নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ব্লগার \'সোনাগাজী\' প্রসঙ্গে (সাময়িক পোষ্ট)

১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৪



সোনাগাজীর ফ্রন্টপেজ ব্যান এবং কমেন্ট ব্যান তুলে নেওয়া হোক।
তাকে ব্যানে রাখাটা অন্যায় হচ্ছে। কি করেছেন তিনি? এমন কিছু করেন নাই যে তাকে ব্যান করে রাখতে হবে। আমাদের দেশে রাজাকার- মন্ত্রী, এমপি হয়। রাজাকারের গাড়িতে পতাকা উড়ে। চোর, বদমাশ, দূর্নীতিবাজ বুক ফুলিয়ে চলে। আর ভালো লোকেরা মিথ্যা মামলায় কারাগারে থাকে। তসলিমা নাসরিনের মতো লেখিকা দেশে ফিরতে পারছেন না। চারিদিকে শুধু অন্যায় আর অন্যায়। দেশের ক্ষমতাবানরা সমানে অন্যায় করে যাচ্ছেন। ঠিক চাঁদগাজী/সোনাগাজীর সাথেও অন্যায় হচ্ছে। আমি যদি দুই একটা অন্যায়ের প্রতিবাদ না করি, তাহলে নিজের কাছে নিজে ছোট হয়ে যাবো।

যদি শ্যাইয়ান ভাইকে ফ্রন্টপেজ ব্যান বা কমেন্ট ব্যান করা হতো-
তখনও আমি প্রতিবাদ করতাম। অর্থ্যাত আমার চোখে যেটা অন্যায় মনে হবে, তখনই আমি প্রতিবাদ করবো। খেয়াল করে দেখবেন, চলতি বছরটা সোনাগাজির ব্যানে ব্যানেই গেলো। শেখ মুজিবকে বহুবার কারাগারে নেওয়া হয়েছে। আর আমাদের চাঁদগাজী/সোনাগাজীকে বহুবার ফ্রন্টপেজ ব্যান এবং কমেন্ট ব্যান করা হয়েছে। রেকর্ড সংখ্যক। সোনাগাজী একজন ভালো ব্লগার। জ্ঞানী ব্লগার। তিনি পুতুপুতু টাইপ কিছু লিখেন না। তিনি সমস্যা ও সমাধানের কথা লিখেন। ভালো ভালো মন্তব্য করেন। মন্তব্যের মাধ্যমে তিনি ব্লগারদের সঠিক পরামর্শও দিয়ে থাকেন। তাই আমি বলব সোনাগাজীকে ব্যান মুক্ত করা হোক।

সামুতে সবচেয়ে বেশি মন্তব্যকারী তিনি।
সবচেয়ে বেশি পোষ্টদাতাও তিনি। যদিও তাকে বারবার ব্যান করার কারনে তার পোষ্ট ও মন্তব্য গুলো দৃশ্য মান নয়। সামুর ইতিহাস লেখা হলে চাঁদগাজী/সোনাগাজী নাম চলে আসবে। তাকে ছাড়া সামুর ইতিহাস লেখা অসম্ভব। যে মানুষটা ব্লগ অন্তপ্রান তাকে কেন বারবার ব্যানে থাকতে হবে? তিনি একজন শিক্ষিত মানুষ। রুচিশীল মানুষ। দেশ প্রেমিক। মানবিক মানুষ। তার অনেক গুলো ডিগ্রী আছে। তার অপরাধ কি? তিনি সব সময় মুখের উপর সত্যটা বলে দেন? ক্রিমিনালকে 'ক্রিমিনাল' বলা যাবে না? গরুর রচনাকে গরুর রচনা বলা যাবে না? নির্বোধ ও বদদের ডোডো বলা যাবে না? উনি যা বলেন সবই সঠিক কথা বলেন।

ব্লগটিম এবং মডারেটরের কাছে আমার অনুরোধ-
আজ এক্ষন তাকে সমস্ত রকম ব্যান মুক্ত করুন। মানুষ ফেরেশতা নয়। মানুষের ভুল হতেই পারে। এমনকি আপনারাও ভুলের উর্ধে নয়। সমস্যা থাকলে সমাধানও আছে। অক্টোপাস হবেন না। ছাড় দিতে শিখুন। জ্ঞানী লোকদের বিশেষ সুবিধা দিতে হয়। তাতে জাতির উপকারই হয়। আমি অতি নগন্য এক ব্লগার। সামুর আষ্টেপিষ্টে জড়িয়ে আছি দীর্ঘদিন ধরে। তাই একটা দাবী জন্মে গেছে নিশ্চয়ই। তাই সাহস করে কিছু কথা বলে ফেলি। আর কিছুদিন পর সামুর ব্লগ ডে। তাই ব্লগের গুরুজন সোনাগাজীকে মুক্ত করা উচিত বলেই আমি মনে করি। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩

বাকপ্রবাস বলেছেন: মুরুব্বিকে মুক্ত করা হোক

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: মুক্ত তো করতেই হবে।

২| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১

ইসিয়াক বলেছেন: ওনাকে ব্যান মুক্ত করা হোক।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

ধন্যবাদ।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩

মোগল সম্রাট বলেছেন:


বার বার একজন লোক ব্যান খাওয়া মানে তার নিজের ঝামেলা আছে। আর যেসব অভিযোগে তিনি এ যাবৎ ব্যান খাইছেন সেগুলো থেকে এই বয়সে তিনি নিজেকে সংশোধন করতেও পারবেন না মনে হয়।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: যে গাছের ফল মিষ্টি, সে গাছে লোকজন বেশি ঢিল মারে।
তার তো কোণো ভুলই নেই। সংশোধনের কথা আসছে কেন?

৪| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২

ডার্ক ম্যান বলেছেন: উনার কয়মাস বিনাশ্রম কারাদণ্ড চলতেছে??

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: উনি অন্যায় না করে শাস্তি পাচ্ছেন।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২

নতুন বলেছেন: উনি কি কারনে ব্যান হয়েছেন?

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: এই কথা ভালো বলতে পারবেন- মডারেটর।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৮

আলমগীর সরকার লিটন বলেছেন: কিছু বলার নাই
বুঝাবুঝির অবশান হোক

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: সেই সাথে সমস্ত অন্যায়ের অবসান হোক।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনার পুরা পোষ্ট ভুলে ভরা!

আপনার এই পোষ্টটা লেখা উচিৎ ব্লগের মডারেটরদের উদ্দেশ্য করে। তারা কত খারাপ, দুঃশ্চরিত্র, সৈরাচার ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা করা দরকার ছিলো। তাহলে যাষ্টিফাই হতো যে কেন একজন খারাপ লোককে বারবার ব্যান হতে হয়!

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: সত্য তো আর লুকিয়ে রাখা যায় না। মানুষ সব জানে এবং বুঝে।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি সহমত পোষণ করছি।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: ভালো এবং বুদ্ধিমান মানূষেরাই এই পোষ্টের সাথে সহমত পোষন করবেই।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

আঁধারের যুবরাজ বলেছেন: সহমত পোষণ করছি।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

প্রামানিক বলেছেন: ভুল বোঝাবুঝির অবসান চাই

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: আচ্ছা ঠিক আছে।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: যখনই মডারেশন সোনাগাজীকে আনব্যান করার জন্য ইতিবাচক হয় তখনই নির্বোধ নির্ঘোষরা ব্লগে ক্যাচাল করে। কোন একটা ইস্যু দাড় করায়। শত নিক থেকে ১ টি নিক থেকে ব্লাগিং না করার ঘোষণা দেয় এবং ব্লাগিং ছেড়ে দেওয়ার জন্য দায়ী করে মারাত্মক ব্লগ পাগল ব্লগার সোনাগাজীকে। এরা এতই হিংসুক যে, প্রয়োজনে ১'টি প্রতিষ্ঠিত নিক কোরবানী দিবে তবুও সোনাগাজীকে আনব্যান হতে দিবেনা।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: একদম সঠিক কথা বলেছেন।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: মোগল সম্রাট বলেছেন:


বার বার একজন লোক ব্যান খাওয়া মানে তার নিজের ঝামেলা আছে। আর যেসব অভিযোগে তিনি এ যাবৎ ব্যান খাইছেন সেগুলো থেকে এই বয়সে তিনি নিজেকে সংশোধন করতেও পারবেন না মনে হয়।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: মোগল সম্রাটের সমস্যা আছে।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৮

হাসান রাজু বলেছেন: "বার বার একজন লোক ব্যান খাওয়া মানে তার নিজের ঝামেলা আছে। "
এরচেয়ে বাজে এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হতে পারে না । মন্তব্য থেকে স্পষ্টভাবে বুঝা যায় যে, মন্তব্যকারী জানেনই না যে দোষটা কি ! না জেনে একজনকে শুধু অন্যরা বার বার দোষী সাব্যস্ত করেছে বলে তার ব্যান হওয়াকে জাস্টইফাই করা ঠিক না। একজনকে ভাল বলতে উদার হওয়া যেতে পারে অনেকক্ষেত্রে। কিন্তু দোষী বলার আগে হাজারবার ভেবে নেয়া উচিত। আর শাস্তি দেয়ার ক্ষেত্রে বিচার বিবেক ঠিকঠাক কাজ না করলে দূরেই থাকা শ্রেয়।

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২

রাজীব বলেছেন: ওনার লেখাগুলো আমার কিন্তু ভালো লাগতো। কারন আউট অফ বক্স চিন্তাভাবনা আছে। যেকোন পোস্টে অন্য ১০ জনের চেয়ে ওনার মন্তব্য আলাদা হবে।

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

ঢাবিয়ান বলেছেন: ব্লগার সোনাগাজীর ব্যান থাকার পেছনে আপনার বিশেষ অবদান রয়েছে। এই পোস্ট দিয়ে উনার ব্যান থাকার মেয়াদটা আরো বাড়িয়ে দিলেন।

১৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১০

চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। বলেছেন: ইয়ে মানে চাটাচাটি থুক্কু চাটুকারিতা কম করার পোরতিজ্ঞা নিলে কি আন্নের ব্যামো ট্যামো বাড়ি যাইবো নি কোনো?

এত চাটুকারিতা কল্লে তো উস্তাদের ছাল বাক্লা দ্রুত উডি যাইবো।

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: মানুষ হও।

১৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৭

চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। বলেছেন: রানু, তোমার বাবা তো মরার আগে আক্ষেপ করে গিয়েছিল তুমি কেন বেহায়া বেলাজ চাটুকার হলা। তুমি তো রেগুলার পোস্ট দিয়ে তারপর নর্দমায় মুখ ভরিয়ে এসে মন্তব্য করো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.