নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এই বছরটা সোনাগাজীর ব্যানে ব্যানেই গেলো!
চলতি মাসের ৭ তারিখে ব্লগার সোনাগাজীকে ফ্রন্টপেজ ব্যান এবং কমেন্ট ব্যান করা হয়েছে। যা আমার জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। সামু ওপেন করার পর সোনাগাজীর কোনো লেখা প্রথম পাতায় না পেলে আমার মেজাজ প্রচন্ড খারাপ হয়। এরকম অবস্থা দেশ বিদেশের বহু পাঠকের। তারা সোনাগাজীর লেখা খোজে। বহু লোক এবং পুরোনো ব্লগাররা শুধু মাত্র তার লেখা ও মন্তব্য গুলো পড়তেই সামুতে আসেন। মাঝে মাঝে পুরোনো ব্লগারদের সাথে দেখা হলে- তারা প্রথমে জানতে চান- চাঁদগাজী কেমন আছেন? এখনও বহু পুরাতন ব্লগাররা জানেন না 'চাঁদগাজী' নিকটা ব্যান করে দিয়েছে মডারেটর। যখন আমি বলি, চাঁদগাজী নিকটা ব্যান করা হয়েছে, তখন তারা মর্মাহত হোন। ভীষন অবাক হোন।
সামু ব্লগের 'প্রান' সোনাগাজী।
তার পোষ্ট গুলোতে দেশের সমস্যা ও সমাধানের কথা বলা হয়। তার মতো সত্য কথা এই ব্লগে আর কেউ বলে না। তিনি উচিত কথা স্পষ্ট করে বলেন বলেই- কেউ কেউ তাকে পছন্দ করেন না। তাই বলে তিনি উচিত কথা বলা বন্ধ করে দিতে পারেন না। তার লেখা গুলো আমাদের সম্পদ। বিনা দ্বিধায় বলা যায় যে, উনি যে রাজনৈতিক দিক নির্দেশনা দেন তা পালন করা হলে দেশের মঙ্গল হবে। উনি যদি প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সচিব হতেন তাহলে প্রধানমন্ত্রীকে সুন্দর বুদ্ধি পরামর্শ দিতে পারতেন। জাতির তাতে উপকার হতো। আমি চাঁদগাজী/সোনাগাজীর অনেক মূল্যবান পোষ্ট গুলো জমিয়ে রেখেছি। যথাসময়ে কাজে লাগাবো। আজ পর্যন্ত দেখিনি সোনাগাজী কাউকে 'আপুনি' বলেছেন। রেসিপি নিয়ে ফাজলামো করেছেন। ছ্যাবলামি টাইপ পোষ্ট করেছেন, মন্তব্য করেছেন।
উনি খুবই মূলবান একটা কথা বলেছেন,
'শিক্ষাই সম্পদ'। দরিদ্রদের জন্য আসলেই শিক্ষাই সম্পদ। উনি বারবার বলেছেন, দেশের উন্নতির জন্য ১৯৭২ সাল থেকেই দেশে শিক্ষা 'ফ্রি' করে দেওয়ার দরকার ছিলো। যা শেখ মুজিব করেন নাই, এবং তার কন্যাও করেন নাই। সোনাগাজি আরো বলেছেন, চাকরি সৃষ্টি করা। দেশে বেকারদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, এজন্য উনি বলেছেন- চাকরি সৃষ্টি করতে হবে। যা প্রধানমন্ত্রী কোনোদিন বলেন নাই। সোনাগাজীর এরকম স্বতন্ত্র, মৌলিক এবং গুরুত্বপূর্ণ কথা আমি কোনো ব্লগারের মুখে আজ পর্যন্ত শুনি নাই। তারা ব্যস্ত 'আপুনি' 'আপুনি' নিয়ে। সত্য কথা, কাজের কথা, দরকারী কথা, দেশের কথা কেউ বলে না। তারা ব্যস্ত রেসিপি নিয়ে, গান নিয়ে। ঘরের ফার্নিচার আর লতা পাতা নিয়ে।
আপনারা জানেন চাঁদগাজী/সোনাগাজী-
একজন বীর মুক্তিযোদ্ধা। একজন শিক্ষক। একজন আন্তর্জাতিক বিশ্লেষক। একজন গবেষক। একজন কৃষক। একজন পিএইচডি ডিগ্রীধারী। তার মতো ব্যাক্তিত্বসম্পন্ন ও বুদ্ধিমান ব্লগার সামুতে বিরল। তার পরিচিতদের মাঝে তিনি দারুন জনপ্রিয়। তার চিন্তা ভাবনা আধুনিক। বহুলোক তার কাছে আসে বুদ্ধি পরামর্শের জন্য। সর্বোপরি উনি একজন মানবিক মানুষ। ব্লগার নুরু সাহেবের মৃত্যুর খবর পেয়ে উনি অনেক কষ্ট পেয়েছেন। এক আকাশ কষ্টে ভরে উঠেছে তার বুক। এক ব্লগার অসুস্থ হয়েছেন উনি জানতে পেরে বিচলিত হয়ে পড়েছিলেন। এমনকি তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করতে পিছপা হননি। উনি আমেরিকা থাকলেও তার মনপ্রান পড়ে আছে দেশে। দেশের কোনো সমস্যায় উনি বিচলিত হয়ে পড়েন। অস্থির হয়ে পড়েন।
চাঁদগাজী/সোনাগাজী আসলে সামুর সম্পদ।
এমন একজন মহান ব্লগারকে 'ব্যান' করে রাখাটা আমি মেনে নিতে পারি না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। কতিপয় ব্লগার তাকে সব সময় হেয় করে কথা বলে। কিন্তু মডারেটর সাহেবকে তার জন্য কোনো ব্যবস্থা নিতে দেখিনি কখনও। অত্যন্ত কটু ভাষায় এই সম্মানিত মানুষটাকে দিনের পর দিন কতিপয় ব্লগার দল বেধে কটাক্ষ্য করে যাচ্ছে। ক্ষত-বিক্ষত করেছে। তাদের ব্যান করা হয় না। সামু মূলত তার সাথে অন্যায় করছে। সামুতে তার পোষ্ট সংখ্যা, মন্তব্যের সংখ্যা সবচেয়ে বেশি হওয়ার কথা। কিন্তু তার দুটা নিক ব্যান করাতে তার পোষ্ট ও মন্তব্যের সংখ্যা অনেক কমে গেছে। সে গুলো যোগ করলে তার সামনে কেউ দাঁড়াতে পারবে না। যারা সামুতে সোনাগাজীকে অসম্মান করছে তারা আসলে বাস্তব জীবনে উনার ব্যাক্তিত্বের ধারে কাছেও আসতে পারবে না।
সোনাগাজীকে নিয়ে এই পোষ্ট আমি কেন লিখছি?
সোনাগাজী সব সময় আমাকে নিষেধ করেছেন তাকে নিয়ে কোনো পোষ্ট না দিতে। তাকে নিয়ে কিছু লেখা উনি খুবই অপছন্দ করেন। হয়তো আমার এ পোষ্ট মডারেটর সাহেবের ভালো লাগবে না। ভালো লাগবে না কুকুর বিশেষজ্ঞ ও জটিল কুটিলদের। এই পোষ্টের আমাকে ফ্রন্টপেজ ব্যানও করা হতে পারে। অথবা পোষ্টটি সরিয়ে দেওয়া হতে পারে। অতীতে এই কাজ অনেকবার করেছে ব্লগটিম। আমি জানি, এরকম পোষ্টে ব্লগটিম উৎসাহ প্রদান করে না। তারপরও আমাকে লিখতে হলো। আমি সব সময় সত্যের পথে চলি। ভালো পথে চলি। আমার মন ও হৃদয় মন্দ কিছু গ্রহন করে না। এরকম পোষ্ট আমি একজন বদমাশ ব্লগারের জন্য কোনোদিন লিখব না। নো নেভার। আমি লেখা শেষ করছি। মডারেটরের কাছে আমার অনুরোধ- সোনাগাজীকে শান্তিতে ব্লগিং করতে দেন। উনি একজন ভালো মনের মানুষ। ধরে ধরে বদমাশ ও ক্রিমিনালদের ব্যান করুন। তাতেই সামুর মঙ্গল। চাঁদগাজী/সোনাগাজী ভালো থাকুক, সুস্থ থাকুক।
২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: এখানে কেন উনি মর্যাদা পাবেন না?
একজন যোগ্য লোককে কেন সামুর কতিপয় ব্লগার হেয় করবে? যারা হেয় করবে তাদের ব্যান করে দিতে হবে। ব্যস।
২| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪
বাউন্ডেলে বলেছেন: সোনাগাজী লোক ভালো, লেখকও ভালো। কিন্তু ব্যক্তি কি ? কম্যুনিটি কি। যুক্তি কি ? এসব মোটেও বোঝেন না। অন্যের লেখাও বোঝেন না। যাই হোক দোষে-গুনে মানুষ। ফ্রন্টপেজ দিলে ক্ষতি নেই।
২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: আমার দাবী দুটা।
এক, চাঁদগাজী নিকটা ফিরিয়ে দিতে হবে।
দুই, সোনাগাজীকে কখনও ফ্রন্টপেজ ব্যান বা কমেন্ট ব্যান করা যাবে না। নো নেভার।
৩| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই ব্লগ আর বেশী দিন টিকবে না।
ফেসবুক টিকবে বহু দিন।
২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: যখন টিকবে না, তখন দেখা যাবে।
ব্লগ তো অতি সামান্য বিষয়। মানুষই তো ১০০ বছর বেচে থাকে না।
৪| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমি বুঝি না মোডু এতে ব্যানব্যান খেলে কেন ? ব্লাগারের অভাব ব্লগ তো শুকিয়ে বকেট ঠ্যাং হয়ে যাচ্ছে । ভাল ব্লগার চলে যাচ্ছে কিছু লোকের কারণে ।
২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: সহমত।
৫| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: ভাবুক না হলে লেখালেখি চলে না
নিজেরটা নিয়ে থাকলেও হয় না-
বুঝার মতো অনেক জ্ঞানবুব্ধি থাকতে হয়
২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: রাইট।
৬| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২২
আমি নই বলেছেন: আপনারে বড় বলে, বড় সেই নয়
লোকে যারে বড় বলে বড় সেই হয়।
বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার
সংসারে সে বড় হয়, বড় গুণ যার।
গুণেতে হইলে বড়, বড় বলে সবে
বড় যদি হতে চাও, ছোট হও তবে।
আপনি নিজেকে নিয়ে কি ভাবলেন তাতে কারোই কিছু আসে যায় না। আপনার কথা/চলা দেখে মানুষই ঠিক করে দেবে আপনি ভাল না বদমাশ/ক্রিমিনাল। যারা আসলেই ভাল তারা কখনই নিজের ঢোল নিজে পেটায় না, তাদের বার বার বলতে হয় না আমি ভাল, আমি সৎ।
গাজীভাই লাস্ট কিছুদিন (ব্যান খাওয়ার পর) বেশ যৌক্তিক ভাবে প্রতিমন্তব্য করছেন। এভাবে করলে মনে হয় না তিনি কখনো ব্যান হতেন।
২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: বাঘের লেজে পা দিলে বাঘ কি আপনাকে ছেড়ে দিবে? না ছেড়ে দেওয়া উচিত?
৭| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৫
আমি নই বলেছেন: লেখক বলেছেন: বাঘের লেজে পা দিলে বাঘ কি আপনাকে ছেড়ে দিবে? না ছেড়ে দেওয়া উচিত?
সোকলড বাঘ কি এখন বিড়াল হয়ে গেছে? এখন এত সুন্দর করে লজিক্যাল প্রতিউত্তর দিচ্ছে কেন?
মাথায় কুকুরের ক্রমজম, ডোডো পাখি ইত্যাদি কুখ্যাত উত্তর আপনার কাছে অনেক ভালো মনে হতে পারে কিন্তু ব্লগের বেশির ভাগের কাছেই ভাল নয়। মন্তব্যর প্রতিউত্তরে লজিক্যাল, রিলেটেড উত্তরই সবাই আশা করে। মতের মিল না হলেই আক্রমন করাটা কাপুরুষতা, বাঘের কাজ হলো রিলেটেড এবং লজিক্যাল প্রতিউত্তর দিয়ে ঘায়েল করা।
২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: মনগড়া ও ভুলভাল কথা বন্ধ করুন।
প্রমান থাকলে প্রমান দেখান।
৮| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৫
নতুন বলেছেন: ব্যান কোন মডারেটর ইচ্ছা করে করেন না।
তিনি নিয়ম ভঙ্গ করেন বলেই ব্যান করেন।
তাই তিনি যদি নিয়ম ভঙ্গ না করেন তবে তাকে কখনোই ব্যান হতে হবে না।
আমার মনে পড়েনা আমার মন্তব্য বা পোস্টের কারনে কখনো আমাকে ব্যান হতে হয়েছে....
প্রতিটা কথাই নানান ভাবে বলা যায়, এটা সম্র্পন আপনার ব্যাপার আপনি কিভাবে বলবেন....
২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: সমস্যা হলো আমরা নিরপেক্ষ নই।
৯| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫০
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার পোস্ট পড়ে, ব্লগার সোনাগাজীর করা সর্বশেষ ১২ টি মন্তব্য পড়লাম। করুনা ধারা নামক এক ব্লগার পুরান ব্লগারদের গুণগান গেয়ে পোস্ট দিয়েছেন। সেখানে ব্লগার সোনাগাজী শায়মা আপুর প্রতি অসম্মান জনক মন্তব্য করেছেন। এগুলো করার দরকার কি? একটি পোস্টে গিয়ে এট্যাকিং মন্তব্যই বা কেন করবেন?
ব্লগার সোনাগাজীর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি উনি করুনা ধারার পোস্টে হাউকাউ করে অনুচিত কাজ করেছেন। কমেন্ট ব্যান করার যথেষ্ট কারণ আছে।
তবে ফ্রন্ট পেজ পোস্ট ব্যান এর কোন কারণ দেখিনা। উনি খুবই ভালো লিখেন। ফ্রন্ট পেজ ব্যান উঠিয়ে নেয়া যায় কিনা ব্লগ টিমকে ভেবে দেখার অনুরোধ থাকবে।
২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: এখন কি সোনাগাজী 'আপুনি' 'ভাইয়ু' বলে মন্তব্য করবেন?
কুয়োর ব্যাঙকে ঈগল পাখি বলে ডাকতে হবে?
এগুলো একজন ব্যাক্তিত্ববান মানুষ করতে পারেন না।
১০| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬
ঢাবিয়ান বলেছেন: এই যে পোস্টটা দিলেন , তা আসলে কিন্ত ব্লগার সোনাগাজীর পক্ষে নয়। উনাকে জেনারেল করে রাখার মেয়াদ আরো বাড়ানোর উদ্দেশ্যেই এই উস্কানিমুলক পোস্ট দিলেন।
২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬
রাজীব নুর বলেছেন: আপনি আছেন সামন্ত যুগে।
১১| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সোনাগাজীর ভক্তরা কষ্টে আছেন।
২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা তাই নাকি?
১২| ২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০২
নতুন বলেছেন: লেখক বলেছেন: সমস্যা হলো আমরা নিরপেক্ষ নই।
কেউই ব্যাক্তিগত আক্রমনের পক্ষ নেবে না।
২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৬
রাজীব নুর বলেছেন: বাহাদূর শাহ পার্কে কখনও গিয়েছেন?
১৩| ২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২
নতুন বলেছেন: লেখক বলেছেন: বাহাদূর শাহ পার্কে কখনও গিয়েছেন?
আমার ছোট বোনের বাসার পাশেই।
২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২১
রাজীব নুর বলেছেন: অকে।
১৪| ২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯
নতুন বলেছেন: লেখক বলেছেন: এখন কি সোনাগাজী 'আপুনি' 'ভাইয়ু' বলে মন্তব্য করবেন?
কুয়োর ব্যাঙকে ঈগল পাখি বলে ডাকতে হবে?
এগুলো একজন ব্যাক্তিত্ববান মানুষ করতে পারেন না।
একজন ব্যাক্তিত্ববান কুয়োর ব্যাঙ বলে কখনো কাউকে ডাকতে পারেনা...
২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬
রাজীব নুর বলেছেন: কুয়োর ব্যাঙ কে, অবশ্যই কুয়োর ব্যাঙ ডাকতে হবে।
পুলিশকে কি আপনি আনসার বলে ডাকবেন?
মন্দ লোককে কি ভালো লোক বলবেন?
১৫| ২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯
নতুন বলেছেন: লেখক বলেছেন: কুয়োর ব্যাঙ কে, অবশ্যই কুয়োর ব্যাঙ ডাকতে হবে।
পুলিশকে কি আপনি আনসার বলে ডাকবেন?
মন্দ লোককে কি ভালো লোক বলবেন?
পুলিশকে কি আপনি আনসার বলে ডাকবেন?
সেটা অন্যায়, হবে।
কিন্তু একজন মানুষ যে কুয়োর ব্যাঙ সেটা আপনি কিভাবে বুঝতে পারেন?
একজন মানুষকে ছোট করে দেখার প্রবনতা তার আছে সে কিভাবে ব্যাক্তিত্ববান হন?
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৯
রাজীব নুর বলেছেন: না উনি মানুষকে ছোট করে দেখেন না।
উনি হৃদয়বান এবং মানবিক মানুষ।
রাজাকারদের যেমন ভালোবাসা যায় না। তেমনি ক্রিমিনালদের আপুনি, ভাইয়ামনি ডাকা যায় না। যারা পারে তারাও ক্রিমিনাল।
১৬| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৩
প্রামানিক বলেছেন: ব্লগে দুই একজন গঠনমূলক ভুল ধরার জন্য লোক থাকা ভালো, ভুল ধরতে গিয়ে অতিরিক্ত করা ভালো না
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: দুষ্ট লোকদের লাইনে আনার জন্য দরকার চাবুক।
১৭| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২৭
নতুন বলেছেন: লেখক বলেছেন: না উনি মানুষকে ছোট করে দেখেন না।
উনি হৃদয়বান এবং মানবিক মানুষ।
রাজাকারদের যেমন ভালোবাসা যায় না।
তেমনি ক্রিমিনালদের আপুনি, ভাইয়ামনি ডাকা যায় না। যারা পারে তারাও ক্রিমিনাল।
ক্রিমিনালের সংঙ্গা জানেন? কোন ব্লগারকে ক্রিমিনাল বলা যায়?
আজুইড়া অজুহাত বানিয়ে মানুষকে ছোট করে দেখা, বাজে কথা বলা, কস্ট দিয়ে কথা বলা ঠিক না।
ভালো করে কথা বললে দুনিয়ার কেউই কস্ট পায় না।
ভালো মানুষ কখনোই মানুষের মনে কস্ট দেয় না।
মানুষ অন্যকে ছোট করে নিজে বেশি অহংকারী এবং অল্প জ্ঞানী হলে। জ্ঞানী মানুষ কখনোই অন্যকে ছোট করে কথা বলেনা।
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৩
রাজীব নুর বলেছেন: আপনি সঠিক কথা বলেছেন।
এবার ভেবে দেখুন, সোনাগাজীকে কতটা কষ্ট দেওয়া হয়েছে। কতটা কটু কথা বলা হয়েছে। কটাক্ষ্য করা হয়, তখন আপনি কোথায় থাকেন? ওদের বুঝাতে পারেন না। আমাকে বুঝানো বাদ দিয়ে ওদের বুঝান।
১৮| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৭
শায়মা বলেছেন: ভাইয়ু
কি লিখেছো এই সব?
পুরাই ট্রাক্টর পোস্ট!
২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৬০
লেখক বলেছেন: বাঘের লেজে পা দিলে বাঘ কি আপনাকে ছেড়ে দিবে? না ছেড়ে দেওয়া উচিত?
তোমার এই কমেন্ট খুবই যুক্তিযুক্ত!
বাঘের লেজে পা দিলে বাঘ সোনাগাজী ভাইয়াকেও ছাড়ে না। কিন্তু ভাইয়া শুধু ভুলে যায়।
যাইহোক কাল আমার ছুটি! আমি একদম ফ্রি! সারাদিন বাসায় আছি।
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৮
রাজীব নুর বলেছেন: আমি আসতে পারবো না।
আগামীকাল আমার অনেক কাজ।
দেখি সামনের সপ্তাহে।
১৯| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৩
নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনি সঠিক কথা বলেছেন।
এবার ভেবে দেখুন, সোনাগাজীকে কতটা কষ্ট দেওয়া হয়েছে। কতটা কটু কথা বলা হয়েছে। কটাক্ষ্য করা হয়, তখন আপনি কোথায় থাকেন? ওদের বুঝাতে পারেন না। আমাকে বুঝানো বাদ দিয়ে ওদের বুঝান।
উনি যদি না বোঝেন তো কারুরই কিছু করার নাই।
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। শুভ কামনা।
২০| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৫
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আমি কখনোই দেখলাম না উনি উল্টা পাল্টা কথা বলে বা লিখে, উনার সব কথায় বা লেখায় যুক্তি থাকে। তার পরও উনি বার বার ক্যানো ব্যান হয় বুঝি না।
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২১| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৭
আমি নই বলেছেন: লেখক বলেছেন: মনগড়া ও ভুলভাল কথা বন্ধ করুন।
প্রমান থাকলে প্রমান দেখান।
আপনি কি বলতে চাচ্ছেন উনি মাথায় কুকুরের ক্রমজম, ডোডো পাখি, ছোট মগজ ইত্যাদি এগুলো বলেন নাই?
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: ধরুন আমি কবিতা লিখতে পারি না। ধরুন কি আসলেই পারি না। এখন যদি আমি নিজেকে কবি বলে দাবী করি- তাহলে কি মানুষ আমাকে গালি দিবে না? আহাম্মক বলবে না?
ঠিক তেমনি কেউ যদি গরুর রচনা লিখে তাহলে অবশ্যই বিনা দ্বিধায় বলতে হবে- ইহা গরুর রচনা। সত্য শোনার সৎ সাহস থাকতে হবে।
২২| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৫
মোহাম্মদ গোফরান বলেছেন: নতুন ভাই @
মানলাম সোনাগাজী অন্যায় করেছেন।
আমার প্রিয় একজন ব্লগার আপনি। ব্লগার শেরজা তপনও আমার প্রিয় ব্লগার।
আপনার কাছে ১ টা প্রশ্ন - ' যারা সোনাগাজীর সাথে অসভ্য আচরণ করে তাদের সম্পর্কে আপনার বক্তব্য কি? সেনাগুলো কে যখন এট্যাক করা হয় তখন কোনদিন আপনি প্রতিবাদ করেন নি। কেন? '
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৮
রাজীব নুর বলেছেন: রাইট।
২৩| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৮
মোহাম্মদ গোফরান বলেছেন: দু:খিত আগের মন্তব্যে টাইপো হয়েছে। তাই আবার করছি।
বলেছেন: নতুন ভাই @
মানলাম সোনাগাজী অন্যায় করেছেন।
আমার প্রিয় একজন ব্লগার আপনি। ব্লগ
আপনার কাছে ১ টা প্রশ্ন - ' যারা সোনাগাজীর সাথে অসভ্য আচরণ করে তাদের সম্পর্কে আপনার বক্তব্য কী? '
'সোনাগাজীকে যখন এট্যাক করা হয় তখন আপনাকে কখনো প্রতিবাদ করতে দেখিনি। কেন ? '
২৪| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৭
কামাল১৮ বলেছেন: অনুসরণ করা ছিলো,এখন কাজ করছে না।সহজ ভাবে পাওয়ার উপায় কি?
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: সোনাগাজী তার লেখালেখি অব্যহত রেখেছেন।
গাজা হামাস ইজরাইল নিয়ে তার লেখা চলছেই বিরামহীন ভাবে।
আমি শিখাবো না। একটু চেষ্টা করলেই আপনি পেরে যাবেন।
২৫| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৭
শায়মা বলেছেন: ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৮০
লেখক বলেছেন: আমি আসতে পারবো না।
আগামীকাল আমার অনেক কাজ।
দেখি সামনের সপ্তাহে।
সে কি যুদ্ধে নেমেছো এখন পালিয়ে গেলে চলবে ভাইয়ু???
তুমি না বীর সাহসী!!! কত যুক্তি দিয়ে পোস্ট দিয়েছো? আবার কত সুন্দর সব যুক্তি দিয়ে উত্তরও দিচ্ছো?
আমার কমেন্টের উত্তর মনঃপুত হলো না।
যাইহোক আবার বলছি। বাঘের লেজে পা দিলে বাঘ ছাড়ে না তোমার এই মন্তব্য আমার খুবই পছন্দ হয়েছে। খুবই ভালো উপলদ্ধি!!
সবার এমন বুদ্ধি থাকলে মনে হয় না কেউ কখনও ব্যান খেত।
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৪
রাজীব নুর বলেছেন: পালিয়ে যাচ্ছি না।
আমি আমার বক্তব্য স্পষ্ট করে বলেছি।
২৬| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৫
শায়মা বলেছেন: বাঘের লেজের বক্তব্যটা খুব রাইট বলেছো এটা ভাইয়াকে মনে রাখতে হবে।
তো তুমি এত বোঝো তো ভাইয়াকে বুঝাতে পারো না??
যাইহোক তোমার বক্তব্য স্পষ্ট বলতে ভাইয়ার নেগেটিভ মন্তব্যগুলো খুবই ক্ষুরধার প্রয়োজনীয় এক্কেবারে বলবীর বল উন্নত মম শির টাইপ আর এমন নেগেটিভ মন্তব্য করে ভাইয়া একেবারে সামুর ব্লগারদেরকে ধুয়ে মুছে সাফ করে সামুপাতার সেপাহী হয়ে রয়ে যাবে আর এমন বীর সেনানী মহারাজা দেখে সবাই ভয়ে থরোথরো কাঁপবে।
ভাবতেই পারো। তুমি তো তোমার মতই ভাববে আর সামু সামুর মত ভাববে
সবচেয়ে বড় কথা তোমার মত বা ভাইয়ার মত ভাবনা নিয়ে চলতে চাইলে তোমরা নিজেরাই একটা ব্লগ বানিয়ে ফেললেই তো পারো। সেখানে তোমরাই থাকবে। কেউ জ্বালাবে না। সামু ব্লগে থাকতে গেলে তো সামুর নিয়ম মানতেই হবে।
ভেবে দেখো এত কষ্টের কি কোনো দরকার আছে?
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৮
রাজীব নুর বলেছেন: জোর করে ভয় দেখাতে চাচ্ছেন নাকি বোন?
ভয় পাওয়ার চিজ আমি নই।
হ্যা অবশ্যই সামুর নিয়ম মানতে হবে। সেটা জানি। মানি।
নীতিমালাও আছে। সেটা তো শুধু এক তরফা না। নাকি সামুর নিয়ম শুধু সোনাগাজির জন্য। আর সবাই ধোয়া তুলসী পাতা।
২৭| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৭
আমি নই বলেছেন: লেখক বলেছেন: ধরুন আমি কবিতা লিখতে পারি না। ধরুন কি আসলেই পারি না। এখন যদি আমি নিজেকে কবি বলে দাবী করি- তাহলে কি মানুষ আমাকে গালি দিবে না? আহাম্মক বলবে না?
ঠিক তেমনি কেউ যদি গরুর রচনা লিখে তাহলে অবশ্যই বিনা দ্বিধায় বলতে হবে- ইহা গরুর রচনা। সত্য শোনার সৎ সাহস থাকতে হবে।
জী না, ব্যপারটা এত সহজ হলে উনি জীবনেও ব্যান খাইতো না। যারা ব্লগে আসে তারা অন্তত কোনটা গঠনমুলক সমালোচনা আর কোনটা ব্যঙ্গাত্মক, টিটকারি মুলক সমালোচনা, এটার পার্থক্য বোঝে।
আপনার মাথায় মাথায় কুকুরের ক্রমজম, মাথায় মগজ কম এগুলো কোন টাইপের সত্যরে ভাই?? পোষ্ট ভালো হয় নাই, কবিতা ভালো হয় নাই সেটাতো সুন্দর করেই বলা যায়।
উপরে ব্লগার শায়মার উত্তরটা দেখেন, কতটা ভদ্র ভাবে **** দিয়ে দিল। কুকুর, বিড়াল, ক্রিমিনাল, বদমাশ ইত্যাদি না বলেও যে বাশ দেয়া যায় এটা শেখার জন্য মন্তব্যটা বাধাই করে রাখতে পারেন।
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: আপনি, শায়মা উচ্চ স্তরের বুদ্ধিমান।
আপনারা হাই লেভেলে চলে গেছেন। সেটা সাধারন মানুষ থেকে অনেক উপরে।
আপনাদের বুদ্ধির উচ্চতা পাহাড়ের চেয়ে উচু। ওতো উচু ব্যাপার স্যাপার আমি বুঝতে চাই না।
২৮| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:০৩
ঢাবিয়ান বলেছেন: যাক বুঝলাম কোন ব্যাক্তিত্ববান মানুষ 'আপুনি' 'ভাইয়ু' সম্বোধন করে না তবে বোন ডাকা যেতে পারে
২২ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৪১
রাজীব নুর বলেছেন: অযথা প্যাচাচ্ছেন কেন?
২৯| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:০৪
শায়মা বলেছেন: লেখক বলেছেন: জোর করে ভয় দেখাতে চাচ্ছেন নাকি বোন?
বোন!! এতক্ষনে বুঝলাম আপুনি আপুনি ভাইয়ুনি ভাইয়ুনি করে যারা তাদের ব্যক্তিত্ব নেই আর যারা বোন বোন করে তারা ব্যক্তিত্ববান। ঠিক তোমার মত। ঠিক আছে এইভাবেই শিখিয়ে দিলেই তো পারো। যাইহোক জোর করে ভয় দেখাবো কেনো? ওহ বাঘের লেজের প্রবাদটা বুঝেছো বুঝি?? নাহ জোর করে ভয় দেখাচ্ছি না যা ভয় পাবার তাই বলেছি। তুমি ভয় পাচ্ছো নাতো??
ভয় পেওনা ভাইয়া। পোস্ট দিয়েছো তাতে কমেন্টও আসবে। আবার এমন পোস্ট দিয়েছো তাতে কমেন্টের জবাব না দিয়ে পালিয়ে গেলেও চলবে না। কাজেই......
ভয় পাওয়ার চিজ আমি নই।
এই কথা একদম সত্যি! তুমি ভয় পাবার চিজ না নইলে কি তোমার নামেও যে এত শত অপবাদ তবুও তুমি বড় গলা করে চলতে পারতে?? কখনই না। সাধে কি তোমার এত বড় গলা? এত কিছু বলা?
হ্যা অবশ্যই সামুর নিয়ম মানতে হবে। সেটা জানি। মানি।
না তুমি মানো না। মানলে কয়েকদিন পর পর এমন ধরনের পোস্ট দিতে না। তুমি জানো ব্যক্তি আক্রমনই শুধু নয় অসভ্য অভব্য আচরণ করা কোনো সভ্য সমাজের পরিচায়ক না আর সামুতে কোনোভাবেই অভব্য আচরণ করবার অধিকার নেই। সোনাগাজী ভাইয়া প্রায়ই এই অভব্য আচরণ করে থাকেন শুধু মাত্র তোমার মত কিছু দলের লোক জন ছাড়া কিন্তু নিজেই আবার বলে অন্য ব্লগারেরা নাকি খারাপ দলের লকজনের সাথে মেশে।
ভাইয়া নিজের দলের লোকজন তুমি আর দু একজন শুধু ভালো আর অন্যেরা খারাপ আবার তুমিও লিখেছো ব্লগারেরা নাকি ক্রিমিনাল এটাও অবশ্য ভাইয়ার কথা। এসব কোনো বুদ্ধিমান মানুষের লক্ষন?
ও হ্যাঁ যে কথা বলতে চেয়েছিলাম সাইকোলজীতে একটা কথা পড়েছিলাম বোকারা নাকি ভয় পায় না। আর ভাবে তারা সাহসী ।
তবে তারা জানেনা সেটা সাহস না দুঃসাহস। মোট কথা বোকারা কম ভয় পাই তাই যে কোনো খানেই লাফিয়ে পড়তে পারে।
নীতিমালাও আছে। সেটা তো শুধু এক তরফা না। নাকি সামুর নিয়ম শুধু সোনাগাজির জন্য। আর সবাই ধোয়া তুলসী পাতা।
সবাই কি পাতা এটা ভাবার আগে ভেবে দেখো ভাইয়া বিছুটি পাতা আর তুমি সেই বিছুটিপাতা ধোয়া জল.......
২২ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৪২
রাজীব নুর বলেছেন: আজাইরা তর্কে আমি যাবো না।
৩০| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:০৭
শায়মা বলেছেন: ২৮. ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:০৩১
ঢাবিয়ান বলেছেন: যাক বুঝলাম কোন ব্যাক্তিত্ববান মানুষ 'আপুনি' 'ভাইয়ু' সম্বোধন করে না তবে বোন ডাকা যেতে পারে
ইয়েস!!!!!!!!!!!!!!!!!
এই কথাটাই আমি বলছিলাম দেখো ভাইয়া!!
আমিও এখন থেকে সুরভী ভাবীকে আর ভাবী বলবো না বোন বলবো তবে আমি বোনও বলবো না আমার মত করেই তো বলতে হবে তাই না??
কাজেই সবাইকেই আমি এখন থেকে বোননি বলবো!!!
ভাইয়ামনি ভাইয়ুমনিও বলবো না বলবো ভাইনি।
২২ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৪৩
রাজীব নুর বলেছেন: মন্তব্য করার আগে শুধু এটুকু মাথায় রাখবেন আপনি একজন শিক্ষক।
বাচ্চাদের জ্ঞান দান করেন।
৩১| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:০৮
শায়মা বলেছেন: ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫১১
লেখক বলেছেন: আপনি, শায়মা উচ্চ স্তরের বুদ্ধিমান।
আপনারা হাই লেভেলে চলে গেছেন। সেটা সাধারন মানুষ থেকে অনেক উপরে।
আপনাদের বুদ্ধির উচ্চতা পাহাড়ের চেয়ে উচু। ওতো উচু ব্যাপার স্যাপার আমি বুঝতে চাই না।
এই মন্তব্যও আমার খুব পছন্দ হয়েছে। আমি লাইক দিয়েছি ভাইয়া।
২২ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৪৩
রাজীব নুর বলেছেন: ওকে।
৩২| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা ভাইয়ুমনি না বলে ভাইনি বললে বলো টাইপো হয়ে সেটি ডাইনি হয়ে গেলে কিন্তু ।
পনেরো বছর ব্লগিং এর পর শায়মা নিশ্চয় ভালই জানেন কাকে কি বলতে হবে।
আমার বলা আমি বলবো যা যৌক্তিক মনে হয় তাই বলবো
যাকে বলা হচ্ছে তার আপত্তি থাকলে সেটা আলাদা বিষয়।
৩৩| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৪
আমি নই বলেছেন: লেখক বলেছেন: আপনি, শায়মা উচ্চ স্তরের বুদ্ধিমান।
আপনারা হাই লেভেলে চলে গেছেন। সেটা সাধারন মানুষ থেকে অনেক উপরে।
আপনাদের বুদ্ধির উচ্চতা পাহাড়ের চেয়ে উচু। ওতো উচু ব্যাপার স্যাপার আমি বুঝতে চাই না।
ওওকে.....
৩৪| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: রাজীব @
ব্লগার সোনাগাজী ঠিক আছেন তো?
গত ৩৪ ঘণ্টা ব্লগে নেই উনি। উনার সর্বশেষ প্রতিমন্তব্য ছিল আপনার কমেন্টের। এরপর উনাকে ব্লগে দেখা যায়নি। যেকজন নিবেদিত প্রান ব্লগার ব্লগটাকে জমজমাট করে রাখেন সোনাগাজী তাঁদের মধ্যে একজন। সারাক্ষণ লগিন করে থাকেন উনি। আমি একদিন ভোর ৫ টাই দেখি ব্লগে শুধু ২ জন ব্লগার লগিন করা। ১ জন ব্লগার সোনাগাজী অন্যজন কে মনে নেই। আমরা ২০/২২ জন নিয়মিত ব্লগার আছি (মাল্টি ছাড়া) । উনাকে একটু মানিয়ে নেয়ার জন্য ব্লগারদের প্রতি অনুরোধ থাকল। এই ভদ্র লোকের বয়স হয়েছে। নুরু ভাই এর মতো হুট করে একদিন প্রদীপটা নিভে গেলে সবাই কাঁদবে। এমন কি, রেজাউল, জটিল ওরা কাঁদবে।
২২ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৪৫
রাজীব নুর বলেছেন: আপনার সস্তা জ্ঞান আপনার কাছেই রাখুন।
৩৫| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১০
জনারণ্যে একজন বলেছেন: ভার্চুয়াল কিংবা ব্যক্তিগত জীবনে অনেক বিড়ালকেই বাঘের চামড়া পরে ঘুরতে দেখেছি।
আবার ক্ষমতা হারিয়ে অনেক বাঘকেও 'বিড়াল বনে যাওয়া' যেতে দেখেছি।
বানরের হাতে কিঞ্চিৎ ক্ষমতা গেলে পরিণতি কি হয়, তাও দেখেছি।
আপনারা সবাই ভার্চুয়াল লাইফে রাজা-উজির-বাঘ-ভাল্লুক মারতে থাকুন। আমি ক্ষুদ্র মানুষ - ভয়ে ভয়ে দেখি, আর হাই তুলতে তুলতে ঘোড়ার জন্য ঘাস কাটি।
২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: ওকে।
৩৬| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: ব্যক্তিগতভাবে আমিও চাই ব্লগার সোনাগাজীর সেভ স্যাটাস। কিন্তু মডু ভাবনা চিন্তা করে যে সিদ্ধান্ত নিয়েছে তার পরিপ্রেক্ষিতে এমন পোস্ট নীতিমালা বিরুদ্ধ বা মডুর সিদ্ধান্তের চ্যালেঞ্জ বৈকি। আমার যুক্তিতে এমন পোস্ট দিয়ে বরং ওনার ব্যানের সময় দীর্ঘায়িত হতেই পারে। কাজেই এসব না করে সরাসরি মেইল করলে ফল লাভ ঘটবেই।
পাশাপাশি আরেকটু বলার যে আমরা যে কেউ হোক না কেন কেউ ব্লগের নীতিমালার উর্ধ্বে নই। উনি এতো বেশি বার ব্যান খেয়েও ত্রুটি শোঝরাচ্ছেন না এটা ওনার সঙ্গে যাদের সুসম্পর্ক আছে তাদের পক্ষে দুর্ভাগ্যের। আমরা যে যেখানে থাকি না কেন সব জায়গাতেই একটা নিয়মে নীতি থাকে।সে মেনে চলা একজন বিবেকবান মানুষের কর্তব্য। যাইহোক ওনার সেভ স্যাটাসের প্রত্যাশায় থাকলাম। পাশাপাশি উনিও নিয়ম শৃঙ্খলা মেনে ব্লগিং করুন প্রত্যাশা করি।
২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩৭| ২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৮
নূর আলম হিরণ বলেছেন: ব্লগার করুনধারা যখন পোস্ট দিয়েছে এবং সোনাগাজী সেই পোস্টে মন্তব্য করে ব্যান খেয়েছেন। কিন্তু ব্লগার করুণধারার পোস্টের একেবারে শেষে যে তিন চার লাইনে কটাক্ষ করে কথা বলেছে এটা কারো চোখে পড়েনি!
২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: কেউ কেউ একচোখা। সমস্যা এইখানেই।
৩৮| ২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৭
নতুন বলেছেন: @রানু ভাই, @মোহাম্মদ গোফরান
মোহাম্মদ গোফরান বলেছেন: নতুন ভাই @
মানলাম সোনাগাজী অন্যায় করেছেন।
আমার প্রিয় একজন ব্লগার আপনি। ব্লগার শেরজা তপনও আমার প্রিয় ব্লগার।
আপনার কাছে ১ টা প্রশ্ন - ' যারা সোনাগাজীর সাথে অসভ্য আচরণ করে তাদের সম্পর্কে আপনার বক্তব্য কি? সেনাগুলো কে যখন এট্যাক করা হয় তখন কোনদিন আপনি প্রতিবাদ করেন নি। কেন? '
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৮০
লেখক বলেছেন: রাইট।
আমি ব্যাক্তি আক্রমনকে অপছন্দ করি। সামনে পড়লে অবশ্যই তার প্রতিবাদ করি।
কিছুদিন আগেই নিচের ব্লগে একজনের বাজে কথার জবাব দিয়েছিলাম...
https://www.somewhereinblog.net/blog/sonagaji/30354347#c13359976
আরেকটা জিনিস বোঝা উচিত। অনেকে ইচ্ছা করেই এমন সব মন্তব্য করবে যাতে আপনি রেগে গিয়ে এমন কিছু বলেন এবং সেটা সবাই দেখে আপনাকেই খারাপ বলে…
এমন মানুষের সাথে কথা বলার সময় অবশ্যই খেয়াল রাখা উচিত।
২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: রাইট।
৩৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৭
চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। বলেছেন: ইয়ে মানে চাটাচাটি থুক্কু চাটুকারিতা কম করার পোরতিজ্ঞা নিলে কি আন্নের ব্যামো ট্যামো বাড়ি যাইবো নি কোনো?
এত চাটুকারিতা কল্লে তো উস্তাদের ছাল বাক্লা দ্রুত উডি যাইবো।
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: মাল্টি নিকদের আমি ঘৃণা করি। মাল্টিওলাদের চেয়ে রাস্তায় কুকুর অনেক ভালো।
৪০| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৬
চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। বলেছেন: রানু, তোমার বাবা তো মরার আগে আক্ষেপ করে গিয়েছিল তুমি কেন বেহায়া বেলাজ চাটুকার হলা। তুমি তো রেগুলার পোস্ট দিয়ে তারপর নর্দমায় মুখ ভরিয়ে এসে মন্তব্য করো।
৪১| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৫
চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। বলেছেন: হে রানু, তুমি নিজেকে কুকুর বলিও না এবং নিজেকে ঘৃণা করিও না। ব্লগে অনেকেই জানে তুমি মাল্টির বেসাতি করো। এবং একজন জ্ঞানী মহিলা সহ অনেকেই তুমার বেশ কিছু আইডির চিচিং ফাক করিয়া দিয়াছে। নাকি তুমি করিলে তাহা প্রেম আর বাকিদেরটা পরকীয়া?
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: জ্ঞানহীন এবং মগজহীনদের সাথে আমি কথা বলতে চাই না।
৪২| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯
চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। বলেছেন: তুমি আগে গালাগালি শুরু করছ স্ক্রীন শট নিয়া রাখছি । কেমন বেহায়া তুমি তূয়ার দুষ দেখ না? তোমার স্বর্গীয় পিতা নিশ্চয়ই দুঃখ পাচ্ছেন।
৪৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: যা ভাগ। ছাগলের ছাগল।
৪৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৩
চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। বলেছেন: রানু, টুই হলি চাগলের বিচি চোষক
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি উনাকে বলেছিঃ ফেসবুকে একটা পেজ খুলতে।
উনি অনেক পাঠক পাবেন।
এখানে উনার মর্যাদা হানি হচ্ছে।