নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দু:স্বপ্ন! ঠিক দুঃস্বপ্নও বলা চলে না সেটাকে।
একটা অন্ধকার গলি। এক প্রান্তে দাঁড়িয়ে আছি আমি।
গলির অন্য প্রান্তে খুব ক্ষীন একটা আলো। কেউ কোথাও নেই।
উপরে অন্ধকার আকাশ। অথবা হয়তো আকাশও ছিল না।
শুধু জনহীন একটি অন্ধকার গলি।
কোনো কুকুর নেই, এত প্রানহীন গলি আগে কখনো দেখিনি।
গাছ নেই, ছায়া নেই, শব্দ নেই, বাতাস নেই, জ্যোছনা নেই।
আমি চুপ করে দাঁড়িয়ে আছি।
অলৌকিক কোনো ইশারায় এক পা-ও সামনে যেতে পারছি না।
চোখ ভরা পানি। অন্ধকারটাকেই খুব বেশি ভয় পাচ্ছি।
মনে হলো এখানেই সব শেষ।
সভ্যতার শেষ, স্বপ্ন ও সাধ্যের শেষ। আর কোথাও যাওয়ার নেই।
ওই অন্ধকার গলিই বলে দিচ্ছে, আর কিছু নেই, সব শেষ।
খুব কষ্ট লাগছিল। এভাবেই সব শেষ হয়ে যায়!
রাত তিনটা। সুরভি গভীর ঘুমে।
আমার যখন ঘুম ভাঙল তখন এক আকাশ ভয় আমাকে ঘিরে ধরলো।
এত ভয় আগে কখনো পাইনি। কিন্তু মোটেও ভয়ের স্বপ্ন নয়। আশ্চর্য!
তবে এত ভয় পেলাম কেন? গলা শুকিয়ে কাঠ।
এক আকাশ ভয় আর হাহাকার বুকের ভেতর ঘুরপাক খাচ্ছিল।
চোখের কোনায় পানি। সারা শরীর থরথর করে কাঁপছে।
স্বপ্নটার মধ্যে ভয়ের বীজ কোথায়, ভেবে পাচ্ছি না।
তবে কি কোনো সর্বনাশের সংকেত ছিল? কোনো অমঙ্গলের আভাস?
আমি জানি, স্বপ্ন নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই।
স্বপ্নের মধ্যে সত্য বলে কিছু থাকে না। আবার হয়তো থাকেও।
১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: না এ বছর এরকম কিছু হবে না।
২| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:১৪
কাছের-মানুষ বলেছেন: সর্বনাশের সংকেত নিয়ে ভাল কবিতা লিখেছেন। প্রেম-প্রীতির কোন কবিতা পাচ্ছি আপনার থেকে অনেকদিন!!!
১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: খুব শ্রীঘই লিখব।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০২
জনারণ্যে একজন বলেছেন: @ রাজীব, বিছানা ভিজায়া ফেলছিলেন ভয়ে? ভুলেও আবার ভাইবেন না মূত্রত্যাগ করে বিছানা ভিজানোর কথা বলছি।
বলছিলাম কি - ভয় পেয়ে, ঘেমে-নেয়ে একাকার হয়ে বিছানা ভিজায়া ফেলছিলেন কিনা।
১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫
বাকপ্রবাস বলেছেন: মানুষের দৈনন্দিন চাল চলন চিন্তা চেতনা এর সারমর্ম গিয়ে ঠাঁই নেয় স্বপ্নে। তায় স্বপ্ন কখনো বাস্তব কখনো অবাস্তব, আপনি জাগরণে অবাস্তব চিন্তা করলে আপনার স্বপ্ন সেটা দিয়েই দেখা দিবে, স্বপ্নের কাজ হলে জাগরণের উপকরণ নিয়ে গল্প সিনেমা বানানো।
১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: সঠিক।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবিতা
লেখা
খুবই
কঠিন
কাজ।
তাই
আমি
কবিতা
লেখার
চেষ্টাও
করি
না।
১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন:
আচ্ছা
ঠিক
আছে।
তবে
চেষ্টা
করলে
সবই
হয়।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৩
সামরিন হক বলেছেন: বাহ ।সুন্দর কবিতা।
২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৭| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:৩৬
কামাল১৮ বলেছেন: চার জনকে আজকেই পুড়িয়ে মারা হলো।বাকি আছে আরো অনেক দিন।পোড়ানোর জন্য টাকার অংক বাড়িয়ে দিয়েছে।রুমিন ও তারেকের ফোনালাপ।হত্যা করার ফোনালাপ ফাঁস হওয়াতে মান্না জেলে থেকে আসছেন বহু বছর।আজকে আবার দেখলাম নুরু পুলিশের সামনে বলছে,প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিবে।
২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: হে হে হে----
৮| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আফসোস!
২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: বড়ই আচানক ঘটণা।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:৪৩
কামাল১৮ বলেছেন: সামনে ইলেকশন।ভয়তো আছেই।একদল ইলেকশন করবে।আরেক দল ইলেকশন প্রতিহত করবই।এটাইতো একটা ভয়ের বিষয়।হাজার হাজার স্কুল পোড়াবে,শয়ে শয়ে লোক মারা যাবে।