নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
সোমাবার রাতের ঘটনা-
রাত ১১ টায় বিছানায় গেলাম।
ঠিক করলাম আজ ঘুম না এলেও চোখ বন্ধ করে পড়ে থাকব,
ঘুমের দরকার আছে- সুন্দর এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য।
এপাশ ওপাশ করতে করতে ফযরের আযান দিয়ে দিল।
তখন একটা ঝিমুনি এলো। আর স্বপ্ন দেখা শুরু করলাম-
বাসে উঠতে গিয়ে পড়ে গেছি। পা ভেঙ্গে গেছে।
আমাকে হাসপাতালে নেওয়া হলো।
ডাক্তার বলছেন- পা কেটে ফেল।
আমি বললাম- না না আমার পা কাটবেন না।
ডাক্তার বললেন- চুপ, কোনো কথা না।
হলুদ দাঁত বের করে নার্স বলল- অসুবিধা নেই,
আমাদের হাসপাতাল থেকেই হুইলচেয়ার দেয়া হবে।
২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২| ২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার অনুভব
২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩| ২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাধু, সাধু, সাধু ।
কবিতা সুন্দর হয়েছে।
২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।
৪| ২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৬
কামাল১৮ বলেছেন: ঘুম নিয়ে চিন্তা করলে ঘুমের সমস্যা হবে।ঘুমাতে যাবার আগে জটিল কোন বিষয় চিন্তা না করাই ভালো।
গাছের ছায়া পরা বিকেলের কোন শান্ত নদির ছবি মনের মাঝে এনে সেটা নিয়ে চিন্তা করলে ভালো ঘুম হবে।এটা কিছুদিন চর্চা করলে অনেক উপকার পাওয়া যায়,বিশেষ করে যাঁদের ঘুমের সমস্যা।
২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: আমি তো ঘোড়া গুনি।
১০০, ৯৯, ৯৮ এভাবে উলটা গুনি।
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০২৩ ভোর ৫:৫৫
জনারণ্যে একজন বলেছেন: আহা, কি অসাধারণ এক কবিতা! কবিতার ছত্রে ছত্রে, বর্ণে বর্ণে , অক্ষরে অক্ষরে, প্রতিটা শব্দে, পংক্তিতে শুধু আবেগ আর আবেগ।
শুধুমাত্র ক্ষনজন্মা ব্যাক্তিবিশেষই পারে এমন কবিতা লিখতে। পরানডা জুড়ায়া গেলো গো ভাইজান! কাছে পাইলে পদাঘাত থুক্কু পদধূলি নিয়া ধইন্য হইতাম।
যে আমি - হাজার চিমটাইলেও চউক্ষে পানি আসে না, এই কবিতা পড়া মাত্রই হেঁকচি তুইলা কান্না শুরু করছি। টিস্যু সব শেষ, এখন আবার বাইর হইলাম কিনতে।