নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই প্রজন্ম!

০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৬



যে ছেলে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করবে, তার বিয়ে টিকবে না।
চারপাশে এত এত তালাকের কারণ হচ্ছে, বিয়ের পর সংসারে দেখা দেয় অভাব, মনোমালিন্য। এবং বিয়ের সময় ছেলেমেয়ে দুজনেই যে মিথ্যা গুলো বলে সেটা প্রকাশ পেয়ে যায় প্রথম বছরেই। ফলাফল ডির্ভোস। বর্তমান প্রজন্ম বিয়ের বয়স হওয়ার আগেই বিয়ে করে ফেলে। মোহ কেটে যায়। তখন তালাক হয়ে যায়। কুরকুরানির কারনে অল্প বয়সে বিয়ে করে ফেলে। লেখাপড়া শেষ করে না। টাকা ইনকাম করে না। এদিকে বউয়ের ভরনপোষণ দিতে পারে না। ফলাফল ঝগড়া। ঝগড়া থেকে অশান্তি। অশান্তি থেকে তালাক।

এই প্রজন্ম মূলত নির্বোধ।
নির্বোধ গুলো ঠিক করে লেখাপড়া করে না। করে টিকটক। টিকটক মিলনমেলার আয়োজন করে ছাগলামি করে। সারাদিন পড়ে থাকে ফেসবুক নিয়ে। মেয়ে নিয়ে। কিভাবে প্রেম করবে। আরে ছাগল প্রেম ভালোবাসা করার আগে নিজেকে যোগ্য ও দক্ষ তো করে নে। এই সহজ জিনিসটা বুঝিস না ক্যান? তোদের পাকনামির কারণে দুটা পরিবারের শান্তি নষ্ট হয়ে যায়। এই নির্বোধ প্রজন্ম জ্ঞানের সন্ধান করে না। ফেসবুকে মেয়ের সন্ধান করে। এগুলোকে ধরে সকাল বিকাল দুইবেলা থাপড়ানো দরকার। এদের বাবা মায়েরও দোষ আছে। তারা জন্ম দিয়েছে। দেখভাল করেনি, এবং সঠিক পারিবারিক শিক্ষা দেয়নি।

লেখাপড়া ছাড়া কোনো প্রজন্ম টিকে থাকতে পারবে না।
এই জেনারেশন হচ্ছে প্রশ্নফাস জেনারেশন। এরা নকল করে পাশ করে। রাস্তার মোড়ে দাড়িয়ে সিগারেট খায়। পাশ দিয়ে কোনো মেয়ে হেটে গেলে কুৎসিত ভাবে তাকায়। বাজে মন্তব্য করে। নতুন প্যান্ট কিনে, দর্জির কাছে যায়। প্যান্টকে চিপা করে সেলাই করে। ছাত্রলীগের নেতার সাথে ছবি তুলে ফেসবুকে ছবি পোস্ট করে, আমার একমাত্র অভিভাবক। কত বড় ছাগল দেখুন নিজের বাপ মাকে অপমান করলো। সাইথ ইন্ডিয়ানদের মুভি দেখে নিজেকে নায়ক ভাবে। অল্প বয়স থেকেই বিড়ি খায়। ধীরে ধীরে একদম বখাটে হয়ে যায়। এদের বাপ মা এদের খোজ খবর রাখে না। মেয়ে গুলো আরো এক কাঠি সরস। লেখাপড়ায় মন না দিয়ে প্রেমে মন দেয়।

এই প্রজন্ম বুঝে না প্রেম ভালোবাসা কাকে বলে।
প্রেম ভালোবাসা বলতে তারা বুঝে শরীর। শরীরের স্বাদ মিটে গেলেই তখন আর বউকে ভালো লাগে না। তখন অন্য নারীর প্রতি আসক্ত হয়। মূলত মেয়েরা যত সচেতন হবে, যত শক্ত হবে তত বিবাহ বিচ্ছেদ বাড়বে। মেয়েদের চোখমুখ বুঝে সহ্য করা উচিত হবে না। আর কতকাল সহ্য করবে? অবশ্যই মেয়েদের প্রতিবাদী হতে হবে। আর কোনো ছাড় নয়। দুষ গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভালো। আসল কথা হচ্ছে অল্প বয়সে বিয়ে করা যাবে না। আগে প্রতিষ্ঠিত হতে হবে। টাকা ইনকাম করা শিখতে হবে। মেয়েদের জীবনের লক্ষ্য যেন না হয়, শুধু বিয়ে করা। আগে লেখাপড়া শেষ করতে হবে। চাকরি বা বিজনেস করতে হবে। মেয়েরা আর কতকাল বিয়ের আগে বাবা আর বিয়ের পর স্বামীর উপর ভরসা করবে? তারা কি নিজের পায়ে দাঁড়াবে না?

আমাদের এলাকায় এক ছেলে প্রেম করে বিয়ে করেছে।
বিয়ের আগে প্রেম করার সময় মেয়েকে যা যা বলেছে, সবই মিথ্যা বলেছে। বিয়ের পর ছেলে ধরা খেয়ে যায়। তখন সেই ছেলে মেয়েকে বলে ইসলাম ধর্মের কথা। স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। স্ত্রীর সম্পত্তিতে স্বামীর হক আছে। নবীজি তার স্ত্রীর ব্যবসা ও টাকা নিজের হাতে নিয়েছেন। বেকার ছেলে, প্রতারক ছেলে শেষ পর্যন্ত ধর্মের আশ্রয় নেয়। এদিকে ধর্ম তো মেয়েদের কোনঠাসা করে রেখেছে। মেয়েদের এখন পুরনো ধ্যান ধারণা থেকে মুক্ত হতে হবে। তাদের চিন্তা ভাবনা উন্নত করতে হবে। সাহসী হতে হবে। নিজে যোগ্য ও দক্ষ করে প্রতিষ্ঠিত হতে হবে। যেন কেউ উচু গলায় কথা বলতে না পারে। মূলত নারীরা হচ্ছেন ধরনী। তাদের মাঝেই আমাদের বসবাস। নারীকে সম্মান করতে হবে। শ্রদ্ধা করতে হবে। তবেই এগিয়ে যাবে মা মাটি ও দেশ।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৪

কাছের-মানুষ বলেছেন: আপনি সমাজের এই বিষয়কগুলোতে বেশ ওয়াকিবহাল এবং অভিজ্ঞ! ভাল পরামর্শ দিয়েছেন। আমি আশা করি বর্তমান প্রজন্ম আপনার দিক নির্দেশনা মেনে চলবে।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: যারা আমার কথা মেনে চলবে তাঁরা উপকার পাবে।
যারা মানবে না তাদের কপালে দুঃখ আছে।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৩

আঁধারের যুবরাজ বলেছেন: করোনার কল্যানে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক অটো পাশ করা একজনকে জিজ্ঞেস করেছিলাম স্বাধীনতা দিবস ,বিজয় দিবস ,ভাষা দিবস কবে। সে বলতে পারেনি। একজন সেক্টর কমান্ডার এর নাম,তাও বলতে পারেনি । পৃথিবীর অন্তত একজন সম্রাটের নাম
জিজ্ঞেস করাতে ,অনেক ভেবে চিনতে সে বলেছিলো মমতা ব্যানার্জি !

এই ছেলেও প্রেম করে বেড়ায় নানা মিথ্যা কথা বলে। রাত জেগে থাকে মোবাইল ফোন নিয়ে।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: এই ছেলের ভবিষ্যত অন্ধকার।
বাবা মায়ের উচিত তাকে সময় দেওয়া। ভালো শিক্ষক দিয়ে তাকে পড়ানো। দেরী হোক যায়নি সময়।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৮

কামাল১৮ বলেছেন: শরীরের স্বাদ মিটে যাবার বিষয়টা বুঝলাম না।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: হা হা হা---
আপনি আদিম যুগের মানুষ। এই জেনারেশনের স্টাইল আপনার বুঝে আসবে না।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কামাল১৮ বলেছেন: শরীরের স্বাদ মিটে যাবার বিষয়টা বুঝলাম না।

কামাল স্যারের মতো বিষয়টি আমিও কিছুই বুঝতে পারিনি। আমার বুদ্ধিসুদ্ধি আসলেই অনেক কম।

আফসোস!

০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: বড় ভাই এই জেনারেশনের কর্মকান্ড আপনার বুঝে আসবে না।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮

বিজন রয় বলেছেন: আপনাদের এলাকার ওই ছেলে শেষ পর্যন্ত ধর্মের দোহাই দিল?

০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: দুষ্ট লোকেরা সব সময় ধর্মের দোহাই দেয়।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৩

বাকপ্রবাস বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কামাল১৮ বলেছেন: শরীরের স্বাদ মিটে যাবার বিষয়টা বুঝলাম না।
কামাল স্যারের মতো বিষয়টি আমিও কিছুই বুঝতে পারিনি। আমার বুদ্ধিসুদ্ধি আসলেই অনেক কম।
আফসোস!


স্বাদ লাগে তায় খাই
না লাগেতো মারি ছুড়ে
স্বাদ বিনে বিস্বাদ জীবন
তেজপাতা কুড়মুড়ে।

কিছু স্বাদ থেকে যায়
কিছু স্বাদ বেকে ধায়
কিছু স্বাদ গোলমেলে
ধরে কষে মারে ঘায়।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: আহা !!

৭| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৭

শেরজা তপন বলেছেন: পড়লাম - ভালো ভালো কথাই লিখেছেন।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: আমি সব সময় ভালো ভালো কথাই লিখি।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বিয়ের আগে অবশ্যই ছেলে মেয়ের মেডিক্যাল হিস্টোরী জেনে নিতে হবে। তাদের ফারটাইলিটি কেমন সেটাও জানা দরকার।
বিয়ের পর অহেতুক ঝামেলা এড়ানোর জন্যই এটা করা ফরজ।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: সম্ভব না।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৬

বিজন রয় বলেছেন: গতকাল আর আজকে এখনো কোনো পোস্ট দিলেন না, তাই অবাক হয়ে ভাবছি।

আর বেশি বাকী নেই, তাকে তাকে আছি।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: ব্যস্ত আছি।
আজ পোষ্ট দিবো ইনশাল্লাহ।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বিয়ের আগে অবশ্যই ছেলে মেয়ের মেডিক্যাল হিস্টোরী জেনে নিতে হবে। তাদের ফারটাইলিটি কেমন সেটাও জানা দরকার।
বিয়ের পর অহেতুক ঝামেলা এড়ানোর জন্যই এটা করা ফরজ।

যাকে নিয়ে বাকি দিনগুলো কাটাবে তার সব ধরনের ইতিহাস জানা দরকার। বিয়ের পরে এই সমস্যা সেই সমস্যা বের হলে অনেকের ক্ষেত্রে দেখা যায় বিয়ের পরে বাচ্চা হয় না,
এই সমস্যা গুলো আগে জানা থাকলে অনেকটা খোলসা হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয়া খুব সহজ হয়ে যায়। পরবর্তী পর্যায়ে নানা ধরনের ঝামেলা হয় যা কখনো কাঙ্খিত নয়।

১১ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: তাহলে কোনোম ছেলেমেয়ের বিয়েই হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.