নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দুই বন্ধু ও একটি অসহায় মেয়ে!

২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১:১৯

ছবিঃ আমার তোলা।

রাত নয়টা। দুই বন্ধু রাস্তা দিয়ে হাটছে। আকাশে মেঘ জমেছে। এক বন্ধু বলল, আমার আর বেচে থাকতে ইচ্ছা করে না।
কেন ভাই?
আমি কেন বেচে থাকবো, তার একটি কারন বল।
বেচে থাকার জন্যই বেচে থাকবে।
একটু বুঝিয়ে বলো।
বুঝিয়ে বলার কিছু নেই, অতি সাধারণ কথা।
এমন সাধারণ কথার উপর নির্ভর করে, এমন সাধারণ ভাবে আমি বাচার ইচ্ছা করি না। পশুর জীবন নাকি যে কোনো উদ্দেশ্য ছাড়াই বেচে থাকবো!
এসব কথা ছাড়ো বন্ধু। নতুন কোনো কবিতা লিখেছো নাকি?
কবিতা লেখা ছেড়ে দিয়েছি। বেচে থাকার মতো কবিতা লেখাও অর্থহীন। কবিতা জিনিসটা সম্পূর্ণ একটা যুক্তিহীন ব্যাপার।
বন্ধু অই মেয়েটাকে দেখো।

একমেয়ে ল্যাম্পপোস্টের নীচে দাড়িয়ে আছে। মুখটা কি মায়াময়! সাজ বলতে শুধু চোখে মোটা করে কাজল দিয়েছে। তাতেই কি অপরুপ লাগছে। বয়স কত আর হবে একুশ, বাইশ। যে কোনো সময় বৃষ্টি নামবে, মেয়েটা ভিজে যাবে। মেয়েটা কেন দাঁড়িয়ে আছে সেটা স্পষ্ট বুঝা যায়।

দেখো, মেয়েটার মধ্যে কোনো ভয় ডর নেই। কেমন দাড়িয়ে আছে দেবী প্রতিমার মতো। মেয়েটা বেচে থাকার জন্য এই ঝড় বৃষ্টির রাতে দাড়িয়ে আছে। বেচে তো থাকতে হবেই। মরে যাওয়া মানেই তো সব শেষ। আর কিছু নেই। মৃত্যুর পর সবই যুক্তিহীন।
মেয়েটা দুই বন্ধুর কাছে এগিয়ে এলো। বলব, আজ তোমাদের সাথে আমায় নেবে? নাও না, তোমাদের যেখানে খুশি। যতক্ষন খুশি।
এক বন্ধু ধমক দিয়ে বলল, যা এখান থেকে বিরক্ত করিস না।

মেয়েটা বলল, দুজন মিলে ভাগাভাগি করে নাও। বিনিময়ে কিছু টাকা দিও আমায়।
বললাম না যা এখান থেকে।
মেয়েটা বলল, আজ রাতে খাওয়ার মতো কিছু টাকা দিয়ে দাও। আমি চলে যাই। যে কোনো সময় বৃষ্টি নামবে। বৃষ্টির পানি মাথায় পড়লেই আমার জ্বর আসে।
যা এখান থেকে। ভাগ নষ্টা মেয়ে কোথাকার।
তখন কবি পকেট থেকে দশটা টাকা বের করে মেয়েটার হাতে দিলো। মেয়েটা রেগে গেলো, বলল- আমি কি ভিক্ষুক নাকি রে শালা?

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৩ ভোর ৪:৩২

আঁধারের যুবরাজ বলেছেন: সুন্দর লিখেছেন। অল্প কোথায় তুলে ধরেছেন , মানব জীবনের অনুভূতি, সহানুভূতি এবং সামাজিক অবস্থানের প্রতি দৃষ্টিভঙ্গি। অন্যের দুঃখকে অনুভব করা এবং সাহায্যের মাধ্যমে সন্তোষ খুঁজে পাওয়া।

২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন।

২| ২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৬

তানভির মুস্তফা রুদ্র বলেছেন: সরল কোথায় অনেক ভাল লিখেছেন! আরও লিখেবেন আশা করি।

২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিটা খুবই সুন্দর হয়েছে।

২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: ছবিটা ১৭ বছর আগের তোলা।
ছবিটা তুলেছি বাগেড় হাট এলাকা থেকে।

৪| ২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: লেখা এবং ফুল দুটোই ভাল লাগলো ।

২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ।

৫| ২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


জীবন তো এমনই।
তবে জীবন বদলানো দরকার।

২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: রাইট।

৬| ২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.