নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যেভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১:১৮



আল্লাহ্‌ ও রাসূলের পথ অনুসরন করুণ।
মনে রাখবেন ইহকাল অল্প দিনের আর পরকাল অনন্ত কালের। আল্লাহকে ভয় করুণ। কোরআন ভালো করে পড়ুন। বুঝে পড়ুন। বাংলা অর্থ পড়ুন। বারবার পড়ুন। প্রতিদিন পড়ুন। কোরআনের কথা গুলো মাথায় সেট করে নিন। এরপর হাদীস পড়ুন। অর্থ্যাত নবীজির পুরো ইতিহাস জানুন। তার খাওয়া দাওয়া, পোশাক, ঘুম, হাসি, তার কথা, তার কাজ সমস্ত কিছু। জীবনযাপন করবেন নবীজির দেখানো পথে। প্রতিদিন কোরআন পড়বেন। নামাজ পড়বেন। সত্য কথা বলবেন। সৎ জীবনযাপন করবেন। লোভ এবং হিংসা মন থেকে একদম ঝেড়ে ফেলুন।

ধর্ম বা আল্লাহকে নিয়ে কোনো প্রশ্ন করবেন না।
বিনা দ্বিধায় সব বিশ্বাস করবেন। গবীর রাতে তাহাজুদের নামাজ পড়বেন। একের অধিক বিবাহ করবেন। বয়স্ক মহিলা বিয়ে করবেন। তবে সেই মহিলা যেন অবশ্যই ধনী হয়। স্ত্রী কথা না শুনলে তাকে প্রহার করবেন। শুধু মাত্র ধর্মীয় জ্ঞান আহরণ করবেন। ধর্মীয় কিতাব পড়বেন। নামাজ পড়তে পড়তে কপালে স্থায়ী কালো দাগ বসিয়ে ফেলবেন। মুখে দাঁড়ি রাখবেন। প্রতিদিন খেজুর রাখেন। ধর্মের জন্য যুদ্ধ করবেন। রুপকথার লজিকবিহীন গল্প গুলো বিশ্বাস করবেন। মাছের পেটে এক নবী ঢুকে গেছেন। লাঠি সাপ হয়ে গেছে। নবীজি চাঁদ স্পর্শ করেছেন। বেহেশত দেখেছেন। দোযক দেখেছেন। নবীজি এক রাতের মধ্যে অদ্ভুত এক যানে করে মহাকাশে গেছেন।

মোবাইল ব্যবহার করবেন না।
ইন্টারনেট ব্যবহার করবেন না। আধুনিক সমস্ত টেকনোলোজি থেকে একশ' হাত দূরে থাকবেন। এগুলো পাপ। সামর্থ থাকলে হজ্ব করবেন। অদৃশ্য শয়তানকে পাথর ছুড়ে মারবেন। নাচ গান করবেন না, দেখবেন না। গল্প উপন্যাস পড়বেন না। শুধু ধর্মীয় বই পড়বেন। বিয়ের আগে প্রেম-ভালোবাসা করবেন না। মাথার কাছে মোকসেদুল মোমিন বা বেহেশতি জেওর বইখানা রাখবেন। বইটি একদম মূখস্ত করে ফেলবেন। বেগানা নারীদের দিকে তাকাবেন না। এমনকি নিজের মা বোনের দিকেও না। তবে দাসীদের ভোগ করতে পারবেন। মা বোনকে বোরখা কিনে দিবেন। খেয়াল রাখবেন তাঁরা যেন স্কুল কলেজে না পড়ে। কোরআন পড়তে পারলেই চলবে। চাকরি করতে দিবেন না।

স্কুল বা লাইব্রেরী করবেন না। এতিমখানা ও মাদ্রাসা করবেন।
ইসলাম ছাড়া যত ধর্ম আছে, তাদেরকে ঘৃণা করবেন। বির্ধমীদের কাছ থেকে পাঁচ শ' হাত দূরে থাকবেন। ঘরে কোনো পশু পাখি পালবেন না। এমনকি ঘরে যেন কোনো মূর্তি না থাকে। ঘরের দেয়ালে কোনো ছবি রাখবেন না। তাহলে ঘরে ফেরেশতারা আসবে না। সন্ধ্যার পর ঘররের দরজা জানালা খুলবেন না। তাহলে ঘরে শয়তান ঢুকে যাবে। কবরের আযাব থেকে মুক্তি পেতে বেশি বেশি করে সূরা মূলক পড়বেন। প্রতিদিন কমপক্ষে ত্রিশ বার আয়াতুল কুরসি পড়বেন। নামী দামী পারফিউম ব্যবহার করবেন না। শুধু আতর ব্যবহার করবেন। ইহুদিদের ঘৃণা করবেন। ওরা যা আবিস্কার করেছে সেগুলো থেকে অনেক দূরে থাবেন। এরিস্টটল, গৌতম বুদ্ধ থেকে শুরু করে রবীন্দ্রনাথ কাউকে চেনা বা জানার দরকার নাই। শুধু নবীজিকে জানলেই চলবে।

প্রতিবার নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে শয়তান এবং খারাপ জ্বীন থেকে বাঁচিয়ে দেন।
সকল মুসলিমকে সালাম দেবেন। সরকারী চাকরি করলে ঘুষ খাবেন না। ব্যাংকে চাকরি করবেন না। কারণ ব্যাংকে সুদ আছে। সুদ বিষয়টা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আপনার আশেপাশে পরিচিত অপরিচিত সবাইকে নামাজের জন্য দাওয়াত দিবেন। চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করবেন না। মাটিতে বসে খাবেন। মদ তো ছোঁয়াই যাবে না। বিয়ের অনুষ্ঠানে অনেক টাকা খরচ করা যাবে না। জাস্ট খুরমা বা খেজুর দিয়ে বিয়ে শেষ করতে হবে। সমুদ্রে ভ্রমন করা যাবে না। অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে না গিয়ে শুধু আল্লাহর কাছে শেফা চাতে হবে।

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৪৮

কামাল১৮ বলেছেন: কোন ইচ্ছা নাই।ভালো মানুষ হবার ইচ্ছা আছে চেষ্টা আছে।
কার লেখা জীবনী পড়বো।আমি পড়েছিলাম আলি দস্তির ,নবি মুহাম্মদের ২৩ বছর

২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: হয়তো আপনিই সঠিক পথে আছেন।

২| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৫০

অধীতি বলেছেন: ঈদানিং কি সারমর্ম লেখার চেষ্টা করতেছেন নাকি B-)

২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: চেষ্টা অনেক কিছুই করি। শেষমেষ ফলাফল হয় শূন্য।

৩| ২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:২১

নজসু বলেছেন:



প্রিয় ভাই, পরামর্শ দিলেন নাকি টিটকারী করলেন?

২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: পরার্মশ দিলাম।

৪| ২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:১১

শ্রাবণধারা বলেছেন: এসব কি লিখলেন?

আপনার প্রথম কাজ হওয়া উচিত তওবা করে কপি পেস্ট করা ছেড়ে দেওয়া। এতে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন কী না জানিনা তবে ব্লগারদের অপ্রিয় হওয়ার এবং অপমানিত হবার হাত থেকে রক্ষা পাবেন।

২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: ৫ হাজারের উপরে পোষ্ট লিখেছি। যদি একটু কষ্ট করে আমার কপি পেস্ট গুলো দেখিয়ে দিতেন তাহলে উপকার হতো।
অন্তত দুটা কপি পেস্ট লেখা উদ্ধার করে দেন। প্লীজ।

৫| ২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪২

রাােসল বলেছেন: আপনার লেখায় ইসলাম সম্পর্কিত সঠিক ও বেঠিক এর মিশ্রণ হয়ে গেছে। জানি না এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। তবে, একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়।

২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: ভুল গুলো ধরিয়ে দেন। শুধরে নিই।

৬| ২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


পাক কোরআন মজিদ বুঝা সহজ কাজ নয়।
ইহা বুঝিতে হইলে তাফসির শুনিতে হইবে।

২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: কোরআন অতি সহজ। পড়া এবং মুখস্ত করা।
এজন্য আমাদের দেশের ছোট ছোট পোলাপান কোরআন মূখস্ত করে বসে আছে।
বিশ্বে আমাদের দেশেই কোরআনে হাফেজ সবচেয়ে বেশি। আশা করি এত এত কোরআনে হাফেজ ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি পাবে।

৭| ২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


নামাজ পড়লে হবে না।
নামাজ কায়েম করতে হবে।

২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: কায়েম জিনিসটা কি বড় ভাই? জিহাদ? বির্ধমীদের হত্যা করা? অনেক গুলো বিয়ে করা। মাদ্রাসা তৈরি করা?

৮| ২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: কথাগুলোর রহস্য আছে
মনের ভীতর বুলি
সব সময় ভাল কাছে
আসে পাশে কিছু দেখি----------------

২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: হ্যা হ্যা।

৯| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আপনার তো মুসলিম নাম বদল করার সৎ সাহস নেই। খালি ব্লগে চর্বিত চর্বন করেই যাচ্ছেন। ধর্ম মানেন না ঠিক আছে। তাই বলে, এসব প্রসব করতে হবে? যেগুলোতে নতুন কিছু নেই।

২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: মন্ত্রী সাহেব মানুষের পরিচয় কর্মে। নামে নয়।

১০| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৫

রাােসল বলেছেন: ধন্যবাদ, কিন্তু ভুলগুলো শুধরাবে না। কারন, অনেক ক্ষেত্রে আমরা জেনেশুনে ভুল করি।

২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩

সামরিন হক বলেছেন: আপনি যা লিখেছেন তা আমি সমর্থন করি না। কথাগুলো সঠিক বলে ভাবি না বলেই সমর্থন করি না। পুরো ব্যাপারটা নিয়ে যদি লিখতে যাই তখন অনেক কিছুই লিখতে হবে ,যা আমার দ্বারা এই মুহূর্তে সম্ভব নয়।
তবুও কিছু লিখতে ইচ্ছা করছে বিধায় লিখছি ।

এ কথা সবাই মানবেন যে আমাদের সবকিছুই অন্যের কাছ থেকে শেখা। আমরা ছেলেবেলায় বাবা-মা বা অন্যান্যের কাছ থেকে বলতে শিখি আস্তে আস্তে আমরা আমাদের মনের ভাব অন্যের সঙ্গে বিনিময় করতে শিখি। আমরা কিন্তু কখনোই প্রথম থেকে নিজে নিজে কিছু করতে শিখিনি। হাটা টা পর্যন্ত আমাদেরকে অন্য কেউ শিখিয়েছে। নিজেদের বোধ অনুভূতির সুবিন্যস্ততাও আমরা অন্যের কাছ থেকে শিখেছি। হ্যাঁ তবে নিজেদের জীবনে আমরা কি করব কি করব না সে ব্যাপারে আমরা কিন্তু স্বাধীন।
কোরআন, সুন্নাহ এটা সব ধরনের মানুষের জন্য, কোন এক শ্রেণীর বা এক ধরনের মানসিকতার মানুষদের জন্য নয়। নানান মানুষ নানা রকমের মন মানসিকতা।
কোন ছেলেকে‌ই আল্লাহতাআলা ও তাঁর রসূল সঃ জোর করে বলেন নাই যে তুমি একাধিক বিয়ে কর, দাসীদের দিকে তাকাও ,দাসীদের সাথে অবৈধ সম্পর্ক কর।
প্রত্যেকটা মানুষই তার ব্যক্তিগত প্রবৃত্তি থেকে তার কাজগুলো করে থাকে ।
কোরআন আর হাদিস তো প্রেসক্রিপশনের মত, জীবনের প্রেসক্রিপশন। যেখানে সব সমস্যার সমাধান দেয়া আছে। ব্যক্তির দায়িত্ব শুধু নিজের সমস্যা নিরুপণ করে সঠিক সমাধান বের করা । কেউ যদি সেটা না পারে সেটা তার অপারগতা হওয়া উচিত আল্লাহ বা তাঁর রসূলের না।
ক্যান্সারের রোগীর জন্য তো কিডনির প্রেসক্রিপশন প্রযোজ্য নয়।
সবাই তো প্রয়োজনের বেশি জানতে চায়না,কেউ কেউ চায় তারাই জানবে রবীন্দ্রনাথ ,বুদ্ধদেব, এরিস্টটল,লেনিন। সেটাতে কোন বাধা নেই।


২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুন্দর মন্তব্য করেছেন।

১২| ২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৪

সামরিন হক বলেছেন: শুভেচ্ছা রইল।

২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৩| ২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এসব হাবিজাবি না লিখে আপনি বরং গল্প বা ছবি ব্লগ লিখতে পারেন। সেগুলো কাজে দেবে।

২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: আমি নিজেও বলি ধর্মীয় লেখা মানেই হাবিজাবি।

১৪| ২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৫১

রিদওয়ান খান বলেছেন: (গল্প উপন্যাস পড়বেন না। শুধু ধর্মীয় বই পড়বেন)
যিনি ধর্মীয় বই পড়বেন তিনি কেনো আপনার গল্প,উপন্যাস পড়ে
আল্লাহর প্রিয় বান্দা হতে যাবেন? সে তো আল্লাহর বান্দা হওয়ার জন্য ধর্মীয় বই পড়বেন। আমার প্রশ্ন হচ্ছে এগুলো কেনো গার্বেজ লিখা না?

১৫| ২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৫

মহানব্যক্তি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-অনেক ইহুদীদের হত্যা করেছিলেন এবং তাদের স্ত্রী লোক, সন্তানাদি ও সম্পদ মুসলিমদের মাঝে বণ্টন করেছিলেন। হামাসরা সদ্য সদ্য ১৪০০ ইহুদি হত্যা করেছে এবং ১৫০ ইহুদি স্ত্রী লোক এবং শিশু ধরে নিয়ে গেছে এবং যুদ্ধ বন্দী বানিয়েছে। তারা সুন্নত পালন করেছে।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত পালন মুসলিমদের জন্য অবশ্য কর্তব্য।

১৬| ২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



মুসলিম নাম বলতে কিছু নেই। আরবি ভাষার নাম।

১৭| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সবচেয়ে বড় ঔষধ হচ্ছে কালিজিরা এবং মধু
একমাত্র মৃত্যু ছাড়া সব রোগের জন্যই ইহা কাজ করবে।
ডাক্তার দেখানোর কোনই মনে হয় না ।
আল্লাহর উপর ভরসা রাখুন।

১৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৩

চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। বলেছেন: ভন্ড ব্লগের এরশাদ কমেন্ট প্রাপ্তি এক লাখ করনের আশায় একবার ধর্মের পক্ষে পোস্ট দেয়, আবার বিপক্ষে দেয়

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: মানুষ হও।
তারপর ফিরে এসো।

১৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৬

চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। বলেছেন: রানু, তোমার বাবা তো মরার আগে আক্ষেপ করে গিয়েছিল তুমি কেন বেহায়া বেলাজ চাটুকার হলা। তুমি তো রেগুলার পোস্ট দিয়ে তারপর নর্দমায় মুখ ভরিয়ে এসে মন্তব্য করো।

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: আমি কি সে তুমি বুঝবে না। ততটুকু মগজ তোমার নেই।

২০| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৮

চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। বলেছেন: তুমি আগে গালাগালি শুরু করছ স্ক্রীন শট নিয়া রাখছি । কেমন বেহায়া তুমি তূয়ার দুষ দেখ না? তোমার স্বর্গীয় পিতা নিশ্চয়ই দুঃখ পাচ্ছেন।

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: তুমি চলে যাও। নইলে কুৎসিত গালি তোমাকে দিবো।

২১| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৬

চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। বলেছেন: তোমার এত্ত মেধা ! তবু তুমি ক্যানে এত মেরুদন্ডহীন। আমিতো অবাক, টিনের চালে তোমার মেধার কাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.