নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ আমাদের বিবাহ বার্ষিকী

২২ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৪০



আমি কোনো বিশেষ দিন-তারিখ মনে রাখতে পারি না।
বিয়ের তারিখ, জন্ম তারিখ এমনকি মৃত্যু তারিখও আমার মনে থাকে না। সুরভির আবার এইসব দিন তারিখ সব মনে থাকে। সেই দিনকার সমস্ত ঘটনা সুরভি সব বলে দিতে পারে। আজ যে আমাদের বিবাহ বার্ষিকী আমার একদম মনে ছিলো না। আজ রাতে বাসায় ফিরতে দেরী হয়ে গেছে। এক কাজে উত্তরা গিয়েছিলাম। সেখানে একটা মিষ্টির দোকান দেখলাম। কি মনে করে সব রকমের একটা করে মিষ্টি কিনে নিলাম। ছোট কন্যা ফারাজা মিষ্টি খেতে পছন্দ করে। যদিও আজ মিষ্টি কেনার কথা ছিলো না। ফারাজার জন্য আপেল কেনার কথা ছিলো। কন্যা আপেল খুব পছন্দ করে।

বিজয় স্মরনীর সিগনালে গাড়ি থামলো।
এক অল্প বয়সী মেয়ে খুব অনুনয় বিনয় করে বলল- স্যার ফুল নেন। টকটকে লাল গোলাপ। মেয়েটার কাছ থেকে কি মনে করে, ফুল কিনে নিলাম। সাধারণত আমি ফুল কিনি না। যাইহোক, বাসায় মিষ্টি ও ফুল নিয়ে ফিরলাম। সুরভি খুব খুশী। বলল, আমি জানতাম তোমার মনে আছে। কেন শুধু শুধু বলো তোমার কোনো বিশেষ দিন তারিখ মনে থাকে না! আমি মুখটা হাসি হাসি করে সুরভির দিকে তাকালাম। আর মনে করতে চেষ্টা করলাম আজ কয় তারিখ। আজ কি কোনো বিশেষ দিন? হুট করে মনে পড়লো আজ ২২ নভেম্বর। আজ আমাদের বিবাহ বার্ষিকী। মিষ্টি ও ফুল কিনে বড় বাঁচা বেঁচে গেছি!

ভাগ্যক্রমে আজ বেঁচে গেলাম।
আমি সব সময় এইভাবে বেঁচে যাই। কন্যা মিষ্টি খাওয়ায় ব্যস্ত। সুরভি ফুল হাতে নিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। অদ্ভুত ব্যাপার হলো- আজ আমার একটা শাড়ি কিনতে ইচ্ছে করছিলো সুরভির জন্য। হয়তো আমার অবচেতন মন আমাকে তাড়া দিচ্ছিলো। যাইহোক, এই মাত্র রাতের খাওয়া দাওয়া শেষ করলাম। খেতে বসে দেখি আজ সুরভি অনেক কিছু রান্না করেছে। একদম বিয়ে বাড়ির খাবার। ফারাজা এখনও ঘুমায়নি। সুরভি তার বোনের সাথে মোবাইলে কথা বলছে। এই ফাঁকে আমি লিখতে বসেছি। ইদানিং ফারাজা রাত তিনটার আগে ঘুমায় না। আমি কন্যাকে গল্প বলতে বলতে- ঘুমিয়ে যাই, সুরভি ঘুমিয়ে যায় কিন্তু কন্যা জেগে থাকে। আমি সকাল আট টায় ঘুম থেকে উঠি। ফারাজা ঘুম থেকে উঠে সকাল ১১ টায়। আজ একটা শাড়ি কেনা খুব দরকার ছিলো।

দশ বছর হয়ে গেলো বিয়ে করেছি।
আমরা বেশ ভালো আছি। আনন্দ নিয়ে আছি। আমরা ঝগড়া করি না। দুজন দুজকে বুঝি। বিয়ের দিনের কথা মনে পড়ছে। সুরভি আমার কথা তার বাবাকে জানালো। সুরভির বাবা বলল, ছেলে পত্রিকা অফিসে কাজ করে। দরকার নেই এই ছেলেকে বিয়ে করার। সুরভি আমাকে বলল, আমাকে ভুলে যাও। আমার ভীষন মন খারাপ। একদিন আব্বা বলল, কিরে মন খারাপ ক্যান? সুরভির বাবার কথা বললাম। আব্বা বলল, এটা কোনো ব্যাপার না। আমি সুরভির বাবার সাথে কথা বলব। আব্বা কথা বলল। সব ঠিকঠাক হয়ে গেলো। সুরভির বাবা আমার আব্বাকে বলল, আপনাকে দেখেছি, আপনার সাথে কথা বলেছি। ব্যস যথেষ্ঠ। সব ঠিকঠাক হয়ে গেলো। কিন্তু আমার সুপারম্যান বাবা করোনায় মারা গেলো।

আব্বা ধুমধাম করে বিয়ের আয়োজন করে ফেলল।
বিয়ে হয়ে গেলো। দেখতে দেখতে দশটা বছর পার করে ফেললাম! কত দ্রুত সময় চলে যায়! আমি কোনো দিনই সুরভির উপর স্বামীগিরি ফলাই নাই। ধর্মীয় বিধি নিষেধ আরোপ করি নাই। জোর করে বোরকা পরাই নাই। সুরভি যখন তার বাবার বাড়ি যায়, আমি নিজে গিয়ে তাকে দিয়ে আসি। আমরা দুজন শুধু স্বামী স্ত্রী নই। আমরা দুজন দুজনের বিশ্বস্ত বন্ধু। আমাদের সম্পর্কের মধ্যে কোনো জটিলতা নেই। স্বচ্ছ পবিত্র সম্পর্ক আমাদের। আমাদের সংসারটা সুরভি নিজের হাতে সাজিয়েছে। কি রান্না হবে, জানালার পর্দা কেমন হবে, বিছানার চাঁদর অথবা ব্যলকনিতে কত পাওয়ারের লাইট লাগবে সব সুরভির ডিপার্টমেন্ট। আমরা ভালো আছি।

মন্তব্য ৪৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২৩ রাত ২:৩৭

কাছের-মানুষ বলেছেন: ১০ বছর পূর্তিতে আপনাকে শুভেচ্ছা রইল।

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২২ শে নভেম্বর, ২০২৩ ভোর ৪:১০

কামাল১৮ বলেছেন: বাকি জীবন শুখে শান্তিতে কাটুক এই কামনা।

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২২ শে নভেম্বর, ২০২৩ ভোর ৪:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আপনার দাম্পত্য জীবন সুখের হোক। অভিনন্দন শুভ কামনা।

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ২২ শে নভেম্বর, ২০২৩ ভোর ৫:২১

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: "আমরা ভালো আছি" - এভাবেই আনন্দে থাকবেন! শুভ কামনা রইলো রবীন্দ্রনাথের কবিতা দিয়েঃ

"তরুণ প্রাণের যুগল মিলনে
পুণ্য-অমৃত-বৃষ্টি
মঙ্গলদানে করুক মধুর
নবজীবনের সৃষ্টি।

প্রেমরহস্যসন্ধানপথে যাত্রী--
মধুময় হোক তোমাদের দিনরাত্রি--
নামুক দোঁহার শুভদৃষ্টিতে
বিধাতার শুভদৃষ্টি।"

ভাবীর সাথে প্রথম দেখা-সাক্ষাৎ, আলাপ কিভাবে হলো? কে প্রথম কথা বললেন? গল্পগুলা শোনাবেন কিন্তু।

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: প্রথম দেখা সাক্ষাতের গল্প গুলো আমি সামুতে লিখেছি।

৫| ২২ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:৩০

জনারণ্যে একজন বলেছেন: চাপাবাজি কম কইরা মিয়া।

বুইঝা-শুইনাই মিষ্টি-ফুল নিয়ে আসছেন আর এখন ভং ধরছেন যে বিবাহ-বার্ষিকীর দিন-তারিখ ভুইলা গেছিলেন।

যেই মুহূর্তে পড়লাম "আমি মুখটা হাসি হাসি করে সুরভির দিকে তাকালাম" - বুঝে ফেললাম এইটা নিখাঁদ চাপাবাজি ছাড়া আর কিছু নয়। ওই যে - হালকা একটু 'হুমায়ূনীয়' ভাব আনার জন্য।

যাই হোক, দশম বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা। শুভকামনা রইলো যেন আপনারা দু'জন প্ল্যাটিনাম বিবাহবার্ষিকী উদযাপন করতে পারেন।

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: চাপাবাজি না সত্যি।

৬| ২২ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:৪২

নজসু বলেছেন:



আমার ধারণা, আপনারা পৃথিবীর অন্যতম সুখী দম্পত্তি।
দোয়া রইলো ভাই। অনেক অনেক ভালো থাকুন। শুভেচ্ছা।

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: হ্যা সুখী। এই সুখ আমরা অর্জন করে নিয়েছি।

৭| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শুভেচ্ছা অবিরত।

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা ভাই ও পরিবারকে।

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা। দোয়া করবেন।

৯| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:১১

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




বিয়ে বার্ষিকীর শুভেচ্ছা।

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: বাহ কি সুন্দর ফুল!!!
অনেক ধন্যবাদ।

১০| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:১৯

শেরজা তপন বলেছেন: দশম বিবাহ বার্ষিকীতে শুভকামনা! ভাল থাকুন

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: শেরজা ভাই যে!!!!
অনেক ধন্যবাদ।

১১| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


Happy Anniversary to both of you.

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: বড় ভাই ধন্যবাদ।

১২| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৪

বাকপ্রবাস বলেছেন: এক সাগর ভালবাসা ও শুভেচ্ছা

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:১১

বাউন্ডেলে বলেছেন: ১০ বছর পূর্তিতে আপনাকে শুভেচ্ছা রইল।
এক সাগর ভালবাসা ও শুভেচ্ছা।

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৪| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:১৬

বাউন্ডেলে বলেছেন: কত বিদ্রোহ, কত না সে, বলীদান;
পার হয় ওরা কত না মহামারী!
ছেলেটির বুকে মেয়েটির বরাভয়;
মেয়েটির চোখে ছেলেটির ভালোবাসা!
একজন ফের উদ্যানে আনে ফুল,
একজন মাঠে ফলায় পরিশ্রম;
কতনা রাত্রি কতনা দিনের ডেরা,
কতনা অশ্রু, কতনা আলিঙ্গন!
ছেলেটি আবার খোঁড়ে মাটি খোঁড়ে জল!
মেয়েটি আবার নাকে নাকছাবি,
ছেলেটির চোখে মেয়েটির বরাভয়;
মেয়েটিকে দেখি একাকী আত্মহারা!
আবুল হোসেন
এটাইতো সংসার

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৫| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: আহা রে ১০ বছর
তুমি কেমনে আসলে
কেমনে গেলে?
চোখের উপর, ঠোটের ঘ্রাণ
বুকের পরশ-
বলো কেমনে হলে;
আসমনে আর পথ
বলো এভাবেই চলবে
না তুমি নিঃশ্বাসে বিশ্বাসে
প্রতিটি রাত পূর্ণিমায় থাক।

শুভ বিবাহ বার্ষিকি প্রিয় রাজীব দা

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

১৬| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা।

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭| ২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৩

শিশির খান ১৪ বলেছেন: “শুভ বিবাহ বার্ষিকী!"এই শুভ দিনে আপনার এবং আপনার পরিবারের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক।

২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

১৮| ২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১১

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: অসমাপ্ত কবিতা-০৪ modified Abar Hashimukh song
আমার চারপাশে ভেসে বেড়ায়, চেনা স্মৃতি
আমি পথ হারাই চেনা পথে, এ পথ যেনো
অচেনা সমুদ্দুর...
চলো একসাথে হাঁটি, যেথা স্বপ্নের শেষ বহুদূর
আমার স্বপ্নের সবটুকু ঘিরে সশব্দে বাজে
তুমার পায়ের নুপুর...
আমার সবটুকু আমি তুমাতে হারায়
বুকের ভেতর ডানা ঝাপটায় পাখি, বেপরোয়া ভাংচুর...

এইভাবেই হাজার জনম একসাথে কাটুক। সেই প্রত্যাশা।

২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ।

১৯| ২২ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


শুভ বিবাহবার্ষিকি, প্রিয় রাজীব ভাই।

আপনাদের দু'জনকে অনেক অনেক শুভেচ্ছা।

রইলো শুভকামনা।

২২ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জানবেন।

২০| ২২ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫২

দেশী পোলা বলেছেন:
অভিনন্দন, আপনি সক্রেটিস হয়ে গেছেন

২২ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: কিভাবে যে ১০ বছর হয়ে গেল!!!
আজিব লাগে।

২১| ২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩২

কালো যাদুকর বলেছেন: ১০ তম বিবাহ বাষির্কীতে শুভেচ্ছা।

২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২২| ২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বড়ই আচানক ঘটনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.