায়। মাঝে মাঝে থামতে হয়। সঠিক সময়ের অপেক্ষা করতে হয়।

২৭| ১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১০

দি এমপেরর বলেছেন: চাঁদগাজী ওরফে সোনাগাজীকে লালকার্ড দেখানোয় আমিও একটু হতাশ। আমি তার সাথে কিছু ব্যাপার নিয়ে তর্ক-বিতর্ক করার ইচ্ছে পোষণ করেছিলাম, কিন্তু তিনি নিজে ব্লগে উল্টোপাল্টা আচরণ করে নিজের পায়ে নিজেই কুড়াল মেরে বসেছেন। এখন কুড়ালের ঘা শুকানো পর্যন্ত একটু ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে।

অনেক ব্লগারের নামে অনেক কিছু বলেছেন আপনি। এটা হচ্ছে গিয়ে আপনার বিক্ষিপ্ত মনের শিশুসুলভ আচরণ। মূল ম্যাটার হচ্ছে সোনাগাজীর ব্যান। মডুরা তাকে সাজঘর দেখানোর কারণে আপনার মন অশান্ত হয়ে উঠেছে। জাস্ট রিল্যাক্স। অত বিচলিত হওয়ার কিছু নেই। তিনি আচরণ সংযত করলে আবারও ব্লগে দাপিয়ে বেড়াতে পারবেন। জানেন তো দু...গ...চে... শূ... গো... ভা...? আপাতত নিজের ব্লগিং নিয়ে ব্যস্ত থাকুন।

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

রাজীব নুর বলেছেন: সঠিক কথাই বলেছেন।

২৮| ১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

নূর আলম হিরণ বলেছেন: চাঁদগাজীর এবারের ব্যানটা, লঘু পাপে গুরু দন্ড হয়ে গেছে।

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: কতিপয় ব্লগার উনাকে খোচায়। বিষয়টা মডারেট সাহেব খেয়াল করবেন আশা করি।

২৯| ১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

মনিরা সুলতানা বলেছেন: ও এতকিছু ঘটে গেছে ব্লগে !!

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: না কিছুই ঘটে নাই। সব ঠিক আছে।

৩০| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৯

বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন: ব্লগার 'কাজী ফাতেমা ছবি' কি যে সামুর ফেসবুক গ্রুপে লিখেছিলেন আপনাকে নিয়ে। কপি পেস্ট নিয়ে। তারপর হয়তো আপনাকে ফ্রন্টপেজ ব্যান করা হয়েছে।

'কাজী ফাতেমা ছবি' অভিযোগ করেছিলো- আমি নাকি কপি করি । নেট থেকে তথ্য নেয়াটা যে কপি, তা সামু ব্লগে এস জানতে পারলাম। অথচ এখনো দেধারছে কপি-পেপষ্ট হচ্ছে । অজ্ঞাতঃ কারনে সেখানে কবি নীরব। =p~

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: কপিপেস্ট নিয়ে আমি অনেকবার বিপদে পড়েছি।

৩১| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪১

পুলক ঢালী বলেছেন: রাজীব নূর আপনি আপনার নিজের কথা বললেন না ? আপনি একটা সস্তা বেকার ব্লগার । এখনই যে মন্তব্য করলেন একটু পরেই দেখাযায় ঠিক তার বিপরীতমূখী মন্তব্য করে বসে আছেন। আপনার সুনির্দিষ্ট কোনো নীতি আদর্শ নেই, আপনার ফিলোসফি রহস্যে ঢাকা।
আপনি অনেকদিন চাঁদগাজীর চামচামি করে লাইম লাইটে আসতে চেয়েছেন। ;) চাঁদগাজীকে আমিও পছন্দ করি ওনার জ্ঞান এবং মেধার জন্য, কিন্তু তিনি প্রায়ই খড়্গহস্তে কঠোর মন্তব্য করেন যা ব্লগারদের বদ হজমের কারন হয়।
ওনার এই বদগুনটা আমার পছন্দ নয়, কারন আমি ওনাকে ব্লগে এই গুনের কারনে মিস করতে চাইনি কখনো । আমি ওনাকে অনেকবার বলেছি এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে------ (তবে আমি কখনো তেমন কঠিন মন্তব্যের আক্রমনের শিকার হইনি, কেন হইনি জানিনা, অথচ বাঘা বাঘা ব্লগাররাও ডো ডো পাখীর উপমা থেকে রেহাই পাননি, অথচ ঐ ব্লগাররাও আমার খুব প্রিয় ছিলেন :) )

আপনি কয়েকজনের নাম নিয়েছেন তার মধ্যে আমার প্রিয় আয়না পুতুলও রয়েছেন তিনি আপনার উপর খুব ক্ষেপেছেন , :) বনহুর প্রেমিকা, মনিরা সুলতানা ঘুম থেকে উঠে এসে চমকে গিয়েছেন, এতকিছু হয়ে গেল অথচ আমি জানিনা !!?? :D
আমার মনে হচ্ছে আপনার ক্যাচাল পোষ্ট স্বার্থক হয়েছে।

চাঁদগাজী/সোনাগাজীকে বেশীদিন বাহিরে রাখা সমর্থন করতে পারছিনা। ব্লগ ছেড়েই দিয়েছি বলতে গেলে!! হঠাৎ ঢুঁ মারি চাঁদগাজীর পোষ্ট পড়ার জন্য, আপনার লেখা থেকে বুঝতে পারলাম কেন তিনি নেই।

নুতন ব্লগার পুরাতন ব্লগার সবার প্রতি শুভেচ্ছা এবং ভালবাসা রইলো। :D

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।

৩২| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কে কি লিখলেন আবার পড়তে এসেছিলাম। এসে ৩১ নং কমেন্টে চোখ আটকে গেলো!!!

পুলক ঢালী, পুলক ঢালী
সমস্যা আপনার কি?
গুঁতোগুঁতি ভালো লাগে
করেছে বুঝি সর্দি?



১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: আহা বেশ বেশ।

৩৩| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২৮

পুলক ঢালী বলেছেন: হা হা হা সত্যপথিক শাইয়্যান ভাই, ঠিকই বলেছেন সর্দি লেগেছে। ব্লগ জীবনে এই প্রথম গুতোগুতি করলাম, করতে মন চাইলো রাজীব নুরের ক্যাচাল পোষ্ট দেখে। :D আপনার প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে সফল হয়েছি ;)

৩৪| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাঙ্গালীরা যেহেতু ইতর শ্রেনীর। তাই ব্লগেও কিছু ইতর আছে।
...........................................................................................
একমত হতে পারলাম না ।
সারা বিশ্বে এমন নজির অনেক আছে ,
বরং বাঙ্গালীরা অতিথি আপ্যায়নে এখন ও সুনাম ধরে রেখেছে ।
আপনি কেন ক্যাচাল করতে চাচ্ছেন তা কিছুটা বুঝি ।
ঐ সময়ে আপনি ও খোঁচা খেয়েছেন যা এখনও হজম করতে পারছেন না ।
এই সব ব্লগার : ২৭ নং মন্তব্য
জাদিদ বলেছেন: ওহ! ব্লগার সোনাগাজীর ভাইয়ের নাম না থাকার জন্য ব্লগার রাজীব নূর কি অনশন শুরু করেছেন?

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: শুধু অনশন না। মামলা করার সুযোগ থাকলে মামলাও করতে পারি।

৩৫| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৮

কামাল১৮ বলেছেন: প্রত্যেকের নিজস্ব পর্যবেক্ষন ক্ষমতা আছে।সেই অনুসারে সে মতামত দেয়।এটা দোষের কিছু না।

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: মতামত দিতেই পারে। কিন্তু---

৩৬| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১:৫৬

রানার ব্লগ বলেছেন: সোনাগাজী আবার ব্যান?!! হচ্ছে টা কি বা হলো টা কি??!

যাক বাবা বেচে গেছি সেলিব্রিটি না হয়ে। হলেই রাজীব নুরের রচিত আমলনামায় নিজের কুকির্তি ধরা পরে যেতো।

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: আপনি স্বচ্ছ ব্লগার। আপনার কোনো ভয় নেই।

৩৭| ১৫ ই নভেম্বর, ২০২৩ ভোর ৫:০৫

ক্লোন রাফা বলেছেন: রা.নুর মনে করে দেখুন’তো আপনি কতবার ব্যান হয়েছেন এই ব্লগে⁉️ মনে হয় সংখ্যাটা সহজেই বলতে পারবেন যদি কখনও ব্যান হয়ে থাকেন। যদিও আমি ব্যান করার পক্ষে নই। কিন্তু একটু ভেবে চিন্তে বলুন’তো নিতীমালা অনুসরন না করলে ব্লগ আর কি করতে পারে‼️হ্যা কেউ চাঁদ গাজীকে পছন্দ নাও করে তাকে ইনস্টিগেট করতেই পারে । কিন্তু উনি কেনো সেই ফাঁদে পা দিবেন ⁉️চাদ গাজী আমার ব্লগেও ব্লগিং করেছেন আমি দেখেছি ।কিন্তু উনি এখানে যতটা আক্রমনাত্মক সেখানে ঠিক তার উল্টো । এখন বিবেচনা করে দেখুন। আমিও চাঁদ গাজীর ব্যান প্রত্যাহার করার জন্য পোষ্ট দিয়েছিলাম একাধিকবার। এমনকি উনার পোষ্ট’কে যারা কলুসিত করার চেষ্টা করেছে , নোংরামির বিরুদ্ধে সেচ্চার ছিলাম। কিন্তু দুঃখের বিষয় ফলাফল শুণ্য।

এরপরেও চাইবে চাদ গাজীর ব্যান প্রত্যাহার করে উনাকে ব্লগিং করার সুযোগ অব্যাহত রাখা হোক! শুভ কামনা রইলো ব্লগের সবার প্রতি।
ধন্যবাদ, রা নুর ।

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: আবার ব্লগ অনেক বছর আগেই নাই হয়ে গেছে।
সামু টিকে আছে। টিকে থাকুক।

আপনি ভালো থাকুন।

৩৮| ১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৮

শাওন আহমাদ বলেছেন: আপনি আমাকে ভালো পান। :|

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: আপনার আপনার লেখা পড়ি। মন্তব্যও করি।

৩৯| ১৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: আপনি স্বচ্ছ ব্লগার। আপনার কোনো ভয় নেই।

প্রশংসা করলেন নাকি শব্দের মারপ্যাচে যা বুঝিনা তাই বললেন ?

১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: প্রশংসা করলাম।

৪০| ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: অনেক বাংলা ব্লগ টিকে নাই। সামু টিকে আছে।



কত দিন টিকবে গেজ করেন তো!

১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: কোনো কিছুই নিশ্চিত করে বলা যায় না। তবে ধারনা করা যেতে পারে।

৪১| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: আপনি আর সোনগাজী হচ্ছেন এই ব্লগের একমাত্র এক্টিভ ব্লগার সোনাগজীকে আবার ব্যান করাটা দুঃখজনক।

আর আপনি মানুষের এত গোপন তথ্য কিভাবে জানেন?

৪২| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৫

এমএলজি বলেছেন: ঠিক বলেছেন, বিশেষ উদ্দেশ্য নিয়ে লিখি না। যখন যা মনে আসে লিখি।
শুভকামনা।

৪৩| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ২:১০

মোঃ কাজল আলী বলেছেন: ভাল লিখেছেন!

৪৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৮

চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। বলেছেন: ইয়ে মানে চাটাচাটি থুক্কু চাটুকারিতা কম করার পোরতিজ্ঞা নিলে কি আন্নের ব্যামো ট্যামো বাড়ি যাইবো নি কোনো?

এত চাটুকারিতা কল্লে তো উস্তাদের ছাল বাক্লা দ্রুত উডি যাইবো।

৪৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: যাও তোমার পিতা মাতার কাছে।
তাদের জিজ্ঞেস করো তারা কেন তোমাকে সঠিক পারিবারিক শিক্ষা দেয়নি।

৪৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৪

চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। বলেছেন: রানু, তোমার বাবা তো মরার আগে আক্ষেপ করে গিয়েছিল তুমি কেন বেহায়া বেলাজ চাটুকার হলা।

৪৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৭

চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। বলেছেন: রানু, তোমার বাবা তো মরার আগে আক্ষেপ করে গিয়েছিল তুমি কেন বেহায়া বেলাজ চাটুকার হলা। তুমি তো রেগুলার পোস্ট দিয়ে তারপর নর্দমায় মুখ ভরিয়ে এসে মন্তব্য করো।

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: তুমি কি আমার কাছ থেকে গালি শুনতে চাচ্ছ?
যদিও গালাগালি আমি করি না। আসলে আমি কাউকে কোনোদিন লাথথি দেইনি। তার মানে এই না যে আমি লাথথি দিতে জানি না।

৪৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১০

চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। বলেছেন: তুমি আগে গালাগালি শুরু করছ স্ক্রীন শট নিয়া রাখছি । কেমন বেহায়া তুমি তূয়ার দুষ দেখ না? তোমার স্বর্গীয় পিতা নিশ্চয়ই দুঃখ পাচ্ছেন।

৪৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: আসলে তুমি চাচ্ছো- আমি তোমাকে অকথ্য ভাষায় গালাগালি করি। আর মডারেটর সাহেব এসে আমাকে ফ্রন্টপেজ ব্যান করুক। কমেন্ট ব্যান করুক। তোমার আশা সফল হবে না। এর আগেও বহু লোক এরকম করে বিফল হয়েছে।

৫০| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৫

চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। বলেছেন: তোমার এত্ত মেধা ! তবু তুমি ক্যানে এত মেরুদন্ডহীন। আমিতো অবাক, টিনের চালে তোমার মেধার কাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.