নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমি মার্শাল আর্ট আর বক্সিং শিখতে চাই।
আব্বা বললেন- ওসব শিখতে চাস কেন? সেলফ ডিফেন্স, না গুন্ডামি করবি?
আমি একটু হেসে বললাম- যারা অন্যায় করে আমি তাদের শিক্ষা দিতে চাই।
আব্বা একটু করুন হাসি দিয়ে বললেন-
''সব অন্যায় কি শুধু গায়ের জোরে ঠেকানো যায়?
আগে নিজে ন্যায়বান হতে হয়, সাহসী হতে হয়, মানুষকে ভালোবাসতে হয়''।
আব্বা পরম মমতা মাখা গলায় বললেন-
মানুষ কোথা থেকে জোর পায় জানিস? ভালোবাসা থেকে।
দেশকে যদি ভালোবাসিস, মা-বাবাকে যদি ভালোবাসিস,
ভাই-বোনদের যদি ভালোবাসিস, সবাইকে যদি ভালোবাসিস-
তাহলে দেখবি গায়ের জোরের তত দরকার হবে না।
মনে রাখবি- মানুষের সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে ভালোবাসা।
২| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৫
বিজন রয় বলেছেন: এটা কি কবিতার মধ্যে পড়ে। ঠিক বুঝতে পারছে না।
এটা কি নকল করেছেন?
৩| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৭
শেরজা তপন বলেছেন: আপনার লেখালেখির কনটেন্টের খুব অভাব পড়ে গেছে নাকি???
@জনারণ্যে একজনের অভিযোগটা খুব সিরিয়াস কিন্তু
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:০১
জনারণ্যে একজন বলেছেন: